এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
অষ্টম অধ্যায় : টিস্যু ও টিস্যুতন্ত্র
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে ?
(ক) সমপার্শ্বীয় (খ) সমদ্বিপার্শ্বীয় (গ) অরীয় (ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (গ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো-
(i) এই টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন
(ii) এই টিস্যু খাদ্য তৈরি করে
(iii) এই টিস্যুর কোষীয় বিপাক হার বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
১। পাশের চিত্রে পাতার অ স্থানটি
(i) দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত
(ii) শ্বাস কুঠুরী বিদ্যমান
(iii) ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। চিত্রের পাতার অ স্থানটি কোন কোন জৈবিক কাজে অংশ গ্রহণ করে ?
(ক) সালোকসংশ্লেষণ, শ্বসন ও ব্যাপন (খ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও অভিস্রবণ
(গ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন (ঘ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও পরিশোষণ