এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


অষ্টম অধ্যায় : টিস্যু ও টিস্যুতন্ত্র


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে কী বলে?
(ক) টিস্যু
(খ) তন্ত্র
(গ) অঙ্গ
(ঘ) বান্ডল
সঠিক উত্তর: (ক) টিস্যু


২। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) 8
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


৩। প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে?
(ক) এপিক্যাল মেরিস্টেম
(খ) প্রোটোডার্ম
(গ) প্রোক্যাম্বিয়াম
(ঘ) প্রো-মেরিস্টেম
সঠিক উত্তর: (ঘ) প্রো-মেরিস্টেম


৪। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটি?
(ক) ভাজক টিস্যু
(খ) প্যারেনকাইমা
(গ) কোলেনকাইমা
(ঘ) জাইলেম টিস্যু
সঠিক উত্তর: (ক) ভাজক টিস্যু


৫। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?
(ক) রিব ভাজক টিস্যু
(খ) মাস ভাজক টিস্যু
(গ) প্লেট ভাজক টিস্যু
(ঘ) নিবেশিত ভাজক টিস্যু
সঠিক উত্তর: (ক) রিব ভাজক টিস্যু


৬। সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?
(ক) পার্শ্বীয় ভাজক টিস্যু
(খ) শীর্ষস্থ ভাজক টিস্যু
(গ) প্রাইমারি ভাজক টিস্যু
(ঘ) ইন্টারক্যালারি ভাজক টিস্যু
সঠিক উত্তর: (ক) পার্শ্বীয় ভাজক টিস্যু


৭। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী?
(ক) ক্যাম্বিয়াম
(খ) জাইলেম
(গ) ফ্লোয়েম
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ক) ক্যাম্বিয়াম


৮। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু?
(ক) এপিকাল মেরিস্টেম
(খ) সেকেন্ডারি জাইলেম টিস্যু
(গ) প্রাইমারি জাইলেম টিস্যু
(ঘ) সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু
সঠিক উত্তর: (ঘ) সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু


৯। কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়?
(ক) প্লেট ভাজক টিস্যু
(খ) রিব ভাজক টিস্যু
(গ) মাস ভাজক টিস্যু
(ঘ) পার্শ্বীয় ভাজক টিস্যু
সঠিক উত্তর: (ক) প্লেট ভাজক টিস্যু


১০। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু দ্বারা সৃষ্ট?
(ক) প্রোক্যাম্বিয়াম
(খ) গ্রাউন্ড মেরিস্টেম
(গ) ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম
(ঘ) প্রোমেরিস্টেম
সঠিক উত্তর: (খ) গ্রাউন্ড মেরিস্টেম


১১। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি?
(ক) মেরিস্টেম
(খ) কর্ক ক্যাম্বিয়াম
(গ) ফেলোজেন
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (খ) কর্ক ক্যাম্বিয়াম


১২। উদ্ভিদের এপিডার্মিস ও এপিরেমা গঠন করে কোনটি?
(ক) প্রোটোডার্ম
(খ) প্রোক্যাম্বিয়াম
(গ) গ্রাউন্ড মেরিস্টেম
(ঘ) রিব ভাজক টিস্যু
সঠিক উত্তর: (ক) প্রোটোডার্ম


১৩। প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?
(ক) ত্বক
(খ) শাখা
(গ) পাতা
(ঘ) মূল
সঠিক উত্তর: (ক) ত্বক


১৪। জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্দ্র কোথায় থাকে?
(ক) নিম্নত্বকে
(খ) উভয় ত্বকে
(গ) উর্ধ্বত্বকে
(ঘ) মধ্যত্বকে
সঠিক উত্তর: (গ) উর্ধ্বত্বকে


১৫। হাইডাথোডের প্যারেনকাইমা টিস্যু কী নামে পরিচিত?
(ক) এপিব্লেমা
(খ) এপিথেম
(গ) ট্রাইকোম
(ঘ) কোলেটার্স
সঠিক উত্তর: (খ) এপিথেম


১৬। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?
(ক) বহিঃত্বকে
(খ)অধঃত্বকে
(গ) অন্তঃত্বকে
(ঘ) পরিচক্রে
সঠিক উত্তর: (গ) অন্তঃত্বকে


১৭। হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি কী নামে পরিচিত?
(ক) মেসোফিল
(খ) ক্যাসপেরিয়ান
(গ) প্রোটোডার্ম
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ঘ) কর্টেক্স


১৮। পিথ এবং পেরিসাইকলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটি?
(ক) ভাস্কুলার বান্ডল
(খ) কর্টেক্স
(গ) এন্ডোডার্মিস
(ঘ) মজ্জারশ্মি
সঠিক উত্তর: (ঘ) মজ্জারশ্মি


১৯। কোন স্তরে পারণকোষ বিদ্যমান?
(ক) হাইপোডার্মিস
(খ) কর্টেক্স
(গ) এন্ডোডার্মিস
(ঘ) পেরিসাইকল
সঠিক উত্তর: (গ) এন্ডোডার্মিস


২০। স্টিলির কেন্দ্রে ভাস্কুলার বান্ডল ব্যতীত অবশিষ্ট অংশকে কী বলে?
(ক) কর্টেক্স
(খ) পেরিসাইকল
(গ) পিথ
(ঘ) এন্ডোডার্মিস
সঠিক উত্তর: (গ) পিথ


২১। নিচের কোনটি এপিডার্মাল উপাঙ্গের কাজ?
(ক) খাদ্য পরিবহণ
(খ) উদ্ভিদের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ
(গ) খনিজ লবণ শোষণ
(ঘ) খাদ্য তৈরি
সঠিক উত্তর: (গ) খনিজ লবণ শোষণ


২২। নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান?
(ক) ট্রাকিড
(খ) ভেসেল
(গ) সীভনল
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (গ) সীভনল


২৩। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) 8
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক) ২


২৪। কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়?
(ক) লাউ, কুমড়া
(খ) জবা, ধুতুরা
(গ) আম, জাম
(ঘ) ধান, গম
সঠিক উত্তর: (ক) লাউ, কুমড়া


২৫। আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়?
(ক) মূলে
(খ) কাণ্ডে
(গ) পাতায়
(ঘ) ফুলে
সঠিক উত্তর: (ক) মূলে


২৬। অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় কোন উদ্ভিদে?
(ক) নগ্নবীজী
(খ) আবৃতবীজী
(গ) টেরিডোফাইট
(ঘ) ব্রায়োফাইট
সঠিক উত্তর: (খ) আবৃতবীজী


২৭। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে ?
(ক) সমপার্শ্বীয়
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) অরীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (গ)


২৮। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মি কোন কোষ দ্বারা গঠিত?
(ক) প্যারেনকাইমা
(খ) অ্যারেনকাইমা
(গ) কোলেনকাইমা
(ঘ) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (ক) প্যারেনকাইমা


২৯। Lycopodium উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল উপস্থিত?
(ক) কেন্দ্রিক
(খ) হ্যাড্রোসেট্রিক
(গ) লেপ্টোসেন্ট্রিক
(ঘ) সংযুক্ত
সঠিক উত্তর: (খ) হ্যাড্রোসেট্রিক


৩০। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
(ক) মুক্ত সমপার্শ্বীয়
(খ) বদ্ধ সমপার্শ্বীয়
(গ) সমদ্বিপার্শ্বীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) বদ্ধ সমপার্শ্বীয়


৩১। ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?
(ক) মুক্ত
(খ) সমপার্শ্বীয়
(গ) অরীয়
(ঘ) কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) সমপার্শ্বীয়


৩২। প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন?
(ক) নলাকার
(খ) ষড়ভুজাকার
(গ) অশ্বখুরাকার
(ঘ) গোলাকার
সঠিক উত্তর: (ঘ) গোলাকার


৩৩। পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটি?
(ক) ট্রাকিড
(খ) ভেসেল
(গ) জাইলেম প্যারেনকাইমা
(ঘ) ট্রাকিয়া
সঠিক উত্তর: (গ) জাইলেম প্যারেনকাইমা


৩৪। মূলের এপিরেমা কোন কোষ নিয়ে গঠিত?
(ক) প্যারেনকাইমা
(খ) কোলেনকাইমা
(গ) স্ক্লেরেনকাইমা
(ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ক) প্যারেনকাইমা


৩৫। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? [রা. বো. ২০২১]
(ক) ২
(খ) ৩
(গ) 8
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


৩৬। এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো- [সি. বো. ২০২১]
(ক) স্টোমাটা
(খ) ট্রাইকোম
(গ) রক্ষীকোষ
(ঘ) হাইডাথোড
সঠিক উত্তর: (খ) ট্রাইকোম


৩৭। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ? [রা. বো. ২০১৯]
(ক) মাস
(খ) রিব
(গ) প্লেট
(ঘ) প্রোটোডার্ম
সঠিক উত্তর: (গ) প্লেট


৩৮। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? [ঢা. বো. ২০১৭]
(ক) মাস
(খ) প্রাইমারি
(গ) প্লেট
(ঘ) রিব
সঠিক উত্তর: (ক) মাস


৩৯। কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকার হলো-[মা. বো. ২০২১]
(ক) ২
(খ) ৩
(গ) 8
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


৪০। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কী বলে? [সি. বো. ২০১৭]
(ক) প্রোটোডার্ম
(খ) প্রোক্যাম্বিয়াম
(গ) মাস মেরিস্টেম
(ঘ) গ্রাউন্ড মেরিস্টেম
সঠিক উত্তর: (ক) প্রোটোডার্ম


৪১। মূলের ত্বককে কী বলে? [দি. বো. ২০২১]
(ক) এপিডার্মিস
(খ) এপিব্লেমা
(গ) হাইপোডার্মিস
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (খ) এপিব্লেমা


৪২। যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয়, তাকে কী বলে? [দি. বো. ২০২১, চ. বো. ২০১৬]
(ক) রিব
(খ) মাস
(গ) প্লেট
(ঘ) শীর্ষস্থ
সঠিক উত্তর: (ক) রিব


৪৩। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটি? [ঢা. বো. ২০১৯]
(ক) মূলরোম
(খ) মজ্জা
(গ) ত্বক
(ঘ) ফ্লোয়েম
সঠিক উত্তর: (খ) মজ্জা


৪৪। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে? [রা. বো. ২০২১]
(ক) কোলেটার্স
(খ) শল্ক
(গ) ব্লাডার
(ঘ) স্টোম্যাটা
সঠিক উত্তর: (ক) কোলেটার্স


৪৫। নিচের কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান? [কু. বো. ২০১৯, দি. বো. ২০১৬]
(ক) শসা
(খ) কচু
(গ) বেগুন
(ঘ) মরিচ
সঠিক উত্তর: (খ) কচু


৪৬। নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুইটি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত ছিদ্রপথটি রাতের বেলায় খোলা থাকে? [কু. বো. ২০১৭]
(ক) কার্পাস তুলা
(খ) নল খাগড়া
(গ) পাথরকুচি
(ঘ) মেস্তাপাট
সঠিক উত্তর: (গ) পাথরকুচি


৪৭। পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে? [কু. বো. ২০২১, ঢা. বো, ২০১৬]
(ক) কর্টেক্স
(খ) মেসোফিল
(গ) পেরিসাইকেল
(ঘ) মজ্জা
সঠিক উত্তর: (খ) মেসোফিল


৪৮। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়? [কু. বো. ২০১৬]
(ক) এপিডার্মিস
(খ) জাইলেম
(গ) ফ্লোয়েম
(ঘ) মজ্জা
সঠিক উত্তর: (ঘ) মজ্জা


৪৯। নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ? [ব. বো. ২০১৬]
(ক) পরিচক্র
(খ) বহিঃত্বক
(গ) অধঃত্বক
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ক) পরিচক্র


৫০। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ হলো- [মা. বো. ২০২১]
(ক) Dracaena sp
(খ) Mangifera sp
(গ) Oryza sp
(ঘ) Triticum sp
সঠিক উত্তর: (ক) Dracaena sp


৫১। ভাস্কুলার বান্ডলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু হতে? [চ. বো. ২০২১]
(ক) প্রোটোডার্ম
(খ) প্রোক্যাম্বিয়াম
(গ) গ্রাউন্ড মেরিস্টেম
(ঘ) প্রোমেরিস্টেম
সঠিক উত্তর: (খ) প্রোক্যাম্বিয়াম


৫২। কোনটিতে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে? [চ. বো. ২০১৯]
(ক) Riccia
(খ) Pteris
(গ) Cycas
(ঘ) Oryza
সঠিক উত্তর: (খ) Pteris


৫৩। নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান ? [সি. বো. ২০১৯]
(ক) ট্রাকিড
(খ) ভেসেল
(গ) ফাইবার
(ঘ) সিভনল
সঠিক উত্তর: (গ) ফাইবার


৫৪। কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল—[সি. বো, ২০১৯, ব. বো. ২০১৬]
(ক) অরীয়
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) হ্যাড্রোসেন্ট্রিক
(ঘ) লেপ্টোসেন্ট্রিক
সঠিক উত্তর: (খ) সমদ্বিপার্শ্বীয়


৫৫। জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়—[কু বো ২০১৭]
(ক) টেরিডোফাইটায়
(খ) ব্যক্তবীজী উদ্ভিদে
(গ) একবীজপত্রী উদ্ভিদে
(ঘ) দ্বিবীজপত্রী উদ্ভিদে
সঠিক উত্তর: (ক) টেরিডোফাইটায়


৫৬। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ? [সি. বো. ২০১৭]
(ক) লাইকোপোডিয়াম
(খ) সেলাজিনেলা
(গ) রিকশিয়া
(ঘ) ড্রাসিনা
সঠিক উত্তর: (ঘ) ড্রাসিনা


৫৭। কচুর মূলের ভাস্কুলার বান্ডল হলো— (ঢা. বো. ২০২১]
(ক) লেপ্টোসেন্ট্রিক
(খ) হ্যাড্রোসেন্ট্রিক
(গ) অরীয়
(ঘ) সংযুক্ত
সঠিক উত্তর: (গ) অরীয়


৫৮। স্পাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ডে—[কু. বো. ২০১৭]
(ক) পরিবহণ কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ
(খ) পরিবহণ কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত
(গ) অধঃত্বক একসারি কোষে গঠিত
(ঘ) মজ্জারশ্মি সুস্পষ্ট ও বড়
সঠিক উত্তর: (ক) পরিবহণ কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ


৫৮। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি ? [য। বো। ২০১৭]
(ক) মূলত্বক কিউটিকলযুক্ত
(খ) ভাস্কুলার বান্ডল সংযুক্ত
(গ) অধঃত্বক অনুপস্থিত
(ঘ) ভাস্কুলার বান্ডল এর সংখ্যা চার
সঠিক উত্তর: (গ) অধঃত্বক অনুপস্থিত


৬০। একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? [দি. বো. ২০১৯]
(ক) বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
(খ) অধঃত্বকে স্ক্লেরেনকাইমা টিস্যু আছে
(গ) জাইলেম V বা Y আকৃতিবিশিষ্ট
(ঘ) ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির
সঠিক উত্তর: (ঘ) ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির


৬১। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে- [সকল বোর্ড ২০১৮]
(ক) জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে
(খ) জাইলেম টিস্যুর গঠন অনেকটা ‘V’বা ‘Y’ আকৃতির
(গ) ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত থাকে
(ঘ) জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে
সঠিক উত্তর: (খ) জাইলেম টিস্যুর গঠন অনেকটা ‘V’বা ‘Y’ আকৃতির


৬২। কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? [য. বো. ২০১৬]
(ক) একবীজপত্রী কাণ্ডে
(খ) একবীজপত্রী মূলে
(গ) দ্বিবীজপত্রী কাণ্ডে
(ঘ) দ্বিবীজপত্রী মূলে
সঠিক উত্তর: (গ) দ্বিবীজপত্রী কাণ্ডে


৬৩। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় নিচের কোন উদ্ভিদ কাণ্ডে? [রা. বো. ২০২১]
(ক) ভুট্টা
(খ) ঢেঁড়স
(গ) বেগুন
(ঘ) টমেটো
সঠিক উত্তর: (ক) ভুট্টা



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো-
(i) এই টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন
(ii) এই টিস্যু খাদ্য তৈরি করে
(iii) এই টিস্যুর কোষীয় বিপাক হার বেশি

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


২। মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় —
i. গৌণ ভাজক টিস্যুর জন্য
ii. স্থায়ী ভাজক টিস্যুর জন্য
iii. পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি
i. ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে
ii. কর্ক ক্যাম্বিয়ামে
iii. ভাস্কুলার ক্যাম্বিয়ামে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপাদান
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. অ্যারেনকাইমা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য—
i. কোষের নিউক্লিয়াস বৃহৎ ও ঘন সাইটোপ্লাজমযুক্ত
ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে না
iii. কোষগুলো আয়তাকার

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি -
i. প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত
ii. ঘনভাবে সন্নিবেশিত
iii. আন্তঃকোষীয় ফাঁকা স্থান বিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের—
i. কেন্দ্রে ফ্লোয়েম থাকে
ii. চতুর্দিকে জাইলেম থাকে
iii. কেন্দ্রে জাইলেম ও চতুর্দিকে ফ্লোয়েম থাকে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৮। ক্যাসপেরিয়ান ফিতা
i. কিউটিন যুক্ত
ii. লিগনিন যুক্ত
iii. সুবেরিন যুক্ত

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৯। বিষমপৃষ্ঠ পাতায় থাকে-
i. প্যালিসেড প্যারেনকাইমা
ii. স্পঞ্জি প্যারেনকাইমা
iii. স্টোম্যাটা কম

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১০। হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল বিশিষ্ট উদ্ভিদ—
i. Dracaena
ii. Pteris
iii. Selaginella

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১১। কলাবতী গাছের কাণ্ডের
i. এপিডার্মিস পুরু কিউটিকলযুক্ত
ii. জাইলেমের বিন্যাস এন্তার্ক
iii. ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১২। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য—
i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
ii. পরিবহশ কলাগুচ্ছ সংযুক্ত
iii. পরিবহণ কলাগুচ্ছ অরীয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৩। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে
i. ভাস্কুলার বান্ডল অরীয়
ii. ক্যাম্বিয়াম অনুপস্থিত
iii. মজ্জা অস্পষ্ট

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১৪। কাজ অনুসারে ভাজক টিস্যুগুলি হলো- [সকল বোর্ড ২০১৮]
i. গ্রাউন্ড মেরিস্টেম
ii. প্রোটোডার্ম
iii. প্লেট মেরিস্টেম

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৫। মজ্জারশ্মির (Medullary ray / pith - ray) কাজ— [রা. বো. ২০১৭]
i. খাদ্য সঞ্চয় করা
ii. পানি ও খাদ্য পরিবহণ করা
iii. যান্ত্রিক শক্তি প্রদান করা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


১৬। উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য—[দি. বো. ২০২১]
i. পরিবহন কলাগুচ্ছ অরীয়
ii. প্রোটোজাইলেম এক্সার্ক
iii. জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম কলা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


১৭। ভাস্কুলার বান্ডল এর সংখ্যা ৬ এর অধিক নিচের কোন উদ্ভিদের মূলে দেখা যায়— [য. বো. ২০২১]
i. কচু
ii. ভুট্টা
iii. কলাবতী

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।

১। চিত্রের পাতার A স্থানটি-
(i) দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত
(ii) শ্বাস কুঠুরী বিদ্যমান
(iii) ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২। চিত্রের পাতার A স্থানটি কোন কোন জৈবিক কাজে অংশ গ্রহণ করে ?
(ক) সালোকসংশ্লেষণ, শ্বসন ও ব্যাপন
(খ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও অভিস্রবণ
(গ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন
(ঘ) সালোকসংশ্লেষণ, শ্বসন ও পরিশোষণ
সঠিক উত্তর: (গ)


নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
শ্রেণি শিক্ষক ক্লাসে এক প্রকার টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করলেন যা উদ্ভিদের কোন অঙ্গে এপিডার্মিস ও ভাস্কুলার বান্ডল ব্যতীত সকল প্রকার টিস্যুর সমন্বয়ে গঠিত।

৩। শিক্ষক কোন ধরনের টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করেছেন?
(ক) এপিডার্মাল
(খ) ত্বকীয়
(গ) গ্রাউন্ড
(ঘ) ভাস্কুলার
সঠিক উত্তর: (গ) গ্রাউন্ড


৪। টিস্যুতন্ত্রটির গাঠনিক উপাদান
i. প্যারেনকাইমা
ii. অ্যারেনকাইমা
iii. কোলেনকাইমা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
এপিডার্মিস থেকে এককোষী বা বহুকোষী, সূত্রবৎ কিছু উপাঙ্গ সৃষ্টি হয়। এগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে।

৫। উদ্দীপকে যে উপাঙ্গের উল্লেখ রয়েছে তা কী নামে পরিচিত?
(ক) ট্রাইকোম
(খ) এপিডার্মিস
(গ) এপিব্লেমা
(ঘ) স্টোম্যাটা
সঠিক উত্তর: (ক) ট্রাইকোম


৬। উপাঙ্গগুলো-
i. পরাগরেণু গ্রহণে সহায়তা করে
ii. খাদ্য তৈরি করে
iii. প্রস্বেদন হ্রাস করে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৭। উদ্দীপকের ভাস্কুলার বান্ডল কোনটিতে পাওয়া যায়?

(ক) নগ্নবীজী উদ্ভিদে
(খ) ড্রাসিনাতে
(গ) লাইকোপোডিয়ামে
(ঘ) আবৃতবীজী উদ্ভিদে
সঠিক উত্তর: (ঘ) আবৃতবীজী উদ্ভিদে


৮। চিত্র 'C' কোন ধরনের ভাস্কুলার বান্ডল?

(ক) সমপার্শ্বীয় মুক্ত
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) অরীয়
(ঘ) জাইলেম কেন্দ্রিক
সঠিক উত্তর: (খ) সমদ্বিপার্শ্বীয়


নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: —[ব. বো. ২০২১]


৯। উক্ত টিস্যুটি উদ্ভিদের কোথায় অবস্থিত?
(ক) ফুলের বোটা
(খ) পাতার বৃন্ত
(গ) ঘাসের পর্ব
(ঘ) কাণ্ডের শীর্ষে
সঠিক উত্তর: (ঘ) কাণ্ডের শীর্ষে


১০। উদ্ভিদদেহে উক্ত টিস্যুর ভূমিকা—
i. বিভিন্ন টিস্যু উৎপন্ন করা
ii. দৃঢ়তা দান করা
iii. বৃদ্ধি সাধন করা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


নিচের চিত্রটি দেখো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ২০১৯]


১১। চিত্রটি নিম্নের কোন কোন উদ্ভিদে দেখা যায়?
(ক) কলা
(খ) কচু
(গ) আলু
(ঘ) বেগুন
সঠিক উত্তর: (খ) কচু


১২। চিত্রের গঠনটির বৈশিষ্ট্য হলো-
i. পানি নির্গমন ঘটে
ii. শীর্ষে রক্ষীকোষ থাকে
iii. নিচে পত্ররন্দ্রীয় গহ্বর থাকে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ২০১৮, ব. বো. ২০১৭]


১৩। 'B' চিহ্নিত অংশটির নাম কী?
(ক) জাইলেম
(খ) ফ্লোয়েম
(গ) ক্যাম্বিয়াম
(ঘ) এন্ডোডার্মিস
সঠিক উত্তর: (গ) ক্যাম্বিয়াম


১৪। 'A' চিহ্নিত অংশটির কাজ হলো—
i. খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান
ii. পানি ও খনিজ লবণ সরবরাহ
iii. উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [য. বো. ২০১৯]


১৫। A চিত্রে ভাস্কুলার বান্ডল কোন ধরনের?
(ক) অরীয়
(খ) জাইলেম কেন্দ্রিক
(গ) ফ্লোয়েম কেন্দ্রিক
(ঘ) সংযুক্ত
সঠিক উত্তর: (ক) অরীয়


১৬। B চিত্রের বৈশিষ্ট্য হলো—
i. ক্যাম্বিয়াম বলয় থাকে
ii. সমান ব্যাসার্ধে জাইলেম ও ফ্লোয়েম থাকে
iii. জাইলেম ও ফ্লোয়েম সংযুক্ত

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


উদ্দীপকটি দেখো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [কু. বো. ২০২১]


১৭। চিত্র 'A' কোন ধরনের ভাস্কুলার বান্ডল?
(ক) কেন্দ্রিক
(খ) বদ্ধ সমপার্শ্বীয়
(গ) মুক্ত সমদ্বিপার্শ্বীয়
(ঘ) অরীয়
সঠিক উত্তর: (গ) মুক্ত সমদ্বিপার্শ্বীয়


১৮। B চিত্র সংশ্লিষ্ট উদ্ভিদ অঙ্গের বৈশিষ্ট্য—
i. জাইলেম এন্ডার্ক
ii. পেরিসাইকেল একস্তরবিশিষ্ট।
iii. হাইপোডার্মিস অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের চিত্রটি লক্ষ করে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ঢা. বো. ২০১৯]


১৮। উদ্দীপকের চিত্রটিতে “A” চিহ্নিত অংশটির নাম কী?
(ক) মেটাজাইলেম
(খ) ফ্লোয়েম
(গ) প্রোটোজাইলেম
(ঘ) মেডুলা
সঠিক উত্তর: (ক) মেটাজাইলেম


২০। চিত্রে “A” অংশটির ক্ষেত্রে প্রয়োজ্য—
i. পানি ও খনিজ লবণ পরিবহন করা
ii. প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা
iii. কোষীয় উপাদান ট্রাকিয়া

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii



২১। উদ্দীপকের ভাস্কুলার বান্ডল কোন ধরনের? [কু. বো. ২০১৬: দি. বো. ২০১৫]
(ক) সমপার্শ্বীয়
(খ) সমদ্বিপার্শ্বীয়
(গ) কেন্দ্রিক
(ঘ) অরীয়
সঠিক উত্তর: (ঘ) অরীয়


২২। [রা. বো. ২০২১]

A চিত্রের বৈশিষ্ট্য হলো-
i. ভাস্কুলার বান্ডল অরীয়
ii. জাইলেম এক্সার্ক
iii. জাইলেম এন্ডার্ক

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii