মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন (Medical College Admission Test)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৮

(জীববিজ্ঞান–২য় পত্র)



১। মুখ বিবরে র‌্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে?
(a) Chordata
(b) Mollusca
(c) Arthropoda
(d) Nematoda
সঠিক উত্তর: (b) Mollusca


২। হাইড্রার বহিঃত্বকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি?
(a) সংবেদী কোষ
(b) নিডোব্লাস্ট কোষ
(c) স্নায়ু কোষ
(d) পেশি আবরণী কোষ
সঠিক উত্তর: (d) পেশি আবরণী কোষ


৩। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
(a) কর্ণিয়া
(b) র‌্যাবডোম
(c) কর্ণিয়াজেন কোষ
(d) ক্রিস্টালাইন কোষ
সঠিক উত্তর: (a) কর্ণিয়া


৪। রুই মাছের আঁইশ কোন ধরনের?
(a) প্লাকয়েড (b) সাইনয়েড
(c) টিনয়েড (d) সাইক্লয়েড
সঠিক উত্তর: (d) সাইক্লয়েড


৫। করোটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(a) ট্রক্লিয়ার-অক্ষিগোলকের সঞ্চালন
(b) গ্লসোফ্যারিনাজিয়াল-গলবিলের সঞ্চালন
(c) ফ্যাসিয়াল-মুখের অভিব্যক্তি
(d) হাইপোগ্লোসাল-স্বাদ গ্রহণ
সঠিক উত্তর: (d) হাইপোগ্লোসাল-স্বাদ গ্রহণ


৬। ব্যাঙের শীতনিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ?
(a) ধনাত্মক থার্মাট্যাক্সিস
(b) ধনাত্মক জিওট্যাক্সিস
(c) ঋণাত্মক থার্মোট্যাক্সিস
(d) ঋণাত্মক কেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (c) ঋণাত্মক থার্মোট্যাক্সিস


৭। নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?
(a) প্রজাতির প্রতিরক্ষা
(b) গোষ্ঠীগত প্রতিরক্ষা
(c) ব্যক্তিগত প্রতিরক্ষা
(d) সক্রিয় প্রতিরক্ষা
সঠিক উত্তর: (c) ব্যক্তিগত প্রতিরক্ষা


৮। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?
(a) মেডুলা অবলংগাটা
(b) পনস
(c) সেরেবেলাম
(d) থ্যালামাস
সঠিক উত্তর: (d) থ্যালামাস


৯। চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলোকসংবেদী অংশ কোনটি?
(a) অন্ধ বিন্দু
(b) আলোক বিন্দু
(c) পীত বিন্দু
(d) সাদা বিন্দু
সঠিক উত্তর: (c) পীত বিন্দু


১০। মানবদেহের সবচেয়ে বড় অনাল গ্রন্থি কোনটি?
(a) থাইরয়েড
(b) শুক্রাশয়
(c) পিটুইটারি
(d) সুপ্রারেনাল
সঠিক উত্তর: (a) থাইরয়েড


১১। নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়?
(a) শ্বাসনালি
(b) ব্রঙ্কাস
(c) প্রান্তীয় ব্রঙ্কিওল
(d) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (d) অ্যালভিওলার নালি


১২। নিচের কোনটি প্রত্যাবর্তী প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
(a) এটি একটি ধীর প্রক্রিয়া
(b) কার্যনির্বাহক বন্ধ প্রাথমিক অবস্থায় ফিরে আসে
(c) এই প্রক্রিয়া চলাকালীন সময়ে অপচয় শক্তির সৃষ্টি হয় না
(d) এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
সঠিক উত্তর: (d) এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া


১৩। হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?
(a) Lymphocyte
(b) Basophil
(c) Monocyte
(d) Neutrophi
সঠিক উত্তর: (b) Basophil


১৪। হৃদপিণ্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প (cusp) থাকে না?
(a) ডান অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা
(b) বাম অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা
(c) অ্যাওর্টিক কপাটিকা
(d) পালমোনারি কপাটিকা
সঠিক উত্তর: (b) বাম অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা


১৫। রক্তে CO2 পরিবহনের মাধ্যম নয় কোনটি?
(a) কার্বলিক এসিড
(b) বাইকার্বনেট যৌগ
(c) কার্বন মনোক্সাইড
(d) কার্বমিনো যৌগ
সঠিক উত্তর: (c) কার্বন মনোক্সাইড


১৬। কোন জাতীয় ব্যারোমিটার রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
(a) উচ্চচাপ ব্যারোমিটার
(b) ক্যারোটিড ব্যারোমিটার
(c) নিম্নচাপ ব্যারোমিটার
(d) অ্যাট্রিয়াল ব্যারোমিটার
সঠিক উত্তর: (c) নিম্নচাপ ব্যারোমিটার


১৭। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়?
(a) ন্যাসাল অস্থি
(b) ম্যাক্সিলা অস্থি
(c) এথময়েড অস্থি
(d) ম্যান্ডিবল অস্থি
সঠিক উত্তর: (c) এথময়েড অস্থি


১৮। ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?
(a) পেরিঅস্টিয়াম
(b) লিগামেন্ট
(c) টেনডন
(d) পেরিমাইসিয়াম
সঠিক উত্তর: (c) টেনডন


১৯। নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
(a) রেনিন
(b) অ্যানজিওটেনসিন
(c) অ্যালডোস্টেরন
(d) ইনসুলিন
সঠিক উত্তর: (c) অ্যালডোস্টেরন


মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন (Medical College Admission Test)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৭

(জীববিজ্ঞান–২য় পত্র)



১। নিচের কোনটি সেক্সলিঙ্কড ডিসঅর্ডার নয়?
(ক) লাল সবুজ বর্ণান্ধতা
(খ) থ্যালাসেমিয়া
(গ) হিমোফিলিয়া
(ঘ) ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি
সঠিক উত্তর:(খ) থ্যালাসেমিয়া


২। নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়?
(ক) লোম
(খ) লালা
(গ) ইন্টারফেরন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (গ) ইন্টারফেরন


৩। প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
(ক) লুইস ব্রাউন
(খ) প্যাট্রিক স্ট্রেপটো
(গ) রবার্ট এডয়ার্ড
(ঘ) হেনরি ওয়াটসন
সঠিক উত্তর: (ক) লুইস ব্রাউন


৪। মানবদেহের করোটিকাতে কতগুলো অস্থি আছে?
(ক) ১২টি
(খ) ১৭টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (গ) ৮টি


৫। হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায়?
(ক) বৃক্কীয় নালিকায়
(খ) রেনাল করপাসলে
(গ) এফারেন্ট ধমনীকাতে
(ঘ) ইফারেন্ট ধমনীকাতে
সঠিক উত্তর: (ক) বৃক্কীয় নালিকায়


৬। মারসুপিয়ান স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ) অস্ট্রেলিয়া


৭। চোখের স্ক্লেরার রং কী?
(ক) কালো
(খ) সাদা
(গ) হালকা হলুদ
(ঘ) লাল
সঠিক উত্তর: (খ) সাদা


৮। হৃদ-ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়?
(ক) অ্র্যানজিওপ্লাস্টি
(খ) হৃদপিণ্ডের বাইপাস সার্জারিতে
(গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
(ঘ) পেসমেকার বসাতে
সঠিক উত্তর: (গ) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে


৯। সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়?
(ক) স্বরযন্ত্রে
(খ) শ্বাসনালিতে
(গ) অ্যালভিওলাসে
(ঘ) ব্রঙ্কাসে
সঠিক উত্তর: (গ) অ্যালভিওলাসে


১০। নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ?
(ক) হাইড্রা
(খ) জেলি ফিস
(গ) টিনোফোরা
(ঘ) সী অ্যানিমন
সঠিক উত্তর: (গ) টিনোফোরা


১১। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) হিমোসিল
(খ) সম্মুখ বাহিকা
(গ) পৃষ্ঠীয় বাহিকা
(ঘ) হিমোলিম্ফ
সঠিক উত্তর: (ক) হিমোসিল


১২। মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
(ক) থাইমাস
(খ) থাইরয়েড
(গ) প্যারাথাইরয়েড
(ঘ) এড্রিনাল
সঠিক উত্তর: (গ) প্যারাথাইরয়েড


১৩। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি?
(ক) অলফেক্টরি
(খ) ফেসিয়াল
(গ) অডিটরি স্নায়ু
(ঘ) অপটিক স্নায়ু
সঠিক উত্তর: (খ) ফেসিয়াল


১৪। মানবদেহের ভারসাম্য নিচের কোনটি নিয়ন্ত্রণ করে?
(ক) বহি:কর্ণ
(খ) অন্ত:কর্ণ
(গ) মধ্যকর্ণ
(ঘ) নাসাগলবিল
সঠিক উত্তর: (খ) অন্ত:কর্ণ


১৫। সাধারণ হাড় ভাঙ্গার অপর নাম কী?
(ক) যৌগিক হাড়ভাঙ্গা
(খ) উন্মুক্ত হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা
সঠিক উত্তর: (ঘ) বদ্ধ হাড়ভাঙ্গা


১৬। হাইড্রার খাদ্য নয় কোনটি?
(ক) সাইক্লপস
(খ) ড্যাফনিয়া
(গ) খণ্ডকায়িত প্রাণী
(ঘ) ছোট ঘাস
সঠিক উত্তর: (ঘ) ছোট ঘাস


১৭। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন?
(ক) জানুয়ারি-মার্চ মাস
(খ) ফেব্রুয়ারি-মে মাস
(গ) জুন-আগস্ট মাস
(ঘ) সেপ্টেম্বর-জানুয়ারি মাস
সঠিক উত্তর: (গ) জুন-আগস্ট মাস


১৮। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিড নি:সরণ নিয়ন্ত্রণ করে?
(ক) এন্টেরোকাইনিন
(খ) সিক্রেটিন
(গ) সোমাটোস্টটিন
(ঘ) গ্যাস্ট্রিন
সঠিক উত্তর: (ঘ) গ্যাস্ট্রিন


১৯। নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) প্লাজমা
(ঘ) শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা





মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন (Medical College Admission Test)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৬

(জীববিজ্ঞান–২য় পত্র)



১। দ্রুত চলাচলের জন্য Hydra কোন চলন পদ্ধতি ব্যবহার করে?
(ক) Somersaulting
(খ) Looping
(গ) Crawling
(ঘ) Gliding
সঠিক উত্তর: (ক) Somersaulting


২। কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিকঙ্কালের অংশ নয়?
(ক) জেনা
(খ) এপিক্রেনিয়াম
(গ) ওসেলি
(ঘ) ভার্টেক্স
সঠিক উত্তর: (গ) ওসেলি


৩। রুই মাছের আশেঁর বৃদ্ধি কোন সময়ে বেশি হয়?
(ক) বর্ষাকালে
(খ)শরৎকালে
(গ) শীতকালে
(ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (ঘ) বসন্তকালে


৪। একজন ৬ বছরের বালিকার দাতেঁর সংকেত (ICPM) কোনটি?
(ক) I2C1P2M3
(খ) I2C1P0M2
(গ) I2C2P2M0
(ঘ) I2C0P1M2
সঠিক উত্তর: (খ) I2C1P0M2


৫। নিচের কোন BMI (Body Mass Index) এর অতিরিক্ত ওজন নির্দেশ করে?
(ক) 18.5-24.9 kg/m2
(খ) 18.5-24.9 kg/m2
(গ) 18.5-24.9 kg/m2
(ঘ) 18.5-24.9 kg/m2
সঠিক উত্তর: (খ) 18.5-24.9 kg/m2


৬। নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়?
(ক) অগ্নাশয়
(খ)শুক্রাশয়
(গ)ডিম্বাশয়
(ঘ) এড্রেনাল গ্রন্থি
সঠিক উত্তর: (ঘ) এড্রেনাল গ্রন্থি


৭। একই সাথে শরীরের রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কী?
(ক) থার্মোমিটার
(খ) স্ফিগমোম্যানোমিটার
(গ) পালসঅক্সিমিটার
(ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর: (গ) পালসঅক্সিমিটার


৮। নিউক্লিয়াস বিহীন কোষ হলো-
(ক) লোহিত রক্তকণিকা
(খ) শ্বেত রক্তকণিকা
(গ) স্নায়ুকোষ
(ঘ) হৃদকোষ
সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা


৯। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি?
(ক) এনজিওগ্রাম
(খ) লিপিড প্রোফাইল
(গ) ইসিজি
(ঘ) ইটিটি
সঠিক উত্তর: (গ) ইসিজি


১০। শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়?
(ক) পন্স
(খ) মধ্যমস্তিষ্ক
(গ) সেরিবেলাম
(ঘ) স্নায়ুরজ্জু
সঠিক উত্তর: (ক) পন্স


১১। কোনটি প্যারানাসাল সাইনাস না?
(ক) ফ্রন্টাল সাইনাস
(খ) ম্যাক্সিলারি সাইনাস
(গ) স্ফেনয়ডাল সাইনাস
(ঘ) অক্সিপিটাল সাইনাস
সঠিক উত্তর: (ঘ) অক্সিপিটাল সাইনাস


১২। কোন রোগীর রক্তের pH 6.90; অবস্থাকে কী বলে?
(ক) অ্যালকালোসিস
(খ) এসিডোসিস
(গ) হাইড্রোসিস
(ঘ) অ্যালকালিমিয়া
সঠিক উত্তর: (খ) এসিডোসিস


১৩। দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?
(ক) ৭২ ঘন্টার মধ্যে
(খ) ৪৮ ঘন্টার মধ্যে
(গ) ১০০ ঘন্টার মধ্যে
(ঘ) ২ ঘন্টার মধ্যে
সঠিক উত্তর: (খ) ৪৮ ঘন্টার মধ্যে


১৪।মানুষের কব্জিতে হাড়ের সংখ্যা কত?
(ক) ৫টি
(খ) ৮টি
(গ) ৭টি
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ) ৮টি


১৫। প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
(ক) ১০ বিলিয়ন
(খ) ১০ কোটি
(গ) ১০ মিলিয়ন
(ঘ) ১০ লক্ষ
সঠিক উত্তর: (গ) ১০ মিলিয়ন


১৬। বুকের দুধে কোন ধরণের ইমিউনোগ্লোবিউলিন থাকে (Ig)?
(ক) IgE
(খ) IgM
(গ) IgG
(ঘ) IgA
সঠিক উত্তর: (ঘ) IgA


১৭। কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
(ক) পুত্রদের অর্ধেক সুস্থ হবে
(খ) পুত্রদের সবাই সুস্থ হবে
(গ) পুত্রদের অর্ধেক হিমোফিলিয়া আক্রান্ত হবে
(ঘ) কন্যাদের অর্ধেক বাহক হবে
সঠিক উত্তর: (খ) পুত্রদের সবাই সুস্থ হবে


১৮। ‘ফিলোসফিক’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) দ্যা ভ্রিস
(ঘ) ভাইজম্যান
সঠিক উত্তর: (খ) ল্যামার্ক


১৯। জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে?
(ক) ১৫ কোটি বছর
(খ) সাড়ে ১৬ কোটি বছর
(গ) সাড়ে ১৩ কোটি বছর
(ঘ) ২৫ কোটি বছর
সঠিক উত্তর: (খ) সাড়ে ১৬ কোটি বছর


২০। মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশটি-
(ক) বামখণ্ড
(খ) ডানখণ্ড
(গ) কডেটখণ্ড
(ঘ) কোয়াড্রেই খণ্ড
সঠিক উত্তর: (খ) ডানখণ্ড


২১। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?
(ক) ডিওডেনাম
(খ) ইলিয়াম
(গ) এপেনডিক্স
(ঘ)জেজুনাম
সঠিক উত্তর: (গ) এপেনডিক্স


২২। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল-
(ক) ৫-৭ মিনিট
(খ) ১২-১৪ মিনিট
(গ) ১-৪ মিনিট
(ঘ) ৪০-৫৫ সেকেন্ড
সঠিক উত্তর: (গ) ১-৪ মিনিট


২৩। কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
(ক) Ni-Cd ব্যাটারি
(খ) Li ব্যাটারি
(গ) Li আয়ন ব্যাটারি
(ঘ) শুষ্ক (Dry cell) ব্যাটারি
সঠিক উত্তর: (খ) Li ব্যাটারি





মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন (Medical College Admission Test)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৫

(জীববিজ্ঞান–২য় পত্র)



১। পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
(a) ইহা পাকস্থলী হতে নিঃসৃত হয়
(b) পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে
(c) ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
(d) ইহা আমিষ পরিপাক করে
সঠিক উত্তর: (c) ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়


২। কোনটি অদানাদার শ্বেত কণিকা?
(a) বেসোফিল
(b) নিউট্রোফিল চক্র
(c) ইউসিনোফিল
(d) মনোসাইট
সঠিক উত্তর: (d) মনোসাইট


৩। কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সৃষ্টি হয়?
(a) ক্রেব চক্র
(b) নাইট্রোজেন চক্র
(c) অরনিথিন চক্র
(d) কার্বন চক্র
সঠিক উত্তর: (c) অরনিথিন চক্র


৪। সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থক্ষরণ করে কোন অঙ্গ?
(a) ভাস ডিফারেন্স
(b) মূত্রাশয়
(c) সেমিনাল ভেসিকল
(d) এপিডিডাইমিস
সঠিক উত্তর: (c) সেমিনাল ভেসিকল


৫। কোনটি মিশ্র গ্রন্থি?
(a) প্যারোটিড
(b) সোয়েট
(c) অগ্ন্যাশয়
(d) অশ্রু
সঠিক উত্তর: (c) অগ্ন্যাশয়


৬। জেলিফিস কোন পর্বের প্রাণী?
(a) মোলাস্কা
(b) আর্থ্রোপোডা
(c) প্লাটিহেলমিনথিস
(d) নিডারিয়া
সঠিক উত্তর: (d) নিডারিয়া


৭। নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হাড়?
(a) ক্ল্যাভিকল
(b) স্ফেনয়েড
(c) এথময়েড
(d) পিউবিস
সঠিক উত্তর: (a) ক্ল্যাভিকল


৮। ঘাসফড়িংয়ের সরু ও শক্ত ডানাদ্বয়কে কী বলে?
(a) টেগমিনা
(b) টারসাস
(c) ট্রকান্টার
(d) স্টারনাম
সঠিক উত্তর: (a) টেগমিনা


৯। কোন প্রাণী অযৌন ও যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে?
(a) হাইড্রা
(b) রুইমাছ
(c) ঘাসফড়িং
(d) মৌমাছি
সঠিক উত্তর: (a) হাইড্রা


১০। মানুষের রক্তের মান কত?
(a) ৬.৫
(b) ৭.০
(c) ৭.৪
(d) ৭.৮
সঠিক উত্তর: (c) ৭.৪


১১। মানুষের নবম জোড়া করোটিক স্নায়ু কোনটি?
(a) হাইপোগ্লোসাল
(b) স্পাইনাল অ্যাকসেসরি
(c) অ্যাবডুসেন্স
(d) অ্যাবডুসেন্স
সঠিক উত্তর: গ্লসোফেরিনজিয়াল


১২। নিচের উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আঁইশ পাওয়া যায় না?
(a) ইলিশ
(b) স্যামন
(c) কার্প
(d) রুই
সঠিক উত্তর: সব মাছেই সাইক্লয়েড আঁইশ পাওয়া যায়


১৩। নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়?
(a) ডান নিলয় (b) মহাধমনী
(c) ফুসফুস (d) বাম অলিন্দ
সঠিক উত্তর: (b) মহাধমনী


১৪। নিচের কোনটি মিনারেলোকটিকয়েড হরমোনের কাজ হয়?
(a) হৃৎক্রিয়া বৃদ্ধি করে
(b) বৃক্কের NaCl ও পানিশোষণ ক্ষমতা বৃদ্ধি করে
(c) রক্তের প্লাজমার পরিমাণ বৃদ্ধি করে
(d) K+ রেচন হার বৃদ্ধি করে
সঠিক উত্তর: (a) হৃৎক্রিয়া বৃদ্ধি করে


১৫। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
(a) ইন্টারফেরন
(b) ভ্যাক্সিন
(c) কমপ্লিমেন্ট সিস্টেম
(d) অণুচক্রিকা
সঠিক উত্তর: (c) কমপ্লিমেন্ট সিস্টেম


১৬। হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কী বলে?
(a) জিনোম
(b) অ্যালিলোমর্ফ
(c) ফিনোটাইপ
(d) জিনোটাইপ
সঠিক উত্তর: (b) অ্যালিলোমর্ফ


মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন (Medical College Admission Test)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৪

(জীববিজ্ঞান–২য় পত্র)



১। আস্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি?
(ক) Nematoda
(খ) Cnidaria
(গ) Platyhelminthes
(ঘ) Arthropoda
সঠিক উত্তর: (ক)Nematoda


২। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়?
(ক) অযৌন প্রজনন
(খ) পুনুরুৎপত্তি
(গ) চলন
(ঘ) যৌন প্রজনন
সঠিক উত্তর: (ক) অযৌন প্রজনন


৩। স্থুলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি?
(ক) রক্ত শূন্যতা
(খ) হাঁপানী
(গ) করোনারি হার্ট ডিজিজ
(ঘ) রেনাল ফেইলিউর
সঠিক উত্তর: (গ) করোনারি হার্ট ডিজিজ


৪। ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কী বলে?
(ক) দ্বিতীয় ভেন্ট্রিকল
(খ) চতুর্থ ভেন্ট্রিকল
(গ) প্রথম ভেন্ট্রিকল
(ঘ) তৃতীয় ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (ঘ) তৃতীয় ভেন্ট্রিকল


৫। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি?
(ক) ফেসিয়াল
(খ) অপথ্যালমিক
(গ) হাইপোগ্লোসাল
(ঘ) ভেগাস
সঠিক উত্তর: (গ) হাইপোগ্লোসাল


৬। নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়?
(ক) লোহিত কণিকা
(খ) থাইমাস
(গ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(ঘ) অস্থি সন্ধি
সঠিক উত্তর: (গ) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র


৭। চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংশপেশি?
(ক) ট্রাইসেপস
(খ) রেকটাস ফিমোরিস
(গ) বাইসেপস ফিমোরিস
(ঘ) ডেল্টয়েড
সঠিক উত্তর: (গ) বাইসেপস ফিমোরিস


৮। মস্তিষেকর কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত?
(ক) থ্যালামাস
(খ) সেরেবেলাম
(গ) সেরেব্রাম
(ঘ) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: (ঘ) হাইপোথ্যালামাস


৯। পিউপিলের অবস্থান কোথায়?
(ক) রেটিনার পশ্চাতে
(খ) আইরিসের পশ্চাতে
(গ) আইরিসের মধ্যবর্তী স্থানে
(ঘ) কোরয়েডের নিচে
সঠিক উত্তর: (গ) আইরিসের মধ্যবর্তী স্থানে


১০। অগ্নাশয়ের আলফা কোষ থেকে নি:সৃত হয়-
(ক) পেনক্রিয়াটিক পলিপেপটাইড
(খ) লাইপেজ
(গ) ইনসুলিন
(ঘ) গ্লুকাগন
সঠিক উত্তর: (ঘ) গ্লুকাগন


১১। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো-
(ক) সেলুলোজ
(খ) সুক্রোজ
(গ) স্টার্চ
(ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর: (ঘ) গ্লাইকোজেন


১২। স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় কিসের উপস্থিতিতে?
(ক) বিলিভার্ডিন
(খ) ইউরোক্রোম
(গ) বিলিরুবিন
(ঘ) অ্যামোনিয়া
সঠিক উত্তর: (খ) ইউরোক্রোম


১৩। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়?
(ক) মায়োগ্লোবিন
(খ) এনজাইম সমূহ
(গ) হিমোগ্লোবিন
(ঘ) ইনসুলিন
সঠিক উত্তর: (খ) এনজাইম সমূহ


১৪। নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য?
(ক) এটি একটি বাঁকানো অস্থি
(খ) একপ্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত থাকে
(গ) এটি একটি খাটোঁ অস্থি
(ঘ) এই অস্থির মজ্জা গহ্বর আছে
সঠিক উত্তর: (ক) এটি একটি বাঁকানো অস্থি


১৫। নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়?
(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (গ) ব্যাকটেরিয়া


১৬। মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে?
(ক) ৪৪টি
(খ) ২৩টি
(গ) ২২টি
(ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (ক) ৪৪টি