৪। Watson ও Crick কে কোন কাজের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?
(ক) DNA অণুর double helix বর্ণনার জন্য
(খ) টিস্যুর আণুবীক্ষণিক বর্ণনার জন্য
(গ) অণুবীক্ষণ যন্ত্র তৈরির জন্য
(ঘ) পেনিসিলিন আবিষ্কারের জন্য
সঠিক উত্তর: (ক)
৫। জীনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ৩ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ২ ভাগে
সঠিক উত্তর: (ঘ)
৬। মানবদেহে অটোসোম সংখ্যা কত?
(ক) ১ জোড়া
(খ) ১১ জোড়া
(গ) ২২ জোড়া
(ঘ) ২৩ জোড়া
৩৭। DNA তে কোন ধরনের বেস পাওয়া যায়?
(ক) ফসফরাস
(খ) সালফার
(গ) নাইট্রোজেন
(ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
৩৮। কত সালে DNA অণুর আণবিক গঠন আবিষ্কৃত হয়?
(ক) ১৯৪৩
(খ) ১৯৬৩
(গ) ১৮৪৮
(ঘ) ১৯৫৩
সঠিক উত্তর: (ঘ)
৩৯। জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী?
(ক) জিন
(খ) DNA
(গ) RNA
(ঘ) অনুলিপন
সঠিক উত্তর: (ক)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। DNA-কে ক্রোমোজোমের প্রধান উপাদান বলার কারণ –
i. DNA কোষের স্থায়ী পদার্থ
ii. জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে
iii. এটি এক হাজার নিউক্লিটাইড সমন্বয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। চার্লস রবার্ট ডারউেইন জাহাজে চড়ে যেসব দেশ ভ্রমণ করেন সেগুলো হল –
i. নিউজিল্যান্ড
ii. অস্ট্রেলিয়া
iii. নেপাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩। DNA অনুলিপনের ক্ষেত্রে –
i. একটি নতুন ও একটি পুরাতন সূত্র দিয়ে তৈরি হয়
ii. হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়
iii. কোষ মরে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪। বিটা (β) থ্যালাসেমিয়া বেশি পরিলক্ষিত হয় –
i. ভূ-মধ্যসাগরীয় এলাকায়
ii. দক্ষিণ পূর্ব এশিয়া
iii. আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫। মাতা-পিতার যেসব বৈশিষ্ট্যাবলি বংশানুক্রমে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তা হলো –
i. আকৃতিগত
ii. প্রকৃতিগত
iii. পরিবেশগত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬। একটি আমগাছের DNA বের করতে তুমি সংগ্রহ করবে –
i. সজীব আমপাতা
ii. আমের বাকল
iii. কাঁচা আম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭। জৈবিক নমুনার অন্তর্ভুক্ত –
i. হাড়, দাঁত
ii. লালা, সিমেন
iii. পা, হাত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮। থ্যালাসেমিয়া রোগ হতে পারে –
i. থ্যালাসেমিয়া মেজর
ii. থ্যালাসেমিয়া মাইনর
iii. বিটা থ্যালাসেমিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে সর্বদা কী বন্ড থাকে?
i. রাসায়নিক বন্ড
ii. ধাতব বন্ড
iii. হাইড্রোজেন বন্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. তীব্রতর হলে মায়ের পেটেই শিশুর মৃত্যু হয়
ii. জটিল রক্তশূন্যতায় ভোগে
iii. ওজন কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১। আর.এন.এ তে থাকে –
i. রাইবোজ শর্করা
ii. অজৈব ফসফেট
iii. নাইট্রোজেনঘটিত বেস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii