উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন (HSC Biology 2nd Paper CQ)


পঞ্চম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: শ্বাসক্রিয়া ও শ্বসন


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :


১। অ্যালভিওলাস কী? [যশোর বোর্ড-২০১৭; চট্টগ্রাম বোর্ড-২০১৭] ♦ For Answer: Click
২। সারফ্যাকট্যান্ট কী? [বরিশাল বোর্ড-২০১৭] ♦ For Answer: Click
৩। ডায়াফ্রাম কি? [দিনাজপুর বোর্ড-২০১৭] ♦ For Answer: Click
৪। শ্বসন কাকে বলে? [দিনাজপুর বোর্ড-২০১৬] ♦ For Answer: Click
৫। শ্বসন কী? [সিলেট বোর্ড-২০১৫] ♦ For Answer: Click
৬। ওটিটিস মিডিয়া কী? [চট্টগ্রাম বোর্ড-২০১৫] ♦ For Answer: Click
৭। ভেস্টিবিউল কী? ♦ For Answer: Click
৮। স্বরযন্ত্র/ল্যারিংক্স কী?
৯। সেরাস ফ্লুইড কী?
১০। অ্যালভিওলাই কী?
১১। প্রশ্বাস কী?
১২। নিঃশ্বাস কী?
১৩। ব্রঙ্কিওল কী?
১৪। অক্সি-হিমোগ্লোবিন কী?
১৫। হিমোগ্লোবিন কী?
১৬। সাইনুসাইটিস কী?
১৭। প্ল্যুরা কী?
১৮। নাসাগলবিল কী?
১৯। খাদ্য কী প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে?
২০। এপিগ্লটিস কী?
২১। ট্রাকিয়া কী?
২২। অন্তঃশ্বসন কী?
২৩। কানপাকা কী?
২৪। টিম্পেনোমেট্রি কী?
২৫। ব্রংকাইটিস কী?
২৬। এমফাইসেমা কী? ♦ For Answer: Click
২৭। মায়োগ্লোবিন কী? ♦ For Answer: Click
২৮। হাঁপানি কী?
২৯। শ্বসনতন্ত্র কী?



(খ) অনুধাবনমূলক প্রশ্ন :


১। সাইনাস বলতে কি বুঝ? ২ [রাজশাহী বোর্ড-২০১৭]
২। এপিগ্লটিস এর কাজগুলি লিখ। ২ [যশোর বোর্ড-২০১৭]
৩। শ্বাসরঞ্জক বলতে কী বোঝ? [বরিশাল বোর্ড-২০১৬]
৪। ধূমপানের ফলে ফুসফুসের কী পরিণতি হয়? ২ [সিলেট বোর্ড-২০১৬]
৫। সাইনোসাইটিস রোগীকে কিভাবে শনাক্ত করবে?
৬। শ্বসনতন্ত্রের স্বর উৎপন্নকারী অংশটির বর্ণনা করো।
৭। শ্বসনে শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনের ভূমিকা লেখো।
৮। প্রকৃতি থেকে বায়ু ফুসফুসে প্রবেশের প্রক্রিয়া সম্পর্কে লেখো।
৯। শিশুদেহে সাইনোসাইটিসের লক্ষণসমূহ লেখো।
১০। শ্বসনে ডায়াফ্রামের ভূমিকা লেখো।
১১। একিউট সাইনোসাইটিস বলতে কী বোঝো?
১২। প্লুরোসি কিভাবে শ্বাস-প্রশ্বাসে সমস্যা করে?
১৩। বহিঃ ও অন্তঃশ্বসন বলতে কী বোঝো?
১৪। খাবার খাওয়ার সময় খাদ্যবস্তু শ্বাসনালিতে প্রবেশ না করার কারণ ব্যাখ্যা করো।
১৫। খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত হয় কীভাবে?
১৬। শ্বাসনালির কাজ কী?
১৭। শ্বসন ও রক্ত সংবহন কীভাবে সম্পর্কিত?


(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :



১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[মা.বো. ২০২২]
মানুষের বক্ষগহ্বরে হালকা গোলাপি বর্ণের কয়েকটি লোবে বিভক্ত স্পঞ্জের মতো নরম অঙ্গ থাকে। এছাড়াও অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে এই অঙ্গটি গঠিত।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন সংক্ষেপে বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।

২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [দি.বো. ২০২২]

(গ) B একটি ব্যতিক্রমধর্মী রক্তবাহিকা ব্যাখ্যা করো।
(ঘ) A-তে গ্যাসের বিনিময় একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে হয় বিশ্লেষণ করো।

৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[য.বো. ২০২২]

(গ) উদ্দীপকের 'P' ও 'Q' এর গমনাগমন বর্ণনা করো।
(ঘ) কিছু অসচেতন মানুষের বদঅভ্যাস উদ্দীপকের অঙ্গটির ক্ষতিসাধন করে বিশ্লেষণ করো।

৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ব.বো. ২০১৯]
আমাদের শরীরের বক্ষগহারের উভয়পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠবিশিষ্ট দুটি অঙ্গ আছে যাতে O2 ও CO2 গ্যাস দুটির বিনিময় ঘটে।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় গ্যাসটির পরিবহন কৌশল বিশ্লেষণ করো।

৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ঢাকা বোর্ড-২০১৭]
রক্তের মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটি মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
(গ) রঞ্জক পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের বর্ণিত ২য় কার্যক্রমটি বিশ্লেষণ করো।

৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[ব.বো. ২০১৭]
মাথার খুলিতে মুখমন্ডলীয় অংশে নাসাগরের দু'পাশে কয়েক জোড়া বিশেষ গজর থাকে যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে প্রদাহের সৃষ্টি করে।
(গ) উদ্দীপকে উল্লিখিত গহ্বরগুলির নাম, অবস্থান ও প্রদাহ সম্পর্কে লেখো।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্ৰদাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায়- ব্যাখ্যা করো।

৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [চট্টগ্রাম বোর্ড-২০১৭]

মানবদেহের বক্ষগহ্বরে দুটি বায়ুপূর্ণ থলি রয়েছে। প্রতিটি থলি অসংখ্য বায়ু কুঠরীতে বিভক্ত। এরা বিশেষ কৌশলে সংকোচিত প্রসারিত (ভেন্টিলেশন) হয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত একটি বায়ু কুঠুরীর গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা কর। ৪

৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সিলেট বোর্ড-২০১৭]

মানবদেহে রক্তের মাধ্যমে O2 ও CO2 এর পরিবহন ঘটে। এইকভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত অন্য একটি প্রাণীতে কতগুলো সূক্ষ্মনালিকা এবং তাদের শাখা-প্রশাখার মাধ্যমে O2 ও CO2 এর পরিবহন ঘটে।
(গ) উদ্দীপকে উল্লিখিত ২য় প্রাণীটির শ্বসন অঙ্গের বর্ণনা দাও। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন কৌশল কি একই রকম? যুক্তিসহ বুঝিয়ে লিখ। ৪

৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [ঢাকা বোর্ড-২০১৬]

“সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। এতে অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।”
(গ) উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন কর। ৪

১০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[বরিশাল বোর্ড-২০১৬]
মানবদেহের একটি অঙ্গের গঠন পড়ানোর সময় শিক্ষক বললেন এটি বক্ষ গহ্বরে অবস্থান করে, এটি লোবিওল নামক কতকগুলো অংশে বিভক্ত এবং এতে অসংখ্য বায়ুকুঠুরীও থাকে। তিনি আরও বললেন, ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে অঙ্গটির গঠনে কিছু ভিন্নতা দেখা যেতে পারে।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপক অনুসারে শিক্ষকের শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪

১১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [রাজশাহী বোর্ড-২০১৫]
ধুমপানে আসক্ত কলিমুদ্দিন ইদানিং একটু পরিশ্রম করলেই শ্বাসকষ্ট দেখা দেয়। ডাক্তার তার ফুসফুসের এক্স-রে রিপোর্টে কিছু সমস্যা চিহ্নিত করলেন এবং ধুমপান বর্জনের পরামর্শসহ ঔষধ দিলেন। ডাক্তার প্রসঙ্গক্রমে রক্তের লোহিত কণিকার একটি উপাদানের কথা বললেন যা শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে।
(গ) উদ্দীপকে ডাক্তারের বর্ণিত রক্তের বিশেষ উপাদানটি শ্বসনে কী ভূমিকা পালন করে - ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে বর্ণিত আসক্তিটি কলিমুদ্দিনের জীবনে কী ধরনের জটিলতা ও পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে কর। ৪

১২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [সিলেট বোর্ড-২০১৫]


(গ) চিত্রে প্রদর্শিত তন্ত্রটির ক্ষুদ্রতম এককের গঠন ও কাজ ব্যাখ্যা কর। ৩
(ঘ) উপরের চিত্রের 'A' চিহ্নিত অংশে সংক্রমণ হলে যে সমস্যা দেখা যায় তা প্রতিকারের উপায় বর্ণনা কর। ৪

১৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

জাহিদ একজন চেইন স্মোকার। ধূমপানের ফলে তার দেহ দিনদিন দুর্বল ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়লে সে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে ধূমপান না করার উপদেশ দেন। ডাক্তার জানালেন, ধূমাপানের কারণে লৌহ কণিকার অভাবে রক্তের একটি বিশেষ অংশ ঠিকভাবে গঠিত হতে পারে না।
(গ) উদ্দীপকে বর্ণিত রক্তের বিশেষ অংশটি কীভাবে কাজ করে ব্যাখ্যা কর।
(ঘ) জাহিদের অভ্যাস তার জীবনে কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে কর?

১৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

একটি গাড়ি যখন চলার জন্য শক্তি পায় তেল বা গ্যাস থেকে। আমাদের দেহের সকল ধরনের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন। আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। আর এ অক্সিজেনের সাথে খাদ্যের বিক্রিয়া থেকে আমরা শক্তি পাই।
(গ)আমরা বায়ু থেকে যে তন্ত্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি তার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(ঘ)"প্রতিটি জীব তার শারীরবৃত্তীয় কাজ স¤পাদনের জন্য শক্তি উৎপাদন করে” - কীভাবে জীব তার দেহের অভ্যন্তরে শক্তি উৎপাদন করে আলোচনা কর।

১৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

দেহের সব ধরনের বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন। এ শক্তি খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। আমাদের দেহে এই খাদ্যের জারণের ফলে শক্তি নির্গত হয়। প্রতিটি সজীব কোষেই খাদ্যবস্তুর জারণ হয়ে থাকে। জারণের ফলে CO2 পানি ও তাপ উৎপন্ন হয় এবং স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।
(গ) উদ্দীপকের ক্রিয়া সম্পাদনে হিমোগ্লোবিনের ভূমিকা ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের প্রক্রিয়া সম্পাদনকারী তন্ত্রটির পরিবেশের সাথে মানবদেহের সম্পর্ক বিশ্লেষণ কর।

১৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

পরিসংখ্যান অনুযায়ী ঢাকা শহরের বাতাসে সীসার পরিমাণ অত্যন্ত বেশি। এছাড়া ঢাকা শহরের বাতাসে অন্যান্য দূষণকারী উপাদানের পরিমাণও অনেক বেশি। এ দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে ঢাকা শহরের অধিবাসীরা বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগে থাকে।
(গ) উদ্দীপকে কোন ব্যাপারটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর ।
(ঘ) উদ্দীপকের দূষণের ফলে ঢাকার মানুষ ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হবে বলে তুমি মনে কর ।

১৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
শাকিল ও সাকিব দুই ভাই। উভয়েই শ্বসনতন্ত্রের সমস্যায় ভুগছে। সাকিবের চোখের চারপাশসহ মাথা ব্যথা, নাক বন্ধ থাকে, মাথা নিচু করলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। শাকিল ধূমপান করে, কিন্তু সাকিব তা থেকে দূরে থাকে।
(গ) সাকিবের সমস্যাটির কারণ এবং এটি প্রতিকারের উপায় আলোচনা করো। ৩
(ঘ) দুই ভাইয়ের ফুসফুসের এক্স-রে পরীক্ষা করা হলে কী কী অসামঞ্জস্য তা দেখা যেতে পারে বলে তুমি মনে করো। ৪

১৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ শ্বাসনালী সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক দ্বারা সংক্রমিত হতে পারে। শ্বাসনালীর একটি সাধারণ রোগ সাইনুসাইটিস। এ রোগের কারণে প্যারান্যাসাল সাইনাসের অভ্যন্তরে তরল জমে মিউকাস ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে।
(গ) উদ্দীপকে আলোচিত রোগটির লক্ষণ বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকের রোগটির কারণ ও প্রতিকার আলোচনা করো। ৪

১৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ধূমপানে আসক্ত ইব্রাহিম সাহেব ইদানীং একটু পরিশ্রম করলেই শ্বাসকষ্ট দেখা দেয়। ডাক্তার তার ফুসফুসের এক্সরে রিপোর্টে কিছু সমস্যা চিহ্নিত করে ধূমপান বর্জনের পরামর্শসহ ঔষধ দিলেন। ডাক্তার প্রসঙ্গক্রমে রক্তের লোহিত কণিকার একটি উপাদানের কথা বললেন যা শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে।
(গ) ডাক্তারের বর্ণিত রক্তকণিকা শ্বসনে কি ভূমিকা পালন করে বিক্রিয়াসহ ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে বর্ণিত আসক্তি ইব্রাহিম সাহেবের জীবনে কি ধরনের জটিলতা ও পরিণতি ডেকে আনতে পারে বলে মনে কর তার বর্ণনা লিখো। ৪

২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মানবদেহ সম্পর্কে পড়ানোর সময় শিক্ষক বললেন যে বক্ষ গহ্বরের হৃৎপিন্ডের দু’পাশে এবং ডায়াফ্রামের উপরে হালকা গোলাপি রঙ্গের স্পঞ্জের মতো দুটি অঙ্গ রয়েছে যারা একটি সাধারণ নালী দ্বারা পরস্পরের সহিত সংযুক্ত। তিনি আরো বললেন ধূমপায়ী ও অধূমপায়ীর ক্ষেত্রে অঙ্গটির অন্তর্গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপক অনুসারে শিক্ষকের শেষ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। ৪

২১। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
যানবাহন, বিভিন্ন মেশিনের ইঞ্জিন, তেল, গ্যাস বা কয়লা দহনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে বিভিন্ন কাজ করে থাকে, তেমনি মানবদেহের অভ্যন্তরে অনুরুপ একটি ঘটনা ঘটে।
(গ) উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়ার ফুসফুসের অংশগ্রহণ ব্যাখ্যা করো। ৩
(ঘ) ‘মেশিনের ইঞ্জিনের মতো ঘটনাটি মানবদেহেও ঘটে’- উক্তিটি বিশ্লেষণ করো। ৪

২২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) উদ্দীপকে উল্লিখিত A এর গঠন ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে C ও D এর পরিরবহনে হিমোগ্লোবিনের ভূমিকা বিশ্লেষণ কর। ৪

২৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে এর সাহায্যে মানব শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৩
(ঘ) রক্তের মাধ্যমে উদ্দীপকের X এর পরিবহন প্রক্রিয়া বিশ্লেষণ কর। ৪

২৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) গ্যাস-A কীভাবে বহি:পরিবেশ থেকে সমগ্র দেহে পরিবাহিত হচ্ছে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) দেহ থেকে বহি:পরিবেশে গ্যাস-B এর পরিবহণে রক্তের ভূমিকা বিশ্লেষণ কর। ৪

২৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) L চিহ্নিত অঙ্গের গঠন বর্ণনা কর।৩
(ঘ) X ও Y পরিবহণে K চিহ্নিত কণিকাটি মূখ্য ভূমিকা পালন করে-যুক্তি সহকারে ব্যাখ্যা কর।৪

২৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) Y হতে X এ গ্যাসীয় স্থানান্তর বর্ণনা কর।৩
(ঘ) গ্যাসীয় পরিবহণে Z শ্বাসরঞ্জক যুক্ত কণিকাটির অভিযোজন বিশ্লেষণ কর। ৪

২৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
ফুসফুস আমাদের দেহের জ্বালানির পাত্র। এটা বহুসংখ্যক থলে আকৃতির গঠন অ্যালভিওলাস নিয়ে গঠিত। বাতাস থেকে অক্সিজেন অ্যালভিত্তলাসে জমা হয় এবং এরপর দেহের বিভিন্ন কোষে স্থানান্তরিত হয়। অপরপক্ষে, শ্বসনের সময় কোষে কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং অ্যালভিওলাসের মাধ্যমে বাতাসে বের হয়ে আসে। ধূমপান ও দূষিত বাতাস ফুসফুসের বিভিন্ন জটিলতা ঘটাতে পারে।
(গ) মানবদেহের জ্বালানি পাত্রের জটিলতার সাথে জড়িত কারণগুলি ব্যাখ্যা করো। ৩
(ঘ) উপরের উদ্দীপকের গ্যাসসমূহ জ্বালানি পাত্র ও বিভিন্ন কোষে কীভাবে পরিবাহিত হয়?- ব্যাখ্যা করো। ৪

২৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মানব শরীরে একটি স্পঞ্জ এর মতো অঙ্গ রয়েছে যা সংকুচিত-প্রসারিত হতে পারে। দূষিত রক্ত এখানে পরিশুদ্ধ হয়। দূষিত রক্ত পরিবহন একটি জটিল প্রক্রিয়া।
(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের গঠন ব্যাখ্যা করো। ৩
(ঘ) শেষ লাইনে উল্লিখিত পরিবহনের জটিল পদ্ধতিটি বিশ্লেষণ করো। ৪

২৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(গ) মানবদেহের কোন তন্ত্রটি উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটির সাথে সম্পর্কিত তার গঠন বর্ণনা করো।
(ঘ) উল্লিখিত গ্যাসগুলো কীভাবে আমাদের দেহে প্রবেশ করে এবং নির্গত হয়? ব্যাখ্যা করো।

৩০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(গ) A অংশের কার্যাবলি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়- ব্যাখ্যা করো ।
(ঘ) কলা কোষ থেকে A অংশে CO2 পরিবহন একটি জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করো।

৩১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(গ) বায়ুমণ্ডল থেকে A কীভাবে দেহকোষে পরিবাহিত হয়- ব্যাখ্যা করে।
(ঘ) কোষ হতে সৃষ্ট B কীভাবে দেহ থেকে পরিত্যান্ত হয় আলোচনা করো।

৩২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
দৃশ্যকল্প-১: ডা: সিয়াম শ্বসন জটিলতা সম্পর্কিত একটি সেমিনারে অংশগ্রহণ করে জানতে পারল যে, ঢাকা শহরের অধিবাসীদের মূলত বায়ুর বিভিন্ন ক্ষতিকারক উপাদানের আধিক্যেই অধিক হারে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দৃশ্যকল্প-২: ছুরিকাহত একজন রোগী হাসপাতালে ভর্তি হলো। ডা: সিয়াম পরীক্ষা করে বলল যে, ভয়ের কোনো কারণ নেই, তার মধ্যচ্ছদায় কোনো আঘাত লাগেনি, উদর গহ্বরের সামান্য ক্ষতি হয়েছে মাত্র।
(গ) ডা: সিয়াম মধ্যচ্ছদাকে এত গুরুত্ব দিয়েছেন কেন?— ব্যাখ্যা করো।
(ঘ) "বিভিন্ন ক্ষতিকারক উপাদানের অধিক্যেই অধিক হারে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।”— সেমিনারের বিষয়ের আলোকে লাইনটি বিশ্লেষণ করো।

৩৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
নয়ন ও শাওন দুই ভাই। দুজনেই শ্বসনতন্ত্রের সমস্যায় ভুগছে। নয়ন চোখের চারপাশসহ মাথা ব্যথা, নাক বন্ধ থাকে, মাথা নিচু করলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। নয়ন ধূমপান করে, কিন্তু শাওন তা থেকে দূরে থাকে।
(গ) নয়নের সমস্যাটির কারণ এবং এটি প্রতিকারের উপায় ব্যাখ্যা করো ।
(ঘ) দুই ভাইয়ের ফুসফুসের এক্স-রে পরীক্ষা করা হলে কী কী অসামঞ্জস্যতা দেখা যেতে পারে? বিশ্লেষণ করো। সমন্বিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন

৩৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সমন্বিত অধ্যায় ২ ও ৫ সি. বো. ১৭]
মানবদেহে রক্তের মাধ্যমে O, ও CO, এর পরিবহন ঘটে। একইভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত অন্য একটি প্রাণীতে কতগুলো সূক্ষ্মনালিকা এবং তাদের শাখা-প্রশাখার মাধ্যমে O CO এর পরিবহন ঘটে।
(গ) উদ্দীপকে উল্লিখিত ২য় প্রাণীটির শ্বসন অঙ্গের বর্ণনা দাও ।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন কৌশল কি একই রকম? যুক্তিসহ বুঝিয়ে লেখো।

৩৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সমন্বিত অধ্যায় ৪ ও ৫ কু. বো. ১৯]
মানব হূৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
(গ) উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ করো।

৩৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-[সমন্বিত অধ্যায় ২, ৪ ও ৫]
মানুষ এবং রুই মাছ উভয়ের রক্ত সংবহনতন্ত্র বন্ধ প্রকৃতির হলেও উভয়ের রক্তসংবহন ভিন্ন ভিন্ন ধরনের। এছাড়াও প্রাণীগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে শ্বসন সম্পন্ন করে।
(গ) উদ্দীপকের প্রাণীগুলোর শ্বসন অঙ্গের মধ্যে তুলনা করো।
(ঘ) উদ্দীপকের উভয় প্রাণীর রক্ত সংবহন ভিন্ন ভিন্ন ধরনের'- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

৩৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
জীববিজ্ঞান ক্লাসে স্যার পড়ানোর সময় বললেন, “মানুষের রক্তে একটি বিশেষ উপাদান রয়েছে যা বায়বীয় স পরিচালনায় সহায়তা করে, কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে একটি ব্যতিক্রম উপায়ে বায়বীয় শ্বসন কার্য পরিচালিত হয়।”
(গ) উদ্দীপকের প্রথম প্রাণীটির শ্বাস-প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রিত হয়? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত উক্তিতে দ্বিতীয় প্রাণীটির শ্বাস গ্রহণ প্রক্রিয়াটি সচিত্র বর্ণনা করো।

৩৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ- [সমন্বিত অধ্যায় ৩ ও ৫]
টিফিনের ঘন্টা বাজার সাথে নটর ডেম কলেজের ছাত্র তামিম ক্যান্টিন থেকে চিকেন ফ্রাই ও ফ্রাইড রাইস খেয়ে ক্লাসরুমে দ্রুত চলে আসল। এতে সে অনেকটা হাপাতে লাগল এবং তার বক্ষীয় অঞ্চল উঠা-নামা করতে লাগল।
(গ) তামিমের নক্ষীয় অঞ্চলের ভৌত পরিবর্তন চিহ্নিত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে তামিমের গৃহীত খাবার, সরল এককে পরিণত হয় আলোচনা করো।