জীববিজ্ঞান প্রথম পত্র

(একাদশ-দ্বাদশ শ্রেণি)

(HSC Biology 1st Paper )


চতুর্থ অধ্যায় : অনুজীব



(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোনটিকে কেলাসিত করা যায়? (য. বো. ২০১৯]
(ক) আর্কিব্যাকটেরিয়া
(খ) ম্যালেরিয়া পরজীবী
(গ) ভাইরাস
(ঘ) সায়ানোব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (গ) ভাইরাস


২। নিম্নের কোনটি DNA ভাইরাস? (সকল বোর্ড ২০১৮)
(ক) রেবিস
(খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) ভ্যাক্সিনিয়া
(ঘ) ইবোলা
সঠিক উত্তর: (ক) রেবিস


৩। কোন বিজ্ঞানী TMV-কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন ? (চ. বো. ২০১৭)
(ক) অ্যাডোলফ মায়ার
(খ) আইভানোভস্কি
(গ) স্ট্যানলি
(ঘ) রোদেন
সঠিক উত্তর: (গ) স্ট্যানলি


৪। কোন ভাইরাসে এক সূত্রক DNA পাওয়া যায়? (ব. বো.. ২০১৭)
(ক) কলিফায
(খ) ভ্যাক্সিনিয়া
(গ) রিওভাইরাস
(ঘ) TMV
সঠিক উত্তর: (ক) কলিফায


৫। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস ? (দি. বো. ২০১৬)
(ক) TMV
(খ) T2 ফায
(গ) HIV
(ঘ) ফ্ল্যাভি ভাইরাস
সঠিক উত্তর: (ক) TMV


৬। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি?(কু. বো. ২০১৬)
(ক) আদিকোষী
(খ) বিপাক ঘটে
(গ) বাধ্যতামূলক পরজীবী
(ঘ) DNA ও RNA উপস্থিত
সঠিক উত্তর: (গ) বাধ্যতামূলক পরজীবী


৭। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের?(য. বো. ২০১৬)
(ক) দণ্ডাকার
(খ) গোলাকার
(গ) ঘনক্ষেত্রাকার
(ঘ) ব্যাঙাচি আকার
সঠিক উত্তর: (ক) দণ্ডাকার


৮। কোনটি ভাইরাসঘটিত রোগ? (ঢা. বো. ২০১৯)
(ক) যক্ষ্মা
(খ) কলেরা
(গ) জলাতঙ্ক
(ঘ) ধনুষ্টংকার
সঠিক উত্তর: (গ) জলাতঙ্ক


৯। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সারকোমা রোগ হয়?
(ব. বো. ২০১৯) (ক) ইবোলা ভাইরাস
(খ) হার্পিস সিমপ্লেক্স
(গ) রিট্রো ভাইরাস (ঘ) এনসেফালাইটিস ভাইরাস
সঠিক উত্তর: (খ) হার্পিস সিমপ্লেক্স


১০। কোন ভাইরাসে DNA থাকে? ( ঢা. বো. ২০১৯)
(ক) HIV
(খ) TMV
(গ) T2
(ঘ) PRSV
সঠিক উত্তর: (খ) TMV


১১। ব্যাকটেরিওফায এক প্রকার—( রা. বো. ২০১৬: সি. বো.. ২০১৫)
(ক) ব্যাকটেরিয়া
(খ) ছত্রাক
(গ) ভাইরাস
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ভাইরাস


১২। কোনটি ভাইরাসজনিত রোগ? ( রা. বো. ২০১৬)
(ক) ম্যালেরিয়া
(খ) ধানের ব্লাইট
(গ) কলেরা
(ঘ) পেঁপের রিং স্পট
সঠিক উত্তর: (ঘ) পেঁপের রিং স্পট


১৩। পেঁপের রিং স্পট ভাইরাস নিচের কোনটি দ্বারা বাহিতহয়? (সি. বো. ২০১৬)
(ক) বায়ু
(খ) পানি
(গ) এফিড
(ঘ) মাটি
সঠিক উত্তর: (গ) এফিড


১৪। মানুষের ভাইরাসঘটিত রোগ কোনটি? (চ. বো. ২০১৬)
(ক) কলেরা
(খ) আমাশয়
(গ) হেপাটাইটিস
(ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (গ) হেপাটাইটিস


১৫। ভাইরাস শব্দের অর্থ কী?
(ক) ক্ষুদ্র
(খ) বিষ
(গ) ধ্বংসকারী
(ঘ) খাদক
সঠিক উত্তর: (খ) বিষ


১৬। বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে ?
(ক) ছত্রাক
(খ) ব্যাকটেরিয়া
(গ) ভাইরাস
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ভাইরাস


১৭। ভাইরাসের দেহ কী দিয়ে গঠিত?
(ক) নিউক্লিক অ্যাসিড
(খ) প্রোটিন
(গ) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
(ঘ) কাইটিন
সঠিক উত্তর: (গ) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন


১৮। কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?
(ক) ব্যাকটেরিওফায
(খ) কলিফায
(গ) রিওভাইরাস
(ঘ) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
সঠিক উত্তর: (গ) রিওভাইরাস


১৯। ভাইরাস এর প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?
(ক) প্লাজমামেমব্রেন
(গ) জিনোম
(খ) কলার
(ঘ) ক্যাপসিড
সঠিক উত্তর: (ঘ) ক্যাপসিড


২০। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (ক) ভাইরাস


২১। চিত্রের গঠনটির নাম কী?
(ক) T2 ফায
(খ) ক্যাপসিড
(গ) TMV
(ঘ) পোলিও
সঠিক উত্তর: (খ) ক্যাপসিড


২২। কোন ভাইরাসের আকৃতি পাউরুটির ন্যায় ?
(ক) T2 ফায
(খ) পোলিও
(গ) ভ্যাক্সিনিয়া
(ঘ) র‍্যাবডো ভাইরাস
সঠিক উত্তর: (গ) ভ্যাক্সিনিয়া


২৩। কোনটি বহিঃস্থ আবরণহীন ভাইরাস?
(ক) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(খ) হার্পিস ভাইরাস
(গ) HIV
(ঘ) TMV
সঠিক উত্তর: (ঘ) TMV


২৪। গরুর ফুট এন্ড মাউথ রোগের জীবাণু কোনটি?
(ক) E. coli
(খ) Bacteria
(গ) Virus
(ঘ) Protozoa
সঠিক উত্তর: (গ) Virus


২৫। PRSV-এর আকৃতি কীরূপ?
(ক) দণ্ডাকৃতি
(খ) ব্যাঙাচি আকৃতি
(গ) গোলাকৃতি
(ঘ) ডিম্বাকৃতি
সঠিক উত্তর: (ক) দণ্ডাকৃতি


২৬। মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
(ক) র‍্যাবিস
(খ) রুবিওলা
(গ) চিকুনগুনিয়া
(ঘ) ভেরিওলা
সঠিক উত্তর: (ঘ) ভেরিওলা


২৭। ফায কোন দেশি শব্দ?
(ক) ল্যাটিন
(খ) ফারসি
(গ) গ্রিক
(ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (গ) গ্রিক


২৮। T2-ফায ভাইরাসের মাথার আকৃতি কেমন ?
(ক) বৃত্তাকার
(গ) ষড়ভূজাকার
(খ) চতুর্ভুজাকার
(ঘ) ত্রিকোনাকার
সঠিক উত্তর: (গ) ষড়ভূজাকার


২৯। T2-ফাযের লেজে নিচের কোন এনজাইমটি উপস্থিত?
(ক) সেলুলেজ
(খ) সুক্রেজ
(গ) লাইসোজাইম
(ঘ) মলটেজ
সঠিক উত্তর: (গ) লাইসোজাইম


৩০। একটি পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতকগুলো T2-ফায ভাইরাস গঠিত হয়?
(ক) ১০-৩০টি
(খ) ১০০-৩০০টি
(গ) ১০০০-৩০০০টি
(ঘ) ১০,০০০-৩০,০০০টি
সঠিক উত্তর: (খ) ১০০-৩০০টি


৩১। পেঁপের রিংস্পট রোগের জীবাণু কোনটি ?
(ক) TMV
(খ) PRSV
(গ) TI
(ঘ) CCC
সঠিক উত্তর: (খ) PRSV


৩২। PRSV ভাইরাস আক্রমণের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়?
(ক) ১০-২০ দিন
(খ) ২০-৩০ দিন
(গ) ৩০-৪০ দিন
(ঘ) ৪০-৫০ দিন
সঠিক উত্তর: (গ) ৩০-৪০ দিন


৩৩। কোনটি যকৃতের প্রদাহজনিত সমস্যা কোনটি?
(ক) হাম
(খ) বসন্ত
(গ) হেপাটাইটিস
(ঘ) ডেঙ্গু
সঠিক উত্তর: (গ) হেপাটাইটিস


৩৪। সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস নিচের কোনটি?
(ক) হেপাটাইটিস এ
(খ) হেপাটাইটিস বি
(গ) হেপাটাইটিস সি
(ঘ) হেপাটাইটিস ডি
সঠিক উত্তর: (গ) হেপাটাইটিস সি


৩৫। ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ) চারটি


৩৬। ‘হাঁড় ভাঙ্গা জ্বর' নিচের কোন আরেকটির নাম?
(ক) ডেঙ্গু জ্বর
(খ) ম্যালেরিয়া জ্বর
(গ) বাতজ্বর
(ঘ) সাধারণ জ্বর
সঠিক উত্তর: (ক) ডেঙ্গু জ্বর
============================

৩৭। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটি?
(ক) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(খ) ভাইরাস
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (ক) ব্যাকটেরিয়া


৩৮। ব্যাকটেরিওলজির জনক কে?
(ক) এরেনবার্গ
(খ) রবার্ট হুক
(গ) লুই পাস্তুর
(ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তর: (ঘ) লিউয়েন হুক


৩৯। নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়?
(ক) Pneumococcus
(খ) TMV
(গ) E. coli
(ঘ) Vibrio cholerae
সঠিক উত্তর: (গ) E. coli


৪০। ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত থাকে?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) প্লাস্টিড
(গ) রাইবোজোম
(ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (গ) রাইবোজোম


৪১। ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কী?
(ক) স্লাইম স্তর
(খ) কোষপ্রাচীর
(গ) কোষ পর্দা
(ঘ) আবরণী
সঠিক উত্তর: (ক) স্লাইম স্তর


৪২। E. coli অন্ত্রে কী উৎপাদন করে?
(ক) ভিটামিন B Complex
(খ) ভিটামিন B10
(গ) ভিটামিন K
(ঘ) ভিটামিন C
সঠিক উত্তর: (গ) ভিটামিন K


৪৩। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে?
(ক) Lactobacillus
(খ) Clostridium
(গ) Nitrosomonas
(ঘ) Azotobacter
সঠিক উত্তর: (খ) Clostridium


৪৪। কোন ব্যাকটেরিয়া N2 সংবন্ধন করতে পারে?
(ক) Azotobacter sp.
(খ) Acetobacter sp.
(গ) Bacillus sp.
(ঘ) Xanthomonas sp.
সঠিক উত্তর: (ক) Azotobacter sp.


৪৫। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে কোন অণুজীবটি?
(ক) Bacillus
(খ) Acetobacter
(গ) Nitrosomonas
(ঘ) Pseudomonas
সঠিক উত্তর: (খ) Acetobacter


৪৬। যক্ষ্মার জীবাণু কোনটি?
(ক) Vibrio cholerae
(খ) Treponema pallidur
(গ) Shigella dysenterae
(ঘ) Mycobacterium tuberculosis
সঠিক উত্তর: (ঘ) Mycobacterium tuberculosis


৪৭। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ?
(ক) কলেরা
(খ) ডেঙ্গু
(গ) দাঁদরোগ
(ঘ) কক্কিডিওমাইকোসিস
সঠিক উত্তর: (ক) কলেরা


৪৮। কলেরা সংক্রমণ রোধ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়?
(ক) পেনিসিলিন
(খ) টেট্রাসাইক্লিন
(গ) টেরামাইসিন
(ঘ) পলিমিক্সিন
সঠিক উত্তর: (খ) টেট্রাসাইক্লিন


৪৯। ধানের ব্লাইট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া?
(ক) Xanthomonas citri
(খ) Pzeudomonas solanaceaun
(গ) Xanthomonas oryzae
(ঘ) Corynebacterium tritici
সঠিক উত্তর: (গ) Xanthomonas oryzae
==================== ম্যালেরিয়া পরজীবী

৫০। ম্যালেরিয়া জীবাণু কী ধরনের অণুজীব?
(ক) প্রোটোজোয়া
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) ভিরয়েড
সঠিক উত্তর: (ক) প্রোটোজোয়া


৫১। Plasmodium-এর স্পোরোজয়েটের আকৃতি কেমন?
(ক) পিপাকৃতির
(খ) মাকু আকৃতির
(গ) গোলাকৃতির
(ঘ) তারকাকৃতির
সঠিক উত্তর: (খ) মাকু আকৃতির


৫২। Plasmodium malariae-এর স্বাভাবিক সুপ্তিকাল কতদিন?
(ক) ৮-১৫
(খ) ১১-১৬
(গ) ১২-২০
(ঘ) ১৮-৩০
সঠিক উত্তর: (ঘ) ১৮-৩০


৫৩। ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে?
(ক) উসিস্ট (খ) সাইজন্ট (গ) মেরোজোয়েট (ঘ) ট্রফোজয়েট সঠিক উত্তর: (ক) উসিস্ট

৫৪। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়?
(ক) মেরোজোয়েট
(খ) স্পোরোজোয়েট
(গ) ক্রিপ্টোমেরোজয়েট
(ঘ) ক্রিপ্টোজোয়েট
সঠিক উত্তর: (ক) মেরোজোয়েট


৫৫। মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ৭

(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। ভাইরাসের বৈশিষ্ট্যগুলো হলো-
i. জেনেটিক রিকম্বিনেশন ঘটে
ii. অকোষীয়
iii. কোষীয়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

২। T2 ব্যাকটেরিওফায ভাইরাসের লাইটিক চক্রের প্রধান ধাপগুলো হলো-
i. সংযুক্তি ii. অনুলিপন iii. নতুন ভাইরাস মুক্তি নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর:

৩। পেঁপের রিং স্পট রোগের লক্ষণ হলো-
i. ভাইরাসের আক্রমণের ফলে গোলাকার দাগ প্রকাশ পায় ii. দাগগুলো কেন্দ্রাভিমুখী iii. দাগগুলো তৈলাক্ত বা পানি-সিক্ত থাকে নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর:

৪। পেঁপের রিং স্পট রোগের প্রতিকারমূলক ব্যবস্থাগুলো হলো-
i. জাল দিয়ে পেঁপে গাছসহ পুরো জমি ঢেকে দিতে হবে ii. পেঁপে গাছে পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে iii. রোগাক্রান্ত পেঁপে গাছের পাতা কাটা, ছাঁটা ইত্যাদি বন্ধ রাখতে হবে নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর:

৫। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো হল-
i. এরা আণুবীক্ষণিক জীব ii. এরা পরজীবী ও রোগ উৎপাদনকারী iii. ফায ভাইরাসের প্রতি এরা সংবেদনশীল নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর:

৬। নিচের অংশগুলো একটি আদর্শ ব্যাকটেরিয়ামে পাওয়া যায়-
i. ফ্ল্যাজেলা ii. ক্যাপসিউল iii. প্লাজমিড নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii, ও iii সঠিক উত্তর:

৭ । ব্যাকটেরিয়ার যৌন জননে ঘটে-
i. বংশগত চরিত্রাবলীর বিনিময় ii. বংশগত চরিত্রাবলীর পুনর্বিন্যাস iii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii, ও iii সঠিক উত্তর:

৮। নিচের ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. কৃষিক্ষেত্রে ii. শিল্পক্ষেত্রে iii. পরিবেশে নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii সঠিক উত্তর:
৯। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো-

(i) উচ্চজ্বর, র‌্যাশ, পেশি ও হাড় ব্যথা এবং চোখে রক্ত জমাট বাধা
(ii) কাঁপুনিসহ জ্বর আসা
(iii) কখনো রক্তক্ষরণসহ জ্বর হওয়া।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) I ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
দুধ থেকে মাখন, দই, পনির প্রভৃতি তৈরিতে আদিকোষী অণুজীবের ভূমিকা রয়েছে। এদের মধ্যে কিছু অণুজীবের বৃত্তাকার উঘঅ থাকে।

১। এসব অণুজীব আরো অবদান রাখে-

(i) কৃষিক্ষেত্রে (ii) চিকিৎসা ক্ষেত্রে (iii) জিন প্রকৌশলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২। অনুচ্ছেদের অণুজীব নিচের কোন প্রকৃতকোষী অণুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ?
(ক) Saccharomyces (খ) Penicillium (গ) Azotobacter (ঘ) Clostridium
সঠিক উত্তর: (ক)