জীববিজ্ঞান ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৮ (BIOLOGY Admission Test 2018)


মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৮


(জীববিজ্ঞান–২য় পত্র)



১। মুখ বিবরে র‌্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে?
(a) Chordata
(b) Mollusca
(c) Arthropoda
(d) Nematoda
সঠিক উত্তর: (b) Mollusca


২। হাইড্রার বহিঃত্বকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি?
(a) সংবেদী কোষ
(b) নিডোব্লাস্ট কোষ
(c) স্নায়ু কোষ
(d) পেশি আবরণী কোষ
সঠিক উত্তর: (d) পেশি আবরণী কোষ


৩। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
(a) কর্ণিয়া
(b) র‌্যাবডোম
(c) কর্ণিয়াজেন কোষ
(d) ক্রিস্টালাইন কোষ
সঠিক উত্তর: (a) কর্ণিয়া


৪। রুই মাছের আঁইশ কোন ধরনের?
(a) প্লাকয়েড (b) সাইনয়েড
(c) টিনয়েড (d) সাইক্লয়েড
সঠিক উত্তর: (d) সাইক্লয়েড


৫। করোটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(a) ট্রক্লিয়ার-অক্ষিগোলকের সঞ্চালন
(b) গ্লসোফ্যারিনাজিয়াল-গলবিলের সঞ্চালন
(c) ফ্যাসিয়াল-মুখের অভিব্যক্তি
(d) হাইপোগ্লোসাল-স্বাদ গ্রহণ
সঠিক উত্তর: (d) হাইপোগ্লোসাল-স্বাদ গ্রহণ


৬। ব্যাঙের শীতনিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ?
(a) ধনাত্মক থার্মাট্যাক্সিস
(b) ধনাত্মক জিওট্যাক্সিস
(c) ঋণাত্মক থার্মোট্যাক্সিস
(d) ঋণাত্মক কেমোট্যাক্সিস
সঠিক উত্তর: (c) ঋণাত্মক থার্মোট্যাক্সিস


৭। নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?
(a) প্রজাতির প্রতিরক্ষা
(b) গোষ্ঠীগত প্রতিরক্ষা
(c) ব্যক্তিগত প্রতিরক্ষা
(d) সক্রিয় প্রতিরক্ষা
সঠিক উত্তর: (c) ব্যক্তিগত প্রতিরক্ষা


৮। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?
(a) মেডুলা অবলংগাটা
(b) পনস
(c) সেরেবেলাম
(d) থ্যালামাস
সঠিক উত্তর: (d) থ্যালামাস


৯। চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলোকসংবেদী অংশ কোনটি?
(a) অন্ধ বিন্দু
(b) আলোক বিন্দু
(c) পীত বিন্দু
(d) সাদা বিন্দু
সঠিক উত্তর: (c) পীত বিন্দু


১০। মানবদেহের সবচেয়ে বড় অনাল গ্রন্থি কোনটি?
(a) থাইরয়েড
(b) শুক্রাশয়
(c) পিটুইটারি
(d) সুপ্রারেনাল
সঠিক উত্তর: (a) থাইরয়েড


১১। নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়?
(a) শ্বাসনালি
(b) ব্রঙ্কাস
(c) প্রান্তীয় ব্রঙ্কিওল
(d) অ্যালভিওলার নালি
সঠিক উত্তর: (d) অ্যালভিওলার নালি


১২। নিচের কোনটি প্রত্যাবর্তী প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
(a) এটি একটি ধীর প্রক্রিয়া
(b) কার্যনির্বাহক বন্ধ প্রাথমিক অবস্থায় ফিরে আসে
(c) এই প্রক্রিয়া চলাকালীন সময়ে অপচয় শক্তির সৃষ্টি হয় না
(d) এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
সঠিক উত্তর: (d) এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া


১৩। হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?
(a) Lymphocyte
(b) Basophil
(c) Monocyte
(d) Neutrophi
সঠিক উত্তর: (b) Basophil


১৪। হৃদপিণ্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প (cusp) থাকে না?
(a) ডান অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা
(b) বাম অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা
(c) অ্যাওর্টিক কপাটিকা
(d) পালমোনারি কপাটিকা
সঠিক উত্তর: (b) বাম অ্যাট্রিওভেন্টিকুলার কপাটিকা


১৫। রক্তে CO2 পরিবহনের মাধ্যম নয় কোনটি?
(a) কার্বলিক এসিড
(b) বাইকার্বনেট যৌগ
(c) কার্বন মনোক্সাইড
(d) কার্বমিনো যৌগ
সঠিক উত্তর: (c) কার্বন মনোক্সাইড


১৬। কোন জাতীয় ব্যারোমিটার রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
(a) উচ্চচাপ ব্যারোমিটার
(b) ক্যারোটিড ব্যারোমিটার
(c) নিম্নচাপ ব্যারোমিটার
(d) অ্যাট্রিয়াল ব্যারোমিটার
সঠিক উত্তর: (c) নিম্নচাপ ব্যারোমিটার


১৭। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়?
(a) ন্যাসাল অস্থি
(b) ম্যাক্সিলা অস্থি
(c) এথময়েড অস্থি
(d) ম্যান্ডিবল অস্থি
সঠিক উত্তর: (c) এথময়েড অস্থি


১৮। ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?
(a) পেরিঅস্টিয়াম
(b) লিগামেন্ট
(c) টেনডন
(d) পেরিমাইসিয়াম
সঠিক উত্তর: (c) টেনডন


১৯। নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
(a) রেনিন
(b) অ্যানজিওটেনসিন
(c) অ্যালডোস্টেরন
(d) ইনসুলিন
সঠিক উত্তর: (c) অ্যালডোস্টেরন