১। বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো- i. Corypha taliera
ii. Knema bengalensis
iii. Shorea robusta
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২। মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য- i. কাণ্ডে পুরু কিউটিকল
ii. লুক্কায়িত পত্ররন্ধ্র
iii. পাতা কণ্টকে রূপান্তরিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৩। উষ্ণ এলাকায় উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হল- i. মাটি সবসময় কর্মমাক্ত থাকে
ii. এদের পাতাগুলো মসৃণ ও চকচকে দেখায়
iii. কাণ্ডের নি¤œভাগে ঠেস মূল উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii
৪। লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে- i. নেমাটোকোরের সাহায্যে শ্বাসকার্য চালায়
ii. বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়
iii. অঙ্কুরিত বীজ ভ্রূণ মূলের ভারে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৫। লবণাক্ত ও মরুজ পরিবেশের উদ্ভিদের - i. কাণ্ড রসালো
ii. পত্ররন্ধ্র লুক্কায়িত
iii. মূল সুগঠিত নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
৬। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো - i. চির সবুজ বৃক্ষ
ii. জরায়ুজ অঙ্কুরোদগম
iii. নিউমাটোফোর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৭। তালিপামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য জ্জ i. জীবনে একবার ফুল ও ফল দেয়
ii. পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম বাংলাদেশে ২০০১ সালে মারা যায়
iii. IUCN তালিপামকে Extinct in the wild ঘোষণা করেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৮। জীব সংরক্ষণের জন্য প্রয়োজন- (i) অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইকোপার্ক তৈরি
(ii) যুদ্ধ-বিগ্রহ, বাঁধ ও সড়ক নির্মাণ, কলকারখানা তৈরি
(iii) DNA সংরক্ষণ, টিস্যু সংরক্ষণ, লিভিং জিন ব্যাংক তৈরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। অনিক সুন্দরবনে বেড়াতে গেল। সেখানে সে গাছের গোড়ায় শিং- আকৃতির মূল দেখতে পেল।
১। উদ্দীপকের উদ্ভিদের অভিযোজন বৈশিষ্ট্য কোনটি? (ক) জরায়ুজ অঙ্কুরোদগম (খ) কাঁটায় পরিণত পাতা (গ) কিউটিকল পাতলা (ঘ) বৃহৎ বায়ুকুঠরী
সঠিক উত্তর: (ক) জরায়ুজ অঙ্কুরোদগম
২। উদ্দীপক অঞ্চলের উদ্ভিদ কোনটি? (ক) Dipterocarpus terbinatus (খ) Tectona grandis (গ) Shorea robusta (ঘ) Nipa fruticans
সঠিক উত্তর: (ঘ) Nipa fruticans
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মত পর্যটক আকৃষ্টকারী এমন একটি এলাকায় গেলেন যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে।
৪। উদ্দীপক সংশ্লিষ্ট স্থান সৃষ্টির উদ্দেশ্যজ্জ i. বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজনন
ii. জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি করা
iii. উদ্ভিদ ও প্রাণীর জন্য National History Museum প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপক অনুসারে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাওঃ আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ডেলা, তেলাপিয়া ও শোল মাছ আছে। পুকুরের পাড়ের মাছে মাছরাঙ্গা ও বক দেখল।
৫। উদ্দীপকের বাস্তুসংস্থানটি কোন ধরনের? (ক) মিঠাপানির
(খ) লবণ পানির
(গ) বনের
(ঘ) চারণ ভূমির
৮। উদ্দীপকের বনের সংরক্ষণ পদ্ধতি হতে পারে- i. বোটানিক্যাল গার্ডেন
ii. ইকোপার্ক
iii. সাফারী পার্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: “একদল গবেষক একটি উপকূলীয় বনাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকায় নয়টি গোলপাতা, দশটি সুন্দরী এবং পনেরটি গরান উদ্ভিদ দেখতে পান।”
৯। উদ্দীপকে কতটি পুপুলেশান এর কথা বলা হয়েছে? (ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চৌত্রিশ
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের সব জায়গার মাটি ও আবহাওয়া এক রকম নয়। তাই এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়। কোনো কোনো উদ্ভিদ চিরহরিৎ আবার কোনো কোনোটি পত্রঝরা। শাল, চাপালিশ, নলখাগড়া, সুন্দরী, গেওয়া, বান্দরহোলা, গোলপাতা ইত্যাদি বিভিন্ন পরিবেশে জন্মে থাকে।
১১। উদ্দীপকের ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য- (i) জরায়ুজ অঙ্কুরোদগম
(ii) শ্বাসমূল উপস্থিত
(iii) লুক্কায়িত পত্ররন্ধ্র উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২। উদ্দীপকের পত্রঝরা উদ্ভিদ কোন অঞ্চলে বেশি জন্মে থাকে? (ক) গঙ্গানদীর বিস্তীর্ণ সমভূমি অঞ্চল (খ) ঢাকা-ময়মনসিংহ বনাঞ্চল
(গ) বৃহত্তর সিলেট অঞ্চল (ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল