উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper)


নবম অধ্যায় : মানব জীবনের ধারাবাহিকতা
(Chapter 9. Continuation of Human life)


প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ


♦ শুক্রাশয়: পুরুষ মানুষের দেহে এক জোড়া শুক্রাশয় থাকে। রজঃস্রাব: মেয়েদের বয়ঃসন্ধিকাল থেকে রজঃনিবৃত্তিকাল পর্যন্ত সময়ে নির্দিষ্ট সময় পরপর যে রক্তস্রাব হয়, তাকে রজঃস্রাব (Menstruation) বলে।

♦ এইডস: এইডস একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের কোনো চিকিৎসা নেই। তাই প্রতিরোধই এ রোগের একমাত্র উপায়।

♦ গনোরিয়া: গনোরিয়া একটি ব্যাক্টেরিয়াজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের ফলে এ রোগ সংক্রমিত হয়।

♦ সিফিলিস: সিফিলিস একটি ব্যাক্টেরিয়াজনিত যৌন রোগ। এ রোগের জীবাণুর নাম ট্রেপোনেমা প্যালিডাম (Treponema pallidum)।

♦ কর্পাস ল্যুটিয়াম: ডিম্ববাণু নিক্ষিপ্ত হওয়ার পর গ্রাফিয়ান ফলিকলের যে অংশ ডিম্বাশয়ে থাকে তাকে করপাস্ লুটিয়া (corpus lutea) বলে।

♦ বয়ঃসন্ধিকাল: গৌন যৌন বৈশিষ্ট্য প্রকাশের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময়কাল পুরুষের ক্ষেত্রে ১৩-১৫ বছরের মধ্যে এবং নারীর ক্ষেত্রে ১২-১৩ বছরের মধ্যে আবির্ভূত হয়।

♦ IVF: আইভিএফ (IVF) মানে হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন (invitro fertilization) অর্থাৎ দেহের বাইরে নিষেকের পর গর্ভধারণ পদ্ধতি।

সূত্র: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

ড. মোহাম্মদ আবুল হাসান

গাজী সালাহউদ্দিন সিদ্দিকী