৫৩। ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে?
(ক) উসিস্ট
(খ) সাইজন্ট
(গ) মেরোজোয়েট
(ঘ) ট্রফোজয়েট
সঠিক উত্তর: (ক) উসিস্ট
৫৪। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়?
(ক) মেরোজোয়েট
(খ) স্পোরোজোয়েট
(গ) ক্রিপ্টোমেরোজয়েট
(ঘ) ক্রিপ্টোজোয়েট
সঠিক উত্তর: (ক) মেরোজোয়েট
৫৫। মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিটোসাইটগুলো
কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ৭
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। ভাইরাসের বৈশিষ্ট্যগুলো হলো-
i. জেনেটিক রিকম্বিনেশন ঘটে
ii. অকোষীয়
iii. কোষীয়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
২। T2 ব্যাকটেরিওফায ভাইরাসের লাইটিক চক্রের প্রধান ধাপগুলো হলো-
i. সংযুক্তি
ii. অনুলিপন
iii. নতুন ভাইরাস মুক্তি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৩। পেঁপের রিং স্পট রোগের লক্ষণ হলো-
i. ভাইরাসের আক্রমণের ফলে গোলাকার দাগ প্রকাশ পায়
ii. দাগগুলো কেন্দ্রাভিমুখী
iii. দাগগুলো তৈলাক্ত বা পানি-সিক্ত থাকে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৪। পেঁপের রিং স্পট রোগের প্রতিকারমূলক ব্যবস্থাগুলো হলো-
i. জাল দিয়ে পেঁপে গাছসহ পুরো জমি ঢেকে দিতে হবে
ii. পেঁপে গাছে পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে
iii. রোগাক্রান্ত পেঁপে গাছের পাতা কাটা, ছাঁটা ইত্যাদি বন্ধ রাখতে হবে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৫। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো হল-
i. এরা আণুবীক্ষণিক জীব
ii. এরা পরজীবী ও রোগ উৎপাদনকারী
iii. ফায ভাইরাসের প্রতি এরা সংবেদনশীল
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৬। নিচের অংশগুলো একটি আদর্শ ব্যাকটেরিয়ামে পাওয়া যায়-
i. ফ্ল্যাজেলা
ii. ক্যাপসিউল
iii. প্লাজমিড
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর:
৭ । ব্যাকটেরিয়ার যৌন জননে ঘটে-
i. বংশগত চরিত্রাবলীর বিনিময়
ii. বংশগত চরিত্রাবলীর পুনর্বিন্যাস
iii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর:
৮। নিচের ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. কৃষিক্ষেত্রে
ii. শিল্পক্ষেত্রে
iii. পরিবেশে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৯। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো-
(i) উচ্চজ্বর, র্যাশ, পেশি ও হাড় ব্যথা এবং চোখে রক্ত জমাট বাধা
(ii) কাঁপুনিসহ জ্বর আসা
(iii) কখনো রক্তক্ষরণসহ জ্বর হওয়া।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) I ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
দুধ থেকে মাখন, দই, পনির প্রভৃতি তৈরিতে আদিকোষী অণুজীবের ভূমিকা রয়েছে। এদের মধ্যে কিছু অণুজীবের বৃত্তাকার উঘঅ থাকে।
১। এসব অণুজীব আরো অবদান রাখে-
(i) কৃষিক্ষেত্রে (ii) চিকিৎসা ক্ষেত্রে (iii) জিন প্রকৌশলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২। অনুচ্ছেদের অণুজীব নিচের কোন প্রকৃতকোষী অণুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ?
(ক) Saccharomyces (খ) Penicillium (গ) Azotobacter (ঘ) Clostridium