এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। বিজ্ঞানী ডারউইন কত সালে জাহাজে চাকরি নেন?
(ক) ১৮১৩ (খ) ১৮৩১ (গ) ১৮০৩ (ঘ) ১৮৬১
সঠিক উত্তর: (খ)


২। β-থ্যালাসেমিয়া কখন হয়?
(ক) α2β2 গ্লোবিউলিনের অভাবে (খ) αβ গ্লোবিউলিনের অভাবে (গ) β গ্লোবিউলিনের অভাবে (ঘ) γ গ্লোবিউলিনের অভাবে
সঠিক উত্তর: (গ)


৩। ‘জনসংখ্যা তত্ত্ব’ কার লেখা?
(ক) উইলিয়াম হার্ভে (খ) রবার্ট ডারউইন (গ) রাসেল ওয়ালেস (ঘ) টমাস ম্যালথাস
সঠিক উত্তর: (ঘ)


৪। Watson ও Crick কে কোন কাজের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?
(ক) DNA অণুর double helix বর্ণনার জন্য (খ) টিস্যুর আণুবীক্ষণিক বর্ণনার জন্য (গ) অণুবীক্ষণ যন্ত্র তৈরির জন্য (ঘ) পেনিসিলিন আবিষ্কারের জন্য
সঠিক উত্তর: (ক)


৫। জীনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ৩ ভাগে (খ) ৪ ভাগে (গ) ৫ ভাগে (ঘ) ২ ভাগে
সঠিক উত্তর: (ঘ)


৬। মানবদেহে অটোসোম সংখ্যা কত?
(ক) ১ জোড়া (খ) ১১ জোড়া (গ) ২২ জোড়া (ঘ) ২৩ জোড়া
সঠিক উত্তর: (গ)


৭। প্রতি প্যাঁচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে?
(ক) ২৬টি (খ) ২৫টি (গ) ২৭টি (ঘ) ২৮টি
সঠিক উত্তর: (খ)


৮। প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন ধরনের জিন?
(ক) প্রচ্ছন্ন জিন (খ) প্রকট জিন (গ) লোকাস (ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)


৯। সাইটোসিন ও থায়ামিনকে কী বলে?
(ক) পিউরিন (খ) গুয়ানিন (গ) এডিনিন (ঘ) পাইরিডিমিন
সঠিক উত্তর: (ঘ)


১০। কোন বিজ্ঞানী কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
(ক) লিউয়েন হুক (খ) আল বিরুনী (গ) চার্লস রবার্ট ডারউইন (ঘ) মালপিজি
সঠিক উত্তর: (গ)


১১। সেক্স ক্রোমোজোম দুটি কী নামে পরিচিত?
(ক) X ও X (খ) Y ও Y (গ) X ও Y (ঘ) Z ও Z
সঠিক উত্তর: (গ)


১২। কোষের সর্বত্র বিরাজমান থাকে কে?
(ক) DNA (খ) RNA (গ) CNA (ঘ) TMA
সঠিক উত্তর: (খ)


১৩। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত কোনটি?
(ক) নিউক্লিওলাস (খ) ক্রোমোজোম (গ) DNA (ঘ) RNA
সঠিক উত্তর: (খ)


১৪। বংশবাহিত রক্তজনিত সমস্যা কোনটি?
(ক) আর্থ্রাইটিস (খ) ক্যান্সার (গ) থ্যালাসেমিয়া (ঘ) সর্দি
সঠিক উত্তর: (গ)


১৫। ডিএনএ – এর অপর নাম কী?
(ক) ডিএনএ-To (খ) ডিএনএ-M (গ) ডিএনএ-টাইপিং (ঘ) ডিএনএ-CM
সঠিক উত্তর: (গ)


১৬। RNA – এর পূর্ণরূপ কী?
(ক) Ribonucleic acid (খ) Rebonucleic acid (গ) Restrinucleic acid (ঘ) Raninnucleic acid
সঠিক উত্তর: (ক)


১৭। কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে?
(ক) γ-থ্যালাসেমিয়াকে (খ) α-থ্যালাসেমিয়াকে (গ) β-থ্যালাসেমিয়াকে (ঘ) পাই থ্যালাসেমিয়াকে
সঠিক উত্তর: (গ)


১৮। হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনে কয়টি নিউক্লিওটাইড থাকে?
(ক) ১০টি (খ) ১২টি (গ) ৮টি (ঘ) ১১টি
সঠিক উত্তর: (ক)


১৯। পাইরিমিডিনে কোনটি থাকে?
(ক) সাইটোসিন (খ) গুয়ানিন (গ) ইউরাসিল (ঘ) অ্যাডেনিন
সঠিক উত্তর: (গ)


২০। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করেন কে?
(ক) লিনিয়াস (খ) চার্লস রবার্ট ডারউইন (গ) আল বিরুনী (ঘ) লিউয়েন হুক
সঠিক উত্তর: (খ)


২১। কত জোড়া ক্রোমোজোমকে সেক্স-ক্রোমোজোম বলা হয়?
(ক) ১ জোড়া (খ) ১১ জোড়া (গ) ২২ জোড়া (ঘ) ২৩ জোড়া
সঠিক উত্তর: (ক)


২২। থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়?
(ক) প্রোটিন (খ) সালফার (গ) আয়রন (ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (গ)


২৩। DNA-কে Hybridized করা হয় কীসের মাধ্যমে?
(ক) রেস্ট্রিকশন এনজাইম (খ) লাইগেজ এনজাইম (গ) ডিএনএ প্রোব (ঘ) প্রোনি জাইমেজ
সঠিক উত্তর: (গ)


২৪। কোন রোগে আক্রান্ত রোগী রক্ত শূন্যতায় ভোগে?
(ক) এইডস (খ) ক্যান্সার (গ) আর্থ্রাইটিস (ঘ) থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (ঘ)


২৫। কোন রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়?
(ক) আর্থ্রাইটিস (খ) আমাশয় (গ) অস্টিওপেরিসেস (ঘ) থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (ঘ)


২৬। DNA replication পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয়?
(ক) হাইড্রোজেন (খ) সিগমা (গ) পাই (ঘ) আয়নিক
সঠিক উত্তর: (ক)


২৭। লিনিয়ান সোসাইটির অবস্থান কোথায়?
(ক) ফ্রান্স (খ) লন্ডন (গ) জাপান (ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (খ)


২৮। কোন বিজ্ঞানীদ্বয় DNA অণুর দ্বি-সূত্রী কাঠামোর বর্ণনা দেন?
(ক) Watson (খ) Crick (গ) Al Nafis (ঘ) Watson & Crick
সঠিক উত্তর: (ঘ)


২৯। জনসংখ্যা নিয়ন্ত্রণে কী গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে?
(ক) পানি (খ) বাতাস (গ) প্রাকৃতিক দুর্যোগ (ঘ) সূর্যরশ্মি
সঠিক উত্তর: (গ)


৩০। DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে কী বলা হয়?
(ক) RNA ফিঙ্গার প্রিন্টিং (খ) থ্যালাসেমিয়া (গ) DNA ফিঙ্গার প্রিন্টিং (ঘ) অটোরেযিও গ্রাফ
সঠিক উত্তর: (গ)


৩১। ‘The Origin of Species by Means of Natural Selection’ বইটির প্রথম দিনে বিক্রিত সংখ্যা কত?
(ক) ৮০০ কপি (খ) ৯০০ কপি (গ) ১০০০ কপি (ঘ) ১২০০ কপি
সঠিক উত্তর: (ঘ)


৩২। অধিকাংশ RNA-তে কয়টি পলিনিউক্লিটাইড সূত্র থাকে?
(ক) তিনটি (খ) দুইটি (গ) একটি (ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)


৩৩। যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা দেয়?
(ক) আমাশয় (খ) আর্থ্রাইটিস (গ) জন্ডিস (ঘ) ম্যালেরিয়া
সঠিক উত্তর: (গ)


৩৪। মানবদেহে ক্রেমোজোমের সংখ্যা কত?
(ক) ২২ জোড়া (খ) ২৩ জোড়া (গ) ১ জোড়া (ঘ) ১১ জোড়া
সঠিক উত্তর: (খ)


৩৫। প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য জীবের সহজাত ক্ষমতা কোনটি?
(ক) প্রজনন (খ) ব্যাধি (গ) দৈহিক বৃদ্ধি (ঘ) মানসিক বিকাশ
সঠিক উত্তর: (ক)


৩৬। ‘বেস’ অর্থ কী?
(ক) অম্ল (খ) ক্ষারক (গ) মূখ্য (ঘ) অম্লযান
সঠিক উত্তর: (খ)


৩৭। DNA তে কোন ধরনের বেস পাওয়া যায়?
(ক) ফসফরাস (খ) সালফার (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)


৩৮। কত সালে DNA অণুর আণবিক গঠন আবিষ্কৃত হয়?
(ক) ১৯৪৩ (খ) ১৯৬৩ (গ) ১৮৪৮ (ঘ) ১৯৫৩
সঠিক উত্তর: (ঘ)


৩৯। জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী?
(ক) জিন (খ) DNA (গ) RNA (ঘ) অনুলিপন
সঠিক উত্তর: (ক)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। DNA-কে ক্রোমোজোমের প্রধান উপাদান বলার কারণ –
i. DNA কোষের স্থায়ী পদার্থ ii. জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে iii. এটি এক হাজার নিউক্লিটাইড সমন্বয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২। চার্লস রবার্ট ডারউেইন জাহাজে চড়ে যেসব দেশ ভ্রমণ করেন সেগুলো হল –
i. নিউজিল্যান্ড ii. অস্ট্রেলিয়া iii. নেপাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩। DNA অনুলিপনের ক্ষেত্রে –
i. একটি নতুন ও একটি পুরাতন সূত্র দিয়ে তৈরি হয় ii. হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় iii. কোষ মরে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৪। বিটা (β) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় –
i. ভূ-মধ্যসাগরীয় এলাকায় ii. দক্ষিণ পূর্ব এশিয়া iii. আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


৫। মাতা-পিতার যেসব বৈশিষ্ট্যাবলি বংশানুক্রমে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তা হলো –
i. আকৃতিগত ii. প্রকৃতিগত iii. পরিবেশগত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৬। একটি আমগাছের DNA বের করতে তুমি সংগ্রহ করবে –
i. সজীব আমপাতা ii. আমের বাকল iii. কাঁচা আম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


৭। জৈবিক নমুনার অন্তর্ভুক্ত –
i. হাড়, দাঁত ii. লালা, সিমেন iii. পা, হাত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৮। থ্যালাসেমিয়া রোগ হতে পারে –
i. থ্যালাসেমিয়া মেজর ii. থ্যালাসেমিয়া মাইনর iii. বিটা থ্যালাসেমিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৯। পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে সর্বদা কী বন্ড থাকে?
i. রাসায়নিক বন্ড ii. ধাতব বন্ড iii. হাইড্রোজেন বন্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১০। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. তীব্রতর হলে মায়ের পেটেই শিশুর মৃত্যু হয় ii. জটিল রক্তশূন্যতায় ভোগে iii. ওজন কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


১১। আর.এন.এ তে থাকে –
i. রাইবোজ শর্করা ii. অজৈব ফসফেট iii. নাইট্রোজেনঘটিত বেস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :