বিষয়বস্তু
১। মানব কঙ্কালের সাধারণ পরিচিতি
২। দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকা
৩। অস্থি
৩.১ প্রধান অস্থি
৩.২ তরুণাস্থি
৩.৩ অস্থিসন্ধি ও কাজ
৩.৪ সাইনুভিয়াল অস্থি সন্ধি
৪। পেশির ক্রিয়া
৫। টেনডন ও লিগামেন্ট
৬। ওসটিওপরোসিস
৬.১ কারণ
৬.৩ লক্ষণ
৬.৩ প্রতিকার
৭। আর্থ্রাইটিস
৭.১ কারণ
৭.২ লক্ষণ
৭.৩ প্রতিকার
শিখনফল
বুদ্ধিবৃত্তীয়
১। মানব কঙ্কাল বর্ণনা করতে পারবে।
২। দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
৩। বিভিনড়ব প্রকার অস্থি ও অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা করতে পারবে।
৪। পেশির ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
৫। টেনডন এবং লিগামেন্টের কাজ ব্যাখ্যা করতে পারবে।
৬। ওসটিওপরোসিসের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা করতে পারবে।
৭। আর্থ্রাইটিসের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা করতে পারবে।
অনুসন্ধান
৮। ওসটিওপরোসিস ও আর্থ্রা ইটিসের কারণ অনুসন্ধান করতে পারবে।
মনোপেশিজ
৯। মানব কঙ্কালের বিভিনড়ব অংশের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে।
আবেগীয়
১০। অস্থির সুস্থতা রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে পারবে।