এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


দ্বাদশ অধ্যায় : জীবের পরিবেশ,বিস্তার ও সংরক্ষণ


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী কোনটি?
(ক) ঘোড়া
(খ) ঘড়িয়াল
(গ) মহিষ
(ঘ) টিয়া
সঠিক উত্তর: (খ) ঘড়িয়াল


২। টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
(ক) হবিগঞ্জ
(খ) সুনামগঞ্জ
(গ) সিলেট
(ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ) সুনামগঞ্জ


৩। ইকোপার্ক কোনটি?
(ক) মধুপুর জাতীয় উদ্যান
(খ) রেমাÑক্যালেঙ্গা
(গ) টেকনাফ গেইম রেজার্ভ
(ঘ) বাঁশখালী
সঠিক উত্তর: (ঘ) বাঁশখালী


৪। নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদকে কি বলা হয়?
(ক) এক্সোটিন
(খ) এনডেঞ্জার্ড
(গ) ইনসিটু
(ঘ) এন্ডোমিক
সঠিক উত্তর: (ঘ) এন্ডোমিক


৫। জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায়?
(ক) ম্যানগ্রোভ
(খ) মরুজ
(গ) জলজ
(ঘ) মেসোফাইট
সঠিক উত্তর: (ক) ম্যানগ্রোভ


৬। নিচের কোনটি তালি পাম এর বৈজ্ঞানিক নাম-
(ক) Aldrovanda vesiculosa
(খ) Corypha taliera
(গ) Licuala peltata
(ঘ) Knena bengalensis
সঠিক উত্তর: (খ) Corypha taliera


৭। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে-
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) নিউক্লিয়াস
(ঘ) মাইক্রোটিউবলস
সঠিক উত্তর: (খ) ক্লোরোপ্লাস্ট


৮। বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) অস্ট্রেলিয়ান
(খ) ওরিয়েন্টাল
(গ) ইথিওপিয়ান
(ঘ) নিআর্কটিক
সঠিক উত্তর: (খ) ওরিয়েন্টাল


৯। কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী?
(ক) ব্লাকফিশ
(খ) প্লাটিপাস
(গ) সবুজ রুই
(ঘ) লেমুর
সঠিক উত্তর: (গ) সবুজ রুই


১০। নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে?
(ক) মরুজ
(খ) জলজ
(গ) লবণাক্ত
(ঘ) জলজ ও মরুজ
সঠিক উত্তর: (ক) মরুজ


১১। কোনটি বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ ?
(ক) রামসাগর
(গ) দুলাহাজারা
(গ) টেকনাফ
(ঘ) মাধবকুণ্ডু
সঠিক উত্তর: (গ) টেকনাফ


১২। ম্যানগ্রোভ বনের উদ্ভিদ হলো-
(ক) Mangifera indica
(খ) Oryza sativa
(গ) Triticum aestivum
(ঘ) Heritiera fomes
সঠিক উত্তর: (ঘ) Heritiera fomes


১৩। বাংলাদেশ কোন প্রাণি-ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) ওরিয়েন্টাল
(খ) প্যালিআর্কটিক
(গ) নিআর্কটিক
(ঘ) নিওট্রপিক্যাল
সঠিক উত্তর: (ক) ওরিয়েন্টাল


১৪। বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়?
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) লাইকেন
(ঘ) ফার্ন
সঠিক উত্তর: (গ) লাইকেন


১৫। সুন্দরবনের মাটিতে O2 এর পরিমাণ কম হওয়ায় উদ্ভিদের কোন অভিযোজনটি ঘটে?
(ক) জরায়ুজ অংকুরোদগম
(খ) শ্বাসমূল
(গ) ঠেস মূল
(ঘ) রসালো পাতা
সঠিক উত্তর: (খ) শ্বাসমূল


১৬। কোন অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য বেশি দেখা যায়?
(ক) ট্রপিক্যাল মিজনাল ফরেস্ট
(খ) ট্রপিক্যাল রেইন ফরেস্ট
(গ) ডেসিডুয়াস ফরেস্ট
(ঘ) সাভানা
সঠিক উত্তর: (খ) ট্রপিক্যাল রেইন ফরেস্ট


১৭। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি?
(ক) Excoecaria agallocha
(খ) Nypa fruticans
(গ) Heritiera fomes (ঘ) Acanthus ilicifolius
সঠিক উত্তর: (গ) Heritiera fomes


১৮। কোনটি পত্রঝরা বনের উদ্ভিদ?
(ক) Heritiera fomes
(খ) Sonneatia apetela
(গ) Excoecaria agallacha
(ঘ) Shorea robusta
সঠিক উত্তর: (ঘ) Shorea robusta


১৯। বাংলাদেশ কোন প্রাণীভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
(ক) ওরিয়েন্টাল
(খ) প্যালিআর্কটিক
(গ) নিয়ার্কটিক
(ঘ) নিওট্রপিক্যাল
সঠিক উত্তর: (ক) ওরিয়েন্টাল


২০। Ex-situ conservation-এর উদাহরণ কোনটি?
(ক) উদ্ভিদ উদ্যান
(খ) ইকোপার্ক
(গ) অভয়ারণ্য
(ঘ) সাফারি পার্ক
সঠিক উত্তর: (ক) উদ্ভিদ উদ্যান


১। বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটি ?
(ক) পাতিকাক
(খ) ঘড়িয়াল
(গ) মেনিমাছ
(ঘ) গুইল্যা টেংরা
সঠিক উত্তর: (খ)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো-
i. Corypha taliera
ii. Knema bengalensis
iii. Shorea robusta
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২। মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য-
i. কাণ্ডে পুরু কিউটিকল
ii. লুক্কায়িত পত্ররন্ধ্র
iii. পাতা কণ্টকে রূপান্তরিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৩। উষ্ণ এলাকায় উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হল-
i. মাটি সবসময় কর্মমাক্ত থাকে
ii. এদের পাতাগুলো মসৃণ ও চকচকে দেখায়
iii. কাণ্ডের নি¤œভাগে ঠেস মূল উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও iii


৪। লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে-
i. নেমাটোকোরের সাহায্যে শ্বাসকার্য চালায়
ii. বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়
iii. অঙ্কুরিত বীজ ভ্রূণ মূলের ভারে মাটিতে এসে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। লবণাক্ত ও মরুজ পরিবেশের উদ্ভিদের -
i. কাণ্ড রসালো
ii. পত্ররন্ধ্র লুক্কায়িত
iii. মূল সুগঠিত নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো -
i. চির সবুজ বৃক্ষ
ii. জরায়ুজ অঙ্কুরোদগম
iii. নিউমাটোফোর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। তালিপামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য জ্জ
i. জীবনে একবার ফুল ও ফল দেয়
ii. পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম বাংলাদেশে ২০০১ সালে মারা যায়
iii. IUCN তালিপামকে Extinct in the wild ঘোষণা করেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৮। জীব সংরক্ষণের জন্য প্রয়োজন-
(i) অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইকোপার্ক তৈরি
(ii) যুদ্ধ-বিগ্রহ, বাঁধ ও সড়ক নির্মাণ, কলকারখানা তৈরি
(iii) DNA সংরক্ষণ, টিস্যু সংরক্ষণ, লিভিং জিন ব্যাংক তৈরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
অনিক সুন্দরবনে বেড়াতে গেল। সেখানে সে গাছের গোড়ায় শিং- আকৃতির মূল দেখতে পেল।

১। উদ্দীপকের উদ্ভিদের অভিযোজন বৈশিষ্ট্য কোনটি?
(ক) জরায়ুজ অঙ্কুরোদগম
(খ) কাঁটায় পরিণত পাতা
(গ) কিউটিকল পাতলা
(ঘ) বৃহৎ বায়ুকুঠরী
সঠিক উত্তর: (ক) জরায়ুজ অঙ্কুরোদগম


২। উদ্দীপক অঞ্চলের উদ্ভিদ কোনটি?
(ক) Dipterocarpus terbinatus
(খ) Tectona grandis
(গ) Shorea robusta
(ঘ) Nipa fruticans
সঠিক উত্তর: (ঘ) Nipa fruticans

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মত পর্যটক আকৃষ্টকারী এমন একটি এলাকায় গেলেন যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে।

৩। উদ্দীপকে সংশ্লিষ্ট এলাকা কোনটি?
(ক) সাফারি পার্ক
(খ) ইকোপার্ক
(গ) গেম রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য
সঠিক উত্তর: (ক) সাফারি পার্ক


৪। উদ্দীপক সংশ্লিষ্ট স্থান সৃষ্টির উদ্দেশ্যজ্জ
i. বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রজনন
ii. জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি করা
iii. উদ্ভিদ ও প্রাণীর জন্য National History Museum প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপক অনুসারে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাওঃ
আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ডেলা, তেলাপিয়া ও শোল মাছ আছে। পুকুরের পাড়ের মাছে মাছরাঙ্গা ও বক দেখল।

৫। উদ্দীপকের বাস্তুসংস্থানটি কোন ধরনের?
(ক) মিঠাপানির
(খ) লবণ পানির
(গ) বনের
(ঘ) চারণ ভূমির
সঠিক উত্তর: (ক) মিঠাপানির


৬। কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট ইকোলজিক্যাল পিরামিডের উপযুক্ত উদাহরণ?
(ক) মলা → শৈবাল → শোল → মাছরাঙ্গা
(খ) শৈবাল → জলজ মাকড়সা → মলা → মাছরাঙ্গা
(গ) শৈবাল → মলা → মাছরাঙ্গা → শোল
(ঘ) শৈবাল → শোল → মলা → মাছরাঙ্গা
সঠিক উত্তর: (খ) শৈবাল → জলজ মাকড়সা → মলা → মাছরাঙ্গা

উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
সিলেটের উত্তরাঞ্চলের জলাবদ্ধ রাতারগুল বনের বিশেষত্ব থাকায় একে সংরক্ষণ করা প্রয়োজন।

৭। উদ্দীপকে উল্লিখিত বনের উদ্ভিদ কোনটি?
(ক) চালতা
(খ) বহেরা
(গ) হিজল
(ঘ) আগর
সঠিক উত্তর: (গ) হিজল


৮। উদ্দীপকের বনের সংরক্ষণ পদ্ধতি হতে পারে-
i. বোটানিক্যাল গার্ডেন
ii. ইকোপার্ক
iii. সাফারী পার্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
“একদল গবেষক একটি উপকূলীয় বনাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকায় নয়টি গোলপাতা, দশটি সুন্দরী এবং পনেরটি গরান উদ্ভিদ দেখতে পান।”

৯। উদ্দীপকে কতটি পুপুলেশান এর কথা বলা হয়েছে?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চৌত্রিশ
সঠিক উত্তর: (গ) তিন


১০। উদ্দীপকের উদ্ভিদগুলোর অভিযোজনিক বৈশিষ্ট্য কোনটি?
(ক) কাণ্ড দুর্বল, লম্বা এবং স্পঞ্জি
(খ) কর্টেক্সে বায়ুকুঠুরী বিদ্যমান
(গ) পরিবহণ টিস্যু দূর্বল (ঘ) লুকানো পত্ররন্ধ্র বিদ্যমান
সঠিক উত্তর: (খ) কর্টেক্সে বায়ুকুঠুরী বিদ্যমান

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের সব জায়গার মাটি ও আবহাওয়া এক রকম নয়। তাই এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়। কোনো কোনো উদ্ভিদ চিরহরিৎ আবার কোনো কোনোটি পত্রঝরা। শাল, চাপালিশ, নলখাগড়া, সুন্দরী, গেওয়া, বান্দরহোলা, গোলপাতা ইত্যাদি বিভিন্ন পরিবেশে জন্মে থাকে।

১১। উদ্দীপকের ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য-
(i) জরায়ুজ অঙ্কুরোদগম
(ii) শ্বাসমূল উপস্থিত
(iii) লুক্কায়িত পত্ররন্ধ্র উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১২। উদ্দীপকের পত্রঝরা উদ্ভিদ কোন অঞ্চলে বেশি জন্মে থাকে?
(ক) গঙ্গানদীর বিস্তীর্ণ সমভূমি অঞ্চল
(খ) ঢাকা-ময়মনসিংহ বনাঞ্চল
(গ) বৃহত্তর সিলেট অঞ্চল
(ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
সঠিক উত্তর: (খ)