এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
সপ্তম অধ্যায় : নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত ?
(ক) Poaceae (খ) Malvaceae (গ) Liliaceae (ঘ) Solanaceae
সঠিক উত্তর: (খ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। Cycas -এর বৈশিষ্ট্য হলো-
(i) ফুলে গর্ভাশয় নেই
(ii) কোরালয়েড মূল বিদ্যমান
(iii) ফল হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
সোনালী এমন একটি ফুল পেল যে ফুলে পরাগধানী সর্বমুখী এবং গর্ভমুণ্ড পক্ষল।
১। সোনালীর ফুলটির আরো বৈশিষ্ট্য হলো-
(i) অমরাবিন্যাস মূলীয়
(ii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
(iii) পুষ্প পেরিগাইনাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানিক সর্বাধিক মিল আছে নিচের কোন উদ্ভিদের ?
(ক) Oryza sativa (খ) Hibiscus rosa-sinensis
(গ) Brassica napus (ঘ) Datura metel