এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয় - [ঢা. বো., ব. বো. ২০১৬]
(ক) ইউরিয়া
(খ) ক্রিয়েটেনিন
(গ) অ্যামোনিয়া
(ঘ) ইউরোক্রোম
সঠিক উত্তর: (ঘ) ইউরোক্রোম


২। কিডনি বিকল হলে রক্তে কোন পদার্থটি বৃদ্ধি পাবে? [রা. বো. ২০১৬; ব. বো. ২০১৫]
(ক) ইউরিক এসিড
(খ) ক্রিয়েটিনিন
(গ) ইউরিয়া
(ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (খ) ক্রিয়েটিনিন


৩। কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়? [কু. বো. ২০১৬]
(ক) চিনি
(খ) চর্বি
(গ) মাছ
(ঘ) কফি
সঠিক উত্তর: (গ) মাছ


৪। বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত? [চ. বো. ২০১৬]
(ক) গ্লোমেরুলাস ও রেনাল টিউব্যুল
(খ) বোমেন্স ক্যাপসুল ও রেনাল টিউব্যুল
(গ) রেনাল টিউব্যুল ও রেনাল করপাসল
(ঘ) বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস
সঠিক উত্তর: (ঘ) বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস


৫। কিডনি বিকলের কারণ কী? [সি. বো. ২০১৬]
(ক) ক্যান্সার
(খ) এইডস
(গ) ডায়াবেটিস
(ঘ) হাঁপানী
সঠিক উত্তর: (গ) ডায়াবেটিস


৬। মূত্রের রং এর জন্য দায়ী কোনটি? [সি. বো. ২০১৬]
(ক) ইউরিয়া
(খ) ইউরিক এসিড
(গ) ক্রিয়েটিনিন
(ঘ) ইউরোক্রোম
সঠিক উত্তর: (ঘ) ইউরোক্রোম


৭। রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিশ্র“ত হয়? [য. বো. ২০১৬]
(ক) মেডুলায়
(খ) পেলভিসে
(গ) ইউরেটরে
(ঘ) গ্লোমেরুলাসে
সঠিক উত্তর: (ঘ) গ্লোমেরুলাসে


৮। ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি? [য. বো. ২০১৬]
(ক) ভেদ্য
(খ) অভেদ্য
(গ) বৈষম্যভেদ্য
(ঘ) আংশিক বৈষম্যভেদ্য
সঠিক উত্তর: (ঘ) আংশিক বৈষম্যভেদ্য


৯। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে? [ঢা. বো. ২০১৫; কু. বো. ২০১৫]
(ক) পেলভিস
(খ) ইউরেটর
(গ) পিরামিড
(ঘ) হাইলাস
সঠিক উত্তর: (ঘ) হাইলাস


১০। প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে? [দি.বো.২০১৫]
(ক) ৮ লক্ষ
(খ) ১০ লক্ষ
(গ) ১৫ লক্ষ
(ঘ) ২০ লক্ষ
সঠিক উত্তর: (খ) ১০ লক্ষ


১১। বৃক্কের একক কী? [সি.বো.২০১৫]
(ক) পেলভিস
(খ) পিড়কা
(গ) নেফ্রন
(ঘ) হাইলাস
সঠিক উত্তর: (গ) নেফ্রন


১২। মাছ, মাংস, শিমের বীচি জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কোন ধরনের পরিবর্তন হবে? [ব.বো.২০১৫]
(ক) ক্ষারকতা বৃদ্ধি পাবে
(খ) ক্ষারীয় ও অম্লভাব সমান থাকে
(গ) অম্লতা বৃদ্ধি পাবে
(ঘ) পানির পরিমাণ বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (গ) অম্লতা বৃদ্ধি পাবে


১৩। একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে? [ঢা. বো.২০১৫]
(ক) ১.৩
(খ) ১.৪
(গ) ১.৫
(ঘ) ১.৬
সঠিক উত্তর: (গ) ১.৫


১৪। কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে? [দি.বো.২০১৫]
(ক) হৃৎপিণ্ড
(খ) ফুসফুস
(গ) বৃক্ক
(ঘ) যকৃত
সঠিক উত্তর: (গ) বৃক্ক


১৫। আকস্মিক বৃক্ক বিকল হওয়ার কারণ কী? [কু.বো.২০১৫]
(ক) নেফ্রাইটিস, ডায়রিয়া
(খ) ডায়াবেটিস, আমাশয়
(গ) উচ্চ রক্তচাপ, নিউমোনিয়া
(ঘ) অ্যাপেন্ডিসাইটিস, নেফ্রাইটিস
সঠিক উত্তর: (ক) নেফ্রাইটিস, ডায়রিয়া


১৬। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? [কু.বো.২০১৫]
(ক) ইউরিয়া
(খ) ইউরোক্রোম
(গ) ইউরিক এসিড
(ঘ) ক্রিয়েটেনিন
সঠিক উত্তর: (খ) ইউরোক্রোম


১৭। ইউরিক এসিড কোথায় তৈরি হয়? [চ.বো.২০১৫]
(ক) যকৃতে
(খ) দেহকোষে
(গ) রেনাল ধমনিতে
(ঘ) বৃক্কে
সঠিক উত্তর: (ক) যকৃতে


১৮। একটি রেনাল করপাসল-এ কয়টি অংশ থাকে? [য.বো.২০১৫]
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক) ২টি


১৯। অ চিহ্নিত অংশটির নাম কী?
(ক) পেলভিস
(খ) মেডুলা
(গ) ইউরেটার
(ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (ক) পেলভিস


২০। বৃক্কের বোম্যানস ক্যাপসুলে কোন আবরণী টিস্যু থাকে?
(ক) স্কোয়ামাস
(খ) কিউবয়ডাল
(গ) কলামনার
(ঘ) স্ট্যাটিফাইড
সঠিক উত্তর: (ক) স্কোয়ামাস


২১। গ্লোমেরুলাসে কোন পদার্থটি আটকা পড়ে?
(ক) পানি
(খ) ইউরিয়া
(গ) আমিষ
(ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (খ)


২২। বোম্যান্স ক্যাপসুলের অঙ্কীয়দেশ থেকে সংগ্রহ নালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে কী বলে?
(ক) নোল করপাসল
(খ) অ্যাফারেন্ট অ্যার্টারিওল
(গ) ইফারেন্ট অ্যার্টারিওল
(ঘ) রেনাল টিউব্যুল
সঠিক উত্তর: (ঘ)


২৩। মানুষের মূত্রের অম্লতা বৃদ্ধি পায় কেন?
(ক) ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণে
(খ) আমিষ জাতীয় খাদ্য গ্রহণে
(গ) শর্করা জাতীয় খাদ্য গ্রহণে
(ঘ) স্নেহ জাতীয় খঅদ্য গ্রহণে
সঠিক উত্তর: (খ)


২৪। প্রতিটি নেফ্রনে কটি মালপিজিয়ান অঙ্গ রয়েছে?
(ক) একটি
(খ) দশটি
(গ) একশটি
(ঘ) এক হাজারটি
সঠিক উত্তর: (ক)


২৫। গ্লোমেরুলাস কী দিয়ে তৈরি?
(ক) একগুচ্ছ কৈশিক জালিকা
(খ) একগুচ্ছ কৈশিক নালিকা
(গ) একগুচ্ছ মালপিজিয়ান জালিকা
(ঘ) একগুচ্ছ নেফ্রন
সঠিক উত্তর: (ক)


২৬। কিডনী বিকল হলে রক্তে কীসের পরিমাণ বৃদ্ধি পায়?
(ক) সালেফেট
(খ) ইউরেট
(গ) ইউরিক এসিড
(ঘ) ক্রিয়োটিনিন
সঠিক উত্তর: (ঘ)


২৭। শিম বীজের মতো বৃক্ক কার?
(ক) গরুর
(খ) মানুষের
(গ) ছাগলের
(ঘ) মহিষের
সঠিক উত্তর: (খ)


২৮। বৃক্ক মানবদেহের কী নিয়ন্ত্রণ করে?
(ক) কাঠামো
(খ) ওজন
(গ) রক্তচাপ
(ঘ) উত্তেজনা
সঠিক উত্তর: (গ)


২৯। মূত্রে নিচের কোন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পর্দাথটি থাকে?
(ক) মিথেন
(খ) ইথেন
(গ) প্রোপেন
(ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (ঘ)


৩০। কিডনি প্রসিস্থাপনের অত্যাবশ্যকীয় শর্ত কোনটি?
(ক) নিকট আত্মীয়
(খ) রক্তের আত্মীয়
(গ) টিস্যুম্যাচ
(ঘ) রক্তের গ্রুপ মিল
সঠিক উত্তর: (গ)


৩১। বৃক্কের ভেতরের দিকের অংশকে কী বলে?
(ক) মেডুলা
(খ) কর্টেক্স
(গ) প্যাপিলা
(ঘ) পেলভিস
সঠিক উত্তর: (ক)


৩২। তরিতরকারি গ্রহণে সাধারণত কী তৈরি হয়?
(ক) অম্লমূত্র
(খ) ক্ষারীয় মূত্র
(গ) বায়ুমূত্র
(ঘ) এসিডীয় মূত্র
সঠিক উত্তর: (খ)


৩৩। বৃক্কের ইউরিনিফেরাস নালিকা প্রধান কয়টি অংশে বিভক্ত?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)


৩৪। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে?
(ক) হাইলাস
(খ) পিরামিড
(গ) পেলভিস
(ঘ) পিড়কা
সঠিক উত্তর: (ক)


৩৫। ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তার গঠন কিরূপ?
(ক) রক্তের প্লাজমার মতো
(খ) রক্তের অণুচক্রিকার মতো
(গ) দেহের গ্লুকোজের মতো
(ঘ) রক্ত রসের মতো
সঠিক উত্তর: (ক)


৩৬। মূত্রথলির রোগ হয় কেন?
(ক) অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে
(খ) স্বাস্থ্যকর পরিবেশে থাকলে
(গ) অতিরিক্ত পানি পান করলে
(ঘ) অতিরিক্ত ভ্রমণ করলে
সঠিক উত্তর: (ক)


৩৭। দৈনিক কমপক্ষে কত লিটার পানিপান করা উচিত?
(ক) ১ লিটার
(খ) ১১/২ লিটার
(গ) ২ লিটার
(ঘ) ২১/২ লিটার
সঠিক উত্তর: (গ)


৩৮। হাইলামে অবস্থিত গহবরের মতো অংশটি কী?
(ক) মেডুলা
(খ) রেনাল করপাসল
(গ) কর্টেক্স
(ঘ) পেলভিস
সঠিক উত্তর: (ঘ)


৩৯। মূত্র কী?
(ক) অজৈব ও জৈব পদার্থের একটি জলীয় দ্রবণ
(খ) পানি ও এসিডের মিশ্রণ
(গ) অজৈব পদার্থ এবং পানির মিশ্রণ
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)


৪০। ইউরোক্রোম কী?
(ক) পদার্থ
(খ) রঞ্জক পদার্থ
(গ) আমিষ
(ঘ) অ্যামাইনো এসিড
সঠিক উত্তর: (খ)


৪১। আকস্মিক কিডনি অকেজো হওয়ার কারণ কী?
(ক) ডায়রিয়া
(খ) উচ্চ রক্তচাপ
(গ) স্কার্ভি রোগ
(ঘ) রক্তশূন্যতা
সঠিক উত্তর: (ক)


৪২। প্রতিটি রেনাল টিউব্যুল কতটি অংশ বিভক্ত?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)


৪৩। দৈনিক কত গ্লাসের কম পানি পান করলে মূত্রনালির রোগ দেখা দেয়?
(ক) দুই
(খ) চার
(গ) আট
(ঘ) ষোল
সঠিক উত্তর: (গ)


৪৪। ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী করা যায়?
(ক) রক্ত প্রবেশ করানো হয়
(খ) রক্ত পরিশোধিত করা হয়
(গ) বৃক্ক প্রতিস্থাপন করা হয়
(ঘ) যকৃতে প্রক্ত প্রবেশ করানো হয়
সঠিক উত্তর: (খ)


৪৫। বৃক্কের আবরণকে বলা হয়-
(ক) ক্যাপসুল
(খ) প্লুরা
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) পেরিটোনিয়াম
সঠিক উত্তর: (ঘ)


৪৬। বৃক্ক কোনটির সংস্পর্শে থাকে?
(ক) পৃষ্ঠপ্রাচীর
(খ) ইলিয়াম
(গ) সিকাম
(ঘ) কোলন
সঠিক উত্তর: (ক)


৪৭। বৃক্কের রং কী?
(ক) লালচে হলুদ
(খ) লালচে সবুজ
(গ) লালচে পিঙ্গল
(ঘ) হলুদ
সঠিক উত্তর: (গ)


৪৮। বৃক্কের অবতল অংশের খাঁজটি কী?
(ক) কর্টেক্স
(খ) হাইলা
(গ) পেলভিস
(ঘ) মেডুলা
সঠিক উত্তর: (খ)


৪৯। নেফ্রন কী কাজ করে?
(ক) পেলভিসে মূত্র বহন করে
(খ) মূত্র তৈরি করে
(গ) ইউরেটার মূত্র বহন করে
(ঘ) ইফারেনন্ট আর্টারিওল তৈরি করে
সঠিক উত্তর: (খ)


৫০। রক্তে প্যারাথাইরয়েড হরমোনের প্রভাবে মাত্রা কমে?
(ক) ক্যালসিয়ামের
(খ) ফসফেটের
(গ) ম্যাগনেসিয়ামের
(ঘ) সালফারের
সঠিক উত্তর: (খ)


৫১। বৃক্ক সুস্থ রাখতে দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?
(ক) ৮ গ্লাস
(খ) ১০ গ্লাস
(গ) ১২ গ্লাস
(ঘ) ১৪ গ্লাস
সঠিক উত্তর: (ক)


৫২। তরল পদার্থ পরিস্রুত হয় কোথায়?
(ক) গ্লোমেরুলাস
(খ) মালপিজিয়ান অঙ্গ
(গ) ইউরেটার
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ক)


৫৩। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনটি জরুরি?
(ক) দাতা ও গ্রহীতর টিস্যুম্যাচিং
(খ) দাতা ও গ্রহীতার বয়স ম্যাচিং
(গ) দাতা ও গ্রহীতার লিঙ্গ ম্যাচিং
(ঘ) দাতা ও গ্রহীতার রক্তকণিকার পরিমাণ ম্যাচিং
সঠিক উত্তর: (ক)


৫৪। রেচন পদার্থ বলতে কী বোঝায়?
(ক) প্রোটিনজাত বর্জ্য
(খ) লিপিডজাত বর্জ্য
(গ) কোলেস্টেরোলঘটিত বর্জ্য পদার্থ
(ঘ) নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ
সঠিক উত্তর: (ঘ)


৫৫। বৃক্কে পাথর হলে-
(ক) প্রসাবের সাথে রক্ত বের হতে পারে
(খ) প্রসাবের সাথে পুঁজ বের হতে পারে
(গ) প্রসাব হালকা হতে পারে
(ঘ) প্রসাবে সমস্যা হয় না
সঠিক উত্তর: (ক)


৫৬। কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পর্দাথগুলো নিষ্কাশিত হয়?
(ক) শ্বসন
(খ) সংবহন
(গ) রেচন
(ঘ) নিঃসরন
সঠিক উত্তর: (গ)


৫৭। নিচের কোনটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর?
(ক) অ্যামাইনো এসিড
(খ) পটাশিয়াম
(গ) ইউরিক এসিড
(ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (গ)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। বৃক্কে পাথর হবার সম্ভাবনা কমে -
i. শারীরিক ওজন হ্রাস পেলে
ii. কম পানি পান করলে
iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। মূত্র তৈরিতে গ্রহণযোগ্য তথ্য হলো-
i. রক্ত দেহের যাবতীয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনে বহন করে
ii. রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনের মাধ্যমে মূত্রবাহী নালিতে পৌঁছায়
iii. রক্ত থেকে সরাসরি বর্জ্য পদার্থ মূত্রবাহী নালিতে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) iii
সঠিক উত্তর: (ক)


৩। বৃক্কীয় নালিকাসমূহ-
i. কৈশিক জালিকা সমৃদ্ধ
ii. একটি সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
iii. অসংখ্য সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)


৪। মানব দেহে বৃক্কের অবস্থান-
i. উদর গহবরের পিছনের অংশে
ii. হৃৎপিন্ডের কাছাকাছি
iii. বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন অবস্থায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) iii
সঠিক উত্তর: (খ)


৫। মানব বৃক্কের-
i. অবতল অংশের ভাজকে পেলভিস বলে
ii. ভিতরের দিক অবতল হয়
iii. বাইরের দিক উত্তল হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)


৬। ডায়ালাইসিস প্রক্রিয়া-
i. রক্ত পরিশোধনে ব্যবহৃত হয়
ii. কিডনি বিকল হলে প্রয়োজন হয়
iii. ব্যয়বহুল ও সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৭। মানবদেহের রেচনতন্ত্রের অন্তর্গত হলো-
i. কিডনি, ইউরেটার, মূত্রনালি ও মূত্রথলি
ii. কিডনি, ল্যারিংক্স, মূত্রনালি ও মূত্রথলি
iii. কিডনি ইউরেটার, গলব্লাডার ও মূত্রথলি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)


৮। বৃক্কে পাথর হবার কারণ হল-
i. অতিরিক্ত শারীরিক ওজন
ii. কম পানি পান করা
iii. অতিরিক্ত প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৯। বৃক্কীয় নালীকার পরবর্তী চিন্হিত অংশগুলো হল-
i. সংবর্তিত নিকটস্থ অংশ
ii. একটি হেনলির লুপ
iii. সংবর্তিত দূরত্বের অংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০। বৃক্কে পাথর হলে যেসব উপসর্গ দেখা দেয় তা হল-
i. কোমরের পিছনে ব্যথা হয়
ii. প্রস্রাবের সাথে রক্ত বের হয়
iii. কোন উপসর্গ দেয়া যায় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)


১১। দেহের পানি সাম্য নিয়ন্ত্রণ করে-
i. বৃক্ক
ii. বৃক্কের নেফ্রনের পুনঃশোধণ প্রক্রিয়া
iii. যকৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)


১২। কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ-
i. ডায়ারিয়া
ii. উচ্চ রক্তচাপ
iii. ডায়াবেটিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৩। বৃক্ক বিকল হওয়ার দরুন মানবদেহের সৃষ্ট সমস্যা হলো
i. রক্তে অম্ল ক্ষারকে অসমতা হওয়া
ii. রক্তচাপ নিয়ন্ত্রণ হারিয়ে
iii. পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১৪। মূত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
i. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
ii. ব্যথা নিরাময়ে ঔষধ পরিহার করা
iii. নিয়মতান্ত্রিক জীবনযাপন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১৫। বৃক্ক নিয়ন্ত্রণ করে-
i. সোডিয়াম, পটাশিয়ামে পরিমাণে
ii. দেহের রক্তচাপ
iii. খাদ্যের পরিপাক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না। ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে।

১। তান্নির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ -
i. ঘাম বেশি হওয়া
ii. ফল কম খাওয়া
iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। তান্নির শরীরে উক্ত সমস্যার কারণ -
i. শরীরে পানি আসা
ii. মূত্রনালির প্রদাহ
iii. প্রস্রাবে শর্করা যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii