২১। “পেনিসিলিন” নামক অ্যান্টিবায়েটিক ঔষধ আবিষ্কার করেন কে?
(ক) হ্যানস ক্রেবস
(খ) আলোকজান্ডার ফ্লেমিং
(গ) জর্জ বেনথাম
(ঘ) সালিম আলী
সঠিক উত্তর: (খ)
২২। প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা মলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের কী বলে?
(ক) সেন্ট্রোজোম
(খ) রাইবোজোম
(গ) সেন্ট্রিওল
(ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (গ)
২৩। প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?
(ক) ক্রিস্টি
(খ) স্টোমা
(গ) গ্রানা
(ঘ) ল্যামেলী
সঠিক উত্তর: (খ)
২৪। আমাদের নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
(ক) স্নায়ুকোষ
(খ) পেশিকোষ
(গ) যকৃৎকোষ
(ঘ) রক্তকোষ
৪১। জটিল টিস্যুকে কী বলা হয়?
(ক) দৃঢ়তা দানকারী টিস্যু
(খ) পরিবহন টিস্যু
(গ) সঞ্চয়ী টিস্যু
(ঘ) উৎপাদনকারী টিস্যু
সঠিক উত্তর: (খ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত
ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত
iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। ট্রাকিড হলো-
i. জাইলেম টিস্যুর একটি কোষ
ii. এটি লম্বা
iii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩। স্ক্লেরাইড কোষের ক্ষেত্রে বলা যায়-
i. স্টোনসেল বলা হয়
ii. খাটো, অসমব্যাসীয়
iii. লম্বাটে বা তারকাকার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪। উদ্ভিদের বিভিন্ন রকম রঞ্জক পদার্থ যে অঙ্গাণুতে থাকে তা-
i. খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫। পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হয়-
i. দ্বিবিভাজনের মাধ্যমে
ii. অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে
iii. মিয়োসিস বিভাজনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬। অস্থিকোষ অবদান রাখে-
i. দেহের বৃদ্ধিতে
ii. দেহের গঠনে
iii. দেহের দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭। আদি কোষের ক্ষেত্রে সঠিক-
i. কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না
ii. নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে
iii. অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮। প্লাস্টিডের প্রধান কাজ হলো-
i. খাদ্য প্রস্তুত করা
ii. খাদ্র সঞ্চয় করা
iii. উদ্ভিদদেহকে বর্ণময় করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। স্থায়ী টিস্যুর সঠিক?
i. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু থাকে
ii. কোষে কোষ গহবর থাকে না
iii. কোষের সাইটোপ্লাজম ঘন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০। স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত
ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত
iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
তথ্যটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত দানাদার কণা, যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে।
১। কণাটির নাম কী?
(ক) রাইবোসোম
(খ) গলজিবস্তু
(গ) সিস্টারনি
(ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক)
২। কণাটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে-
i. DNA
ii. RNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii