১। Cycas -এর বৈশিষ্ট্য হলো- (i) ফুলে গর্ভাশয় নেই
(ii) কোরালয়েড মূল বিদ্যমান
(iii) ফল হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। বাংলাদেশে সমতলে প্রবর্তিত সাইকাস এর প্রজাতি হলো - i. C. pectinata
ii. C. revoluta
iii. C. circinalis
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩। Cycus কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ - i. এদের অনেক বৈশিষ্ট্য সািইকাডস এর অনুরূপ
ii. এরা আদি প্রকৃতির
iii. এরা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪। ধুতুরা ফুলের বৈশিষ্ট্য - i. উভলিঙ্গিক
ii. বহুপ্রতিসম
iii. গর্ভাশয় অধিগর্ভ
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫। নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে যা নেই - i. গর্ভাশয়
ii. গর্ভদন্ড
iii. গর্ভমুন্ড
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬। দুর্বাঘাস ব্যবহৃত হয় - i. রক্তপাত বন্ধকালে
ii. ক্ষত নিরাময়ে
iii. চর্মরোগে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭। Malvaceae গোত্রের বৈশিষ্ট্য প্রকৃতির? i. পুংকেশর ৫টি
ii. পরাগধানী বৃক্কাকার
iii. পুংকেশর অসংখ্য
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮। হাইপোগাইনাস ফুলের বৈশিষ্ট্য - i. পুষ্পাক্ষ উত্তলাকার
ii. গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে
iii. গর্ভাশয় অধোগর্ভ
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯। Cycus উদ্ভিদের জনন প্রক্রিয়া - i. অঙ্গজ
ii. যৌন
iii. অপুংজনি
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০। এপিগাইনাস ফুলের উদাহরণ হলো - i. কুমড়া
ii. পেয়ারা
iii. গোলাপ
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১। Cycas এর শুক্রাণু - i. বহুফ্লাজেলা বিশিষ্ট
ii. পোলেন টিউবের বাইরে তৈরি হয়
iii. উদ্ভিদকূলের মধ্যে সর্ববৃহৎ
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২। Cycas এর পাতা - i. পক্ষল যৌগিক
ii. ডাইমরফিক
iii. কচি অবস্থায় সর্পিলাকারে বিন্যস্ত থাকে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের - i. বীজে একটি বা দু’টি বীজপত্র থাকে
ii. জাইলেম টিস্যুতে সঙ্গীকোষ থাকে
iii. দ্বিনিষেক ঘটে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য - i. এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
ii. দ্বি-নিষেক হয়
iii. ফল হয় না
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫। Malvaceae গোত্রের ফল - i. ক্যাপসুল জাতীয়
ii. ক্যারিওপসিস জাতীয়
iii. সাইজোকার্প জাতীয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii ( খ) ii ও iii
(গ) i ও iii ( ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬। আবর্তক পত্রবিন্যাস দেখা যায় - i. রঙ্গন
ii. ছাতিম
iii. করবী
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
সোনালী এমন একটি ফুল পেল যে ফুলে পরাগধানী সর্বমুখী এবং গর্ভমুণ্ড পক্ষল।
১। সোনালীর ফুলটির আরো বৈশিষ্ট্য হলো-
(i) অমরাবিন্যাস মূলীয়
(ii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
(iii) পুষ্প পেরিগাইনাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২। উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানিক সর্বাধিক মিল আছে নিচের কোন উদ্ভিদের ?
(ক) Oryza sativa (খ) Hibiscus rosa-sinensis
(গ) Brassica napus (ঘ) Datura metel