মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড প্রশ্ন (SSC Biology Board Question)

সকল বোর্ড - ২০১৮

সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট

বিষয় কোড: ১৩৮

পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]



১। নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:

(ক) অক্সিসোম কী? ১
(খ) সেন্ট্রোসোম বলতে কী বুঝায়? ২
(গ) B চিহ্নিত চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
(ঘ) A চিত্রের অঙ্গাণটি কীভাবে জীবজগত টিকিয়ে রাখছে? বিশ্লেষণ কর। ৪

২।

(ক) শক্তি মুদ্রা কী?১
(খ) নতুন সৃষ্ট পাতাতে সালোকসংশ্লেষণের হার কীরূপ, ব্যাখ্যা দাও।২
(গ) চিত্ৰ 'M' তে সংঘটিত প্রক্রিয়াটির সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দাও ।৩
(ঘ) 'X' এর উপস্থিতি চিত্র 'M' এর শারীরবৃত্তীয় উপচিতিমূলক কার্যক্রমকে সচল রাখে। —বিশ্লেষণ কর।৪

৩। পলাশের বয়স আট বছর। বয়স অনুসারে তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটেনি। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব তাকে দেখে বললেন যদিও খাদ্যবস্তু পাকস্থলীতে এসে জীবাণুমুক্ত হয়ে পরিপাক হয় কিন্তু রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার গ্রহণের ফলে পলাশের এমনটি হচ্ছে। সকলেই এ ব্যাপারে সচেতন না হলে ভবিষ্যত প্রজন্ম হুমকীর সম্মুখীন হবে।
(ক) BMR কী?১
(খ) সম্পূরক আমিষ বলতে কী বুঝায়?২
(গ) উল্লিখিত অংগটিতে এনজাইমের ক্রিয়া ব্যাখ্যা কর ।৩
(ঘ) ডাক্তার সাহেবের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।৪

৪।

(ক) মৃতজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?১
(খ) হরিণকে পরভোজী বলা হয় কেন?২
(গ) 'P' যে রাজ্যে অবস্থিত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।৩
(ঘ) 'Q ও 'R' এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে কী? – বিশ্লেষণ কর। ৪

৫।

(ক) ভার্নালাইজেশন কাকে বলে?১
(খ) গরু → মশা → ডেঙ্গু ভাইরাস কোন ধরনের খাদ্য-শৃঙ্খল ব্যাখ্যা কর।২
(গ) উদ্দীপকের 'M' দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন একটি ক্রিয়ার ব্যাখ্যা দাও।৩
(ঘ) তামাক ও মাদকদ্রব্যের ব্যবহার 'S' এর সমন্বিত কার্যক্রমকে ব্যাহত করে। - বিশ্লেষণ কর।৪

৬।

(ক) অস্থিসন্ধি কাকে বলে?১
(খ) বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ প্রয়োজন কেন?২
(গ) চিত্রে 'A' চিহ্নিত অংশটির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।৩
(ঘ) 'C' এর কার্যক্রমে 'A' ভূমিকা রাখে – বিশ্লেষণ কর। ৪

৭। আব্দুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। তিনি প্রায়ই দুপুরে আগের দিন রান্না করা মাংশ ও ডিম দিয়ে খান। কিছুদিন পর দেখা গেল তাঁর কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোমরের পিছনে ব্যথা অনুভব করেন। ডাক্তার সাহেবের শরণাপন্ন হলে তিনি তাঁকে বললেন, আপনার এক বিশেষ অঙ্গে সমস্যা দেখা দিয়েছে, এজন্য তিনি তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও উপদেশ দিলেন।
(ক) পেলভিস কী?১
(খ) দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণে মূত্র তৈরিকারী অঙ্গের ভূমিকা ব্যাখ্যা কর।২
(গ) আব্দুল্লাহ সাহেবের সমস্যাজনিত অঙ্গটির গঠন এককের বর্ণনা দাও ।৩
(ঘ) ডাক্তার সাহেবের ব্যবস্থাপত্রই কী আব্দুল্লাহ সাহেবের রোগমুক্তির একমাত্র উপায় –মতামত দাও।৪

৮।

(ক) এক্সপ্লান্ট কী?১
(খ) জৈব বিবর্তন বলতে কী বুঝায়?২
(গ) 'Q' প্রক্রিয়ায় ফুলের যে উপাদানটি স্থানান্তরিত হয় তার বিকাশের ধাপসমূহ বর্ণনা কর ।৩
(ঘ) প্রকৃতিতে 'P' ও 'Q' প্রক্রিয়ার ভূমিকা বিশ্লেষণ কর । 8