এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


দ্বিতীয় অধ্যায়: জীব কোষ ও টিস্যু


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :


১। কোষের ভেতরের থকথকে, অর্ধস্বচ্ছ জেলীয় ন্যায় বস্তুকে কী বলে?
(ক) প্রোটোপ্লাজম (খ) সাইটোপ্লাজম (গ) নিউক্লিওপ্লাজম (ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (ক)

২। ভ্র্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল টিস্যুকে কী বলে?
(ক) আবরণী কলা (খ) যোজক কলা (গ) পেশি কলা (ঘ) স্নায়ুকলা
সঠিক উত্তর: (গ)

৩। কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়?
(ক) মাইটোসিস (খ) মিয়োসিস (গ) অ্যামাইটোসিস (ঘ) ফিশন
সঠিক উত্তর: (খ)

৪। রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে কী বলে?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট (গ) ক্লোরোপ্লাস্ট (ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)

৫। পানি ও খনিজ লবণ পরিবহন কোন টিস্যুর প্রধান কাজ?
(ক) জাইলেম টিস্যু (খ) ফ্লোয়েম টিস্যু (গ) ভাজক টিস্যু (ঘ) বিভাজনক্ষম টিস্যু
সঠিক উত্তর: (ক)

৬। সিনাপস বলতে কী বোঝায়?
(ক) অস্থি সন্ধি (খ) স্নায়ুসন্ধি (গ) পেশিসন্ধি (ঘ) লসিকাসন্ধি
সঠিক উত্তর: (খ)

৭। সেন্ট্রিওল থাকে না কোন কোষে?
(ক) উদ্ভিদকোষে (খ) প্রাণিকোষে (গ) আদিকোষে (ঘ) অণুজীব কোষে
সঠিক উত্তর: (ক)

৮। অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে নিচের কোনটি অনুপস্থিত থাকবে?
(ক) ক্ষণপদ (খ) গহ্বর (গ) প্লাস্টিড (ঘ) নেত্র
সঠিক উত্তর: (গ)

৯। আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ কোন অঙ্গাণুর কাজ?
(ক) মাইট্রোকন্ড্রিয়া (খ) প্লাস্টিড (গ) রাইবোজোম (ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (গ)

১০। ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?
(ক) গলজি বডিতে (খ) প্লাস্টিডে (গ) নিউক্লিয়াসে (ঘ) মাইটোকন্ড্রিয়ায়
সঠিক উত্তর: (ঘ)

১১। জবিবিজ্ঞানের যে শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
(ক) এনটোমোলজি (খ) এনাটমি (গ) ফিজিওলজি (ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (খ)

১২। ভেদ্যতার ভিত্তিতে কোষ জিল্লি কোন ধরনের?
(ক) অর্ধভেদ্য (খ) বৈষম্যভেদ্য (গ) অভেদ্য (ঘ) ভৈদ্য
সঠিক উত্তর: (খ)

১৩। রক্তের উপাদান কয়টি?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

১৪। একই গঠনবিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের কী বলে?
(ক) কোষ (খ) কলা (গ) অঙ্গ (ঘ) তন্ত্র
সঠিক উত্তর: (খ)

১৫। রক্তরসে শতকরা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
(ক) ১০-১২% (খ) ৮-৯% (গ) ৮০-৮৫% (ঘ) ৯১-৯২%
সঠিক উত্তর: (খ)

১৬। দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ ঘটে কোন টিস্যুর সংকোচন ও প্রসারণের জন্য?
(ক) আবরণী টিস্যু (খ) যোজক টিস্যু (গ) পেশি টিস্যু (ঘ) স্নায়ু টিস্যু
সঠিক উত্তর: (গ)

১৭। মানবদেহে কয় ধরনের রক্ত কোষ রয়েছে?
(ক) ৫ (খ) ৪ (গ) ৩ (ঘ) ২
সঠিক উত্তর: (গ)

১৮। জাইলেম টিস্যু গঠনের উপাদান কোনটি?
(ক) কোলেনকাইমা (খ) সঙ্গীকোষ (গ) প্যারেনকাইমা (ঘ) জাইলেম ফাইবার
সঠিক উত্তর: (ঘ)

১৯। কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষ প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে?
(ক) অভিস্রবণ (খ) ব্যাপন (গ) শ্বসন (ঘ) রেচন
সঠিক উত্তর: (গ)

২০। কোনটি জীবের শারীরবৃত্তীয় কাজের সমন্বয়কারী?
(ক) হরমোন (খ) প্লস্টিড (গ) ক্রোমোজোম (ঘ) রাইবোসোম
সঠিক উত্তর: (ক)

২১। “পেনিসিলিন” নামক অ্যান্টিবায়েটিক ঔষধ আবিষ্কার করেন কে?
(ক) হ্যানস ক্রেবস (খ) আলোকজান্ডার ফ্লেমিং (গ) জর্জ বেনথাম (ঘ) সালিম আলী
সঠিক উত্তর: (খ)

২২। প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা মলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের কী বলে?
(ক) সেন্ট্রোজোম (খ) রাইবোজোম (গ) সেন্ট্রিওল (ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (গ)

২৩। প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ও পানি সহযোগে শর্করা তৈরি করে?
(ক) ক্রিস্টি (খ) স্টোমা (গ) গ্রানা (ঘ) ল্যামেলী
সঠিক উত্তর: (খ)

২৪। আমাদের নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
(ক) স্নায়ুকোষ (খ) পেশিকোষ (গ) যকৃৎকোষ (ঘ) রক্তকোষ
সঠিক উত্তর: (খ)

২৫। লিউকোপ্লাস্টের বর্ণ কী রকম?
(ক) সবুজ (খ) হলুদ (গ) লাল (ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)

২৬। কোন টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো, সরু ও লম্বা?
(ক) স্কোয়ামাস আবরণী টিস্যু (খ) কিউবয়ডাল আবরণী টিস্যু (গ) কলামনার আবরণী টিস্যু (ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
সঠিক উত্তর: (খ)

২৭। টিস্যুর গঠন ও কাজের একক কোনটি?
(ক) প্রোটোপ্লাজম (খ) কোষ (গ) সাইটোপ্লাজম (ঘ) অঙ্গ
সঠিক উত্তর: (খ)

২৮। শরীর ত্বকীয় কোষ কী কাজ করে?
(ক) ঘাম নির্গত করে (খ) কাঠামো প্রদান করে (গ) রোগ প্রতিরোধ করে (ঘ) দেহে দৃঢ়তা প্রদান করে
সঠিক উত্তর: (ক)

২৯। পরিবহন টিস্যু নিচের কোনটিকে বলা হয়?
(ক) ভাজক টিস্যু (খ) স্থায়ী টিস্যু (গ) সরল টিস্যু (ঘ) জটিল টিস্যু
সঠিক উত্তর: (ঘ)

৩০। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
(ক) গ্লাইকোলাইসিস (খ) ক্রেবস চক্র (গ) এসিটাইল কো-এ সৃষ্টি (ঘ) ইলেক্ট্রন প্রবাহ
সঠিক উত্তর: (খ)

৩১। অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
(ক) ক্যাডমিয়াম (খ) পটাশিয়াম (গ) সোডিয়াম (ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর: (ঘ)

৩২। কোমলাস্থির অপর নাম কী?
(ক) তরুণাস্থি (খ) অমনীয় অস্থি (গ) অস্থি (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

৩৩। ফুলকে আকর্ষণীয় ও পরাগায়নে সাহাজ্য করা কোনটির প্রধান কাজ?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্লোরোপ্লাস্ট (গ) গলজিবস্তু (ঘ) ক্রোমোপ্লাস্ট
সঠিক উত্তর: (ঘ)

৩৪। রক্তের রং লাল হয় কেন?
(ক) লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকায় (খ) লোহিত কণিকায় গ্লোবিউলিন থাকায় (গ) শ্বেকণিকায় প্রোটিওলঅইটিক এনজাইম থাকায় (ঘ) অণুচক্রিকায় ইওসিন থাকায়
সঠিক উত্তর: (ক)

৩৫। কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়?
(ক) মাইটোসিস (খ) মিয়োসিস (গ) অ্যামাইটোসিস (ঘ) ফিশন
সঠিক উত্তর: (খ)

৩৬। গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে কোনগুলো দেখা যায়?
(ক) ফাইবার (খ) স্ক্লেরাইড (গ) ভেসেল (ঘ) ট্রাকিড
সঠিক উত্তর: (গ)

৩৭। পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে?
(ক) ভ্রূণীয় এন্ডোডার্ম (খ) এক্টোপ্লাজম (গ) ভ্রূণীয় এক্টাডার্ম (ঘ) ভ্রূণীয় মেসোডার্ম
সঠিক উত্তর: (ঘ)

৩৮। ভ্রণ ও শিশু ধারক অঙ্গ কোনটি?
(ক) ত্বকতন্ত্র (খ) জননতন্ত্র (গ) রেচনতন্ত্র (ঘ) পরিপাকতন্ত্র
সঠিক উত্তর: (খ)

৩৯। উড ফাইবার কী?
(ক) জাইলেমের স্ক্লেরেনকাইমা কোষ (খ) জাইলেম স্ক্লেরেনকাইমা কোষ (গ) ফ্লোয়েমের স্ক্লেরেনকাইমা কোষ (ঘ) ফ্লোয়েমের সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)

৪০। কোনটি কোষের দৃঢ়তা, আকার ও আকৃতি বজায় রাখে?
(ক) সাইটোপ্লাজম (খ) কোষঝিল্লি (গ) রাইবোসোম (ঘ) কোষপ্রাচীর
সঠিক উত্তর: (ঘ)

৪১। জটিল টিস্যুকে কী বলা হয়?
(ক) দৃঢ়তা দানকারী টিস্যু (খ) পরিবহন টিস্যু (গ) সঞ্চয়ী টিস্যু (ঘ) উৎপাদনকারী টিস্যু
সঠিক উত্তর: (খ)


(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন


১। স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২। ট্রাকিড হলো-
i. জাইলেম টিস্যুর একটি কোষ ii. এটি লম্বা iii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩। স্ক্লেরাইড কোষের ক্ষেত্রে বলা যায়-
i. স্টোনসেল বলা হয় ii. খাটো, অসমব্যাসীয় iii. লম্বাটে বা তারকাকার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪। উদ্ভিদের বিভিন্ন রকম রঞ্জক পদার্থ যে অঙ্গাণুতে থাকে তা-
i. খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে ii. খাদ্য সঞ্চয় করে iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫। পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হয়-
i. দ্বিবিভাজনের মাধ্যমে ii. অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে iii. মিয়োসিস বিভাজনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬। অস্থিকোষ অবদান রাখে-
i. দেহের বৃদ্ধিতে ii. দেহের গঠনে iii. দেহের দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭। আদি কোষের ক্ষেত্রে সঠিক-
i. কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না ii. নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে iii. অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮। প্লাস্টিডের প্রধান কাজ হলো-
i. খাদ্য প্রস্তুত করা ii. খাদ্র সঞ্চয় করা iii. উদ্ভিদদেহকে বর্ণময় করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯। স্থায়ী টিস্যুর সঠিক?
i. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু থাকে ii. কোষে কোষ গহবর থাকে না iii. কোষের সাইটোপ্লাজম ঘন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০। স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষ শক্ত, লম্বা ও পুরু প্রাচীর যুক্ত ii. কোষ প্রোটোপ্লাজমহীন ও লিগিনিনযুক্ত iii. আন্তঃকোষীয় ব্যবধান বর্তমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


তথ্যটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত দানাদার কণা, যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে।
১। কণাটির নাম কী?
(ক) রাইবোসোম (খ) গলজিবস্তু (গ) সিস্টারনি (ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক)

২। কণাটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে-
i. DNA ii. RNA iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)