ঢাকা বোর্ড-২০১৭


জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (সৃজনশীল প্রশ্ন)


সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট বিষয় কোড : ১৭৯ পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং প্রদত্ত আটটি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১।চিত্র
(ক) প্রজাতি কী? ১
(খ) ট্যাক্সন বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকে ' A ' চিহ্নিত প্রাণীটি যে উপপর্বের তার বৈশিষ্ট্য লিখ। ৩
(ঘ) উদ্দীপকে ' C ' চিহ্নিত প্রাণীটি ' A ' ও ' B ' চিহ্নিত প্রাণীর চেয়ে উন্নত-বিশ্লেষণ কর। ৪

২।রক্তের মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রমটি মস্তিষ্কের মেডুলা অবলংগ্যাটার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
(ক)সাইনোসাইটিস কী? ১
(খ)যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন? ২
(গ)রঞ্জক পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের বর্ণিত ২য় কার্যক্রমটি বিশ্লেষণ কর। ৪

৩।চিত্র
(ক)পরিপাক কী? ১
(খ)মিশ্রগ্রন্থি বলতে কী বুঝ? ২
(গ) পরিপাক ক্রিয়ার ' D' এর অংশের ভূমিকা ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত A, B ও C অংশের মধ্যে কাজের সমন¦য় না থাকলে কি ঘটবে-বিশ্লেষণ কর। ৪
৪। শ্রেণিকক্ষে শিক্ষক বললেন এক ধরনের পতঙ্গ আছে যা শস্যক্ষেত, সব্জির বাগানে থাকে। এদের সমান্তরাল অনেক প্রজাতি এক নিমিষেই ক্ষেত্রের ফসল বিনাশ করে। এ বিষয়ে জ্ঞানার্জনের জন্য প্রতীকী প্রাণী হিসাবে তোমার জীববিদ্যায় অন্তর্ভুক্ত হয়েছে।
(ক)রেচন কী? ১
(খ)হিমোসিল বলতে কী বুঝ? ২
(গ)উদ্দীপকের প্রাণীটির রক্তসংবহন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৩ (গ)প্রাণীটির সুষ্ঠু রূপান্তরে হরমোনের ভূমিকা বিশ্লেষণ কর। ৪

৫।মি. সোহেল একজন স্বাভাবিক পুরুষ। তিনি সম্প্রতি স্বাভাবিক (হিমোফিলিয়া বাহক) শীলা নামের মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অপরদিকে মি. রবিন ও মিসেস ফাতেমা উভয়ই জন্মগতভাবে মূক ও বধির।
(ক) এপিস্ট্যাসিস কী? ১
(খ) টেস্টক্রস ও ব্যাকক্রস বলতে কী বুঝ? ২
(গ) মি. সোহেল ও মিসেস শীলা দম্পতির প্রথম বংশধরে ফিনোটাইপ অনুপাত ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের দ্বিতীয় দম্পতির ঋ২ জনুর ফিনোটাইপিক অনুপাত বিশ্লেষণ কর। ৪

৬। চিত্র
(ক) ইমিউনতন্ত্র কী? ১
(খ) অর্জিত প্রতিরক্ষা বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত 'অ' চিত্রটি যে প্রতিরক্ষা স্তর নির্দেশ করে সেই স্তরের বর্ণনা দাও। ৩
(ঘ) 'ই' চিত্রটি মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থায় কিভাবে ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর। ৪

৭। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পাখিদের পরিযানের গুরুত্ব উপস্থাপনের পাশাপাশি মৌমাছি সম্পর্কে মন্তব্যে বললেন যে অন্যান্য প্রাণীর তুলনায় তাদের সামাজিক আচরণ অনেক উন্নত।
(ক)ট্যাক্সিস কী? ১
(খ)নপসিয়াল উড্ডয়ন বলতে কী বুঝ? ২
(গ)উদ্দীপকে পাখিদের উপস্থাপিত বিষয়টি ব্যাখ্যা কর। ৩
(ঘ)উদ্দীপকে দ্বিতীয় প্রাণীটি সম্পর্কে মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪

৮।চিত্র
(ক) উপযোজন কি? ১
(খ) পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত 'অ' অংশটির গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কিভাবে শ্রবণে ভূমিকা পালন করে–বিশ্লেষণ কর। ৪