১। প্লাজমিড বহনকারী একটি অণুজীবের নাম ও গুরুত্ব লেখো।
২। জিন ক্লোনিং বলতে কী বুঝ?
৩। নতুন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন প্রথাগত পদ্ধতির চেয়ে বেশি উন্নত?
৪। রিকম্বিনেন্ট DNA বলতে কী বোঝ?
৫। জেনেটিক রূপান্তরে রেস্ট্রিকশন লাইগেজ এনজাইমের ভূমিকা লেখো।
৬। প্লাসমিড বহনকারী একটি অণুজীবের নাম এবং এর গুরুত্ব লেখ।
(গ) ও (ঘ) প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
১। চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের (গ) ও (ঘ) নং প্রশ্নের উত্তর দাও:-
(গ) উদ্দীপকে উল্লেখিত চিত্রের পদ্ধতি ব্যবহার করে তুমি কিভাবে ইনসুলিন তৈরি করবে লিখ।
(ঘ) চিকিৎসা ও কৃষিক্ষেত্রে উক্ত পদ্ধতিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
২। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
(গ) চিত্রটি যে প্রক্রিয়ার অংশ সেই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত ফসল প্রচলিত ফসল থেকে উন্নত ব্যাখ্যা করো।
(ঘ) চিত্রের প্রক্রিয়াটির মাধ্যমে জীবজগতের বহুবিধ সমস্যার সমাধান করা সম্ভব - তোমার যুক্তি দেখাও।
৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
গবেষণাগারে বিশেষ পদ্ধতিতে জীবাণুমুক্ত পরিবেশে উদ্ভিদের অসংখ্য অনুচারা উৎপাদন করা হলো জীবপ্রযুক্তির একটি দিক। জীবপ্রযুক্তির আরেকটি দিক হলো একটি নির্দিষ্ট জিন বহনকারী উঘঅ খণ্ডাণু পৃথক করে ভিন্ন একটি জীবকোষের DNA -এর সাথে জোড়া দিয়ে এতে কাক্সিক্ষত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো।
(গ) উদ্দীপকে আলোচিত ২য় প্রযুক্তিটির চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আলোচনা করো।
(ঘ) উদ্দীপকে প্রযুক্তি দুটির মধ্যে কোনটি কৃষি ক্ষেত্রে সর্বাধিক কল্যাণ সাধন করেছে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
'A' জিন মিষ্টির জন্য দায়ী এবং 'B' জিন আকৃতির জন্য দায়ী। একটি আম মিষ্টি কিন্তু আকৃতিতে ছোট এবং 'A' জিনটিকে যদি আকৃতিতে বড় আমে স্থানান্তরিত করা হয় আমটি মিষ্টি এবং আকৃতিতে বড় হবে।
(গ) 'A' জিনটিকে কিভাবে বড় আকৃতির আমে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে? ৩
(ঘ) 'B' জিনটিকে 'A' জিনধারী আমে স্থানান্তর করলে কী রকম ফল হবে ব্যাখ্যা করো। ৪
৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বন্যজাত হতে কাঙ্খিত বৈশিষ্ট্য আবাদি জাতে স্থানান্তরের মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন এবং এদের চারা তৈরিতে বিশেষ প্রযুক্তিকে সুন্দরভাবে ব্যবহার করা যায়।
(গ) বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াটি বর্ণনা করো। ৩
(ঘ) চারা তৈরির প্রযুক্তিটি বাংলাদেশের অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ করো। ৪
৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
আকাশ চৌধুরী গবেষণাগারে বীজ ছাড়াই A উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন এবং বাবুল সাহেব B উদ্ভিদের বিটা ক্যারোটিন ও আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করেছেন।
(গ) উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত উদ্ভাবনে A উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা লিখ। ৩
(ঘ) A উদ্ভিদ ও B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির তুলনা করো। ৪
৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ড. মোশারফ এন্ডেমিক উদ্ভিদ ক্ষুদে বড়লার শীর্ষ মুকুল সংগ্রহ করে জীবপ্রযুক্তির মাধ্যমে অসংখ্যা চারা উৎপাদন করে বনায়ন করলেন। অপর দিকে ড. তাপস এক ধরনের ব্যাকটেরিয়া থেকে পতঙ্গ নাশক কৌলিক পদার্থ শসা উদ্ভিদে স্থানান্তর করে পতঙ্গ বিরোধী শসা উদ্ভিদ উৎপাদন করলেন।
(গ) উদ্দীপকের দ্বিতীয় জীবপ্রযুক্তিটির কৌশল ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকের জীবপ্রযুক্তি দুটির মধ্যে কোনটি মানব কল্যাণে অবদান রেখেছে? এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। ৪
৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ড. এম এ খালেক টেস্টটিউবে বীজ ছাড়াই ' A ' উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন। এছাড়াও কাক্সিক্ষত বৈশিষ্ট্যের জিন ব্যবহার করে ই উদ্ভিদ তৈরি করেন।
(গ) ইনসুলিন তৈরিতে উদ্দীপকের ২য় প্রক্রিয়াটির প্রয়োগ সচিত্র বর্ণনা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির তুলনা করো। ৪
৯। নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(গ) উন্নত উদ্ভিদ জাত উদ্ভাবনে B উদ্দীপক এর গুরুত্ব লিখ। ৩
(ঘ) “উদ্দীপক A এর প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রে প্রয়োগ করে জীবের উন্নয়ন ঘটানো সম্ভব” উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। ৪
১০। উদ্দীপকের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(গ) A এর কার্যকারিতায় B কীভাবে ধ্বংস হয় ব্যাখ্যা করো। ৩
(ঘ) আধুনিক বিজ্ঞানের যুগে মানুষের জন্য উপকারী বিভিন্ন পণ্য তৈরিতে 'B' এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪
১১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
একজন কৃষক ও একজন বিজ্ঞানী উভয়েই কিছু উদ্ভিদের উচ্চ ফলনশীল জাত পাওয়ার জন্য কাজ করছেন।
A. কৃষক একটি ফুলের গর্ভমুন্ডে পরাগরেণু স্থানান্তরের মাধ্যমে কীভাবে এর গুণাগুণ উন্নত করা যায় তা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেখতে চাইলেন। এরপর ফলাফল দেখতে তার অন্য মৌসুমের জন্য অপেক্ষা করার প্রয়োজন হয়।
B. বিজ্ঞানী এমন একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন প্রক্রিয়া করলেন যেখানে উঘঅ খন্ড পৃথক করতে এবং জোড়া লাগাতে কিছু এনজাইম প্রয়োজন এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের উঘঅ বাহকও এর অন্তর্ভুক্ত। ফলাফল পেতে প্রযুক্তির কত সময়ের দরকার হয়।
(গ) A প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ৩
(ঘ) A এবং B প্রক্রিয়া দুটির তুলনা করো। ৪
১২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মিঃ কবির একজন ডায়বেটিস রোগী এবং তাঁকে নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয়। তিনি জানতে পারল যে বিভিন্ন ঔষধ কোম্পানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন তৈরি করে।
(গ) ইনসুলিন উৎপাদনকারী জীন ব্যাকটেরিয়াতে স্থানান্তর করার পদ্ধতি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। ৩
(ঘ) উদ্দীপকের প্রক্রিয়ার মাধ্যমে কৃষিক্ষেত্রে কী কী উন্নয়ন হয়েছে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ৪
১৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
(গ) উদ্দীপকে প্রদত্ত পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা করো। ৩
(ঘ) কৃষিক্ষেত্রে পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন করো। ৪
১৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নিশিতা বিজ্ঞানে øাতকধারী। তিনি একজন বিজ্ঞানীকে টেস্টটিউবের ভেতরে কলার চারা তৈরিতে সাহায্য করছেন।
(গ) টেস্টটিউবের ভেতর চারা তৈরিতে নিশিতা যে পদ্ধতিটি অনুসরণ করছেন তা চিত্রসহ ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটির প্রয়োগ বিশ্লেষণ করো। ৪
১৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ডঃ শিহাব তার ল্যাবরেটরিতে কৃত্রিম কালচারের মাধ্যমে অর্কিড পাতার টিস্যু থেকে রোগমুক্ত অর্কিড চারা উৎপাদন করতে সফল হয়েছেন।
(গ) ডঃ শিহাব কীভাবে চারা উৎপাদন করলেন? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উপরে উল্লিখিত কালচার কিভাবে কৃষিক্ষেত্রে ভূমিকা পালন করে? উদাহরণসহ বিশ্লেষণ করো। ৪
১৬। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
'A' জিন মিষ্টির জন্য দায়ী এবং 'B' জিন আকার এর জন্য দায়ী। একটি আম মিষ্টি কিন্তু আকারে ছোট এবং 'A' জিনটিকে যদি বড় আমে স্থানান্তরিত করা হয় তা হলে আমটি মিষ্টি এবং আকার বড় হবে।
(গ) 'A' জিনটিকে কীভাবে বড় আকৃতির আমে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে ?
(ঘ) 'B' জিনটিকে 'অ' জিনধারী আমে স্থানান্তর করলে কী রকম ফল হবে ব্যাখ্যা কর।
১৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
একটি হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উক্ত হরমোনটির চাহিদা আরো বাড়ছে। এক সময় গরু বা শূকরের অগ্ন্যাশয় থেকে এই হরমোন সংগ্রহ করা হলেও মানুষের জন্য উপযোগী ছিল না। তাই জিন প্রকৌশলের মাধ্যমে বর্তমানে অধিক বিশুদ্ধ ও বিপুল পরিমাণ ইনস্যুলিন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে মানুষের জন্য।
(গ) উল্লেখিত হরমোনটির গুরুত্ব বর্ণনা কর।
(ঘ) “জিন প্রকৌশল” এর মাধ্যমে উক্ত হরমোন তুমি কীভাবে উৎপন্ন করবে?