এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


সপ্তম অধ্যায় : নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত ?
(ক) Poaceae
(খ) Malvaceae
(গ) Liliaceae
(ঘ) Solanaceae
সঠিক উত্তর: (খ)


২। Malvaceae গোত্রের অমরাবিন্যাস কোন ধরনের?
(ক) মূলীয়
(খ) অক্ষীয়
(গ) গাত্রীয়
(ঘ) প্রান্তীয়
সঠিক উত্তর: (খ)


৩। কোনটির কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়?
(ক) Cycas officinalis
(খ) Cycas cireinalis
(গ) Cycas pectinata
(ঘ) Cycas revoluta
সঠিক উত্তর: (গ)


৪। জবা ফুলের মাতৃঅক্ষের বিপরীত দিকে কয়টি বৃত্যংশ অবস্থিত?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ১টি
সঠিক উত্তর: (ঘ)


৫। দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কী?
(ক) Oryza sativa
(খ) Cynodon dactylon
(গ) Zea mays
(ঘ) Hordeum vulgare
সঠিক উত্তর: (খ)


৬। জবা কী ধরনের ফুল?
(ক) সমাঙ্গ
(খ) একলিঙ্গ
(গ) এক প্রতিসম
(ঘ) অসম্পূর্ণ
সঠিক উত্তর: (ক)


৭। বৃতি ও দল দেখতে একই রকম হলে তাদেরকে কী বলা হয়?
(ক) পেরিয়্যান্থ
(খ) পিটিওল
(গ) প্রাপক্যালিক্স
(ঘ) স্ট্যামেন
সঠিক উত্তর: (ক)


৮। দ্বি-নিষেক কোনটিতে ঘটে?
(ক) আবৃতজীবী
(খ) নগ্নবীজী
(গ) ফার্ণ
(ঘ) মস
সঠিক উত্তর: (ক)


৯। সর্ববৃহৎ উদ্ভিদ কোনটি?
(ক) Cycus
(খ) Sequia
(গ) Artocarpus
(ঘ) Ficus
সঠিক উত্তর: (খ)


১০। Cycus এর স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
(ক) গর্ভাশয়
(খ) স্ত্রীরেণু
(গ) গর্ভমুন্ড
(ঘ) গর্ভদন্ড
সঠিক উত্তর: (খ)


১১। পৃথিবীতে জীবিত নগ্নবীজী প্রজাতির সংখ্যা কত?
(ক) ৫২৫
(খ) ৬২২
(গ) ৭২৫
(ঘ) ৮১৫
সঠিক উত্তর: (গ)


১২। Cycas এর র‌্যাকিসে কয় জোড়া পিনা থাকে?
(ক) ২০-২৫
(খ) ২৫-৫০
(গ) ৫০-৭৫
(ঘ) ৫০-১০০
সঠিক উত্তর: (ঘ)


১৩। ‘অপরাজিতার’ পুষ্পপত্রবিন্যাস হলো -
(ক) কুইনকানসিয়্যাল
(খ) ভ্যাক্সিলারি
(গ) ইমব্রিকেট
(ঘ) টুইস্টেড
সঠিক উত্তর: (খ)


১৪। আবৃতবীজী উদ্ভিদে সস্য গঠিত হয় কখন?
(ক) নিষেকের আগে
(খ) নিষেকের পরে
(গ) নিষেকের সময়
(ঘ) ফল সৃষ্টি হলে
সঠিক উত্তর: (খ)


১৫। কোন উদ্ভিদের পাতা যৌগিক?
(ক) সজিনা
(খ) আম
(গ) জবা
(ঘ) জাম
সঠিক উত্তর: (ক)


১৬। বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত?
(ক) ৩,০০০
(খ) ৪,০০০
(গ) ৪০,০০০
(ঘ) ৪৫,০০০
সঠিক উত্তর: (খ)


১৭। কার্পাস এর বৈজ্ঞানিক নাম কী?
(ক) Hibiscus mutabilis
(খ) Gossypium herbaceum
(গ) Hordeum valgare
(ঘ) Taiticum vulgare
সঠিক উত্তর: (খ)


১৮। ব্যক্তবীজী উদ্ভিদের সস্য কীরূপ?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) অ্যামফিডিপ্লয়েড
(ঘ) ট্রিপ্লয়েড
সঠিক উত্তর: (ক)


১৯ । ড. ক্রনকুইস্টের মতে, আদি উন্নত ধারা অনুযায়ী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র কোনটি?
(ক) Malvaceae
(খ) Poaceae
(গ) Asteraceae
(ঘ) Winteraceae
সঠিক উত্তর: (ঘ)


২০। Cycas উদ্ভিদের প্রধান দেহ কোন প্রকৃতির?
(ক) গ্যামেটোফাইট
(খ) স্পোরোগনি
(গ) স্পোরোফাইট
(ঘ) থ্যালয়েড
সঠিক উত্তর: (গ)


২১। নিচের কোনটি পাটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়?
(ক) Gossypium herbaceum
(খ) Allium cepa
(গ) Hibiscus cannabinus
(ঘ) Cynodon dactylon
সঠিক উত্তর: (গ)


২২। উদ্ভিদজগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুধারী উদ্ভিদ কোনটি?
(ক) Cycas
(খ) Pinus
(গ) Riccia
(ঘ) Nostoc
সঠিক উত্তর: (ক)


২৩। মাইক্রোস্পোরোফিরের দৈর্ঘ্য কত?
(ক) ২-৩ সে.মি.
(খ) ৩-৫ সে.মি.
(গ) ৪-৬ সে.মি.
(ঘ) ৫-৭ সে.মি.
সঠিক উত্তর: (খ)


২৪। জবা ফুলের অমরাবিন্যাস কোন প্রকৃতির?
(ক) গাত্রীয়
(খ) শীর্ষদেশীয়
(গ) অক্ষীয়
(ঘ) মূলীয়
সঠিক উত্তর: (গ)


২৫। নিম্নের কোনটি Malvaceae গোত্রের উদ্ভিদ নয়?
(ক) ধান
(খ) সরিষা
(গ) গম
(ঘ) ঢেঁড়স
সঠিক উত্তর: (খ)


২৬। কোনটি প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়?
(ক) দূর্বাঘাস
(খ) লেবু ঘাস
(গ) বাঁশ
(ঘ) আখ
সঠিক উত্তর: (খ)


২৭। পৃথিবীর বিভিন্ন দেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মাতে দেখা যায়?
(ক) ৭০০
(খ) ৭২৫
(গ) ৭৫০
(ঘ) ৭৭৫
সঠিক উত্তর: (খ)


২৮। লাটিমের মতো শুক্রাণু দেখা যায় কোনটিতে?
(ক) নারিকেল
(খ) পাম
(গ) সুপারি
(ঘ) সাইকাস
সঠিক উত্তর: (ঘ)


২৯। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কন্টকিত?
(ক) Poaceae
(খ) Malvaceae
(গ) Liliaceae
(ঘ) Solanaceae সঠিক উত্তর: (খ)

৩০। জবা ফুলের অমরাবিন্যাস কোন ধরনের?
(ক) অক্ষীয়
(খ) প্রান্তীয়
(গ) গাত্রীয়
(ঘ) শীর্ষদেশীয়
সঠিক উত্তর: (ক)


৩১। ধান গাছের ক্ষেত্রে কোনটি সপুষ্পক গ্লুম?
(ক) প্যালিয়া
(খ) লেমা
(গ) লডিকিউল
(ঘ) স্পাইকলেট
সঠিক উত্তর: (খ)


৩২। নগ্নবীজী উদ্ভিদের স্পোরোফিলগুলো ঘন সন্নিবেশিত হয়ে কী গঠন করে?
(ক) স্ট্রোবিলাস
(খ) সোরাস
(গ) পিনিউল
(ঘ) অ্যাপোফাইসিস
সঠিক উত্তর: (ক)


৩৩। পুষ্প ও পুষ্পবিন্যাসের গোড়ায় অবস্থিত পাতাকে কী বলে?
(ক) পত্রমূল
(খ) পত্রফলক
(গ) পত্রবৃন্ত
(ঘ) মঞ্জরীপত্র
সঠিক উত্তর: (ঘ)


৩৪। মটর উদ্ভিদে কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়?
(ক) বহুপ্রান্তীয় (খ) প্রান্তীয়
(গ) মূলীয়
(ঘ) মুক্তকেন্দ্রীয়
সঠিক উত্তর: (খ)


৩৫। অপরাজিতা কোন ধরনের ফুল?
(ক) অপ্রতিসম
(খ) বহুপ্রতিসম
(গ) সমাঙ্গ
(ঘ) একপ্রতিসম
সঠিক উত্তর: (ঘ)


৩৬। শস্য কখন উৎপন্ন হয়?
(ক) নিষেকের পরে
(খ) নিষেকের পূর্বে
(গ) নিষেকের সময়
(ঘ) বর্ষবলয় গঠনের সময়
সঠিক উত্তর: (খ)


৩৭। নগ্নবীজী উদ্ভিদে কখন শস্য উৎপন্ন হয়?
(ক) নিষেকের পর
(খ) নিষেককালীন
(গ) নিষেকের পূর্বেই
(ঘ) ফল সৃষ্টি হলে
সঠিক উত্তর: (গ)


৩৮। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
(ক) Saccharum
(খ) Triticum
(গ) Hordeum
(ঘ) Gossypium
সঠিক উত্তর: (ঘ)


৩৯। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়?
(ক) ফলে
(খ) ফলত্বকে
(গ) ভ্রূণে
(ঘ) বীজে
সঠিক উত্তর: (ঘ)


৪০। সর্পমণি আসলে কী?
(ক) সাপের মণি
(খ) সর্ব রোগের ওষুধ
(গ) Cycas - এর মেগাস্পোরোফিল
(ঘ) সাপের মাথা
সঠিক উত্তর: (গ)


৪১। একবীজপত্রী উদ্ভিদের গোত্র সংখ্যা কত?
(ক) ১৪০টি
(খ) ১৫০টি
(গ) ১৩০টি
(ঘ) ১৬০টি
সঠিক উত্তর: (গ)


৪২। এক প্রতিসম উদ্ভিদের উদাহরণ কোনটি?
(ক) ধুতুরা
(খ) মটর
(গ) জবা
(ঘ) লাউ
সঠিক উত্তর: (খ)


৪৩। পুংলিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
(ক) পুংকেশর
(খ) পুংধানী
(গ) পুংদন্ড
(ঘ) পুংরেণু
সঠিক উত্তর: (ঘ)


৪৪। নিচের কোনটি হাইপোগাইনাস ফুল?
(ক) গোলাপ
(খ) সরিষা
(গ) জবা
(ঘ) কুমড়া
সঠিক উত্তর: (খ)


৪৫। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কন্টকাকিত?
(ক) Poaceae
(খ) Malvaceae
(গ) Liliaceae
(ঘ) Solanaceae
সঠিক উত্তর: (খ)


৪৬। পাপড়ির গায়ে পুংকেশর যুক্ত থাকলে তাকে কী বলে?
(ক) পুংলগ্ন
(খ) দললগ্ন
(গ) বৃতিলগ্ন
(ঘ) উপবৃতিলগ্ন
সঠিক উত্তর: (খ)


৪৭। Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?
(ক) ফুল টেট্রামেরাস
(খ) ফল ক্যারিওপসিস
(গ) কান্ড খাটো
(ঘ) গ্লুম অনুপস্থিত
সঠিক উত্তর: (খ)


৪৮। পুষ্পমঞ্জরী কী?
(ক) পুষ্পের বিন্যাসরীতি
(খ) পুষ্পের গঠন
(গ) শিরাবিন্যাসরীতি
(ঘ) পাতাবিন্যাসরীতি
সঠিক উত্তর: (ক)


৪৯। কোনটি প্যালিয়ার উপরে অবস্থান করে?
(ক) গ্লুম
(খ) অপুষ্পক গ্লুম
(গ) লডিকিউল
(ঘ) পুষ্পক গ্লুম
সঠিক উত্তর: (গ)


৫০। Cycus এর স্ট্রোবিলাস গঠিত হয় কিসের দ্বারা?
(ক) শল্কপত্র
(খ) পুংরেণুপত্র
(গ) পর্ণপত্র
(ঘ) স্ত্রীরেণুপত্র
সঠিক উত্তর: (খ)


৫১। Malvaceae গোত্রের পরাগধানির আকৃতি কেমন?
(ক) খন্ডাকার
(খ) যকৃতাকার
(গ) নলাকার
(ঘ) বৃক্কাকার
সঠিক উত্তর: (ঘ)


৫২। বাংলাদেশে প্রাকৃতিকভাবে কোন প্রজাতির Cycus জন্মে?
(ক) pectinata
(খ) revoluta
(গ) circinalis
(ঘ) remphii
সঠিক উত্তর: (ক)


৫৩। নিচের কোনটিতে ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায়?
(ক) Nostoc
(খ) Pteris
(গ) Riccia
(ঘ) Cycas
সঠিক উত্তর: (ঘ)


৫৪। ওপেন এস্টিবেশন পাওয়া যায় কোন উদ্ভিদে?
(ক) গন্ধরাজ
(খ) জবা
(গ) আকন্দ
(ঘ) শিম
সঠিক উত্তর: (ক)


৫৫। পুংস্তবকের প্রতিটি সদস্যকে কী বলে?
(ক) স্ট্যামেন
(খ) অ্যান্থার
(গ) কার্পেল
(ঘ) স্টাইল
সঠিক উত্তর: (ক)


৫৬। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কী?
(ক) Phragmites karka
(খ) Hibiscus rosa-sinesis
(গ) Zea mays
(ঘ) Gossypium herbaceum
সঠিক উত্তর: (ঘ)


৫৭। জবার অমরাবিন্যাস কীরূপ?
(ক) অক্ষীয়
(খ) গাত্রীয়
(গ) বহুপ্রান্তীয়
(ঘ) শীর্ষদেশীয়
সঠিক উত্তর: (ক)


৫৮। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ?
(ক) Wolffia microscopia
(খ) Wolffia arrhiza
(গ) Eucalyptus marginata
(ঘ) Imperata cylindrica
সঠিক উত্তর: (ক)


৫৯। Living fossil কোনটি?
(ক) Mangifera indica
(খ) Ginkgo biloba
(গ) Azadirachta indica
(ঘ) Nymphaea nouchili
সঠিক উত্তর: (খ)


৬০। যব - এর বৈজ্ঞানিক নাম কী?
(ক) Triticum vulgare
(খ) Cynodon dactylon
(গ) Hardeum vulgare
(ঘ) Cycas circinales
সঠিক উত্তর: (গ)


৬১। অসমাঙ্গ ফুল নিচের কোনটি?
(ক) কুমড়া
(খ) লাউ
(গ) সীম
(ঘ) ধুতুরা
সঠিক উত্তর: (গ)


৬২। একটি সম্পুর্ণ ফুলে কয়টি স্তবক থাকে?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)


৬৩। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষটি কোন উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ক) আবৃতবীজী
(খ) গুল্ম
(গ) বীরুৎ
(ঘ) নগ্নবীজী
সঠিক উত্তর: (ঘ)


৬৪। Cycus এর পাতা কীরূপ?
(ক) সরল
(খ) পক্ষল যৌগিক
(গ) দ্বিপক্ষল যৌগিক
(ঘ) ত্রিপক্ষল যৌগিক
সঠিক উত্তর: (খ)


৬৫। নগ্নবীজী উদ্ভিদের বীজ কোন ধরনের?
(ক) আবৃত
(খ) উন্মুক্ত
(গ) ডিপ্লয়েড
(ঘ) টিপ্লয়েড
সঠিক উত্তর: (খ)


৬৬। Cycus এর র‌্যাকিসে কত জোড়া পিনা থাকে?
(ক) ২০-২৫
(খ) ২৫-৫০
(গ) ৫০-৭৫
(ঘ) ৫০-১০০
সঠিক উত্তর: (ঘ)


৬৭। কোন ফুলের গর্ভাশয় অধিগর্ভ?
(ক) সরিষা
(খ) কুমড়া
(গ) পেয়ারা
(ঘ) গোলাপ
সঠিক উত্তর: (ক)


৬৮। আবৃতবীজী উদ্ভিদ চেনার উপায় কী?
(ক) সস্য ডিপ্লয়েড
(খ) সস্য টেট্রাপ্লয়েড
(গ) সস্য ট্রিপ্লয়েড
(ঘ) সস্য হ্যাপ্লয়েড
সঠিক উত্তর: (গ)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। Cycas -এর বৈশিষ্ট্য হলো-
(i) ফুলে গর্ভাশয় নেই
(ii) কোরালয়েড মূল বিদ্যমান
(iii) ফল হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২। বাংলাদেশে সমতলে প্রবর্তিত সাইকাস এর প্রজাতি হলো -
i. C. pectinata
ii. C. revoluta
iii. C. circinalis
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৩। Cycus কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ -
i. এদের অনেক বৈশিষ্ট্য সািইকাডস এর অনুরূপ
ii. এরা আদি প্রকৃতির
iii. এরা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪। ধুতুরা ফুলের বৈশিষ্ট্য -
i. উভলিঙ্গিক
ii. বহুপ্রতিসম
iii. গর্ভাশয় অধিগর্ভ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৫। নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে যা নেই -
i. গর্ভাশয়
ii. গর্ভদন্ড
iii. গর্ভমুন্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৬। দুর্বাঘাস ব্যবহৃত হয় -
i. রক্তপাত বন্ধকালে
ii. ক্ষত নিরাময়ে
iii. চর্মরোগে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৭। Malvaceae গোত্রের বৈশিষ্ট্য প্রকৃতির?
i. পুংকেশর ৫টি
ii. পরাগধানী বৃক্কাকার
iii. পুংকেশর অসংখ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৮। হাইপোগাইনাস ফুলের বৈশিষ্ট্য -
i. পুষ্পাক্ষ উত্তলাকার
ii. গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে
iii. গর্ভাশয় অধোগর্ভ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৯। Cycus উদ্ভিদের জনন প্রক্রিয়া -
i. অঙ্গজ
ii. যৌন
iii. অপুংজনি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১০। এপিগাইনাস ফুলের উদাহরণ হলো -
i. কুমড়া
ii. পেয়ারা
iii. গোলাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১১। Cycas এর শুক্রাণু -
i. বহুফ্লাজেলা বিশিষ্ট
ii. পোলেন টিউবের বাইরে তৈরি হয়
iii. উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১২। Cycas এর পাতা -
i. পক্ষল যৌগিক
ii. ডাইমরফিক
iii. কচি অবস্থায় সর্পিলাকারে বিন্যস্ত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১৩। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের -
i. বীজে একটি বা দু’টি বীজপত্র থাকে
ii. জাইলেম টিস্যুতে সঙ্গীকোষ থাকে
iii. দ্বিনিষেক ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৪। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য -
i. এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
ii. দ্বি-নিষেক হয়
iii. ফল হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৫। Malvaceae গোত্রের ফল -
i. ক্যাপসুল জাতীয়
ii. ক্যারিওপসিস জাতীয়
iii. সাইজোকার্প জাতীয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
( খ) ii ও iii
(গ) i ও iii
( ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৬। আবর্তক পত্রবিন্যাস দেখা যায় -
i. রঙ্গন
ii. ছাতিম
iii. করবী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
সোনালী এমন একটি ফুল পেল যে ফুলে পরাগধানী সর্বমুখী এবং গর্ভমুণ্ড পক্ষল।
১। সোনালীর ফুলটির আরো বৈশিষ্ট্য হলো-
(i) অমরাবিন্যাস মূলীয়
(ii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
(iii) পুষ্প পেরিগাইনাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২। উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানিক সর্বাধিক মিল আছে নিচের কোন উদ্ভিদের ?
(ক) Oryza sativa (খ) Hibiscus rosa-sinensis (গ) Brassica napus (ঘ) Datura metel
সঠিক উত্তর: (ক)