উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র সিলেবাস (HSC Biology 1st Paper Syllabus)


নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব (১৯ পিরিয়ড )


বিষয়বস্তু
১। খনিজ লবন শোষণ
২। শোষণ প্রক্রিয়া ২.১ সক্রিয় শোষণ ২.২ নিষ্ক্রিয় শোষণ
৩। পত্ররন্ধ্রের গঠন
৪। পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধের কৌশল (আধুনিক মতবাদের আলোকে)
৫। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া
৬। ব্যবহারিক: পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ
৭। সালোকসংশ্লেষণ
৮। ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র
৯। লিমিটিং ফ্যাক্টর
১০। ব্যবহারিক: সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষা
শ্বসন
১১। সবাত শ্বসন- ১১.১ গ্লাইকোলাইসিস ১১.২ ক্রেবস চক্র ও ১১.৩ ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
১২। অবাত শ্বসন ১২.১ গ্লাইকোলাইসিস ১২.২ পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ ১২.৩ শিল্পে অবাত শ্বসনের ব্যবহার
১৩। শ্বসনের প্রভাবকসমূহ
১৪। ব্যবহারিক: অবাত শ্বসনের পরীক্ষা

শিখনফল
১। উদ্ভিদের খনিজ লবন শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
২। আধুনিক মতবাদসহ সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
৩। সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ার মধ্যে তুলনা করতে পারবে।
৪। চিত্রসহ পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করতে পারবে।
৫। পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল বিশ্লেষণ করতে পারবে।
৬। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
৭। ব্যবহারিক: পত্ররন্ধ্রের চিত্র অংকন করে চিহ্নিত করতে পারবে।
৮। ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র বর্ণনা করতে পারবে।
৯। ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্রের মধ্যে তুলনা করতে পারবে।
১০। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লিমিটিং ফ্যাক্টরের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে।
১১। ব্যবহারিক: সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষাটি করতে পারবে।
১২। সবাত শ্বসন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
১৩। অবাত শ্বসন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
১৪। শিল্পে অবাত শ্বসনের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে।
১৫। শ্বসনের প্রভাবকসমূহ বর্ণনা করতে পারবে।
১৬। ব্যবহারিক: অবাত শ্বসন প্রক্রিয়াটি পরীক্ষা করতে পারবে।