এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

ঢাকা বোর্ড -২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?
(ক) মাইটোকন্ড্রিয়াতে
(খ) নিউক্লিয়াসে
(গ) গলগি বডিতে
(ঘ) রাইবোজোমে
সঠিক উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়াতে


২। Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?
(ক) উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
(খ) মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
(গ) পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
(ঘ) পুষ্পবিন্যাস স্পাইকলেট
সঠিক উত্তর: (ক) উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ



৩। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কী?
(ক) পাইলিয়াস
(খ) গিল
(গ) স্টাইপ
(ঘ) অ্যানুলাস
সঠিক উত্তর: (খ) গিল


৪। কোনটি প্রাচীন জৈবপ্রযুক্তি?
(ক) টিস্যু কালচার
(খ) জিন প্রকৌশল
(গ) এলকোহল সৃষ্টি
(ঘ) অ্যান্টিবায়োটিক উৎপাদন
সঠিক উত্তর: (গ) এলকোহল সৃষ্টি



৫। চিত্রে উল্লিখিত প্রক্রিয়ার ফলে 
i. জিনগত পরিবর্তন সাধিত হয়
ii. জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়
iii. প্রজাতিতে আসে বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে
(ক) মাইটোকন্ড্রিয়ায়
(খ) রাইবোসোমে
(গ) ক্লোরোপ্লাস্টে
(ঘ) লাইসোসোমে
সঠিক উত্তর: (গ) ক্লোরোপ্লাস্টে


৭। Agaricus এর ফ্রুটবডির নাম কী?
(ক) ব্যাসিডিওকার্প
(খ) কনিডিয়োফোর
(গ) অ্যাসকোকার্প
(ঘ) রাইজোমরফ
সঠিক উত্তর: (ক) ব্যাসিডিওকার্প

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ যা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। পদার্থটি স্বাদহীন, পানিতে অদ্রবণীয় এবং এর কোনো পুষ্টিগুণ নেই।

৮। উদ্দীপকে উল্লিখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম কী?
(ক) স্টার্চ
(খ) সেলুলোজ
(গ) গ্লাইকোজেন
(ঘ) ডেক্সট্রিন
সঠিক উত্তর: (খ) সেলুলোজ


৯। উদ্দীপকে উল্লিখিত পদার্থটি ব্যবহার করা হয়-
i. কাগজ শিল্পে
ii. আসবাবপত্র তৈরিতে
iii. মানুষের খাদ্য হিসেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১০। নিউক্লিয়াসের উপাদান কোনটি?
(ক) ক্রোমোজোম
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রাজোম
সঠিক উত্তর: (ক) ক্রোমোজোম


১১। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J ও I এর আকার ধারণ করে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ


১২। ম্যানগ্রোভ বনের উদ্ভিদ হলো-
(ক) Mangifera indica
(খ) Oryza sativa
(গ) Triticum aestivum
(ঘ) Heritiera fomes
সঠিক উত্তর: (ঘ) Heritiera fomes


১৩। প্লাসমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
(ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু
(খ) রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব
(গ) জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে না
(ঘ) এটি শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে
সঠিক উত্তর: (ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু
চিত্রটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:


১৪। চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?
(ক) পত্ররন্ধ্র
(খ) রক্ষীকোষ
(গ) সঙ্গীকোষ
(ঘ) সহকারী কোষ
সঠিক উত্তর: (ক) পত্ররন্ধ্র


১৫। P চিহ্নিত অংশটির কাজ হলো -
i. সালোকসংশ্লেষণের সময় CO¬2 গ্রহণ ও O2 ত্যাগ করা
ii. শ্বসনের সময় O2 গ্রহণ ও CO¬2 ত্যাগ করা
iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) অস্ট্রেলিয়ান
(খ) ওরিয়েন্টাল
(গ) ইথিওপিয়ান
(ঘ) নিআর্কটিক
সঠিক উত্তর: (খ) ওরিয়েন্টাল


১৭। নিুের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?
(ক) পাথরকুচি
(খ) মিষ্টি আলু
(গ) পটল
(ঘ) আদা
সঠিক উত্তর: (ক) পাথরকুচি


১৮। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) কার্বোহাইড্রেট
(ঘ) এনজাইম
সঠিক উত্তর: (ক) লিপিড


১৯। ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে?
(ক) গ্লোবিউলিন
(খ) গ্লুটেলিন
(গ) অ্যালবিউমিন
(ঘ) প্রোলামিন
সঠিক উত্তর: (ক) গ্লোবিউলিন

চিত্রটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:

২০। চিত্রের A চিহ্নিত অংশটির নাম কী?
(ক) ল্যামেলাম
(খ) গ্রানাম
(গ) স্ট্রোমা
(ঘ) ক্রিস্টি
সঠিক উত্তর: (খ) গ্রানাম


২১। চিত্র B এর কাজ হলো-
i. শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত
ii. ফটোফসফোরাইলেশন করা
iii. ফটোরেসপিরেশন সংঘটন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২২। পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?
(ক) কর্টেক্স
(খ) মেসোফিল
(গ) পেরিসাইকেল
(ঘ) মজ্জা
সঠিক উত্তর: (খ) মেসোফিল


২৩। Bt -বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়?
(ক) Bacillus dysenteri (খ) Bacillus anthracis (গ) Bacillus thuringiensis (ঘ) Bacillus denitrificans
সঠিক উত্তর: (গ) Bacillus thuringiensis


২৪। কোনটি পাইরিমিডিন বেস?
(ক) অ্যাডিনিন ও থাইমিন
(খ) গুয়ানিন ও সাইটোসিন
(গ) সাইটোসিন ও ইউরাসিল
(ঘ) অ্যাডিনিন ও ইউরাসিল
সঠিক উত্তর: (খ) গুয়ানিন ও সাইটোসিন


২৫। Plasmodium vivax এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়?
(ক) মানুষের যকৃতে
(খ) মানুষের লোহিত কণিকায়
(গ) মশকীর ক্রপে
(ঘ) মশকীর লালাগ্রন্থিতে
সঠিক উত্তর: (গ) মশকীর ক্রপে


২৬। উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদে?
(ক) Riccia
(খ) Gnetum
(গ) Cycas
(ঘ) Pteris
সঠিক উত্তর: (গ) Cycas

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়।

২৭। রোগটির জীবাণু কোন জাতীয়?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ছত্রাক


২৮। রোগটির লক্ষণ হলো -
i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৯। শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ ভেঙ্গে কয় অণু পাইরোভিক অ্যাসিড তৈরি হয়?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২


৩০। কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে?
(ক) Nostoc
(খ) Ulothrix
(গ) Riccia
(ঘ) Cycas
সঠিক উত্তর: (খ) Ulothrix



৩১। চিত্রে B চিহ্নিত অংশের নাম কী?
(ক) নালিকা নিউক্লিয়াস
(খ) জনন নিউক্লিয়াস
(গ) পুং গ্যামিট
(ঘ) স্ত্রী গ্যামিট
সঠিক উত্তর: (গ) পুং গ্যামিট

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

৩২। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?
(ক) মাইক্রোফাইট
(খ) স্পোরোফাইট
(গ) গ্যামেটোফাইট
(ঘ) থ্যালোফাইট
সঠিক উত্তর: (খ) স্পোরোফাইট


৩৩। উদ্দীপক উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো-
i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান ররর. পাতা পক্ষল যৌগিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
তন্ময় ক্লাসে আসার সময় তাদের বাগানের উঁচু বৃক্ষের শাখার উপর জন্মানো একটা ছোট উদ্ভিদ নিয়ে এসে স্যারকে দেখালেন। স্যার বললেন, এটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত।

৩৪। তন্ময়ের নিয়ে আসা উদ্ভিদের নাম কী?
(ক) Ulothrix
(খ) Riccia
(গ) Pteris
(ঘ) Cycas
সঠিক উত্তর: (গ) Pteris


৩৫। তন্ময়ের আনা উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো -
i. দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত ii. কাণ্ড রাইজোম জাতীয় iii. কচি অবস্থায় পাতা কুণ্ডলিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii (গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

রাজশাহী বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। কোনটি লোহিত শৈবাল?
(ক) Ulothrix sp
(খ) Polysiphonia sp
(গ) Chaetophora sp
(ঘ) Volvox sp
সঠিক উত্তর: (খ) Polysiphonia sp


২। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি?
(ক) জিন
(খ) ভেসিকল
(গ) লাইসোসোম
(ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (ঘ) রাইবোসোম
চিত্রটি লক্ষ্য কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:


৩। উপরের অঙ্গাণুটির A চিহ্নিত অংশের নাম কি?
(ক) স্ট্রোমা
(খ) ক্রিস্টি
(গ) অক্সিজোম
(ঘ) মাতৃকা
সঠিক উত্তর: (খ) ক্রিস্টি


৪। উপরের অঙ্গাণুটির ক্ষেত্রে প্রযোজ্য -
i. ক্রেবস চক্র সংঘটিত হয়
ii. ইহাতে খাদ্য তৈরি হয়
iii. ইহাতে ETS সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৫। লিপিডের বৈশিষ্ট্য হলো -
i. ইহা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়
ii. আর্দ্র বিশ্লেষণে ফ্যাটি এসিড ও গ্লিসারল উৎপন্ন হয়
iii. ইহা পানি অপেক্ষা হালকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৬। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে তাকে বলে-
(ক) কো-ফ্যাক্টর
(খ) কো-এনজাইম
(গ) অ্যাপো এনজাইম
(ঘ) সাব-স্ট্রেট
সঠিক উত্তর: (ক) কো-ফ্যাক্টর


৭। নিচের কোন পর্যায়ে ক্রসিং-ওভার শুরু হয়?
(ক) প্যাকাইটিনে
(খ) জাইগোটিনে
(গ) লেপ্টোটিনে
(ঘ) ডায়াকাইনেসিসে
সঠিক উত্তর: (ক) প্যাকাইটিনে


৮। পিগমেন্ট সিস্টেম-১ এ কোন ক্লোরোফিল থাকে-
(ক) ক্যারোটিন
(খ) P-680
(গ) P-700
(ঘ) Ch-a, 683
সঠিক উত্তর: (ঘ) Ch-a, 683


৯। কোনটি ভাইরাসজনিত রোগ?
(ক) ম্যালেরিয়া
(খ) ধানের ব্লাইট
(গ) কলেরা
(ঘ) পেপেঁর রিং স্পট
সঠিক উত্তর: (ঘ) পেপেঁর রিং স্পট


১০। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে?
(ক) গ্লোবিউলিন
(খ) অ্যালবিউমিন
(গ) হিস্টোন
(ঘ) প্রোটামিন
সঠিক উত্তর: (খ) অ্যালবিউমিন


১১। Ulothrix sp এ কোন প্রকার গ্যামিটের মিল?
(ক) আইসোগ্যামাস
(খ) অ্যানাইসোগ্যামাস
(গ) উগ্যামাস
(ঘ) গ্যামিটোজেনেসিস
সঠিক উত্তর: (ক) আইসোগ্যামাস


১২। টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের?
(ক) ফ্লোয়েম কেন্দ্রীক
(খ) অরীয়
(গ) সংযুক্ত
(ঘ) জাইলেম কেন্দ্রীক
সঠিক উত্তর: (ঘ) জাইলেম কেন্দ্রীক


১৩। পাইরুভিক এসিড কত কার্বনবিশিষ্ট?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: ২ (খ)

উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ্য করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে।

১৪। সিমির লক্ষ্য করা পদ্ধতি কোনটি?
(ক) অভিস্রবণ
(খ) প্রস্বেদন
(গ) প্লাজমোলাইসিস
(ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ) প্রস্বেদন


১৫। উল্লেখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?
(ক) সঙ্গী কোষ
(খ) ভ্রƒণীয় কোষ
(গ) রক্ষী কোষ
(ঘ) পরাগ রেণু
সঠিক উত্তর: (গ) রক্ষী কোষ


১৬। শাপলা কোন ধরনের উদ্ভিদ?
(ক) জেরোফাইট
(খ) হ্যালোফাইট
(গ) হাইড্রোফাইট
(ঘ) মেসোফাইট
সঠিক উত্তর: (গ) হাইড্রোফাইট


১৭। জিন প্রকৌশলে DNA এর খণ্ডিত অংশ কোন এনজাইম জোড়া লাগায়?
(ক) অ্যামাইলেজ
(খ) এন্ডোনিউক্লিয়েজ
(গ) লাইগেজ
(ঘ) লাইপেজ
সঠিক উত্তর: (গ) লাইগেজ


১৮। সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে?
(ক) স্টার্চ
(খ) সায়ানো ফাইসিন স্টার্চ
(গ) ফ্লরিডিয়ান স্টার্চ
(ঘ) ল্যামিনারিন স্টার্চ
সঠিক উত্তর: (ক) স্টার্চ


১৯। আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা-
(ক) হ্যাপ্লয়েড
(খ) টিপ্লয়েড
(গ) ডিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (খ) ট্রিপ্লয়েড


২০। বাংলাদেশ কোন প্রাণি-ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) ওরিয়েন্টাল
(খ) প্যালিআর্কটিক
(গ) নিআর্কটিক
(ঘ) নিওট্রপিক্যাল
সঠিক উত্তর: (ক) ওরিয়েন্টাল


২১। কোন উদ্ভিদ ব্যাসিডিওস্পোর তৈরি করে?
(ক) Pteris sp
(খ) Penicillium sp
(গ) Agaricus sp
(ঘ) Riccia sp
সঠিক উত্তর: (গ) Agaricus sp


২২। সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) এসিটাইল কো-এ তৈরি
(গ) ক্রেবস চক্র
(ঘ) ETS
সঠিক উত্তর: (ক) গ্লাইকোলাইসিস


২৩। ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত বলা হয়-
(ক) প্রাথমিক উৎপাদক
(খ) বিয়োজক
(গ) প্রথম স্তরের খাদক
(ঘ) দ্বিতীয় স্তরের খাদক
সঠিক উত্তর: (খ) বিয়োজক


২৪। সোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে?
(ক) যৌন
(খ) অযৌন
(গ) অংগজ
(ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (খ) অযৌন


২৫। পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি?
(ক) রক্ষী কোষের টারগার প্রেসার
(খ) মুলজ চাপ
(গ) ধনাত্মক চাপ
(ঘ) ইমবাইবেশনাল চাপ
সঠিক উত্তর: (ক) রক্ষী কোষের টারগার প্রেসার


২৬। ছত্রাকের কনিডিয়ার সঞ্চিত বস্তু কি?
(ক) সেলুলোজ
(খ) গ্লাইকোজেন
(গ) তেলবিন্দু
(ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (গ) তেলবিন্দু


২৭। বিজারক শর্করার উদাহরণ-
i. গ্লুকোজ
ii. সুক্রোজ
iii. ফ্রুক্টোজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২৮। ক্রসিং-ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
i. কায়াজমাটার সৃষ্টি হয়
ii. ক্রোমোটিড অংশের বিনিময় হয়
iii. জিনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৯। মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি নিচের কোন ইংরেজ অক্ষের মত দেখায়?
(ক) V
(খ) J
(গ) L
(ঘ) I
সঠিক উত্তর: (ক) V


৩০। ব্যাকটেরিওফাজ এক প্রকার-
(ক) ব্যাকটেরিয়া
(খ) ছত্রাক
(গ) ভাইরাস
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ভাইরাস


৩১। জেনেটিক কোডন এর বৈশিষ্ট্য-
i. এটি ট্রিপলেট
ii. কোডন সার্বজনীন
iii. AUG হল প্রারম্ভিক কোডন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩২। ক্রেবস চক্রে অক্সালো এসিড থেকে সাইট্রিক এসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত?
(ক) আইসোমারেজ
(খ) একোনিটেজ
(গ) সাকসিনেট ডিহাইড্রোজিনেজ
(ঘ) সাইট্রেট সিনথেজ
সঠিক উত্তর: (ঘ) সাইট্রেট সিনথেজ


৩৩। ফার্ণের পাতার মুকুল অবস্থায় কুণ্ডুলি পাকানো গঠনকে বলে-
(ক) ফ্রন্ড
(খ) পিনা
(গ) ক্রোজিয়ার
(ঘ) সার্সিনেট ভার্নেশন
সঠিক উত্তর: (ঘ) সার্সিনেট ভার্নেশন


৩৪। লবণাক্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য -
i. শ্বাসমূল থাকে
ii. জরায়ুজ অংঙ্কুরোদগম হয়
iii. মূল গভীরে না গিয়ে উপরের স্তরেই বিস্তৃত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৫। পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটি?
(ক) ট্রাকিড
(খ) ভেসেল
(গ) জাইলেম প্যারেনকাইমা
(ঘ) ট্রাকিয়া
সঠিক উত্তর: (গ) জাইলেম প্যারেনকাইমা





এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

দিনাজপুর বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে?
(ক) কার্বন
(খ) হাইড্রোজেন
(গ) অক্সিজেন
(ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ঘ) নাইট্রোজেন


২। এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে উৎপন্ন হয়-
(ক) সস্যল বীজ
(খ) অসস্যল বীজ
(গ) এরিল
(ঘ) নিউসেলাস
সঠিক উত্তর: (খ) অসস্যল বীজ


৩। নিচের কোন অংশে Agaricus -এর বেসিডিয়াম উৎপন্ন হয়?
(ক) স্ট্রাইপ
(খ) অ্যানুলাস
(গ) পাইলিয়াস
(ঘ) গিল
সঠিক উত্তর: (ঘ) গিল


৪। বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়?
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) লাইকেন
(ঘ) ফার্ন
সঠিক উত্তর: (গ) লাইকেন


৫। লবণাক্ত ও মরুজ পরিবেশের উদ্ভিদের -
i. কাণ্ড রসালো
ii. পত্ররন্ধ্র লুক্কায়িত
iii. মূল সুগঠিত নয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। ব্রায়োফাইটের পুংজননাঙ্গের নাম কি?
(ক) স্পোরাঞ্জিয়াম
(খ) গ্যামেট্যানজিয়াম
(গ) আর্কিগোনিয়াম
(ঘ) অ্যাস্থেরিডিয়াম
সঠিক উত্তর: (ঘ) অ্যাস্থেরিডিয়াম


৭। Riccia উদ্ভিদের বৈশিষ্ট্য-
i. রাইজয়েড উপস্থিত
ii. আর্কিগোনিয়াম বেলনাকার
iii. স্পোরোফাইট হোমোস্পোরাস

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৮। ফ্ল্যাজেলাযুক্ত স্পোরকে বলে-
(ক) জুস্পোর
(খ) অ্যাপ্লানোস্পোর
(গ) হিপনোস্পোর
(ঘ) উওস্পোর
সঠিক উত্তর: (ক) জুস্পোর


উপরের উদ্দীপকের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:

৯। উদ্দীপকের চিত্রটি হলো, একটি-
(ক) স্ট্রোবিলাস
(খ) সোরাস
(গ) মাইক্রোস্পোরোফিল
(ঘ) মেগাস্পোরোফিল
সঠিক উত্তর: (ঘ) মেগাস্পোরোফিল


১০। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান -
i. ডিম্বক
ii. পিনিউল
iii. অ্যাপোফাইসিস

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১১। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ


১২। নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম?
(ক) ইনভারটেজ
(খ) সেলুলেজ
(গ) লাইপেজ
(ঘ) সুক্রেজ
সঠিক উত্তর: (গ) লাইপেজ


১৩। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস?
(ক) TMV
(খ) T2 ফায
(গ) HIV
(ঘ) ফ্ল্যাভি ভাইরাস
সঠিক উত্তর: (ক) TMV
নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:


১৪। উদ্দীপকের কোষ বিভাজনটি ঘটে -
i. দেহকোষে
ii. জনন কোষে
iii. জননাঙ্গে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৫। উদ্দীপকে প্রদর্শিত বিভাজনের মাধ্যমে -
i. মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে
ii. এককোষী সুকেন্দ্রিক জীবে বংশ বৃদ্ধি ঘটে
iii. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন হয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে সেটি কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে যে অবস্থা প্রাপ্ত হয়, তা হলো-
(ক) মেটাসেন্ট্রিক
(খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক) মেটাসেন্ট্রিক


১৭। মনোস্পোরিক প্রক্রিয়ায় কত শতাংশ উদ্ভিদে ভ্রƒণথলি গঠিত হয়?
(ক) ২৫
(খ) ৫০
(গ) ৭৫
(ঘ) ৯০
সঠিক উত্তর: (গ) ৭৫


১৮। ছত্রাকের যৌন জননের ধাপ কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩
নিচের উদ্দীপকটির আলোকে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাওঃ


১৯। ' y ' এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য -
i. উপজাত হিসেবে নির্গত হয়
ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়
iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2 এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কি ঘটবে?
(ক) বৃদ্ধি পাবে
(খ) হ্রাস পাবে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) বন্ধ হয়ে যাবে
সঠিক উত্তর: (গ) অপরিবর্তিত থাকবে


২১। ভূট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?
(ক) মুক্ত
(খ) বদ্ধ
(গ) অরীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) বদ্ধ


২২। নিচের কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে?
(ক) Mg++
(খ) Mn++
(গ) Zn++
(ঘ) Cu++
সঠিক উত্তর: (ক) Mg++


২৩। টিস্যু কালচারের জনক কে?
(ক) Morgan
(খ) Ereky
(গ) Shoog
(ঘ) Haberlandt
সঠিক উত্তর: (ঘ) Haberlandt
নিচের উদ্দীপকটির আলোকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:


২৪। উদ্দীপকের 'A' অংশে সংঘটিত প্রক্রিয়ায় ঘটে-
i. জিনগত পরিবর্তন
ii. নতুন প্রকরণ সৃষ্টি
iii. সিস্টার ক্রোমোটিডের মধ্যে অংশের বিনিময়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি সংঘটনের পূর্বে যা ঘটে, তা হলো -
i. সিন্যাপসিস
ii. বাইভেলেন্ট সৃষ্টি
iii. টেট্রাড সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৬। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা?
(ক) স্পোরোজয়েট
(খ) উকিনেট
(গ) ট্রফোজয়েট
(ঘ) ক্রিপ্টোজয়েট
সঠিক উত্তর: (খ) উকিনেট


২৭। প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটি?
(ক) লাইসোজোম
(খ) রাইবোজোম
(গ) গলজি বডি
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (খ) রাইবোজোম


২৮। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়-
i. দেহজ ভ্রƒণ
ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ
iii. নতুন প্রকরণ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৯। নিচের কোন উদ্ভিদে হাইডাথোড দেখা যায়?
(ক) শসা
(খ) বেগুন
(গ) কচু
(ঘ) মরিচ
সঠিক উত্তর: (গ) কচু


৩০। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো -
i. চির সবুজ বৃক্ষ
ii. জরায়ুজ অঙ্কুরোদগম
iii. নিউমাটোফোর

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩১। নিচের কোন অংশ দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়?
(ক) ফ্ল্যাজেলা
(খ) পিলি
(গ) ক্যাপসিড
(ঘ) স্পাইক
সঠিক উত্তর: (খ) পিলি
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
রফিক প্রচ- জ্বরে আক্রান্ত। তাঁর মাংসপেশি, পিঠ, কোমর ও হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা। শরীরে লালচে র‌্যাশ উঠেছে।

৩২। রফিকের জ্বরের কারণ হলো এক প্রকার-
(ক) ব্যাকটেরিয়া
(খ) ছত্রাক
(গ) ভাইরাস
(ঘ) প্লাজমোডিয়াম
সঠিক উত্তর: (গ) ভাইরাস


৩৩। উদ্দীপকে বর্ণিত রোগটি প্রতিরোধে করণীয় হলো-
i. প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া
ii. দিনের বেলায় মশারি টাঙ্গিয়ে ঘুমানো
iii. বাড়ির আশপাশে পানি জমতে না দেয়া

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
লনের সবুজ ঘাস কিছুদিন ইটের নিচে চাপা পড়ে থাকায় ঘাসগুলো বর্ণহীন হয়ে গেল।

৩৪। উদ্দীপকে বর্ণিত ঘাসগুলো বর্ণহীন হওয়ার কারণ কি?
(ক) সবধরনের প্লাস্টিড নষ্ট হয়ে যাওয়া
(খ) ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হওয়া
(গ) ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হওয়া
(ঘ) লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হওয়া
সঠিক উত্তর: (খ) ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হওয়া


৩৫। উদ্দীপকে বর্ণিত বর্ণহীন ঘাসগুলো কিছু দিন সূর্যালোকের সংস্পর্শে থাকলে, কি ঘটবে -
i. লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হবে
ii. ঘাসগুলো বর্ণহীন থেকে যাবে
iii. ঘাসগুলো ক্রমান্বয়ে সবুজ বর্ণ ধারণ করবে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

কুমিল্লা বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। Streptococcus lactis ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(ক) ভিনেগার উৎপাদন
(খ) মাংস শিল্পে
(গ) চা প্রক্রিয়াজাতকরণে
(ঘ) দুগ্ধ শিল্পে
সঠিক উত্তর: (ঘ) দুগ্ধ শিল্পে


২। পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটি?
(ক) Chlamydomonas
(খ) Volvox
(গ) Chlorococcus
(ঘ) Vaucheria
সঠিক উত্তর: (ক) Chlamydomonas



৩। চিত্রটি কোষবিভাজনের কোন ধাপকে নির্দেশ করে?
(ক) মেটাফেজ-১
(খ) মেটাফেজ-২
(গ) এনাফেজ-১
(ঘ) এনাফেজ-২
সঠিক উত্তর: (খ) মেটাফেজ-২


৪। DNA -ধারণকারী কোষীয় অঙ্গাণু জ্জ
i. ক্লোরোপ্লাস্ট
ii. মাইটোকন্ড্রিয়া
iii. রাইবোসোম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
অ্যামিনো এসিডের পলিমার যৌগটি জীবদেহের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এটির সাথে ধাতু যুক্ত হয়ে ভিন্নরূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

৫। উক্ত পলিমার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) গ্লাইকোসাইডিক বন্ধন
(খ) পেপটাইড বন্ধন
(গ) হাইড্রোজেন বন্ধন
(ঘ) এস্টার বন্ধন
সঠিক উত্তর: (খ) পেপটাইড বন্ধন


৬। ধাতুযুক্ত জৈব যৌগের রূপটিকে বলা হয়জ্জ
(ক) এনজাইম
(খ) কো-ফ্যাক্টর
(গ) কো-এনজাইম
(ঘ) অ্যাপোএনজাইম
সঠিক উত্তর: (খ) কো-ফ্যাক্টর


৭। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি?
(ক) গ্লাইকোলিপিড
(খ) কাইটিন
(গ) পেপটিডোগ্লাইকান
(ঘ) লিপো প্রোটিন
সঠিক উত্তর: (গ) পেপটিডোগ্লাইকান

চিত্রটি পর্যবেক্ষণ কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:


৮। উদ্দীপকের 'X' চিহ্নিত কোষ কয় নিউক্লিয়াস বিশিষ্ট?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (ক) এক


৯। উদ্দীপকের প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?
(ক) স্বপরাগায়ন→ইমাস্কুলেশন→ক্রসিং→ ব্যাগিং
(খ) ক্রসিং→স্বপরাগায়ন→ইমাস্কুলেশন→ ব্যাগিং
(গ) স্বপরাগায়ন→ইমাস্কুলেশন→ব্যাগিং→ ক্রসিং
(ঘ) ক্রসিং→স্বপরাগায়ন→ব্যাগিং→ইমাস্কুলেশন
সঠিক উত্তর: (গ) স্বপরাগায়ন→ইমাস্কুলেশন→ব্যাগিং→ ক্রসিং


১০। নিচের কোনটি পেশীর কাজে শক্তি যোগান দেয়?
(ক) ফ্রুক্টোজ
(খ) গ্যালাক্টোজ
(গ) গ্লাইকোজেন
(ঘ) ম্যালটোজ
সঠিক উত্তর: (গ) গ্লাইকোজেন


১১। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়?
(ক) এপিডার্মিস
(খ) জাইলেম
(গ) ফ্লোয়েম
(ঘ) মজ্জা
সঠিক উত্তর: (ঘ) মজ্জা


১২। লাইকেনের ক্ষেত্রে ছত্রাক জ্জ
i. খনিজ লবণ সরবরাহ করে
ii. জননে সাহায্য করে
iii. রাইজাইন তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৩। সুন্দরবনের মাটিতে O2 এর পরিমাণ কম হওয়ায় উদ্ভিদের কোন অভিযোজনটি ঘটে?
(ক) জরায়ুজ অংকুরোদগম
(খ) শ্বাসমূল
(গ) ঠেস মূল
(ঘ) রসালো পাতা
সঠিক উত্তর: (খ) শ্বাসমূল

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক এসিড ও অক্সালো অ্যাসেটিক এসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি।

১৪। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2 যুক্ত করে কোন এনজাইম?
(ক) কাইনেজ
(খ) রুবিস্কো
(গ) ডিহাইড্রিজিনেজ
(ঘ) আইসোমারেজ
সঠিক উত্তর: (খ) রুবিস্কো


১৫। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ জ্জ
i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান
ii. অধিক তাপসহনশীল
iii. বেশি ঘনত্বের CO2 প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৬। নিচের কোনটি 3¢ প্রান্তে CCA লেজ আছে?
(ক) t RNA
(খ) g RNA
(গ) r RNA
(ঘ) m RNA
সঠিক উত্তর: (ক) t RNA

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
সিলেটের উত্তরাঞ্চলের জলাবদ্ধ রাতারগুল বনের বিশেষত্ব থাকায় একে সংরক্ষণ করা প্রয়োজন।

১৭। উদ্দীপকে উল্লিখিত বনের উদ্ভিদ কোনটি?
(ক) চালতা
(খ) বহেরা
(গ) হিজল
(ঘ) আগর
সঠিক উত্তর: (গ) হিজল


১৮। উদ্দীপকের বনের সংরক্ষণ পদ্ধতি হতে পারে-
i. বোটানিক্যাল গার্ডেন
ii. ইকোপার্ক
iii. সাফারী পার্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii



১৯। চিত্রের 'Z' চিহ্নিত অংশটি হলোজ্জ
(ক) টেলোমিয়ার
(খ) সেন্ট্রোমিয়ার
(গ) স্যাটেলাইট
(ঘ) গৌণ কুঞ্চন
সঠিক উত্তর: (ঘ) গৌণ কুঞ্চন


২০। সাইকাস (Cycas) এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে-
i. অস্থানিক মূল সৃষ্টি হয়
ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়
iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাক্সিক্ষত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়।

২১। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান-
i. লাইগেজ এনজাইম
ii. রেস্ট্রিকশন এনজাইম
iii. সিজিয়াম ক্লোরাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২২। উদ্দীপকে উল্লিখিত DNA -র ক্ষেত্রে প্রযোজ্য-
i. স্বপ্রজননক্ষম
ii. দ্বিবিভাজনে সাহায্য করে
iii. এন্টিবায়োটিক প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২৩। কোন অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য বেশি দেখা যায়?
(ক) ট্রপিক্যাল মিজনাল ফরেস্ট
(খ) ট্রপিক্যাল রেইন ফরেস্ট
(গ) ডেসিডুয়াস ফরেস্ট (ঘ) সাভানা
সঠিক উত্তর: (খ) ট্রপিক্যাল রেইন ফরেস্ট


২৪। ক্রসিংওভার ঘটেজ্জ
(ক) লেপ্টোটিনে
(খ) জাইগোটিনে
(গ) প্যাকাইটিনে
(ঘ) ডিপ্লোটিনে
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিনে

উদ্দীপকটি দেখ এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:


২৫। উদ্দীপক A -এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের?
(ক) জালিকাকৃতির
(খ) তারকাকৃতির
(গ) গার্ডল আকৃতির
(ঘ) সর্পিলাকৃতির
সঠিক উত্তর: (গ) গার্ডল আকৃতির


২৬। উদ্দীপক A থেকে B উন্নত, কারণ B ¾
(ক) ভ্রূণ উৎপন্ন করে
(খ) পরিবহন টিস্যুযুক্ত
(গ) স্পোরোফাইটিক (ঘ) সমরেণুপ্রসু
সঠিক উত্তর: (ক) ভ্রূণ উৎপন্ন করে


২৭। ফার্ণ উদ্ভিদে মিয়োসিস ঘটেজ্জ
(ক) স্পোর মাতৃকোষে
(খ) জাইগোটে
(গ) প্রোথ্যালাসে
(ঘ) স্পোরে
সঠিক উত্তর: (ক) স্পোর মাতৃকোষে


২৮। কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র?
i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি
ii. ইন্টারফেরন উৎপাদন
iii. ইনসুলিন উৎপাদন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৯। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি?
(ক) আদিকোষী
(খ) বিপাক ঘটে
(গ) বাধ্যতামূলক পরজীবী
(ঘ) DNA ও RNA উপস্থিত
সঠিক উত্তর: (গ) বাধ্যতামূলক পরজীবী



৩০। উদ্দীপকের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
(ক) সমপার্শ্বীয়
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) কেন্দ্রিক
(ঘ) অরীয়
সঠিক উত্তর: (ঘ) অরীয়

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:


৩১। উদ্দীপকে নিচের কোনটি অনুপস্থিত?
(ক) অ্যাডেনিন
(খ) গুয়ানিন
(গ) ইউরাসিল
(ঘ) সাইটোসিস
সঠিক উত্তর: (গ) ইউরাসিল


৩২। উদ্দীপকের অণুটির অনুলিপনে ব্যবহৃত এনজাইম হলোজ্জ
i. হেলিকেজ
ii. লাইগেজ
iii. পলিমারেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৩। শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? (ক) রাইবোজোম (খ) ক্লোরোপ্লাস্ট (গ) লাইসোজোম (ঘ) গলজি বডি
সঠিক উত্তর: (খ) ক্লোরোপ্লাস্ট


৩৪। নিচের কোনটি Poaceae গোত্রের বৈশিষ্ট্য?
(ক) পরাগধানী সর্বমুখ
(খ) পুষ্প উপবৃতিযুক্ত
(গ) অমরাবিন্যাস অক্ষীয়
(ঘ) দলম-ল টুইস্টেড
সঠিক উত্তর: (ক) পরাগধানী সর্বমুখ


৩৫। কোনটিতে সাইয়ন (Scion) ব্যবহৃত হয়?
(ক) শাখা কলম
(খ) দাবা কলম
(গ) জোড় কলম
(ঘ) গুটি কলম
সঠিক উত্তর: (গ) জোড় কলম


এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

চট্টগ্রাম বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। Agaricus -এর ছাতার মত অংশের নাম কি?
(ক) মাইসেলিয়াম
(খ) স্টাইপ
(গ) রাইজোমর্ফ
(ঘ) পাইলিয়াস
সঠিক উত্তর: (ঘ) পাইলিয়াস


২। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
(ক) Cycus
(খ) Moss
(গ) Fungi
(ঘ) Fern
সঠিক উত্তর: (ক) Cycus


৩। একটি পুষ্পপ্রতীকের অংশ হলোজ্জ
i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
ii. অমরাবিন্যাস
iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের চিত্র লক্ষ্য কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:


৪। চিত্র 'A' কোন ধরনের ভাস্কুলার বান্ডল?
(ক) মুক্ত সমপার্শ্বীয়
(খ) বদ্ধ সমপার্শ্বীয়
(গ) সমদ্বিপার্শ্বীয়
(ঘ) অরীয়
সঠিক উত্তর: (গ) সমদ্বিপার্শ্বীয়


৫। উপরের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্যজ্জ
i. 'A' তে ভাস্কুলার বাণ্ডল বন্ধ প্রকৃতির
ii. 'A' তে গৌণ বৃদ্ধি ঘটে
iii. 'A' তে জাইলেম এক্সার্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৬। যে ভাজক টিস্যুর কোষগুলি একতলে বিভাজিত হয় তাকে কি বলে?
(ক) রিব
(খ) পার্শ্বীয়
(গ) প্লেট
(ঘ) মাস
সঠিক উত্তর: (ক) রিব


৭। কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন?
(ক) মস
(খ) ফার্ন
(গ) শৈবাল
(ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (ঘ) ছত্রাক


৮। ফার্ন প্রোথ্যালাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য -
i. এটি ফার্নের গ্যামিটোফাইটিক দশা
ii. এটিতে অ্যাস্থেরিডিয়াম ও আর্কিগোনিয়াম উৎপন্ন হয়
iii. এটি স্বাধীন ও স্বভোজী দশা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাজমিড উঘঅ এর কর্তিত অংশে ঃবৎমবঃ উঘঅ জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়?
(ক) এন্ডোনিউক্লিয়েজ
(খ) পলিমারেজ
(গ) লাইয়েজ
(ঘ) লাইগেজ
সঠিক উত্তর: (ঘ) লাইগেজ

নিচের চিত্র লক্ষ্য কর এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:


১০। চিত্রের 'A' চিহ্নিত অংশের নাম কি?
(ক) রক্ষীকোষ
(খ) পত্ররন্ধ্র
(গ) সহকারী কোষ
(ঘ) লেন্টিসেল
সঠিক উত্তর: (ক) রক্ষীকোষ


১১। উদ্দীপকের ' B' চিহ্নিত অংশটি উন্মুক্ত হওয়ার কারণ-
i. অন্তঃঅভিস্রবণ
ii. আলোর উপস্থিতি
iii. স্টার্চ সঞ্চয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১২। নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে?
(ক) অ্যাগামোস্পার্মি
(খ) অ্যাপোগ্যামি
(গ) অ্যাপোস্পোরি
(ঘ) অ্যান্ড্রোজেনেসিস
সঠিক উত্তর: (ঘ) অ্যান্ড্রোজেনেসিস

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:


১৩। চিত্রের 'A' চিহ্নিত অংশ নিষেকের পর রূপান্তরিত হয় কোনটিতে?
(ক) ফল
(খ) বীজ
(গ) ফলত্বক
(ঘ) শস্য
সঠিক উত্তর: (গ) ফলত্বক


১৪। চিত্রের কোন অংশে মিয়োসিস সংঘটিত হয়?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) D
সঠিক উত্তর: (গ) C


১৫। সবাত ও অবাত শ্বসনের পার্থক্যের ভিত্তি -
i. নীট শক্তি উৎপাদন
ii. মাইট্রোকন্ড্রিয়ার সম্পৃক্ততা
iii. অক্সিজেনের প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৬নং প্রশ্নের উত্তর দাও:
মোহন পত্রিকার মাধ্যমে জানতে পারেজ্জ চাল, গম, ভুট্টা, আলু ইত্যাদি খাদ্য পরিপাকে সরল উপাদানে বিভক্ত হয় যা পরবর্তীতে দেহকোষে জারিত হয়ে দেহের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।

১৬। উদ্দীপকের খাদ্য উপাদান বিশ্লেষণ করলে ক্রমান্বয়ে যেসব পদার্থ পাওয়া যায়জ্জ
(ক) স্টার্চ - মলটোজ - ডেক্সট্রিন - গ্লুকোজ
(খ) স্টার্চ - ডেক্সট্রিন - মলটোজ - গ্লুকোজ
(গ) স্টার্চ - মলটোজ - গ্লুকোজ - ডেক্সট্রিন
(ঘ) স্টার্চ - গ্লুকোজ - ডেক্সট্রিন - মলটোজ
সঠিক উত্তর: (খ) স্টার্চ - ডেক্সট্রিন - মলটোজ - গ্লুকোজ


১৭। তালিপামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য জ্জ
i. জীবনে একবার ফুল ও ফল দেয়
ii. পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম বাংলাদেশে ২০০১ সালে মারা যায়
iii. IUCN তালিপামকে Extinct in the wild ঘোষণা করেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মত পর্যটক আকৃষ্টকারী এমন একটি এলাকায় গেলেন যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে।

১৮। উদ্দীপকে সংশ্লিষ্ট এলাকা কোনটি?
(ক) সাফারি পার্ক
(খ) ইকোপার্ক
(গ) গেম রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য
সঠিক উত্তর: (ক) সাফারি পার্ক


১৯। উদ্দীপক সংশ্লিষ্ট স্থান সৃষ্টির উদ্দেশ্যজ্জ
i. বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজনন
ii. জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি করা
iii. উদ্ভিদ ও প্রাণীর জন্য National History Museum প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২০। লাইকেন কোনটির সহাবস্থান?
(ক) শৈবাল-মস
(খ) ছত্রাক-শৈবাল
(গ) মস-ছত্রাক
(ঘ) শৈবাল-ফার্ন
সঠিক উত্তর: (খ) ছত্রাক-শৈবাল

নিচের উদ্দীপকের আলোকে ২১ নং প্রশ্নের উত্তর দাও:

চিত্র : সিগনেট রিং চিত্র : সাইজন্ট

২১। উদ্দীপকের 'A' চিহ্নিত চিত্র কোনটি?
(ক) অ্যামিবয়েড ট্রফোজয়েট
(খ) ট্রফোজয়েট
(গ) মেরোজয়েট
(ঘ) রোজেট
সঠিক উত্তর: (ক) অ্যামিবয়েড ট্রফোজয়েট

নিচের চিত্রের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:


২২। চিত্রের 'A' অংশের নাম কি?
(ক) রিকম্বিনেন্ট DNA
(খ) ভেক্টর DNA
(গ) রেপলিকেটেড DNA
(ঘ) কাক্সিক্ষত DNA
সঠিক উত্তর: (ঘ) কাক্সিক্ষত DNA


২৩। চিত্র 'B' এর প্রয়োগ -
i. মানব ইনসুলিন উৎপাদন
ii. টীকা উৎপাদন
iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৪। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি?
(ক) Excoecaria agallocha
(খ) Nypa fruticans
(গ) Heritiera fomes (ঘ) Acanthus ilicifolius
সঠিক উত্তর: (গ) Heritiera fomes


২৫। কোষের প্রোটিন ফ্যাক্টরী কোনটি?
(ক) গলজি বস্তু
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
সঠিক উত্তর: (খ) রাইবোজোম


২৬। মিয়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) স্ট্রাসবুর্গার
(গ) বোভেরী
(ঘ) শ্লাইখার
সঠিক উত্তর: (খ) স্ট্রাসবুর্গার


২৭। কোলেস্টেরল সম্পর্কিত সঠিক তথ্য কোনটি?
(ক) রক্তে LDL কম থাকা ক্ষতিকর
(খ) পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের রক্তে খউখ বেশি থাকে
(গ) রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারী থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়
(ঘ) এটি এক ধরনের যৌগিক লিপিড
সঠিক উত্তর: (গ) রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারী

নিচের উদ্দীপকের ভিত্তিতে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:


২৮। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়াটি কি?
(ক) ট্রান্সক্রিপশন
(খ) রেপ্লিকেশন
(গ) ট্রান্সলেশন
(ঘ) ট্রান্সফিউশন
সঠিক উত্তর: (খ) রেপ্লিকেশন


২৯। উদ্দীপকের 'B' চিহ্নিত অংশে নিচের কোনটি উৎপন্ন হয়?
(ক) UCAG
(খ) TCAG
(গ) TCGA
(ঘ) UGTC
সঠিক উত্তর: (ক) UCAG


৩০। মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটি?
(ক) কলেরা
(খ) আমাশয়
(গ) হেপাটাইটিস
(ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (গ) হেপাটাইটিস


৩১। ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য হলো -
i. ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরকে রেস্টিং স্পোর বলে
ii. সূত্রাকার ব্যাকটেরিয়ার সচল কনিডিয়াকে গোনিডিয়া বলে
iii. এদের জাইগোটকে মেরোজাইগোট বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩২। শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদানজ্জ
i. সঞ্চিত খাদ্য
ii. বর্ণকণিকা
iii. কোষ প্রাচীরের গঠন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
মিয়োসিস প্রফেজ-১
A B C D E
জাইগোটিন ডিপ্লোটিন লেপ্টোটিন প্যাকাইটিন ডায়াকাইনেসিস

৩৩। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটির পর্যায়ক্রমিক ধাপগুলি কোনটি?
(ক) B - A - C - E - D
(খ) C - A - E - D - B
(গ) C - A - D - B - E
(ঘ) B - D - E -A - C
সঠিক উত্তর: (গ) C - A - D - B - E


৩৪। ধানের অরাইজিন কোন ধরনের প্রোটিন?
(ক) গ্লোবিউলিন
(খ) গ্লুটেলিন
(গ) প্রোলামিন
(ঘ) প্রোটামিন
সঠিক উত্তর: (খ) গ্লুটেলিন

নিচের উদ্দীপকের আলোকে ৩৫নং প্রশ্নের উত্তর দাও:

শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল
♀ Å

৩৫। উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?
(ক) উভলিঙ্গ ও বহুপ্রতিসম
(খ) একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
(গ) একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
(ঘ) একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম
সঠিক উত্তর: (গ) একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম








এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

সিলেট বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে কতটি এনজাইম কাজ করে?
(ক) ৮টি
(খ) ৯টি
(গ) ১০টি
(ঘ) ১১টি
সঠিক উত্তর: (গ) ১০টি


২। পেঁপের রিং স্পট ভাইরাস নিচের কোনটি দ্বারা বাহিত হয়?
(ক) বায়ু
(খ) পানি
(গ) এফিড
(ঘ) মাটি
সঠিক উত্তর: (গ) এফিড


৩। Plasmodium এর কোন পর্যায় মানুষকে সংক্রামিত করে?
(ক) ট্রফোজোয়েট
(খ) উকিনেট
(গ) জাইগোট
(ঘ) স্পোরোজয়েট
সঠিক উত্তর: (ঘ) স্পোরোজয়েট
উদ্দীপক চিত্র অনুসারে নিচের ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:


৪। Q চিহ্নিত অংশে থাকে -
i. বড় নিউক্লিয়াস
ii . বহু ক্লোরোপ্লাস্ট
iii. হালকা সাইটোপ্লাজম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। দিনের বেলা P খোলা থাকার কারণ -
i. বহিঃঅভিস্রবণ
ii. অন্তঃঅভিস্রবণ
iii. রক্ষীকোষের স্ফীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৬। গ্লুকোজের RQ কত?
(ক) ০
(খ) ১
(গ) ২
(ঘ) ৩
সঠিক উত্তর: (খ) ১


৭। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
(ক) প্রোফেজ
(খ) ইন্টারফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক) প্রোফেজ


৮। কোন উদ্ভিদটি পাতার সাহায্যে বংশবিস্তার করে?
(ক) পেঁয়াজ
(খ) ক্যাকটাস
(গ) গোলআলু
(ঘ) পাথরকুচি
সঠিক উত্তর: (ঘ) পাথরকুচি


৯। নিচের কোনটির মিলন ক্যারিওগ্যামী?
(ক) সাইটোপ্লাজম
(খ) নিউক্লিয়াস
(গ) গ্যামিটের মিলন
(ঘ) স্পোরের মিলন
সঠিক উত্তর:


১০। ধানের পুষ্পবিন্যাস কোনটি?
(ক) রেসিম
(খ) স্পাইক
(গ) স্পাইকলেট
(ঘ) ক্যাপিচুলাম
সঠিক উত্তর: (খ) স্পাইক


১১। জিনের যে কার্যকরী একক পলিপেপটাইট সংশ্লেষ করে তাকে কি বলে?
(ক) কোডন
(খ) সিস্ট্রন
(গ) মিউটন
(ঘ) রেকন
সঠিক উত্তর: (খ) সিস্ট্রন


১২। উপরের চিত্রে A -চিহ্নিত অংশটি হল-
(ক) মধ্যপর্দা
(খ) প্রাইমারী প্রাচীর
(গ) সেকেন্ডারী প্রাচীর
(ঘ) প্লাজমোডেজম্যাটা
সঠিক উত্তর: (খ) প্রাইমারী প্রাচীর


১৩। Hibiscus rosa-sinensis এর ফুল-
i. উভলিঙ্গ
ii. বহুপ্রতিসম
iii. গর্ভকটি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৪। উপরের চিত্রে A-চিহ্নিত অংশটি হল-
(ক) এক্সপ্লান্ট
(খ) ক্যালাস
(গ) মূল
(ঘ) কাণ্ড
সঠিক উত্তর: (খ) ক্যালাস


১৫। বায়োলজিক্যাল নাইফ কোনটি?
(ক) পলিমারেজ
(খ) লাইগেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর: (গ) রেস্ট্রিকশন এনজাইম

উদ্দীপক অনুসারে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:


১৬। উদ্দীপকে উল্লেখিত 'P' চিত্রটি কিসের?
(ক) মূলের প্রস্থচ্ছেদ
(খ) কাণ্ডের প্রস্থচ্ছেদ
(গ) পাতার প্রস্থচ্ছেদ
(ঘ) গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ
সঠিক উত্তর: (ক) মূলের প্রস্থচ্ছেদ


১৭। চিত্রের ভাস্কুলার বাণ্ডেল কোন ধরনের?
(ক) অরীয়
(খ) কেন্দ্রীয়
(গ) মুক্ত সমপার্শ্বীয়
(ঘ) সমদ্বিপার্শ্বীয়
সঠিক উত্তর: (ক) অরীয়


১৮। কোনটি আদিকোষী রাইবোসোমের উপ-একক?
(ক) ৬০ S + ৪০ S
(খ) ৫০ S + ৪০ S
(গ) ৭০ S + ৫০ S
(ঘ) ৫০ S + ৩০ S
সঠিক উত্তর: (ঘ) ৫০ S + ৩০ S


১৯। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়-
(ক) কার্বোহাইড্রেটে
(খ) প্রোটিনে
(গ) লিপিডে
(ঘ) এনজাইমে
সঠিক উত্তর: (ক) কার্বোহাইড্রেটে

নিচের উদ্দীপক অনুসারে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ডেলা, তেলাপিয়া ও শোল মাছ আছে। পুকুরের পাড়ের মাছে মাছরাঙ্গা ও বক দেখল।

২০। উদ্দীপকের বাস্তুসংস্থানটি কোন ধরনের?
(ক) মিঠাপানির
(খ) লবণ পানির
(গ) বনের
(ঘ) চারণ ভূমির
সঠিক উত্তর: (ক) মিঠাপানির


২১। কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট ইকোলজিক্যাল পিরামিডের উপযুক্ত উদাহরণ?
(ক) মলা > শৈবাল > শোল > মাছরাঙ্গা
(খ) শৈবাল > জলজ মাকড়সা > মলা > মাছরাঙ্গা
(গ) শৈবাল > মলা > মাছরাঙ্গা > শোল
(ঘ) শৈবাল > শোল > মলা > মাছরাঙ্গা
সঠিক উত্তর: (খ) শৈবাল > জলজ মাকড়সা > মলা > মাছরাঙ্গা

নিচের উদ্দীপক অনুসারে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক বললেন, নিষেকের পর (P) ভ্রুণ ও (Q) শস্য সৃষ্টি হয়।

২২। উদ্দীপক P সৃষ্টি হয় কোনটি হতে?
(ক) ডিম্বাণু
(খ) গৌন নিউক্লিয়াস
(গ) প্রতিপাদ কোষ
(ঘ) সহকারী কোষ
সঠিক উত্তর: (ক) ডিম্বাণু


২৩। উদ্দীপক Q হলো-
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (গ) ট্রিপ্লয়েড


২৪। কোনটি পত্রঝরা বনের উদ্ভিদ?
(ক) Heritiera fomes (খ) Sonneatia apetela
(গ) Excoecaria agallacha
(ঘ) Shorea robusta
সঠিক উত্তর: (ঘ) Shorea robusta


২৫। নখে কোন ধরনের প্রোটিন থাকে?
(ক) অ্যালবুমিন
(খ) স্ক্লেরোপ্রোটিন
(গ) গ্লুবিউলিন
(ঘ) গ্লুটেনিন
সঠিক উত্তর: (খ) স্ক্লেরোপ্রোটিন

উদ্দদীপক চিত্রের আলোকে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:


২৬। উদ্দীপক চিত্রের ক্রোমোসোমটি কোন ধরনের?
(ক) মেটাসেন্ট্রিক
(খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (খ) সাব-মেটাসেন্ট্রিক


২৭। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে চিত্র-ক এর মত দেখা যায়?
(ক) প্রো-মেটাফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) এনাফেজ


২৮। কোডন AUG কোন অ্যামাইনো এসিড নির্দেশ করে?
(ক) অ্যালানিন
(খ) মিথিওনিন
(গ) প্রোলিন
(ঘ) লিওসিন
সঠিক উত্তর: (খ) মিথিওনিন

উদ্দীপক চিত্রের আলোকে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:


২৯। চিত্র-খ এ কোন নাইট্রোজেন জাতীয় ক্ষারক অনুপস্থিত?
(ক) থাইমিন
(খ) সাইটোসিস
(গ) গুয়ানিন
(ঘ) এডেনিন
সঠিক উত্তর: (ক) থাইমিন


৩০। উদ্দীপক চিত্রের জৈব অণুটি-
i. DNA থেকে ট্রান্সক্রিপ্ট হয়
ii. Deoxyribose শর্করা দ্বারা গঠিত
iii. প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও:
সাধারণত উচ্চ শ্রেণির উদ্ভিদে একই রকম ক্লোরোপ্লাস্ট থাকে; নিু শ্রেণির উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা দেখা যায়।

৩১। প্রথমোক্ত উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের?
(ক) তারকাকৃতির
(খ) পেয়ালাকৃতির
(গ) লেন্স আকৃতির
(ঘ) জালিকাকার
সঠিক উত্তর: (গ) লেন্স আকৃতির


৩২। নিচের কোনটিতে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা বেশি দেখা যায়?
(ক) অ্যালজি
(খ) ফানজাই
(গ) মস
(ঘ) ফার্ন
সঠিক উত্তর: (ক) অ্যালজি


৩৩। নিউক্লিয়াস -
i. উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে
ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে
iii. mRNA উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩৪। শৈবালের বৈশিষ্ট্য হলো-
i. স্বভোজী
ii. অপুষ্পক
iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩৫। ফার্ন প্রোথ্যালাসের বৈশিষ্ট্য-
i. হৃৎপিণ্ডাকার
ii. স্পোরোফাইটিক
iii. সহবাসী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii








এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

যশোর বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?
(ক) ১% বোর্দো মিশ্রণ
(খ) ১% বার্গেন্ডি মিশ্রণ
(গ) ৩% সোডিয়াম
(ঘ) ৩% ম্যাগেনেসিয়াম
সঠিক উত্তর: (ক) ১% বোর্দো মিশ্রণ


২। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
(ক) মুক্ত সমপার্শ্বীয়
(খ) বন্ধ সমপার্শ্বীয়
(গ) সমদ্বিপার্শ্বীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) বন্ধ সমপার্শ্বীয়


৩। মানুষের চোখের ছানি অপসারণ চোখের লেন্সে যে এনজাইমটি ব্যবহৃত হয়- (ক) পেকটিনেজ (খ) পেপসিন (গ) জাইমেজ (ঘ) ট্রিপসিন
সঠিক উত্তর: (ঘ) ট্রিপসিন


৪। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ক্রোমোজোম বহির্ভুত উঘঅ
ii. স্বপ্রজননক্ষম
iii. বৃত্তাকার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। মাইক্রোমৌল হলো-
i. জিঙ্ক
ii. সালফার
iii. বোরন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৬। নিচের কোন উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না?
(ক) Ulothein sp.
(খ) Riccia sp.
(গ) Pteris sp.
(ঘ) Cycas sp.
সঠিক উত্তর: (ঘ) Cycas sp.


৭। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়-
(ক) সাইটোপ্লাজমে
(খ) রাইবোজোমে
(গ) ক্লোরোপ্লাস্টে
(ঘ) মাইটোকন্ড্রিয়নে
সঠিক উত্তর: (ঘ) মাইটোকন্ড্রিয়নে


৮। শ্বসন প্রক্রিয়ার আভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
(ক) তাপমাত্রা
(খ) আলো
(গ) খনিজ লবণ
(ঘ) পানি
সঠিক উত্তর: (গ) খনিজ লবণ

নিচের চিত্রটি লক্ষ করো এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:


৯। উদ্দীপকে উল্লেখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?
(ক) সোলানেসি
(খ) মালভেসি
(গ) পোয়াসি
(ঘ) ক্রুসিফেরি
সঠিক উত্তর: (গ) পোয়াসি


১০। উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য-
i. পুষ্পবিন্যাস স্পাইকলেট
ii. পরাগধানী বৃক্কাকার
iii. পাতা লিগিউলবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


১১। উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি মাইটোসিসের কোন ধাপে পাওয়া যায়? (ক) প্রোফেজ (খ) মেটাফেজ (গ) অ্যানাফেজ (ঘ) টেলোফেজ
সঠিক উত্তর:

Note: সরবরাহকৃত প্রশ্নের উদ্দীপকে কোনো চিত্র ছিল না। এখানে মাইটোসিসের ধাপসমূহ যথা– প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজের যে কোনো একটি চিত্র হবে।

১২। বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি?
(ক) তালি পাম
(খ) সুন্দরী
(গ) আম
(ঘ) লিচু
সঠিক উত্তর: (ক) তালি পাম


১৩। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি?
(ক) সাইট্রিক এসিড
(খ) পাইরুভিক এসিড
(গ) অ্যাসিটাইল COA
(ঘ) অক্সালো এসিটিক এসিড
সঠিক উত্তর: (গ) অ্যাসিটাইল COA


১৪। পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?
(ক) ক্রসিং
(খ) ব্যাগিং
(গ) লেবেলিং
(ঘ) ইমাস্কুলেশন
সঠিক উত্তর: (ঘ) ইমাস্কুলেশন

নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:


১৫। উদ্দীপকে রয়েছে -
i. গ্লুকোজ
ii. গ্লাইকোসাইডিক লিংকেজ
iii. বিজারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৬। উদ্দীপকটি কোনটির গঠনে ভূমিকা রাখে?
(ক) কোষপ্রাচীর
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) প্লাজমামেমব্রেন
(ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (ক) কোষপ্রাচীর


১৭। নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত জীব?
(ক) Ulotlhrin sp.
(খ) Pteris sp.
(গ) Riccia sp.
(ঘ) Agaricus sp.
সঠিক উত্তর: (খ) Pteris sp.


১৮। লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?
(ক) মৃতজীবিতা
(খ) মিথোজীবিতা
(গ) পরজীবিতা
(ঘ) স্বভোজিতা
সঠিক উত্তর: (খ) মিথোজীবিতা


১৯। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়?
(ক) ট্রফোজয়েট দশা
(খ) সিগনেট রিং দশা
(গ) সাইজন্ট দশা
(ঘ) রোজেট দশা
সঠিক উত্তর: (গ) সাইজন্ট দশা


২০। RNA তে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান থাকবে?
(ক) ইউরাসিল
(খ) এডিনিন
(গ) গুয়ানিন
(ঘ) সাইটোসিন
সঠিক উত্তর: (ক) ইউরাসিল


২১। নিচের কোনটি মরুজ উদ্ভিদ?
(ক) পানিকলা
(খ) কেওড়া
(গ) গোলপাতা
(ঘ) আকন্দ
সঠিক উত্তর: (ঘ) আকন্দ


২২। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে?
(ক) রাইবোসোম
(খ) ইডিওসোম
(গ) লাইসোজোম
(ঘ) সেন্ট্রোজোম
সঠিক উত্তর: (গ) লাইসোজোম

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা লক ও কী মডেল অনুসরণে বিক্রিয়া ঘটিয়ে থাকে।

২৩। উদ্দীপকে উল্লিখিত পদার্থটি নিুের কোন কাজে ব্যবহৃত হয়?
(ক) ফলের রস প্রস্তুতিতে
(খ) সেলুলোজ উৎপাদনে
(গ) হরমোন তৈরিতে
(ঘ) সুক্রোজ উৎপাদনে
সঠিক উত্তর: (ক) ফলের রস প্রস্তুতিতে


২৪। উদ্দীপকে পদার্থটি-
i. কলয়েড প্রকৃতির
ii. বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে
iii. বিক্রিয়ার গতিকে মন্থর করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৫। সুপার রাইসে নিচের কোন আকাঙ্খিত উপাদান দু’টি সংযুক্ত করা হয়েছে?
i. ক্যারোটিন
ii. আয়রন
iii. ভিটামিন বি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৬। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ) মেটাফেজ


২৭। নিচের কোনটি অবিজারক শর্করা?
(ক) গ্লুকোজ
(খ) ফ্রুক্টোজ
(গ) রাইবোজ
(ঘ) সুক্রোজ
সঠিক উত্তর: (ঘ) সুক্রোজ


২৮। কোনটিতে যুক্তসমপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডল পাওয়া যায়?
(ক) একবীজপত্রী কাণ্ডে
(খ) একবীজপত্রী মূলে
(গ) দ্বিবীজপত্রী কাণ্ডে
(ঘ) দ্বিবীজপত্রী মূলে
সঠিক উত্তর: (গ) দ্বিবীজপত্রী কাণ্ডে


২৯। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের?
(ক) দণ্ডাকার
(খ) গোলাকার
(গ) ঘনক্ষেত্রাকার
(ঘ) ব্যাঙাচি আকার
সঠিক উত্তর: (ক) দণ্ডাকার

নিচের প্রবাহচিত্র দেখে ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও:
এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি।

৩০। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?
(ক) মূল সৃষ্টি
(খ) জীবাণু মুক্তকরণ
(গ) ক্যালাস সৃষ্টি
(ঘ) টবে চারা লাগানো
সঠিক উত্তর: (গ) ক্যালাস সৃষ্টি


৩১। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) রিকম্বিনেন্ট DNA
(খ) টিস্যু কালচার
(গ) হাইব্রিডাইজেশন
(ঘ) জিন ক্লোনিং
সঠিক উত্তর: (খ) টিস্যু কালচার


৩২। নিচের কোনটি মশকীর লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে?
(ক) ট্রফোজয়েট
(খ) ক্রিপ্টোজয়েট
(গ) মেরোজয়েট
(ঘ) স্পোরোজয়েট
সঠিক উত্তর: (ঘ) স্পোরোজয়েট


৩৩। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ?
(ক) প্রোটিন
(খ) শর্করা
(গ) চর্বি
(ঘ) গ্লাইকোলিপিড
সঠিক উত্তর: (ক) প্রোটিন


৩৪। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত?
(ক) হবিগঞ্জ
(খ) সুনামগঞ্জ
(গ) সিলেট
(ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ) সুনামগঞ্জ


৩৫। DNA হতে mRNA তৈরি প্রক্রিয়াকে বলা হয়-
(ক) রেপ্লিকেশন
(খ) ট্রান্সলেশন
(গ) ট্রান্সক্রিপশন
(ঘ) মিউটেশন
সঠিক উত্তর: (গ) ট্রান্সক্রিপশন






এইচএসসি জীববিজ্ঞান (বহুনির্বাচনি অভীক্ষা)

বরিশাল বোর্ড-২০১৬

সময়: ৩৫ মিনিট

প্রথম পত্র (উদ্ভিদবিজ্ঞান) বিষয় কোড : ১৭৮

পূর্ণমান: ৩৫

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি (⚫) বল পয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।]



১। বাংলাদেশ কোন প্রাণীভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) ওরিয়েন্টাল
(খ) প্যালিআর্কটিক
(গ) নিয়ার্কটিক
(ঘ) নিওট্রপিক্যাল
সঠিক উত্তর: (ক) ওরিয়েন্টাল


২। Ulothrix -এর নিষেক সম্পন্ন হয়-
i. '+' চিহ্নিত থ্যালাসে
ii. '-' চিহ্নিত থ্যালাসে
iii. থ্যালাসের বাইরে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

উদ্দীপকটি দেখ এবং নিচের ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:


৩। উদ্দীপকের প্রক্রিয়াটি হল-
(ক) কনজুগেশান
(খ) ট্রান্সডাকশান
(গ) ট্রান্সফরমেশান
(ঘ) দ্বি-বিভাজন
সঠিক উত্তর: (ক) কনজুগেশান


৪। উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা-
i. কমে যায়
ii. বেড়ে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:

Note: সঠিক উত্তর হবে (i), কারণ উক্ত প্রক্রিয়া শেষে দাতা কোষটি মারা যায়।

৫। কোন ধাপটি বহু নিউক্লিয়াসযুক্ত?
(ক) স্পোরোজোয়েট
(খ) সাইজন্ট
(গ) ট্রফোজোয়েট
(ঘ) সিগনেট রিং
সঠিক উত্তর: (খ) সাইজন্ট


৬। নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ?
(ক) পরিচক্র
(খ) বহিঃত্বক
(গ) অধঃত্বক
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ক) পরিচক্র


৭। পুষ্টির উপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?
(ক) ছত্রাক ও ব্যাকটেরিয়া
(খ) ভাইরাস ও ব্যাকটেরিয়া
(গ) শৈবাল ও ব্যাকটেরিয়া
(ঘ) শৈবাল ও ছত্রাক
সঠিক উত্তর: (ক) ছত্রাক ও ব্যাকটেরিয়া


৮। অমধৎরপঁং-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?
(ক) ১
(খ) ২
(গ) ৪
(ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ৪


৯। মিথোজীবিতার উদাহরণ হল -
i. লাইকেন
ii. কোরালয়েড মূল
iii. নডিউল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১০। নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?
(ক) গর্ভাশয়
(খ) সেকেন্ডারি নিউক্লিয়াস
(গ) ডিম্বক
(ঘ) ডিম্বাণু
সঠিক উত্তর: (গ) ডিম্বক


১১। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি?
(ক) রাইবোজোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক) রাইবোজোম


১২। জীবকোষের অভ্যন্তরে ঘটতে পারে -
i. সবাত শ্বসন
ii. অবাস শ্বসন
iii. গাঁজন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

উদ্দীপকটি দেখ এবং নিচের ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:


১৩। উদ্দীপকে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত?
(ক) ৭
(খ) ১৪
(গ) ১৭
(ঘ) ২১
সঠিক উত্তর: (গ) ১৭


১৪। উদ্দীপকের অন্যান্য বন্ধন হল-
i. গ্লাকোসাইডিক
ii. এস্টার
iii. ফসফোডাইএস্টার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৫। কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?
(ক) মেটাকাইনেসিস
(খ) ইন্টারকাইনেসিস
(গ) ক্যারিওকাইনেসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (গ) ক্যারিওকাইনেসিস


১৬। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ-১
(খ) মেটাফেজ-১
(গ) অ্যানাফেজ-১
(ঘ) টেলোফেজ-১
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ-১

উদ্দীপকটি পড় এবং নিচের ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাওঃ-

“৩-ফসফোগ্লিসারাল্ডিহাইড
১, ৩ বিসফসফোগ্লিসারিক এসিড”

১৭। উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?
(ক) আইসোমারেজ
(খ) অক্সিডোরিডাকটেজ
(গ) লাইয়েজ
(ঘ) লাইগেজ
সঠিক উত্তর: (খ) অক্সিডোরিডাকটেজ


১৮। উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হল-
i. অজৈব যৌগ
ii. প্রোস্থেটিক গ্রুপ
iii. কো-এনজাইম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৯। কোনটি উদ্ভুত লিপিড?
(ক) তেল
(খ) চর্বি
(গ) মোম
(ঘ) রাবার
সঠিক উত্তর: (ঘ) রাবার


২০। সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুং গ্যামেট সৃষ্টি হয়?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২


২১। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করা হয়-
(ক) শীর্ষমুকুল
(খ) মূল
(গ) ভ্রূণ
(ঘ) পরাগরেণু
সঠিক উত্তর: (ঘ) পরাগরেণু


২২। গ্লাইকোলাইসিসে কত অণু ATP খরচ হয়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (খ) দুই

উদ্দীপকটি পড় এবং নিচের ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
“একদল গবেষক একটি উপকূলীয় বনাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকায় নয়টি গোলপাতা, দশটি সুন্দরী এবং পনেরটি গরান উদ্ভিদ দেখতে পান।”

২৩। উদ্দীপকে কতটি পুপুলেশান এর কথা বলা হয়েছে?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চৌত্রিশ
সঠিক উত্তর: (গ) তিন


২৪। উদ্দীপকের উদ্ভিদগুলোর অভিযোজনিক বৈশিষ্ট্য কোনটি?
(ক) কাণ্ড দুর্বল, লম্বা এবং স্পঞ্জি
(খ) কর্টেক্সে বায়ুকুঠুরী বিদ্যমান
(গ) পরিবহণ টিস্যু দূর্বল
(ঘ) লুকানো পত্ররন্ধ্র বিদ্যমান
সঠিক উত্তর: (খ) কর্টেক্সে বায়ুকুঠুরী বিদ্যমান


২৫। DNA প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙ্গে দেয় কোন এনজাইম?
(ক) হেলিকেজ
(খ) প্রাইমেজ
(গ) পলিমারেজ
(ঘ) লাইগেজ
সঠিক উত্তর: (ক) হেলিকেজ


২৬। কোনটি ডিপ্লয়েড জীব?
(ক) Riccia
(খ) Pteris
(গ) Ulothrix
(ঘ) Agaricus
সঠিক উত্তর: (খ) Pteris


২৭। Re-combinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার-
i. বাহক হিসেবে
ii. পোষক হিসেবে
iii. রেস্ট্রিকশান এনজাইমের উৎস হিসেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২৮। ভুট্টা উদ্ভিদে CO2 এর গ্রাহক যৌগ কয় ধরনের?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (খ) পরিবহন টিস্যুযুক্ত


২৯। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি?
(ক) স্পোরোফাইটিক
(খ) পরিবহন টিস্যুযুক্ত
(গ) পুষ্পক
(ঘ) ভ্রুণ সৃষ্টিকারী
সঠিক উত্তর: (ঘ) ভ্রুণ সৃষ্টিকারী


৩০। কুমড়া কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
(ক) সমপার্শ্বীয়
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) অরীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) সমদ্বিপার্শ্বীয়

উদ্দীপকটি পড়ো এবং নিচের ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও:
“ধান, টমেটো এবং কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরলাকারে বের করে দেয়।”

৩১। উপরোক্ত উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে পানি তরলাকারে বের হয়?
(ক) স্টোমাটা
(খ) হাইডাথোড
(গ) লেন্টিসেল
(ঘ) ট্রাইকোম
সঠিক উত্তর: (খ) হাইডাথোড


৩২। উদ্দীপকের প্রক্রিয়াটি ঘটে-
(ক) দিনের বেলায়
(খ) অতিরিক্ত ঠাণ্ডায়
(গ) অতিরিক্ত আর্দ্রতায়
(ঘ) মৃত্তিকাস্থ পানির অভাবে
সঠিক উত্তর: (গ) অতিরিক্ত আর্দ্রতায়


৩৩। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি?
(ক) উপপত্রযুক্ত
(খ) একপ্রতিসম
(গ) গর্ভকটি
(ঘ) মূলীয় অমরাবিন্যাস
সঠিক উত্তর: (ক) উপপত্রযুক্ত


৩৪। ADP + Pi = ATP; এই বিক্রিয়াটি সংঘটিত হতে পারে-
i. সাইটোপ্লাজমে
ii. মাইটোকন্ড্রিয়ায়
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩৫। Ex-situ conservation-এর উদাহরণ কোনটি?
(ক) উদ্ভিদ উদ্যান
(খ) ইকোপার্ক
(গ) অভয়ারণ্য
(ঘ) সাফারি পার্ক
সঠিক উত্তর: (ক) উদ্ভিদ উদ্যান