মাধ্যমিক জীববিজ্ঞান সিলেবাস (SSC Biology Syllabus)


চতুর্দশ অধ্যায় : জীব প্রযুক্তি ( ১২ পিরিয়ড)



বিষয়বস্তু
১। জীবপ্রযুক্তি (Biogenetics)
১.১ ধারণা ও গুরুত্ব
২। টিস্যু কালচার এবং এর ব্যবহার
৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৩.১ উদ্দেশ্য
৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার
৪.১ শস্য উনড়বয়নে
৪.২ গৃহপালিত পশুর রোগ নিরাময়ে
৪.৩ ইনসুলিন ও হরমোন উৎপাদনে

শিখনফল
বুদ্ধিবৃত্তীয়
১। জীবপ্রযুক্তির ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
২। টিস্যু কালচার ব্যাখ্যা করতে পারবে।
৩। শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার বর্ণনা করতে পারবে।
৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে।
৫। শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বর্ণনা করতে পারবে।
৬। পশুর রোগ নিরাময়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বর্ণনা করতে পারবে।
৭। ইনসুলিন এবং হরমোন উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বর্ণনা করতে পারবে।
৮। জীবপ্রযুক্তির উপযোগিতা মূল্যায়ন করতে পারবে।
মনোপেশিজ
৯। জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বিষয়ে পোস্টার অঙ্কন করতে পারবে।
আবেগীয়
১০। আমাদের প্রতিদিনের জীবনে জীবপ্রযুক্তির অবদান উপলদ্ধি করতে পারবে।