এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


সপ্তম অধ্যায়: মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়? [ঢা. বো. ১৯]
(ক) হায়ালিন
(খ) শ্বেত তন্তুময়
(গ) স্থিতিস্থাপক
(ঘ) চুনময়
সঠিক উত্তর: (খ) শ্বেত তন্তুময়


২। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [চ. বো. ১৯]
(ক) প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান
(খ) ইন্টারক্যালটেড ডিস্ক থাকে
(গ) পেশি তন্তু মাকু আকৃতির
(ঘ) চোখ ও জিহ্বায় বিদ্যমান
সঠিক উত্তর: (গ) পেশি তন্তু মাকু আকৃতির


৩। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত ও মাথায় ব্যথা হয়? [চ. বো. ১৯]
(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি
(গ) এথময়েড
(ঘ) স্ফেনয়েড
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি


৪। কোনটি মানুষের টার্সাল অস্থি? [চ. বো. ১৯]
(ক) ট্যালাস
(খ) ট্রাপেজিয়াম
(গ) ট্রাপেজয়েড
(ঘ) ট্রাইকুয়েট্রাল
সঠিক উত্তর: (ক) ট্যালাস


৫। ১ম শ্রেণির লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? [কু. বো. ১৯]
(ক) বল - ভার - ফ্যালক্রাম
(খ) ফ্যালক্রাম - বল - ভার
(গ) ভার - ফ্যালক্রাম - বল
(ঘ) ভার - বল - ফ্যালক্রাম
সঠিক উত্তর: (গ) ভার - ফ্যালক্রাম - বল


৬। নিম্নের কোনটি ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোড়? [কু. বো. ১৯]
(ক) পেকটোলারিস মেজর
(খ) ইরেকটাস স্পাইনী
(গ) বাইসেপস ফিমোরিস
(ঘ) সোলিয়াস মাসলস
সঠিক উত্তর: (ক) পেকটোলারিস মেজর


৭। মানুষের করোটিকার অস্থি কোনটি? [ব. বো. ১৯]
(ক) স্ফেনয়েড
(খ) জাইগোম্যাটিক
(গ) ভোমার
(ঘ) প্যালাটাইন
সঠিক উত্তর: (ক) স্ফেনয়েড


৮। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? [ব. বো. ১৯]
(ক) স্বরযন্ত্র
(খ) বহিঃকর্ণ
(গ) আলজিহ্বা
(ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (ক) স্বরযন্ত্র


৯। বক্ষদেশীয় কশেরুকা কয়টি? [দি. বো. ১৯]
(ক) ৫
(খ) ৭
(গ) ১২
(ঘ) ১৪
সঠিক উত্তর: (গ) ১২


১০। মানবদেহে অস্থির সংখ্যা কত? [য. বো. ১৯]
(ক) ১০৬
(খ) ১২৬
(গ) ২০৬
(ঘ) ২২৬
সঠিক উত্তর: (গ) ২০৬


১১। কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়? [য. বো. ১৯]
(ক) অনৈচ্ছিক
(খ) কার্ডিয়াক
(গ) রৈখিক
(ঘ) সেরেবেলাম
সঠিক উত্তর: (খ) কার্ডিয়াক


১২। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? [রা. বো. ১৯]
(ক) ডেল্টয়েডরিজ
(খ) ক্ল্যাভিকল
(গ) ট্রোক্যান্টার
(ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার


১৩। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? [সি. বো. ১৯]
(ক) ডেল্টয়েডরিজ
(খ) ক্ল্যাভিকল
(গ) ট্রোক্যান্টার
(ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার


১৪। গ্লেনয়েড গহ্বর কোথায় পাওয়া যায়? [মা. বো. ১৯]
(ক) ইলিয়ামে
(খ) ইশ্চিয়ামে
(গ) স্ক্যাপুলায়
(ঘ) ক্ল্যাভিকলে
সঠিক উত্তর: (গ) স্ক্যাপুলায়


১৫। ইটালিক ‘f’-এর মতো বাঁকা অস্থি কোনটি? [মা. বো. ১৯]
(ক) স্ক্যাপুলা
(খ) ইলিয়াম
(গ) ক্ল্যাভিকল
(ঘ) ইশ্চিয়াম
সঠিক উত্তর: (গ) ক্ল্যাভিকল


১৩। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? (সকল বোর্ড - ২০১৮)
(ক) উদর দেশীয়
(খ) গ্রীবাদেশীয়
(গ) বক্ষদেশীয়
(ঘ) শ্রোণিদেশীয়
সঠিক উত্তর: (খ) গ্রীবাদেশীয়


১৪। কোনটি করোটিকার জোড় অস্থি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) স্ফেনয়েড
(খ) অক্সিপিটাল
(গ) ফ্রন্টাল
(ঘ) প্যারাইটাল
সঠিক উত্তর: (ঘ) প্যারাইটাল


১৫। মানুষের মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কয়টি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ০৮
(খ) ১২
(গ) ১৪
(ঘ) ৩৩
সঠিক উত্তর: (গ) ১৪


১৬। নিচের কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চলৎশক্তিহীন হয়ে যেতে পারে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
(খ) মাসকুলার ডিসট্রফি
(গ) মায়োপিয়া
(ঘ) হিমোফিলিয়া
সঠিক উত্তর: (খ) মাসকুলার ডিসট্রফি


১৭। মাববদেহের কোন অস্থিতে “ডেল্টায়েজ রিজ” বিদ্যমান? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) হিউমেরাস
(খ) ফিমার
(গ) স্টার্নাম
(ঘ) রেডিয়াস
সঠিক উত্তর: (ক) হিউমেরাস


১৮। মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ৫০
(খ) ৬০
(গ) ৭০
(ঘ) ৮০
সঠিক উত্তর: (ঘ) ৮০


১৯। চুনময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) পিনা
(খ) শ্বাসনালি
(গ) হিউমেরাস ও ফিমারের মস্তক
(ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (গ) হিউমেরাস ও ফিমারের মস্তক


২০। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১২টি
সঠিক উত্তর: (ঘ) ১২টি


২১। কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) স্যাক্রাম
(খ) ভার্টিব্রা প্রমিন্যান্স
(গ) অ্যাটলাস
(ঘ) অ্যাক্সিস
সঠিক উত্তর: (ক) স্যাক্রাম


২২। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) গ্লেনয়েড গহ্বর
(খ) অ্যাসিটাবুলাম
(গ) অবটুরেটর ফোরামেন
(ঘ) ইন্টারকন্ডাইলার নচ
সঠিক উত্তর: (খ) অ্যাসিটাবুলাম


২৩। মানুষের উপাঙ্গীয় কংকালে অস্থির সংখ্যা কতটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ১২৪
(খ) ১২৫
(গ) ১২৬
(ঘ) ১২৭
সঠিক উত্তর: (গ) ১২৬


২৪। দীর্ঘ যষ্টির মত দেখতে নিচের কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) টিবিয়া
(খ) ফিবুলা
(গ) ফিমার
(ঘ) হিউমেরাস
সঠিক উত্তর: (গ) ফিমার


২৫। শ্বাসনালি ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? (যশোর বোর্ড-২০১৭)
(ক) হায়ালিন
(খ) পীত তন্তুময়
(গ) শ্বেত তন্তুময়
(ঘ) চুনময়
সঠিক উত্তর: (ক) হায়ালিন


২৬। মানুষের করোটির অস্থির সংখ্যা কতটি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) ২৯
(খ) ৩০
(গ) ৩১
(ঘ) ৩৩
সঠিক উত্তর: (ক) ২৯


২৭। হায়ালাইন তরুণাস্থি কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) কর্ণছত্র
(খ) আলজিহ্বা
(গ) শ্বাসনালি
(ঘ) ফিমারের মস্তক
সঠিক উত্তর: (গ) শ্বাসনালি


২৮। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ১০
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৫
সঠিক উত্তর: (গ) ১৪


২৯। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণীকে কি বলে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) প্লাজমালেমা
(খ) মায়োসিন
(গ) সারকোলেমা
(ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (গ) সারকোলেমা


৩০। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) দুটি হাড়কে যুক্ত করে
(খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে
(গ) পেশি ও টেন্ডনের প্রকৃতি ভিন্ন
(ঘ) অঙ্গ সঞ্চালনে এর কোনো ভূমিকা নেই
সঠিক উত্তর: (খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে


৩১। কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) মাথার খুলি ও এটলাস সন্ধি
(খ) পায়ের পাতার গোড়ালি
(গ) কনুই সন্ধি
(ঘ) হাঁটু সন্ধি
সঠিক উত্তর: (খ) পায়ের পাতার গোড়ালি


৩২ । মানব দু’চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ম্যাক্সিলারি
(খ) ফ্রন্টাল
(গ) স্ফেনয়েড
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড


৩৩ । মানুষের গ্রীবা দেশীয় কশেরুকা কয়টি? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ) ৭টি


৩৪ । ‘জিফয়েড প্রসেস’ কোথায় অবস্থিত? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) স্ক্যাপুলা
(খ) স্যাক্রাম
(গ) স্টার্নাম
(ঘ) অ্যাটলাস
সঠিক উত্তর: (গ) স্টার্নাম


৩৫ । কোনটি প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুল সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুল সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন


৩৬। সুষুম্নাকাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) বক্ষ অস্থিচক্র
(খ) মেরুদণ্ড
(গ) বক্ষপিঞ্জর
(ঘ) করোটি
সঠিক উত্তর: (খ) মেরুদণ্ড


৩৭। কোনটি করোটিকার অস্থি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) প্যারাইটাল
(খ) প্যালেটাইন
(গ) জাইগোম্যাটিক
(ঘ) ল্যাক্রিমাল
সঠিক উত্তর: (ক) প্যারাইটাল


৩৮। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) হিউমেরাস
(খ) ফিমার
(গ) স্টার্নাম
(ঘ) টিবিয়া
সঠিক উত্তর: (খ) ফিমার


৩৯। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) মাকু আকৃতির
(খ) নিউক্লিয়াস অসংখ্য
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান
(ঘ) অনুপ্রস্থ রেখা থাকে না
সঠিক উত্তর: (খ) নিউক্লিয়াস অসংখ্য


৪০। বক্ষ অস্থিচক্রের অস্থি হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) স্টার্নাম
(খ) ইশ্চিয়াম
(গ) পর্শুকা
(ঘ) ক্লাভিকল
সঠিক উত্তর: (ঘ) ক্লাভিকল


৪১। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অ্যাকটিন ও জিলেটিন
(খ) মায়োসিন ও ইলাস্টিন
(গ) কোলাজেন ও মায়োসিন
(ঘ) মায়োসিন ও অ্যাকটিন
সঠিক উত্তর: (ঘ) মায়োসিন ও অ্যাকটিন


৪২। প্যাটেলা অস্থিটি হলো- (যশোর বোর্ড-২০১৬)
(ক) মেরুদণ্ডের
(খ) করোটির
(গ) অগ্রপদের
(ঘ) পশ্চাদ পদের
সঠিক উত্তর: (ঘ) পশ্চাদ পদের


৪৩ । প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুলের সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুলের সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন


৪৪ । কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে বা মাথায় ব্যথা হয়? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) ফ্রন্টাল
(খ) এথময়ডাল
(গ) ম্যাক্সিলারী
(ঘ) স্ফেনয়ডাল
সঠিক উত্তর: (গ) ম্যাক্সিলারী


৪৫ । কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি
(গ) এথময়ডাল
(ঘ) স্ফেনয়েডাল
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি


৪৬ । ‘জিফয়েড প্রসেস’ কোথায় অবস্থিত? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) স্ক্যাপুলা
(খ) স্যাক্রাম
(গ) স্টার্নাম
(ঘ) অ্যাটলাস
সঠিক উত্তর: (গ) স্টার্নাম


৪৭। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ২১টি
(খ) ২৫টি
(গ) ৩১টি
(ঘ) ৩৫টি
সঠিক উত্তর: (খ) ২৫টি


৪৮। দুই চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কী? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ম্যাক্সিলারি সাইনাস
(খ) ফ্রন্টাল সাইনাস
(গ) এথময়ডাল সাইনাস
(ঘ) স্ফেনয়ডাল সাইনাস
সঠিক উত্তর: (গ) এথময়ডাল সাইনাস


৪৯। শ্বাসনালিতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) পীততন্তুময়
(খ) হায়ালিন
(গ) শ্বেততন্তুময়
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) হায়ালিন


৫০। মানব কঙ্কালতন্ত্রে তৃতীয় শ্রেণির লিভার কোন অঙ্গে কার্যকরী? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) হাতের কনুই সঞ্চালনে
(খ) পায়ের গোড়ালি সঞ্চালনে
(গ) মানুষের মাথা সঞ্চালনে
(ঘ) মানুষের কোমর সঞ্চালনে
সঠিক উত্তর: (ক) হাতের কনুই সঞ্চালনে


৫১। করোটিকার অংশ কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) ম্যাক্সিলা
(খ) জাইগোথেটিক (প্রসেস)
(গ ন্যাসাল
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড


৫২। হৃৎপেশীর সংকোচনে কোন উপাদানটি কাজ করে? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) পেরিমাইসিয়াম
(খ) মায়োফাইব্রিল
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক
(ঘ) সারকোলেমা
সঠিক উত্তর: (গ) ইন্টারক্যালেটেড ডিস্ক


৫৩। মানবদেহে গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) অগ্রপদে (খ) পশ্চাৎপদে
(গ) বক্ষাস্থি চক্রে (ঘ) শ্রোণীচক্রে
সঠিক উত্তর: (গ) বক্ষাস্থি চক্রে


৫৪। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) হায়ালিন
(খ) পীত তন্তুময়
(গ) শ্বেত তন্তুময়
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (ঘ) ক্যালসিফাইড


৫৫। পেশি কোষের আবরণীকে কী বলা হয়? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) সারকোলেমা
(খ) মায়োব্লাস্ট
(গ) মায়োফাইব্রিল
(ঘ) পেশি তন্ত্র
সঠিক উত্তর: (ক) সারকোলেমা


৫৬। মানুষের বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ২৪
(খ) ২৫
(গ) ৩৩
(ঘ) ৬০
সঠিক উত্তর: (খ) ২৫


৫৭। ঐচ্ছিক পেশী পাওয়া যায় কোথায়? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) জিহ্বায়
(খ) হৃৎপিণ্ডে
(গ) পাকস্থলীতে
(ঘ) জরায়ুতে
সঠিক উত্তর: (ক) জিহ্বায়


৫৮। পেশিকলার আবরণ কোনটি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) নিউরোলেমা
(খ) সারকোলেমা
(গ) প্লাজমালেমা
(ঘ) পেরিটোনিয়াম
সঠিক উত্তর: (খ) সারকোলেমা


৫৯। হিউমেরাসের মস্তকে পাওয়া যায় কোন ধরনের তরুণাস্থি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) শ্বেত-তন্তুময়
(খ) ক্যালসিফাইড
(গ) হায়ালিন
(ঘ) পীত-তন্তুময়
সঠিক উত্তর: (খ) ক্যালসিফাইড


৬০। নিচের কোনটি করোটিকার অস্থি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) প্যালেটাইন
(খ) ল্যাক্রিমাল
(গ) প্যারাইটাল
(ঘ) ভোমার
সঠিক উত্তর: (গ) প্যারাইটাল


৬১। মানুষের বক্ষদেশীয় অঞ্চলে কশেরুকা কয়টি? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) ৪
(খ) ৫
(গ) ৭
(ঘ) ১২
সঠিক উত্তর: (ঘ) ১২


৬২। হিউমেরাস এর অবস্থান কোথায়?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষপিঞ্জরে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর: (ক) হাতে


৬৩। ফিমার এর অবস্থান কোথায়?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষপিঞ্জরে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর: (খ) পায়ে


৬৪। একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে মোট কয়টি অস্থি রয়েছে?
(ক) ২৬টি
(খ) ৪৩টি
(গ) ৫৩টি
(ঘ) ৩৩টি
সঠিক উত্তর: (ক) ২৬টি


৬৫। বক্ষপিঞ্জরে মোট কয়টি অস্থি রয়েছে?
(ক) ৩৫টি
(খ) ২৫টি
(গ) ১৫টি
(ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ) ২৫টি


৬৬। গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষ অস্থিচক্রে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর:


৬৭। স্কাপুলা কোন অংশের অস্থি?
(ক) বক্ষ অস্থিচক্র
(খ) করোটি
(গ) শ্রোণিচক্র
(ঘ) বক্ষপিঞ্জর
সঠিক উত্তর: (ক) বক্ষ অস্থিচক্র


৬৮। মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কত?
(ক) ৩০৬
(খ) ২০৬
(গ) ২৬০
(ঘ) ৩৬০
সঠিক উত্তর: (খ) ২০৬


৬৯। মানুষের দুই পায়ে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৬০
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৩৬
সঠিক উত্তর: (ক) ৬০


৭০। মানুষের দুই হাতে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৩৬
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৬০
সঠিক উত্তর: (ঘ) ৬০


৭১। মানুষের বক্ষঅস্থিচক্রে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৭
(খ) ৬
(গ) ৪
(ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ৪


৭২। একটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে- [ মেডিকেল: ০২-০৩]
(ক) একটি
(খ) দুইটি
(গ) পাঁচটি
(ঘ) শতাধিক
সঠিক উত্তর: (ঘ) শতাধিক


৭৩। বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়-[ মেডিকেল : ০২-০৩]
(ক) রৈখিক বা ঐচ্ছিক পেশিতন্ত্র সারকোলেমা নামক স্পষ্ট এক আবরণে আবৃত থাকে
(খ) মসৃণ বা অনৈচ্ছিক পেশিতে কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট
(গ) হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিতে সারকোলেমা বেশ সূক্ষ্ম
(ঘ) মসৃন বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সারু অংশে অবস্থান করে
সঠিক উত্তর: (ঘ) মসৃন বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্লিয়াসটি কোষের সারু অংশে অবস্থান করে


৭৪। সাধারণ হাড়ভাঙ্গার অপর নাম কী? [ মেডিকেল : ১৭-১৮]
(ক) যৌগিক হাড়ভাঙ্গা
(খ) উন্মুক্ত হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) বদ্ধ হারভাঙ্গা
সঠিক উত্তর: (ঘ) বদ্ধ হারভাঙ্গা


৭৫। উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম- অপর নাম- [ডেন্টাল : ১৬-১৭]
(ক) সাধারণ হাড়ভাঙ্গা
(খ) যৌগিক হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) কয়েক টুকরা বিশিষ্ট হাড়ভাঙ্গা
সঠিক উত্তর: (খ) যৌগিক হাড়ভাঙ্গা


৭৬। নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ? [ মেডিকেল: ১৮-১৯]
(ক) শ্রোণি অস্থিচক্র
(খ) বক্ষ অস্থিচক্র
(গ) করোটি
(ঘ) ফিমার
সঠিক উত্তর: (গ) করোটি


৭৭। নিম্নলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করোটি গঠিত? [মেডিকেল: ০৭-০৮]
(ক) 31
(খ) 21
(গ) 27
(ঘ) 29
সঠিক উত্তর: (ঘ) 29


৭৮। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? [মেডিকেল ১৮-১৯]
(ক) ন্যাসাল অস্থি
(খ) ম্যাক্সিলা অস্থি
(গ) এথময়েড অস্থি
(ঘ) ম্যান্ডিবল অস্থি
সঠিক উত্তর: (গ) এথময়েড অস্থি


৭৯। মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়? [ডেন্টাল ১৬-১৭]
(ক) অক্সিপিটাল
(খ) ফ্রন্টাল
(গ) প্যারাইটাল
(ঘ) টেমপোরাল
সঠিক উত্তর: (খ) ফ্রন্টাল


৮০। স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? [মেডিকেল : ১৩-১৪]
(ক) করোটিকা
(খ) মুখমণ্ডল
(গ) পেকটোরাল পার্ডল
(ঘ) মেরুদণ্ড
সঠিক উত্তর: (ক) করোটিকা


৮১। নিম্নের উল্লিখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত? [ মেডিকেল : ০৮-০৯, ডেন্টাল : ০৭-০৮]
(ক) 12
(খ) 13
(গ) 14
(ঘ) 15
সঠিক উত্তর: (গ) 14


৮২। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি? [মেডিকেল : ০৪-০৫]
(ক) প্যারাইটাল
(খ) স্কেনয়েড
(গ) ভোমার
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (গ) ভোমার


৮৩। নিম্নের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? [মেডিকেল : ০৩-০৪]
(ক) ভোমার
(খ) ল্যাক্রিমাল
(গ) নাসিকা অস্থি
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড


৮৪। করোটিকার অস্থি নয় [মেডিকেল: ০২-০৩]
(ক) ফ্রন্টাল অস্থি
(খ) প্যারাইটাল অস্থি
(গ) হাইওয়েড অস্থি
(ঘ) এথময়েড অস্থি
সঠিক উত্তর: (গ) হাইওয়েড অস্থি


৮৫। উপরের চোয়াল যে ধরনের অস্থি-[ডেন্টাল: ০০-০১]
(ক) খাটো বা ক্ষুদ্র অস্থি
(খ) অনিয়ত অস্থি
(গ) চাপা অস্থি
(ঘ) বায়ুপূৰ্ণ অস্থি
সঠিক উত্তর: (ঘ) বায়ুপূৰ্ণ অস্থি


৮৬। মানুষের গ্রীবাদেশীয় কোন কশেরুকাটির নাম অ্যাক্সিস? [মেডিকেল : ০৯-১০]
(ক) ষষ্ঠ
(খ) সপ্তম
(গ) প্রথম
(ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর: (ঘ) দ্বিতীয়


৮৭। কোনটি মানবদেহের সারভাইকাল কশেরুকার সঠিক বৈশিষ্ট্য নয়? [ডেন্টাল : ০৬-০৭]
(ক) ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকার
(খ) অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেস বড় আকৃতির এবং ট্রান্সভার্স ফোরামেন যুক্ত
(গ) অ্যাক্সিসের পেডিকল চওড়া ও দৃঢ়
(ঘ) ডার্টিব্রাল প্রোমিনেন্স এর ট্রান্সভার্স ফোরামেন বড়
সঠিক উত্তর: (ক) ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকার


৮৮। মানুষের কব্জিতে (Carpal region) হাড়ের সংখ্যা কত? মেডিকেল: ১৬-১৭]
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৭টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ) ৮টি


৮৯। সিসাময়েড অস্থি কোনটি? [ডেন্টাল। ১৬-১৭]
(ক) পশুর্কা
(খ) প্যাটেলা
(গ) কিউবয়েড
(ঘ) টিবিয়া
সঠিক উত্তর: (খ) প্যাটেলা


৯০। নিচের কোনটি বক্ষ অস্থি চক্রের হাড়? (মেডিকেল: ১৫-১৬]
(ক) ক্ল্যাভিকল
(খ) স্কেনয়েড
(গ) এথময়েড
(ঘ) পিউবিস
সঠিক উত্তর: (ক) ক্ল্যাভিকল


৯১। নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য? [মেডিকেল ১৪-১৫]
(ক) এটি একটি খাঁটো অস্থি
(খ) এটি একটি বাঁকানো অস্থি
(গ) এই অস্থির মজ্জা গহ্বর আছে
(ঘ) একপ্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত থাকে
সঠিক উত্তর: (খ) এটি একটি বাঁকানো অস্থি


৯২। কোনটি মানব দেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়? [মেডিকেল: ১২-১৩, 0৬-০৭]
(ক) ক্যালকেনিয়াস
(খ) ট্রাপেজিয়াম
(গ) কুনিফর্ম
(ঘ) কিউবয়েড
সঠিক উত্তর: (খ) ট্রাপেজিয়াম


৯৩। নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়? [ মেডিকেল: ১১-১২]
(ক) পিসিফর্ম
(খ) ট্রাপিজিয়াম
(গ) হেমেট
(ঘ) ইথময়েড
সঠিক উত্তর: (ঘ) ইথময়েড


৯৪। নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই? [মেডিকেল : ০৯-১০]
(ক) ইশ্চিয়াম
(খ) স্টারনাম
(গ) কারপাল
(ঘ) ক্ল্যাভিকল
সঠিক উত্তর: (ঘ) ক্ল্যাভিকল


৯৫। ওলিক্রেনন প্রসেস কোন অস্থির অংশ? [ডেন্টাল: ০২-০৩]
(ক) ব্যাঙের ফিমার
(খ) গিনিপিগের হিউমেরাস
(গ) গিনিপিগের রেডিও আলনা
(ঘ) মানুষের ফিবুলা
সঠিক উত্তর: (গ) গিনিপিগের রেডিও আলনা


৯৬। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? [ডেন্টাল ১৮-১৯]
(ক) বহিঃকর্ণ
(খ) অন্তঃকর্ণ
(গ) ইউস্টেশিয়ান নালি
(ঘ) উপজিহ্বা
সঠিক উত্তর: (খ) অন্তঃকর্ণ


৯৭। ক্যালসিফাইড অরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে? [মেডিকেল ১৩-১৪]
(ক) হেড অফ হিউমেরাসে
(খ) আলজিহ্বা
(গ) স্তন্যপায়ীর নাক
(ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (ক) হেড অফ হিউমেরাসে


৯৮। নিম্নের কোনটিতে তরুণাস্থি নাই? (মেডিকেল : ১১-১২]
(ক) বহিঃকর্ণের পিনা
(খ) নাকের অন্তঃস্থিত বিভক্তি দেয়াল
(গ) স্বরথলি
(ঘ) মূত্রথলি
সঠিক উত্তর: (ঘ) মূত্রথলি


৯৯। মেরুদণ্ডের এটলাস ও এক্সিসের মধ্যবর্তী অস্থিসন্ধি নিম্নের কোনটি? [মেডিকেল : ০৮-০৯]
(ক) কমফোসিস
(খ) কব্জা
(গ) কীলক / পিভট
(ঘ) স্যাডেল
সঠিক উত্তর: (গ) কীলক / পিভট


১০০। নিম্নে উল্লিখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? [মেডিকেল: ০৮-০৯]
(ক) বহিঃকর্ণ
(খ) শ্বাসনালি
(গ) হিউমেরাস
(ঘ) স্বরযন্ত্র
সঠিক উত্তর: (ক) বহিঃকর্ণ


১০১। বাম দিকের কোনটি ডান দিকের সাথে সঙ্গতিপূর্ণ নয়? [ডেন্টাল : ০৮-০৯]
(ক) ফাইব্রোব্লাস্ট- তৈরি করে
(খ) মাস্ট কোষ- হেপারিন নিঃসৃত করে
(গ) প্লাজমা কোষ- অ্যান্টিবডি তৈরি করে
(ঘ) হিস্টিওসাইট- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে
সঠিক উত্তর: (ক) ফাইব্রোব্লাস্ট- তৈরি করে


১০২। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? [মেডিকেল : ০৭-০৮]
(ক) তরুনাস্থি ম্যাট্রিক্সে কনড্রিন থাকে
(খ) যোজক কলা মেসোডার্ম নামক ভ্রূণস্তর থেকে উৎপন্ন করে
(গ) ফাইটোব্লাস্ট শেততন্ত্র উৎপাদনে সহায়তা করে
(ঘ) হৃৎপেশি ঐচ্ছিক পেশি
সঠিক উত্তর: (ঘ) হৃৎপেশি ঐচ্ছিক পেশি


১০৩। ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে যেটি তরুণাস্থি প্রকারভেদে পড়বে না [মেডিকেল: ০৬-০৭]
(ক) ক্যালসিফাইড
(খ) স্পঞ্জি
(গ) স্বচ্ছ
(ঘ) স্থিতিস্থাপক
সঠিক উত্তর: (খ) স্পঞ্জি


১০৪। কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? [মেডিকেল : ০৫-০৬]
(ক) পর্শুকা
(খ) শ্বাসনালি
(গ) ইউস্টেশিয়াল নালি
(ঘ) স্তন্যপায়ীর নাক
সঠিক উত্তর: (ক) পর্শুকা, (গ) ইউস্টেশিয়াল নালি


১০৫। কব্জাসন্ধির উদাহরণ কোনটি? [ডেন্টাল : ০৪-০৫]
(ক) হিউমেরাস ও আলনার মধ্যবর্তী কনুই এর সন্ধি
(খ) স্কন্ধ সন্ধি
(গ) স্টানোক্লাভিকুলার সন্ধি
(ঘ) হাঁটুর সন্ধি
সঠিক উত্তর: (ক) হিউমেরাস ও আলনার মধ্যবর্তী কনুই এর সন্ধি


১০৬। মানবদেহের সাইনোভিয়াল অস্থিসন্ধি নয় কোনটি? [মেডিকেল : ০৪-০৫]
(ক) কন্ডাইলয়িড
(খ) স্যাডেল
(গ) হিঞ্জ/কব্জা
(ঘ) সিমফাইসিস
সঠিক উত্তর: (খ) স্যাডেল


১০৭। পীত তন্তুময় যোজক কলার অবস্থান কোথায়? [ডেন্টাল : ০৩-০৫]
(ক) পাকস্থলীতে
(খ) অন্ত্রপ্রাচীরে
(গ) দেহত্বকের নিচে
(ঘ) ধমনির প্রাচীরে
সঠিক উত্তর: (ঘ) ধমনির প্রাচীরে


১০৮। ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে? [মেডিকেল : ১৮-১৯]
(ক) পেরিঅস্টিয়াম
(খ) লিগামেন্ট
(গ) টেনডন
(ঘ) পেরিমাইসিয়াম
সঠিক উত্তর: (গ) টেনডন


১০৯। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট্য? [ ডেন্টাল : ১৭-১৮]
(ক) ঐচ্ছিক পেশি
(খ) হৃৎপেশি
(গ) মসৃণ পেশি
(ঘ) রৈখিক পেশি
সঠিক উত্তর: (খ) হৃৎপেশি


১১০। চলনের সময় হাঁটুতে ভাজ করে কোন মাংসপেশি ? [মেডিকেল : ১৪-১৫]
(ক) বাইসেপস ফিমোরিস
(খ) ট্রাইসেপস
(গ) ডেল্টয়েড
(ঘ) রেকটাস ফিমোরিস
সঠিক উত্তর: (ক) বাইসেপস ফিমোরিস


১১১। গোড়ালির পেশি নিম্নের কোনটি? [ মেডিকেল: ১০-১১]
(ক) ভিজিটোরাম লঙ্গাস
(খ) গ্যাস্ট্রোকনেমিয়াস
(গ) এক্সটেনসর ডিজিটোৱাম
(ঘ) কোয়াড্রিসেপস ফিমোরিস
সঠিক উত্তর: (খ) গ্যাস্ট্রোকনেমিয়াস


১১২। নিম্নের কোন তথ্যটি সঠিক? [ডেন্টাল ০৯-১০]
(ক) HCI নিষ্ক্রিয় আন্ত্রিক পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে
(খ) মানুষের ক্ষেত্রে মেলাটোনিন সক্রিয় থাকে
(গ) দশম পর্শুকাকে ভাসমান পর্শুকা বলে
(ঘ) টেন্ডন পেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখে
সঠিক উত্তর: (ঘ) টেন্ডন পেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখে


১১৩। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচন এর ফলে গোড়ালির অস্থিটিতে টান পড়ে ফলে গোড়ালি মাটি, থেকে উত্থিত হয়? [ডেন্টাল ০৯-১০]
(ক) ট্রাপিজিয়াম
(খ) সোলিয়াস
(গ) রেকটাস
(ঘ) গুগ্লুটিয়াস
সঠিক উত্তর: (খ) সোলিয়াস


১১৪। নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না? [মেডিকেল : ০৮-০৯ ]
(ক) চোখ
(খ) জিহ্বা
(গ) জরায়ু
(ঘ) হাত
সঠিক উত্তর: (গ) জরায়ু


১১৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? [ডেন্টাল : ০৮-০৯]
(ক) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়
(খ) হৃৎপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি
(গ) অ্যাকটিন ও মায়োসিস নামক প্রোটিন দ্বারা মায়োফাইব্রিল গঠিত
(ঘ) মায়োলিনযুক্ত নিউরনের এক্সনে র্যানভিয়ার পর্ব থাকে না
সঠিক উত্তর: (ঘ) মায়োলিনযুক্ত নিউরনের এক্সনে র্যানভিয়ার পর্ব থাকে না


১১৬। হৃৎপেশির বৈশিষ্ট্য নয় কোনটি? [ডেন্টাল : ০৪-০৫]
(ক) শাখান্বিত পেশিতন্ত
(খ) দৈর্ঘ্য 100 মাইক্রন
(গ) নিউক্লিয়াস একাধিক এবং একপাশে
(ঘ) প্রকৃতি অনৈচ্ছিক
সঠিক উত্তর: (গ) নিউক্লিয়াস একাধিক এবং একপাশে


১১৭। ঐচ্ছিক পেশি পাওয়া যায়-[ডেন্টাল : ০৩-০৪]
(ক) হৃৎপিণ্ডের প্রাচীরে
(খ) পৌষ্ঠিক নালির প্রাচীরে
(গ) বৃক্কের প্রাচীরে
(ঘ) কঙ্কালের গায়ে
সঠিক উত্তর: (ঘ) কঙ্কালের গায়ে


১১৮। কোনটি হৃৎপোশির বৈশিষ্ট্য নয়? [মেডিকেল : ০৩-০৪ ]
(ক) পেশিতন্ত্র শাখান্বিত
(খ) ডোরাবিশিষ্ট
(গ) রক্ত সরবরাহ প্রচুর
(ঘ) প্রকৃতি অনৈচ্ছিক
সঠিক উত্তর: (গ) রক্ত সরবরাহ প্রচুর



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। সাইনুসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো- [ঢা. বো. ১৯]
i. ম্যাক্সিলারি
ii. এথময়েড
iii. স্ফেনয়েড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। শ্রেণিচক্রের অংশ- (সকল বোর্ড - ২০১৮)
i. Ileum ii. Pubis iii. Ischium
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৩। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫)
i. সেন্ট্রাম মাঝারী ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৪। মানুষের সবচেয়ে বড় ও ছোট অস্থি হলো-
i. ফিমার
ii. স্টেপস
iii. হিউমেরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৬)
সড়ক দুর্ঘটনায় রহিমের পায়ের হাঁটু হতে গোড়ালীর মাঝে দুটি হাড়ের সরুটি ভেঙে গেছে।

১ । উদ্দীপক অনুসারে রহিমের ভেঙে যাওয়া হাড়টির নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ফিবুলা
(খ) টিবিয়া
(গ) টারসাল
(ঘ) ফিমার
সঠিক উত্তর: (ক) ফিবুলা


২ । রহিমের ভেঙে যাওয়া হাড়টির মাতৃকার কোষ- (রাজশাহী বোর্ড-২০১৬)
i. কন্ট্রোসাইট
ii. অস্টিওসাইট
iii. অস্টিওব্লাস্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (দিনাজপুর বোর্ড-২০১৬)
রিফাত লক্ষ করল- ব্যায়ামের সময় তার হাতের পেশিগুলো ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।

৩ । ব্যায়ামের সময় রিফাতের উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- (দিনাজপুর বোর্ড-২০১৬)
i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখাবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৪ । রিফাতের হাতে সমস্যাটির কারণ কী হতে পারে? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ


নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৬)


৫। উদ্দীপকটি কোন ধরনের কশেরুকা? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) সারভাইকাল
(খ) থোরাসিক
(গ) লাম্বার
(ঘ) স্যাক্রাল
সঠিক উত্তর: (ক) সারভাইকাল


৬। উদ্দীপকের A চিহ্নিত অংশের নাম কি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) অবটুরেটর ফোরামেন
(খ) ভার্টিব্রাল ফোরামেন
(গ) ট্রান্সভার্স ফোরামেন
(ঘ) কোস্টাল ফ্যাসেট
সঠিক উত্তর: (গ) ট্রান্সভার্স ফোরামেন


নিচের চিত্রটি থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (সিলেট বোর্ড-২০১৬)


৭। উদ্দীপকটি কোন ধরনের তরুণাস্থির? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) হায়ালিন
(খ) স্থিতিস্থাপক
(গ) শ্বেততন্তুময়
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) স্থিতিস্থাপক


৮। উদ্দীপকের তরণাস্থিটি কোথায় অনুপস্থিত? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) পিনা
(খ) আলজিহ্বা
(গ) ইউস্টেশিয়ান নালি
(ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (ঘ) শ্বাসনালি


নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
কঙ্কালতন্ত্র পড়াতে গিয়ে শিক্ষক বললেন, “উপাঙ্গিক কঙ্কাল দুটি অস্থিচক্র - সম্মুখ বক্ষ অস্থিচক্র ও পশ্চাৎ শ্রেণিচক্র নিয়ে গঠিত। অগ্রপদ ও পশ্চাৎপদ এই অস্থিচক্রের মাধ্যমে অক্ষীয় কঙ্কালের সাথে সংযুক্ত।”

৯। উদ্দীপকের সম্মুখ অস্থিচক্রের অস্থি কোনটি? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ইশ্চিয়াম
(খ) স্ক্যাপুলা
(গ) হিউমেরাস
(ঘ) টিবিয়া
সঠিক উত্তর: (খ) স্ক্যাপুলা


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (বরিশাল বোর্ড-২০১৬)
রুমীর হাতের পেশিগুলো ব্যায়ামের সময় ফুলে উঠে। একদিন এ সময় অসাবধানতাবশত তার হাত মচকে গেল।

১০ । ব্যায়ামের সময় রুমীর উক্ত অঙ্গের পরিবর্তনের কারণ হলো- (বরিশাল বোর্ড-২০১৬)
i. এরা সংকোচনশীল
ii. এটি বাইসেপ ও ট্রাইসেপ পেশিসমৃদ্ধ
iii. এটি শাখা-প্রশাখা বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১১ । রুমীর হাতের সমস্যাটির কারণ কী হতে পারে? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) স্নায়ুসমূহের ক্ষতি
(খ) অস্থিসমূহের স্বাভাবিক সজ্জায় ব্যাঘাত
(গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ
(ঘ) লিগামেন্টে আমিষের উপস্থিতির তারতম্য
সঠিক উত্তর: (গ) অস্থিসন্ধির লিগামেন্টে অতিরিক্ত চাপ


নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৫)
খেলার মাঠে সোহেল চাকতি নিক্ষেপের সময় বাহুর গোড়ায় তীব্র ব্যথা অনুভব করলো। ডাক্তারি পরীক্ষায় জানা গেল বাহুর অস্থিটি সংশ্লিষ্ট গহ্বর থেকে স্থানচ্যুত হয়েছে।

১২। উদ্দীপকে উল্লিখিত অস্থিটির নাম হলো-(রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) রেডিও আলনা
(খ) হিউমেরাস
(গ) ফিমার
(ঘ) টিবিও ফিবুলা
সঠিক উত্তর:(খ) হিউমেরাস


১৩। উদ্দীপকে উল্লিখিত গহ্বর সংশ্লিষ্ট অস্থিগুলো হচ্ছে- (রাজশাহী বোর্ড-২০১৫)
i. স্ক্যাপুলা
ii. ক্লাভিকল
iii. স্টারনাম

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৫)


১৪। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি হলো- (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) স্পাইনাস প্রসেস
(খ) ট্রান্সভার্স প্রসেস
(গ) ক্যাপিচুলার প্রসেস
(ঘ) আর্টিকুলার প্রসেস
সঠিক উত্তর: (ক) স্পাইনাস প্রসেস


১৫। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য- (কুমিল্লা বোর্ড-২০১৫)
i. পাঁজরের ক্যাপিচুলামের সাথে যুক্ত
ii. মেরুদণ্ড গঠন করে
iii. ভার্টিব্রাল ফোরামেন বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৫)
পেশী ও অস্থি মানবদেহের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এদের সম্মিলিত কার্যক্রমের ফলেই বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয় এবং মানুষ চলাচল করতে পারে।

১৬। উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত অঙ্গের কোষ ঝিল্লিকে কী বলে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) নিউরিলেমা
(খ) প্লাজমালেমা
(গ) সারকোলেমা
(ঘ) মায়োলেমা
সঠিক উত্তর: (গ) সারকোলেমা


১৭। অঙ্গ দুটি নিচের কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) লিগামেন্ট
(খ) টেন্ডন
(গ) সাইনোভিয়াল
(ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (খ) টেন্ডন

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।

১৮। প্রথম শ্রেণির লিভার কোনটি?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর: (ক) A


১৯। কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর: (গ) C