মাধ্যমিক জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন (SSC Biology CQ)


সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়


(ক) জ্ঞানমূলক প্রশ্ন :

১। মধ্যচ্ছদা কী?
২। রক্তের কোন কণিকা অক্সিজেন বহন করে?
৩। যক্ষা রোগের কারন কি?
৪। নিউমোনিয়া হবার কারণ কী?
৫। শ্বসনতন্ত্র কাকে বলে?
৬। অন্তঃশ্বসন কী?
৭। যক্ষা রোগের ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম লিখ।
৮। লেন্টিসেল কী?
৯। ভোকাল কর্ড কী?
১০। ‘মধ্যচ্ছদা’ কী?
১১। ব্রংকিওল কাকে বলে?
১২। প্লুরা কী?
১৩। গলবিল কী?
১৪। হিমোগ্লোবিন কী?
১৫। ব্রংকাইটিস কী?
১৬। নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কী?
১৭। ব্রংকাই কী?
১৮। যক্ষ্মা রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।
১৯। অ্যালভিওলাস কী?
২০। নাসাপথ কী?


(খ) অনুধাবনমূলক প্রশ্ন :

১। বহিঃশ্বসন বলতে কী বুঝায়?
২। ট্রাকিয়া বলতে কী বুঝ?
৩। ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়?
৪। যক্ষা রোগ কিভাবে প্রতিরোধ করা যায়?
৫। মানবদেহে বহিঃশ্বসন বর্ণনা কর।
৬। প্লুরোসি কীভাবে শ্বাস প্রশ্বাসে সমস্যা করে?
৭। মধ্যচ্ছদার কাজ কী?
৮। ব্রঙ্কাস বলতে কী বোঝ?
৯। ‘ব্রঙ্কাইটিস’ কেন হয়?
১০। অক্সিজেন উপাদান ছাড়া প্রাণী বাঁচে না কেন?
১১। মধ্যচ্ছদা বলতে কী বোঝায়?
১২। ব্রঙ্কিওল বলতে কী বোঝ?
১৩। ট্রাকিয়ার ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে কেন?
১৪। অবাত শ্বসন ও সবাত শ্বসনের পার্থক্য ব্যাখ্যা করো।
১৫। নাসাপথ দিয়ে ফুসফুসে প্রবেশরত বায়ু কিছুটা নির্মল হয়ে যায় কেন? ব্যাখ্যা কর।
১৬। মানবদেহে গ্যাসীয় বিনিময় বলতে কী বোঝায়?
১৭। শ্বসনে মধ্যচ্ছদার ভূমিকা লেখ।
১৮। ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলি লেখো।
১৯। হাঁপানি রোগের কারণগুলি লেখ।
২০। অ্যানজিনা বলতে কী বোঝায়?
২১। ব্যাপন বলতে কী বোঝায়?
২২। রাত্রিবেলা বড় গাছের নীচের ঘুমাতে হয় না কেন?
২৩। রাতে ঘন পাতাবিশিষ্ট বড় গাছের নিচে ঘুমানো বিপদজনক কেন?
২৪। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে কেন?


(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
অতিরিক্ত ধূমপানের ফলে রজব আলী খুব দুর্বল ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে কিছু ঔষধ দিলেন ও জানালেন, ধূমপানের কারণে লৌহ কণিকার অভাবে রক্তের একটি বিশেষ অংশ সঠিকভাবে গঠিত হতে পারে না।
(গ) উদ্দীপকে বর্ণিত রক্তের বিশেষ অংশটি কীভাবে কাজ করে ব্যাখ্যা কর।
(ঘ) রজব আলীর অভ্যাস তার জীবনে কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।


২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্ভিদ ও প্রাণী উভয়ই গ্যাসীয় বিনিময় করে। প্রাণীরা গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। মানবদেহে এ ক্রিয়াকে দুই ভাগে বিভক্ত করা যায়। যথা: অন্তঃশ্বসন ও বহিঃশ্বসন। মানবদেহে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস।
(গ) উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
(ঘ) মানবদেহের শ্বসন ক্রিয়ার দ্বিতীয় পর্যায়টি যেভাবে সম্পন্ন হয় তা চিত্রসহ আলোচনা কর।


৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শিহাব সাহেব কাশি ও বুকে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হলেন যে, শিহাব সাহেবের শ্বসনতন্ত্রের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।
(গ) শিহাব সাহেবের রোগ ছড়ানোর প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩
(ঘ) ডাক্তার মিহাব সাহেবকে সুস্থ থাকার জন্য কী পরামর্শ দিলেন -বিশ্লেষণ করো। ৪


৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
অর্ণবের চাচা একজন ঝুট ব্যবসায়ী। কিছুদিন থেকে দেখা যাচ্ছে তিনি অজীর্ণ ও পেটের পীড়ায় ভুগছেন। তার দেহের ওজন কমে যাচ্ছে ও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছেন। তিন সপ্তাহের বেশি সময় ধরে খুসখুসে কাশি ও তার সাথে কখনও কখনও রক্ত ঝরছে। এমতাবস্থায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার চামড়া পরীক্ষা ও এক্স-রে করার পর তার শরীরে একটি রোগ সনাক্ত করে।
(গ) অর্ণবের চাচার যে রোগ ধরা পড়েছে তার কারণ ও লক্ষণ বর্ণনা করো। ৩
(ঘ) কী কী প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে অর্ণবের চাচা উক্ত রোগ থেকে রেহাই পেতে পারেন -বিশ্লেষণ করো। ৪


৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নাদিয়ার ছোট ভাই কাশি ও অ্যাজমায় ভূগছিল। সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং কিছু পরীক্ষা করা হলো। ডাক্তার কিছু ওষুধ খেতে দিলেন।
(গ) নাদিয়ার ভাইয়ের রোগের লক্ষণগুলো বর্ণনা করো। ৩
(ঘ) ‘রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ শ্রেয়’- নাদিয়ার ভাইয়ের রোগের আলোকে বিশ্লেষণ কর। ৪


৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শাপলা কিছুদিন আগে ব্রঙ্কাইটিস রোগে ভুগেছেন। কিছুদিন হলো তার ঠান্ডা লেগেছে। গত দুইদিন যাবত তার প্রচণ্ড জ্বর আসছে। শাপলা ইতোমধ্যে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।
(গ) শাপলা যে রোগে ভুগছে তার লক্ষণগুলো ব্যাখ্যা করো। ৩
(ঘ) “শাপলার রোগটি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম”- উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪


৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রহিম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। রিপোর্ট দেখে ডাক্তার বলেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে তিনি অসুস্থ। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ফলে অতি সহজে এই জীবাণুর বিস্তার ঘটে।
(গ) রহিম মিয়ার রোগের লক্ষণ লিখ। ৩
(ঘ) ডাক্তারের পরামর্শ অনুযায়ী রহিম মিয়ার করণীয় দিকগুলো বিশ্লেষণ কর। ৪


৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শওকত সাহেব একটি বায়ুবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। উক্ত রোগের জীবাণু যখন দেহের রোগ প্রতিরোধকারী রক্তকণিকাকে পরাস্ত করে দূর্বল করে তখনই এ রোগের লক্ষণ প্রকাশ পায়।
(গ) উদ্দীপকে উল্লিখিত রক্তকণিকার বৈশিষ্ট্য লেখ। ৩
(ঘ) রোগটি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম- উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ৪


৯। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
টিউমার, ক্যান্সার ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল। সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।
(গ) উদ্দীপকে উল্লিখিত ফসল কী? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত ক্যান্সারের কারণ ও প্রতিকার বিশ্লেষণ করো। ৪


১০। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বন্ধুদের আড্ডায় সিগারেট খেতে খেতে একসময় চেইন স্মোকারে পরিণত হয় তুহিন। ধুমপানের কারণে শরীর দিন দিন দুর্বল হয়ে পড়লে, সে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার জানালেন, ধুমপানের কারণে লৌহ কণিকার অভাবে রক্তকণিকার বিশেষ গঠনে সমস্যা হয়।
(গ) “ধুমপান ব্রংকাইটিসের মতো রোগ এর জন্য দায়ী” এর কারণ ও প্রতিকার লেখো। ৩
(ঘ) তুহিনের অভ্যাস তার জীবনে কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে বলে তুমি মনে করো? ৪


১১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শায়লা কিছুদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছে। দুদিন হল প্রচন্ড জ্বর এসেছে। ডাক্তারের কাছে গেলে তাকে বিভিন্ন পরীক্ষা করে তার সুচিকিৎসার ব্যবস্থা করলেন।
(গ) শায়লার রোগের লক্ষণগুলি লেখ। ৩
(ঘ) শায়লার রোগটি প্রতিকারের চেয়ে প্রতিরোধ-ই উত্তম বিশ্লেষণ করো। ৪


১২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
আসিফ সাহেবের দীর্ঘদিন ধরে কাশি হয়েছে। রাতে ঘাম হয় এবং বিকালের দিকে জ্বর আসে। কাশির সাথে রক্ত যওয়ায় ডাক্তারের শরণাপন্ন হন। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার বলেন, এ রোগটি Mycobacterium tuberculosis নামক জীবাণুর সংক্রমণে হয়েছে।
(গ) উদ্দীপকের অনুজীবটি যে রাজ্যের তার বৈশিষ্ট্য উল্লেখ কর। ৩
(ঘ) আসিফ সাহেব রোগটি থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারে- তোমার মতামত ব্যাখ্যা কর। ৪


১৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মাখিং অনেক দিন ধরে খুসখুসে কাশি, বুকে ব্যথা, ক্ষুধামন্দা, ঘনঘন জ্বর, হাঁপানিতে ভুগছে। এছাড়া, সে তার হাড়ে ব্যথা অনুভব করার পাশাপশি বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ইদানিং ভগ্নস্বর ও জন্ডিস দেখা দিয়েছে। ডাঃ অরুপের কাছে গেলে তিনি তাকে কিছু পরীক্ষা করতে বলেন এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
(গ) মাখিং-এর রোগটি নির্ণয় কর। ৩
(ঘ) ডাঃ অরুপের পরামর্শ অনুযায়ী মাখিং-এর করণীয় বিষয়গুলো বিশ্লেষণ কর। ৪


১৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
কবির সাহেব প্রচুর ধূমপান করেন। কিছুদিন ধরে তিনি ফুসফুসে কাঁশি ও বুক ব্যথায় ভুগছেন ডাক্তারের কাছে গেলে তিনি জানতে পারলেন যে, তার ফুসফুসে একটি মারাত্মক রোগ হয়েছে।
(গ) কবির সাহেবের আক্রান্ত অঙ্গের দ্বারা গ্যাসীয় বিনিময় ব্যাখ্যা কর। ৩
(ঘ) কবির সাহেবের যে রোগ হয়েছে তার লক্ষণ ও প্রতিকার লেখ। ৪



১৫। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-


(গ) উপরে উল্লেখিত প্রক্রিয়ার সাথে সম্পর্কিত তন্ত্রের দুটি রোগের কারণ ও লক্ষণগুলি লিখ। ৩
(ঘ) উদ্দীপকের চিত্রের মাধ্যমে কীভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়-ব্যাখ্যা কর। ৪
১৬। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।


(গ) P এর সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) গ্যাস বিনিময়ের ক্ষেত্রে P ও Q একে অপরের উপর নির্ভরশীলতার বিষয়টি তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর। ৪



১৭। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) মানব শ্বসনে A চিহ্নিত অংশটির গুরুত্ব বর্ণনা কর। ৩
(ঘ) ধূমপানের ফলে চিত্রে উল্লেখিত তন্ত্রটির কীভাবে ক্ষতি হয় তা আলোচনা কর। ৪



১৮। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

(গ) E অণুজীব দ্বারা B ও C অঙ্গে কী রোগ হয় বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকটির প্রক্রিয়ায় D অংশের ভূমিকা বিশ্লেষণ কর। ৪