এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


ষষ্ঠ অধ্যায় : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :


১। নিচের কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে ?
(ক) Semibarbula
(খ) Funaria
(গ) Riccia
(ঘ) Marchantia
সঠিক উত্তর: (গ)


২। টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ফ্লোয়েম কেন্দ্রীক
(খ) অরীয়
(গ) সংযুক্ত
(ঘ) জাইলেম কেন্দ্রীক
সঠিক উত্তর: (ঘ) জাইলেম কেন্দ্রীক


৩। ফার্ণের পাতার মুকুল অবস্থায় কুণ্ডুলি পাকানো গঠনকে বলে- (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ফ্রন্ড
(খ) পিনা
(গ) ক্রোজিয়ার
(ঘ) সার্সিনেট ভার্নেশন
সঠিক উত্তর: (ঘ) সার্সিনেট ভার্নেশন


৪। ব্রায়োফাইটের পুংজননাঙ্গের নাম কি? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) স্পোরাঞ্জিয়াম
(খ) গ্যামেট্যানজিয়াম
(গ) আর্কিগোনিয়াম
(ঘ) অ্যাস্থেরিডিয়াম
সঠিক উত্তর: (ঘ) অ্যাস্থেরিডিয়াম



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন


১। Riccia-এর বৈশিষ্ট্য হলো-
(i) দেহ গ্যামিটোফাইট ও থ্যালয়েড।
(ii) পরিবহন টিস্যু আছে।
(iii) স্পোরোফাইট সরল এবং গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল।

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। Riccia উদ্ভিদের বৈশিষ্ট্য- (দিনাজপুর বোর্ড-২০১৬)
i. রাইজয়েড উপস্থিত
ii. আর্কিগোনিয়াম বেলনাকার
iii. স্পোরোফাইট হোমোস্পোরাস

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।
করিম সাহেবের বাগানের ভাঙ্গা দেয়ালে একটি গাছ দেখতে পেলেন যার পাতাগুলো যৌগিক এবং পিনার নিম্নতলে বসন্তের গুঁটির মতো উঁচু উঁচু দেখা যাচ্ছে। এ গাছের কোনো ফুল হয় না।
১। উদ্দীপকের গাছটির আরো বৈশিষ্ট্য হলো-
(i) ভাস্কুলার টিস্যু আছে।
(ii) কচি পাতা কুণ্ডলিত।
(iii) ফল তৈরি করে।

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২। পাতার পিনার নিম্নতলে বসন্তের গুঁটির মতো বস্তুগুলো কোন ধরনের প্রজননে অংশগ্রহণ করে ?
(ক) যৌন (খ) অযৌন (গ) অঙ্গজ (ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (খ)

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাওঃ (ঢাকা বোর্ড -২০১৫)
লিভারওয়ার্টের একটি বিশেষ গণের ৪৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, যার স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গায়ে এমনকি নদীতীরের বালিতেও জন্মে থাকে।

৩। উদ্দীপকের উদ্ভিদটির থ্যালাস-
i. মূল দ্বারা মাটির সাথে আটকে থাকে
ii. গ্যামিটোফাইটিক
iii. দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii


৪। উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য?
(ক) আত্মিকরণ অঞ্চল ক্লোরোফিল যুক্ত
(খ) সঞ্চয়ী অঞ্চল স্টোমাটযুক্ত
(গ) আত্মিকরণ অঞ্চলে রাইজয়েড বিদ্যমান
(ঘ) সঞ্চয়ী অঞ্চল বায়ুকুঠরী যুক্ত
সঠিক উত্তর: (ক) আত্মিকরণ অঞ্চল ক্লোরোফিল যুক্ত