এস.এস.সি. বহুনির্বাচনি অভীক্ষা

ঢাকা বোর্ড - ২০১৭

জীববিজ্ঞান , বিষয় কোড:

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। ফুইড অব লাইফ' বলা হয় নিচের কোনটিকে?

(ক) পানি
(খ) রক্তরস
(গ) রক্তকণিকা
(ঘ) লসিকা
সঠিক উত্তর:


২। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তার নাম কী?

(ক) পেরিকার্ডিয়াম
(খ) পুরা
(গ) পেরিটোনিয়াম
(ঘ) অ্যালভিওলাস
সঠিক উত্তর:


৩। পোকা দমনের কাজে নিচের কোন হরমোন ব্যবহার করা হয়?

(ক) ফেরোমন।
(খ) অক্সিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর:


৪। ১ অণু FADH2 = কয় অণু ATP?

(ক) ২
(খ) ৪
(গ) ৬
(ঘ) ৮
সঠিক উত্তর:



৫। চিত্রে 'x' এর সংযুক্তি কোন এনজাইম দ্বারা হয়?

(ক) লাইপেজ |
(খ) অ্যামাইলেজ
(গ) লাইগেজ
(ঘ) মলটেজ
সঠিক উত্তর:


৬। Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

(ক) মনেরা
(খ) প্রোটিস্টা
(গ) ফানজাই
(ঘ) প্লান্টি
সঠিক উত্তর:


৭। V আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কী বলে?

(ক) সাব মেটাসেন্ট্রিক
(খ) মেটাসেন্ট্রিক
(গ) টেল্মেসেন্ট্রিক
(ঘ) অ্যাক্রোসেন্ট্রিক
সঠিক উত্তর:


৮। নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ ?

(ক) শসা
(খ) ঝিঙা
(গ) লেটুস
(ঘ) ডালিয়া
সঠিক উত্তর:


নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

তাহিমের দেহের ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১৪০ সে.মি.।

৯। তাহিমের BMI এর মান কত?

(ক) ২৫.৪
(খ) ২৮.৫
(গ) ৩০.৬
(ঘ) ৩২.৭
সঠিক উত্তর:


১০। তাহিমের শরীরের-

i. ওজন অতিরিক্ত
ii. মােটা হওয়ার প্রথম স্তর
iii. বেছে খাদ্যগ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



১১। চিত্রের পরাগধানীগুলো কোন ধরনের?

(ক) Diadephous
(খ) Epipetalous
(গ) Polyadelphous
(ঘ) Syngenesious
সঠিক উত্তর:


১২। Biotechnilogy শব্দটি কে প্রবর্তন করেন?

(ক) চার্লস ডারউইন
(খ) রবার্ট হুক
(গ) কার্ল এরেকি
(ঘ) জোহান মেন্ডেল
সঠিক উত্তর:


১৩। একটি পূর্ণবয়স্ক ব্যাঙের ওজন 200gm হলে

ব্যাঙটি একদিনে কী পরিমাণ পোকামাকড় খেতে পারে?

(ক) ৫০ গ্রাম
(খ) ১০০ গ্রাম
(গ) ১৫০ গ্রাম
(ঘ) ২০০ গ্রাম
সঠিক উত্তর:


১৪। DNA গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত?

(ক) ২.৪A
(খ) ৩.8A
(গ) ৪.৪A
(ঘ) ৫.৪A
সঠিক উত্তর:


নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:



১৫। চিত্রের A চিহ্নিত অংশটির অন্তঃপ্রাচীর নিচের কোনটি দ্বারা গঠিত?

(ক) ফ্লাজেলা
(খ) সিলিয়া
(গ)ক্ষণপদ।
(ঘ) কিউবয়ডাল
সঠিক উত্তর:


১৬। B এর জন্য প্রযোজ্য-

i. অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়
ii. বহিরাবরণ পুরা পর্দা দ্বারা আবৃত
iii. গঠন শ্বাসনালীর অনুরূপ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


১৭। প্রাথমিক জাইলেম কয় ধরনের?

(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর:


১৮। কোনটি পিউরিন?

(ক) A ও T
(খ) C ও G
(গ) C ও T
(ঘ) A ও G
সঠিক উত্তর:


নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

রশিদ সাহেবের বয়স ৫৫ বছর। তিনি ইদানিং পেশীতে আগের মত শক্তি পান না, কাজ করতে গেলে পিঠের পিছনে ব্যথা অনুভব করেন। ডাক্তারের কাছে গেলে তাকে দুগ্ধজাত খাদ্য ও সবুজ শাকসবজি খেতে পরামর্শ দেন।

১৯। রশিদ সাহেবের সমস্যাটির কারণ

i. কায়িকশ্রম বেশি করেন
ii. Ca-এর অভাব
iii. আথ্রাইটিসে ভুগছেন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


২০। সমস্যাটি প্রতিকারের উপায়

i. দৈনিক ১২০০ mg Ca গ্রহণ
ii. কমলার রস পান করা
iii. নিয়মিত ব্যায়াম করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


নিচের চিত্রটি লক্ষ কর এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:



২১। B অংশে পাওয়া যায় নিচের কোনটি?

(ক) সাইটোকাইনিন ও ইথিলিন
(খ) জিবেরেলিন ও ভার্নালিন
(গ) ইথিলিন ও জিবেরেলিন
(ঘ) ফ্লোরিজেন ও ইথিলিন
সঠিক উত্তর:


২২। A অংশে বিদ্যমান পদার্থটির প্রভাবে কাজের হার বৃদ্ধি পায়

i. সালোকসংশ্লেষণ
ii. শ্বসন
iii. অভিস্রবণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


২৩। নিচের কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়?

(ক) ইউরিয়া
(খ) ইউরিক এসিড
(গ) ক্রিয়েটেনিন
(ঘ) ইউরোক্রোম
সঠিক উত্তর:


২৪। অস্থিকোষকে কী বলা হয়?

(ক) কন্দ্রিওব্লাস্ট
(খ) ফাইব্রোব্লাস্ট
(গ) অস্টিওব্লাস্ট
(ঘ) কোলাজেনাম
সঠিক উত্তর:


২৫। মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয়?

(ক) প্রোফেজ
(খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর:




এস.এস.সি. বহুনির্বাচনি অভীক্ষা

রাজশাহী বোর্ড-২০১৭

জীববিজ্ঞান , বিষয় কোড:

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?

(ক) ২০
(খ) ২১
(গ) ৩০
(ঘ) ৩১

২। বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে?

(ক) জবা
(খ) মটর
(গ) শিমুল
(ঘ) আম

৩। পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত?

(ক) ৩৪ Å
(খ) ৩.৪ Å
(গ) ১০ Å
(ঘ) ১০-১০ Å
নিচের চিত্র থেকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:


৪। উপরের নির্দেশিত পেশির বৈশিষ্ট্য কোনটি?

(ক) নিউক্লিয়াস অনুপস্থিত
(খ) ইন্টারক্যালাটেড ডিস্ক
(গ) ঐচ্ছিক পেশিদ্বারা গঠিত
(ঘ) অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে

৫। কাজের দিক থেকে হৃৎপেশি ও অনৈচ্ছিক পেশি সাদৃশ্যপূর্ণ। এর কারণ হতে পারে-

i. দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়
ii. উভয়ের কার্যাবলি প্রাণীর ইচ্ছাধীন নয়
iii. এরা আড়াআড়ি ডোরাযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৬। গরুর দুধে আমিষ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়?

(ক) Protein A
(খ) Protein B
(গ) Protein C
(ঘ) Protein D

৭। যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?

(ক) বাস্তুতন্ত্র
(খ) খাদ্যজাল
(গ) পিরামিড
(ঘ) খাদ্যশৃঙ্খল


নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও: জীব প্রযুক্তি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এ প্রযুক্তির সাহায্যে নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা যায়। যার ফলে আমাদের চারপাশের সমাজে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অপর নাম “রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি”।

৮। উদ্দীপকের শেষে যে নামটি বলা হয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে DNA এর কাঙ্খিত অংশকে স্থানান্তর করা হয়-

i. উদ্ভিদ থেকে প্রাণীতে
ii. প্রাণী থেকে উদ্ভিদে
iii. ব্যাকটেরিয়া থেকে মানুষে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৯। উদ্দীপকের প্রথমে যে বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টির কথা বলা হয়েছে সে জীবকে বলা হয় নিচের কোনটি?

(ক) Generically Modified Animal
(খ) Genetically New Animal
(গ) Genetically Modified Organism
(ঘ) Genetically New Organism

১০। আত্তীকরণ শক্তি হলো-

i. NADP
ii. ATP
iii. NADPH2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১১। পৃথিবীতে প্রাণের বিকাশ স¤ক্সর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?

(ক) ভ্রূণবিদ্যা
(খ) হিস্টোলজি
(গ) বিবর্তনবিদ্যা
(ঘ) বংশগতিবিদ্যা

১২। ফানজাই সম্পর্কে সঠিক তথ্য হলো-

i. খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে
ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
iii. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১৩। কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকণ্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা নেই?

(ক) মনেরা
(খ) প্লান্টি
(গ) প্রোটিস্টা
(ঘ) ফানজাই

১৪। প্রাণী কোষে পাওয়া যায় কোনটি?

(ক) ক্লোরোপ্লাস্ট
(খ) ক্রোমোপ্লাস্ট
(গ) লিউকোপ্লাস্ট
(ঘ) গলজি বস্তু

১৫। কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?

(ক) ট্রাকিড
(খ) ভেসেল
(গ) জাইলেম প্যারেনকাইমা
(ঘ) জাইলেম ফাইবার

১৬। মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ?

(ক) মাইটোসিস
(খ) মাইটোসিস-২
(গ) মিয়োসিস-১
(ঘ) মিয়োসিস-২

১৭। কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি?

(ক) জলজ
(খ) স্থলজ
(গ) মরুজ
(ঘ) মেরুজ

১৮। খাদ্য উপাদানের প্রধান কাজ হলো-

i. দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে
ii. খাদ্য পরিপাক করে
iii. দেহে তাপ ও শক্তি উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১৯। ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?

(ক) দস্তা
(খ) ফসফরাস
(গ) ম্যাংগানিজ
(ঘ) তামা

২০। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?

(ক) ১৯০৫
(খ) ১৯২৫
(গ) ১৯৬৫
(ঘ) ১৯৭৫

২১। প্রস্বেদনের পরীক্ষার উপকরণ হলো-

i. ফানেল
ii. সেলোফেন ব্যাগ
iii. ক্লিপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

২২। ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলে?

(ক) ব্রঙ্কাস
(খ) ব্রঙ্কিওল
(গ) অ্যালভিওলাস
(ঘ) ট্রাকিয়া

২৩। নিচের কোন অংশটি বেশ শক্ত?

(ক) লিগামেন্ট
(খ) টেনডন
(গ) ফাইব্রোা্লাস্ট
(ঘ) তরুণাস্থি

২৪। রেনালে টিউব্যুলের অংশগুলো হলো-

i. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
ii. হেনলির লুপ
iii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

২৫। বীজহীন উৎপাদনে কোনটির ব্যবহার রয়েছে?

(ক) জিবেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) ইথিলিন
(ঘ) অ্যাবসিসিক এসিড