১৪। জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
(ক) Physiology
(খ) Chemistry
(গ) Biochemistry
(ঘ) Biotechnology
সঠিক উত্তর: (গ)
১৫। বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
(ক) খাদ্য গলাধঃকরণ করে
(খ) এককোষী জীব
(গ) এরা উদ্ভিদ বা প্রাণী নয়
(ঘ) নিজে খাদ্য তৈরি করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১৬। তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
(ক) ভৌত জীববিজ্ঞান
(খ) ফলিত জীববিজ্ঞান
(গ) উদ্ভিদবিজ্ঞান
(ঘ) প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
১৭। কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
(ক) Morphology
(খ) Anatolmy
(গ) Histology
(ঘ) Cytology
সঠিক উত্তর: (ঘ)
১৮। কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
(ক) ৬
(খ) ৫
(গ) ৪
(ঘ) ৩
সঠিক উত্তর: (ক)
১৯। কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়?
(ক) ভৌত বিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
(খ) পরিবেশ বিজ্ঞানে
(গ) জীববিজ্ঞানে ও জড়বিজ্ঞানে
(ঘ) কৃষি বিজ্ঞানে ও ভৌত বিজ্ঞানে
১। রক্ত সংবহনতন্ত্র পেশিতে রক্তের মাধ্যমে জোগান দেয়-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে-
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩। এদের বৈশিষ্ট্য হলো-
i. ক্লোরোপ্লাস্ট বর্তমান
ii. কোষ বিভাজন মিয়োসিস
iii. খাদ্য গ্রহণ শোষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪। ফানজাই রাজ্যের জীবগুলো-
i. মৃতজীজী ও পরজীবী
ii. কাইটিন বস্তু দিয়ে গঠিত কোষপ্রাচীরবিশিষ্ট
iii. সালোকসংশ্লেষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫। Monera কিংডমের রিকম্বিনেশন-
i. একমুখী
ii. দ্বিমুখী
iii. ভাইরাস নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬। মনেরা রাজ্যের জীবদের কোষে অনুপস্থিত-
i. রাইবোসোম, ক্রোমাটিন বস্তু
ii. প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া
iii. এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিওলাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭। প্লাস্টিডবিহীন জীব-
i. প্রথম নমুনা ii. দ্বিতীয় নমুনা iii. চতুর্থ নমুনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮। জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) iii
(ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। Applied Biology এর অন্য নাম-
i. মৌলিক জীববিজ্ঞান
ii. ভৌত জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০। এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে-
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (situation set):
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর।
১। নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে?
(ক) ১ম
(খ) ২য়
(গ) ৩য়
(ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)
২। জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের-
i. ১ম ক্লাসের বিষয়
ii. ২য় ক্লাসের বিষয়
iii. ৩য় ক্লাসের বিষয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii