এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


একাদশ অধ্যায়: জীনতত্ত্ব ও বিবর্তন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত? [ঢা. বো. ১৯]
(ক) ৯ : ৭
(খ) ৩ : ১
(গ) ২ : ১
(ঘ) ১ : ২ : ১
সঠিক উত্তর: (ঘ) ১ : ২ : ১


২। AB রক্ত গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [ব. বো. ১৯]
(ক) ‘O’ গ্রুপের রক্ত নিতে পারে
(খ) উভয় অ্যান্টিবডি a ও b বিদ্যমান
(গ) ‘A’ গ্রুপকে রক্ত দান করতে পারে
(ঘ) লোহিত কণিকায় এন্টিজেন ‘B’ বিদ্যমান
সঠিক উত্তর: (ক) ‘O’ গ্রুপের রক্ত নিতে পারে


৩। মানুষের কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন নেই? [মা. বো. ১৯]
(ক) A
(খ) B
(গ) O
(ঘ) AB
সঠিক উত্তর: (গ) O


৪। কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী? [ঢা. বো. ১৯]
(ক) ক্যাঙ্গারু
(খ) প্লাটিপাস
(গ) ল্যাম্প্রে
(ঘ) হ্যাগফিশ
সঠিক উত্তর: (খ) প্লাটিপাস


৫। সমবৃত্তীয় অঙ্গ হলো- [চ. বো. ১৯]
(ক) বাদুড়ের ডানা - পাখির ডানা
(খ) পাখির ডানা - মানুষের হাত
(গ) মানুষের হাত - বাদুড়ের ডানা
(ঘ) পাখির ডানা - পতঙ্গের ডানা
সঠিক উত্তর: (ঘ) পাখির ডানা - পতঙ্গের ডানা


৬। সেক্স লিঙ্কড রোগ নয় কোনটি? [দি. বো. ১৯]
(ক) মাসকুলার ডিস্ট্রফি
(খ) গনোরিয়া
(গ) বর্ণান্ধতা
(ঘ) হিমোফিলিয়া
সঠিক উত্তর: (খ) গনোরিয়া


৭। ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’- মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? [রা. বো. ১৯]
(ক) চার্লস ডারউইন
(খ) আগস্ট ভাইজম্যান
(গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
(ঘ) হুগো দ্য ভিস
সঠিক উত্তর: (গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক


৮। ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’ মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? [সি. বো. ১৯]
(ক) চার্লস ডারউইন
(খ) আগস্ট ভাইজম্যান
(গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
(ঘ) হুগো দ্য ভ্রিস
সঠিক উত্তর: (গ) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক


৯। জীবন্ত জীবাশ্ম কোনটি? [মা. বো. ১৯]
(ক) কাঁকড়া
(খ) প্লাটিপাস
(গ) বিছা
(ঘ) ডাইনোসর
সঠিক উত্তর: (খ) প্লাটিপাস


১০। Archaeopteryx কে কোন কোন শ্রেণির সংযোগকারী যোগসূত্র বলা হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) উভচর ও পাখি
(খ) উভচর ও সরীসৃপ
(গ) সরীসৃপ ও পাখি
(ঘ) পাখি ও স্তন্যপায়ী
সঠিক উত্তর: (গ) সরীসৃপ ও পাখি


১১। সমপ্রকটতার ক্রিযায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ১: ২ : ১
(খ) ২ : ১
(গ) ১ : ১
(ঘ) ৩ : ১
সঠিক উত্তর: (ক) ১ : ২ : ১


১২। কোন জিনের কারণে ১৩ : ৩ অনুপাত হয়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) পরিপূরক
(খ) এপিস্ট্যাসিস
(গ) লিথাল
(ঘ) সেক্স-লিঙ্কড
সঠিক উত্তর: (খ) এপিস্ট্যাসিস


১৩। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) অসম্পূর্ণ প্রকটতা
(খ) প্রকট এপিস্ট্যাসিস
(গ) এপিস্ট্যাসিস
(ঘ)পলিজেনিক ইনহেরিট্যান্স
সঠিক উত্তর: (ক) অসম্পূর্ণ প্রকটতা


১৪। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু কোনটি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) স্বতঃস্ফূর্তভাবেই জীবদেহে পরিবর্তন সূচিত হয়
(খ) ধারাবাহিকভাবে পরিবর্তনগুলো বংশানুসরণযোগ্য
(গ) অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য
(ঘ) জীবন সংগ্রামে পরাজিত জীব বিলুপ্ত হয়
সঠিক উত্তর: (গ) অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য


১৫। সমপ্রকটতার অনুপাত কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ৯:৭
(খ) ২:১
(গ) ১৩:৩
(ঘ) ১:২:১
সঠিক উত্তর: (ঘ) ১:২:১


১৬। নিচের কোনটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) অসম্পূর্ণ প্রকটতা
(খ) সমপ্রকটতা
(গ) এপিস্ট্যাসিস
(ঘ) লিথাল জিন
সঠিক উত্তর: (গ) এপিস্ট্যাসিস


১৭। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর ফিনোটাইপিক অনুপাত হলো– (যশোর বোর্ড-২০১৭)
(ক) ৯:৭
(খ) ১৩:৩
(গ) ৯:৩:৩:১
(ঘ) ১:২:১
সঠিক উত্তর: (ক) ৯:৭


১৮। মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জিন হলো– (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) লিথাল
(খ) এপিস্টাটিক
(গ) সেক্সলিংকড
(ঘ) সহ-প্রকট
সঠিক উত্তর: (গ) সেক্সলিংকড


১৯। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) জাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক
(খ) চার্লস রবার্ট ডারউইন
(গ) নিকোলাস টিনবার্জেন
(ঘ) আইভান প্যাভলভ
সঠিক উত্তর: (খ) চার্লস রবার্ট ডারউইন


২০। নিলা বর্ণান্ধ (XcXc) তার বাবা ও মায়ের জেনোটাইপ কি হবে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) XY এবং XcX
(খ) XY এবং XcXc
(গ) XcY এবং XcXc
(ঘ) XcY এবং XX
সঠিক উত্তর: (গ) XcY এবং XcXc


২১। নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামিট সৃষ্টি হবে? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) aa Rr
(খ) Aa Rr
(গ) Aa RR
(ঘ) Aa rr
সঠিক উত্তর: (খ) Aa Rr


২২। নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা
(খ) ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
(গ) পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
(ঘ) মানুষের হাত ও শীলের ফ্লিপার
সঠিক উত্তর: (ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা


২৩ । নিচের কোনটি ডারউইনের তত্ত্ব? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) জীবের ওপর পরিবেশের প্রভাব
(খ) জীবন সংগ্রাম
(গ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
(ঘ) অঙ্গের ব্যবহার ও অব্যবহার
সঠিক উত্তর: (খ) জীবন সংগ্রাম


২৪ । হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কে? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
(খ) সুস্থ মা ও হিমোফিলিক বাবা
(গ) বাহক মা ও সুস্থ বাবা
(ঘ) হিমোফিলিক মা ও সুস্থ বাবা
সঠিক উত্তর: (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা


২৫ । সম-প্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ১৩ : ৩
(খ) ১ : ২ : ১
(গ) ৯ : ৩ : ৩ : ১
(ঘ) ১ : ৪ : ৬ : ৪ : ১
সঠিক উত্তর: (খ) ১ : ২ : ১


২৬। A ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) AB এবং O
(খ) A এবং O
(গ) A এবং AB
(ঘ) A, AB এবং O
সঠিক উত্তর: (খ) A এবং O


২৭। বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) গ্লুকোমা
(খ) বর্ণান্ধতা
(গ) মায়োপিয়া
(ঘ) রাতকানা
সঠিক উত্তর: (খ) বর্ণান্ধতা


২৮। সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
(খ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
(গ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
(ঘ) বৈশিষ্টগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়
সঠিক উত্তর: (খ) জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়


২৯। কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) Seymouria
(খ) Diploverterbran
(গ) Archaeopteryx
(ঘ) Cynagnathus
সঠিক উত্তর: (গ) Archaeopteryx


৩০। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) সাবভাইটাল
(খ) সেমিলিথাল
(গ) ইন্টারমিডিয়েট
(ঘ) পলিজিন
সঠিক উত্তর: (ক) সাবভাইটাল


৩১। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের অনুপাত কত? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) ১৩ : ৩
(খ) ৯ : ৭
(গ) ৩ : ১
(ঘ) ২ : ১
সঠিক উত্তর: (খ) ৯ : ৭


৩২। নারীদেহে দুটি X -ক্রোমোসোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে কোন রোগ হয়? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অ্যাক্রোমেগালি
(খ) টারনার সিনড্রোম
(গ) মিক্সিডিমা
(ঘ) প্রাডের উইলি সিনড্রোম
সঠিক উত্তর: (খ) টারনার সিনড্রোম


৩৩। পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে, ছেলেগুলো কী হবে? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ২৫% স্বাভাবিক
(খ) ২৫% বর্ণান্ধ
(গ) ৫০% বর্ণান্ধ
(ঘ) ৫০% স্বাভাবিক
সঠিক উত্তর: ** ১০০% বর্ণান্ধ
Note: পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে ছেলেরা ১০০% বর্ণান্ধ এবং মেয়েরা ১০০% স্বাভাবিক বাহক হবে।

৩৪। অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি কার মতবাদ? (যশোর বোর্ড-২০১৬)
(ক) র্ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) হাক্সলে
(ঘ) মেন্ডেল
সঠিক উত্তর: (খ) ল্যামার্ক


৩৫। AaBb জিনোটাইপধারী জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হতে পারে? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ) ৪


৩৬। মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ক্রমোজম তত্ত্ব
(খ) পৃথকীকরণের সূত্র
(গ) পেনজেনেসিস তত্ত্ব
(ঘ) স্বাধীন সঞ্চারণের সূত্র
সঠিক উত্তর: (খ) পৃথকীকরণের সূত্র


৩৭ । সহপ্রকটতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) ১৩ : ৩
(খ) ১ : ২ : ১
(গ) ৯ : ৩ : ৩ : ১
(ঘ) ১ : ৪ : ৬ : ৪ : ১
সঠিক উত্তর: (খ) ১ : ২ : ১


৩৮ । A, B, AB এবং O রক্ত গ্র“পধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) AB এবং A
(খ) B এবং O
(গ) AB এবং O
(ঘ) A এবং O
সঠিক উত্তর: (গ) AB এবং O


৩৯ । হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা কে? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) বাহক মা ও হিমোফিলিক বাবা
(খ) সুস্থ মা ও হিমোফিলিক বাবা
(গ) বাহক মা ও সুস্থ বাবা
(ঘ) হিমোফিলিক মা ও সুস্থ বাবা
সঠিক উত্তর: (ক) বাহক মা ও হিমোফিলিক বাবা


৪০। লিথাল জীনের কারণে কোন রোগ হয়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া
(খ) থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা
(গ) বর্ণান্ধতা ও রাতকানা
(ঘ) রাতকানা ও হিমোফিলিয়া
সঠিক উত্তর: (ক) হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া


৪১। কোন মহাকালকে সরীসৃপের যুগ বলে? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) আর্কিওজয়িক
(খ) প্রোটেরোজয়িক
(গ) প্যালিওজয়িক
(ঘ) মেসোজয়িক
সঠিক উত্তর: (ঘ) মেসোজয়িক


৪২। ‘ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়’ তত্ত্বটির প্রবক্তা কে? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ল্যামার্ক
(খ) ডারউইন
(গ) হেকেল
(ঘ) ভাইসম্যান
সঠিক উত্তর: (গ) হেকেল


৪৩। কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) ব্যাকক্রস
(খ) অসম্পূর্ণ প্রকটতা
(গ) হোমোজাইগাস
(ঘ) ক্রসিং ওভার
সঠিক উত্তর: (ঘ) ক্রসিং ওভার


৪৪। কোনটি ডারউইনবাদের অন্তর্গত? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) পরিবেশ জীবের গঠনকে প্রভাবিত করে
(খ) ক্রমাগত প্রয়োজনে নতুন অঙ্গের উদ্ভব ঘটে
(গ) যোগ্যতমের জয় ও প্রাকৃতিক নির্বাচন
(ঘ) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
সঠিক উত্তর: (গ) যোগ্যতমের জয় ও প্রাকৃতিক নির্বাচন


৪৫। কোনটি জীবিত? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) মেরিকহিপ্পাস
(খ) মেসোহিপ্পাস
(গ) ইকুয়াস
(ঘ) ইয়োহিপ্পাস
সঠিক উত্তর: (গ) ইকুয়াস


৪৬। রক্ত দানে Blood Group- 'B' এর ক্ষেত্রে প্রযোজ্য- (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) B → A, B
(খ) B → AB, O
(গ) B → A, O
(ঘ) B → AB, B
সঠিক উত্তর: (ঘ) B → AB, B


৪৭। কোন কারণে ১৩ : ৩ অনুপাত হয়? (রাজশাহী বোর্ড-২০১৫)
(ক) লিথাল জিন
(খ) পরিপূরক জিন
(গ) সেক্স-লিংকড জিন
(ঘ) এপিস্ট্যাটিক জিন
সঠিক উত্তর: (ঘ) এপিস্ট্যাটিক জিন


৪৮। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) কক্কিক্স
(খ) নখ
(গ) ডায়াফ্রাম
(ঘ) কর্ণাস্থি
সঠিক উত্তর: (ক) কক্কিক্স


৪৯। হিমোফিলিয়া বাহক মা (XHXh) এবং স্বাভাবিক বাবা (XHY)- এর কোন সন্তানটি হবে হিমোফিলিয়া আক্রান্ত? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) XhY
(খ) XHY
(গ) XHXh
(ঘ) XHXH
সঠিক উত্তর: (ক) XhY


৫০। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বাহক নয়) স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার সম্ভাবনার হার কত? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) ১০০%
(খ) ৫০%
(গ) ২৫%
(ঘ) ০০%
সঠিক উত্তর: (ক) ১০০%


৫১। রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কী? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) Nycticebus coucang
(খ) Rhinoceros unicornis
(গ) Panthera leo
(ঘ) Macaca mulata
সঠিক উত্তর: (ঘ) Macaca mulata


৫২। 'Theory of Natural Selection' - মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) Origin of Life
(খ) Origin of Species
(গ) Origin of Organic Evolution
(ঘ) Philosophic Zoologique
সঠিক উত্তর: (খ) Origin of Species


৫৩। ডাই-হাইব্রিড ক্রস এর মেন্ডেলীয় অনুপাত কোনটি? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) ১ : ২ : ১
(খ) ১৩ : ৩
(গ) ৯ : ৩ : ৩ : ১
(ঘ) ৩ : ১
সঠিক উত্তর: (গ) ৯ : ৩ : ৩ : ১


৫৪। যে জিন নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে কী বলে? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) মারণ জিন
(খ) পরিপূরক জিন
(গ) এপিস্ট্যাটিক জিন
(ঘ) হাইপোস্ট্যাটিক জিন
সঠিক উত্তর: (গ) এপিস্ট্যাটিক জিন


৫৫। পরিপূরক জীন এর ফিনোটাইপিক অনুপাত কত? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ১ : ২ : ১
(খ) ৯ : ৭
(গ) ১৩ : ৩
(ঘ) ৯ : ৩ : ৩ : ১
সঠিক উত্তর: (খ) ৯ : ৭


৫৬। স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনার হার কত? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ২৫%
(খ) ০%
(গ) ৫০%
(ঘ) ১০০%
সঠিক উত্তর: (গ) ৫০%


৫৭। PPQq জিনোটাইপ বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে জেনেটিক্যালি পৃথক অপত্যের সংখ্যা হবে- (যশোর বোর্ড-২০১৫)
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


৫৮। একটি স্বাভাবিক দম্পতির সমস্ত সন্তান-সন্ততির অর্ধেক সংখ্যক পুত্র হিমোফিলিক এবং বাকি সংখ্যক কন্যা রোগটির বাহক। এই রোগটির জিন দম্পতির দেহে কোথায় অবস্থিত? (যশোর বোর্ড-২০১৫)
(ক) মায়ের উভয় X ক্রোমোজোমে
(খ) মায়ের একটি X ক্রোমোজোমে
(গ) পিতার Y ক্রোমোজোমে
(ঘ) পিতার X ও Y ক্রোমোজোমে
সঠিক উত্তর: (ক) মায়ের উভয় X ক্রোমোজোমে


৫৯। ডারউইনবাদের সব থেকে বড় দুর্বলতা হল- (যশোর বোর্ড-২০১৫)
(ক) অত্যাধিক হারে বংশবিস্তার
(খ) জীবন সংগ্রাম
(গ) যোগ্যতমের জয়
(ঘ) প্রকরণ (প্রাকৃতিক)
সঠিক উত্তর: (ঘ) প্রকরণ (প্রাকৃতিক)


৬০। কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) ইওসিন
(খ) অলিগোসিন
(গ) মায়োসিন
(ঘ) প্লিওসিন
সঠিক উত্তর: (ঘ) প্লিওসিন


৬১। কোন শ্রেণি থেকে Archaeopteryx এর উৎপত্তি হয়েছে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) Amphibia
(খ) Reptilia
(গ) Aves
(ঘ) Mammalia
সঠিক উত্তর: (খ) Reptilia


৬২। রহিম সাহেবের দুই পুত্র ও দুই কন্যার মধ্যে এক পুত্র ও এক কন্যা বর্ণান্ধ, তাদের বাবা-মা- (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
(খ) মা বর্ণান্ধ, যারা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
(গ) বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধের বাহক
(ঘ) বাবা-মা উভয়েই বর্ণান্ধ
সঠিক উত্তর: (গ) বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধের বাহক


৬৩। মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক (F2) অনুপাত কোনটি?
(ক) ২: ১
(খ) ৩ : ১
(গ) ৯ : ৩ : ৩ : ১
(ঘ) ৯ : ৭
সঠিক উত্তর:


৬৪। বংশগতি বিজ্ঞানের জনক কে?
(ক) গ্রেগর জোহান মেন্ডেল
(খ) এরিস্টোটল
(গ) লিনিয়াস
(ঘ) উইলিয়াম হার্ভে
সঠিক উত্তর:


৬৫। মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে?
(ক) ২২টি
(খ) ৪৪টি
(গ) ৪৬টি
(ঘ) ২৩ টি
সঠিক উত্তর:


৬৬। কোনটি বংশগত রোগ নয়?
(ক) ডায়াবেটিস
(খ) ডায়রিয়া
(গ) হিমোফিলিয়া
(ঘ) বর্ণান্ধতা
সঠিক উত্তর:


৬৭। লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?
(ক) ৩ : ১
(খ) ৯ : ৭
(গ) ২ : ১
(ঘ) ১৩ : ৩
সঠিক উত্তর:


৬৮। ডুপ্লিকেট রিসিসিভ এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?
(ক) ৩ : ১
(খ) ৯ : ৭
(গ) ২ : ১
(ঘ) ১৩ : ৩
সঠিক উত্তর:


৬৯। এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?
(ক) ৩ : ১
(খ) ৯ : ৭
(গ) ২ : ১
(ঘ) ১৩ : ৩
সঠিক উত্তর:


৭০। মেন্ডেলের প্রথম সূত্রকে কী বলে?
(ক) পৃথকীকরণ সূত্র
(খ) স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র
(গ) ডাইহাইব্রিড সূত্র
(ঘ) মনোহাইব্রিড সূত্র
সঠিক উত্তর:


৭১। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কী বলে?
(ক) পৃথকীকরণ সূত্র
(খ) স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র
(গ) ডাইহাইব্রিড সূত্র
(ঘ) মনোহাইব্রিড সূত্র
সঠিক উত্তর:


৭২। মানুষের দেহকোষে কতটি সেক্স ক্রোমোসোম থাকে?
(ক) ২টি
(খ) ৪৪টি
(গ) ৪৬টি
(ঘ) ২৩ টি
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। Rh ফ্যাক্টরজনিত সমস্যা হলো- [দি. বো. ১৯]
i. রক্ত সঞ্চালন জটিলতা
ii. মাসকুলার ডিস্ট্রফি
iii. গর্ভধারণ জটিলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


২। লিথাল জিনের বৈশিষ্ট্য হলো- [দি. বো. ১৯]
i. মিউট্যান্ট জিন
ii. জীবের মৃত্যু ঘটায়
iii. ফিনোটাইপিক অনুপাত ১ : ২ : ১
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩। Archaeopteryx এর বৈশিষ্ট্য- [দি. বো. ১৯]
i. দাঁতযুক্ত চোয়াল
ii. দেহ পালকে আবৃত
iii. পুরু ও ভারী হাড়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। হিমোফিলিক পুরুষ ও স্বাভাবিক মহিলার প্রজননে সন্তান হবে- (সকল বোর্ড - ২০১৮)
i. হিমোফিলিক বাহক কন্যা
ii. স্বাভাবিক পুত্র
iii. হিমোফিলিক পুত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বাহক নয়) মহিলার সাথে বিবাহ হলে-
i. প্রথম বংশধরের কন্যা বাহক হবে
ii. প্রথম বংশধরের কেউ বর্ণান্ধ হবে না
iii. প্রথম বংশধরের সবাই বর্ণান্ধ হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [কু. বো. ১৯]
জামাল বংশগত শারীরিক ত্রুটির জন্য ড্রাইভিং লাইসেন্স পাননি। কিন্তু জামালের স্ত্রীর এই ত্রুটি নেই।

১। জামালের ছেলেদের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা- [কু. বো. ১৯]
i. ০%
ii. ৫০%
iii. ১০০%
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২। নিম্নের কোন গ্রন্থিটি জামালের ত্রুটিপূর্ণ অঙ্গে অবস্থিত নয়? [কু. বো. ১৯]
(ক) সিরুমিনাস
(খ) ল্যাক্রাইমাল
(গ) হার্ডেরিয়ান
(ঘ) মেবোমিয়ান
সঠিক উত্তর: (ক) সিরুমিনাস


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ১৯]
মিঃ কবির বিশুদ্ধ খাটো লোম ও বিশুদ্ধ লম্বা লোমবিশিষ্ট গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলে ঋ১ জনুতে শুধুমাত্র খাটো লোমবিশিষ্ট গিপিগ পেলেও F2 জনুতে লম্বা ও খাটো লোম বিশিষ্ট গিনিপিগ পেলেন।

৩। উদ্দীপকে উল্লিখিত জিনতাত্ত্বিক ক্রসে F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত? [ব. বো. ১৯]
(ক) ৩ : ১
(খ) ২ : ১
(গ) ১ : ২ : ১
(ঘ) ১ : ১
সঠিক উত্তর: (ক) ৩ : ১


৪। উদ্দীপকে F1 প্রাপ্ত গিনিপিগ ও প্রচ্ছন্ন প্যারেন্টের ক্রসে প্রাপ্ত গিনিপিগের লোমের বৈশিষ্ট্য হবে- [ব. বো. ১৯]
i. বিশুদ্ধ খাটো
ii. সংকর খাটো
iii. বিশুদ্ধ লম্বা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
রনির রক্ত গ্রুপ A+। তার ভাইয়ের রক্ত গ্রুপ AB+।

৫। রনির রক্তে- [য. বো. ১৯]
i. Rh factor উপস্থিত
ii. এন্টিজেন A উপস্থিত
iii. এন্টিবডি a উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৬। রনির ভাইয়ের রক্তের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক? [য. বো. ১৯]
(ক) সার্বজনীন দাতা গ্রুপ
(খ) শুধু এন্টিজেন ‘A’ উপস্থিত
(গ) এন্টিবডি ‘b’ উপস্থিত
(ঘ) রনির কাছ থেকে রক্ত নিতে পারবে
সঠিক উত্তর: (ঘ) রনির কাছ থেকে রক্ত নিতে পারবে


নিচের উদ্দীপকটি থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [রা. বো. ১৯]
দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনেরই অপত্য জন্ম নিল।

৭। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের পিতামাতার জিনোটাইপ কী ধরনের? [রা. বো. ১৯]
(ক) Bb, Bb
(খ) BB, Bb
(গ) Bb, bb
(ঘ) BB, bb
সঠিক উত্তর: (ক) Bb, Bb


৮। উদ্দীপকের আলোকে কালো ও সাদা অপত্যের অনুপাত কত? [রা. বো. ১৯]
(ক) ১ : ১
(খ) ২ : ১
(গ) ৩ : ১
(ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ) ৩ : ১


নিচের উদ্দীপকটি থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : [সি. বো. ১৯]
দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনেরই অপত্য জন্ম নিল।

৯। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের পিতামাতার জিনোটাইপ কী ধরনের? [সি. বো. ১৯]
(ক) Bb, Bb
(খ) BB, Bb
(গ) Bb, bb
(ঘ) BB, bb
সঠিক উত্তর: (ক) Bb, Bb


১০। উদ্দীপকের আলোকে কালো ও সাদা অপত্যের অনুপাত কত? [সি. বো. ১৯]
(ক) ১ : ১
(খ) ২ : ১
(গ) ৩ : ১
(ঘ) ১ : ১
সঠিক উত্তর: (গ) ৩ : ১

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
বিশুদ্ধ লাল ফুল ♂ X বিশুদ্ধ সাদা ফুল ♀ ( কোন বৈশিষ্ট্যের জীনই একে অন্যের উপর প্রকট নয়)

১১। F2 জনুর ফুলের ফিনোটাইপিক অনুপাত কী হবে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) লাল
(খ) গোলাপী
(গ) সাদা
(ঘ) হলুদ
সঠিক উত্তর: (খ) গোলাপী


১২। F2 জনুর ফুলের ফিনোটাইপিক অনুপাত কী হবে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ৩ : ১
(খ) ১: ১
(গ) ১ : ২ : ১
(ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১



নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও: (আলীম পরীক্ষা ২০১৮)
♀ সাদা ফুল X সাদা ফুল ♂

F1- বেগুনী ফুল

F2-বেগুনী ও সাদা ফুল

১৩। উদ্দীপকের প্রবাহ চিত্রে কোন ধরনের জিনের বিক্রিয়া সংঘটিত হয়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) লিথাল
(খ) এপিস্ট্যাটিক
(গ) পরিপূরক
(ঘ) হাইপোস্ট্যাটিক
সঠিক উত্তর: (গ) পরিপূরক
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড-২০১৭) সোহান স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

৪। উদ্দীপকের আলোকে সুমির জেনোটাইপ কি হবে? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) XcX
(খ) XcXc
(গ) XY
(ঘ) XX
সঠিক উত্তর: (ক) XcX


৫। তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলো কি হবে? (ঢাকা বোর্ড-২০১৭)
i. সকলেই বর্ণান্ধ
ii. ৫০% বর্ণান্ধ
iii.৫০% স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: চিত্র (বরিশাল বোর্ড-২০১৭) ♀ X ♂ A-ve B+ve

৬। উদ্দীপকে উল্লিখিত মহিলার ক্ষেত্রে কোনটি সঠিক? (বরিশাল বোর্ড -২০১৭)
(ক) ইরিথ্রোব্লাস্টিক ফিটালিস হবে
(খ) রক্তে A অ্যান্টিজেন, b অ্যান্টিবডি বিদ্যমান
(গ) রক্তে B অ্যান্টিজেন, a অ্যান্টিবডি বিদ্যমান
(ঘ) AB রক্ত গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে না
সঠিক উত্তর:


৭। উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাডগ্রুপ কি হবে? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) AB – ২৫%, A – ২৫%, B – ২৫%, O–২৫%
(খ) AB–৫০%, A–৫০%
(গ) AB–৭৫%, A –২৫%
(ঘ) AB–৭৫%, B –২৫%
সঠিক উত্তর:

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলে F1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো।

৮। এক্ষেত্রে পিতামাতার জিনোটাইপ হবে– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৯। F1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ০%
(খ) ২৫%
(গ) ৫০%
(ঘ) ৭৫%
সঠিক উত্তর: (ঘ) ৭৫%

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৭)
মুন্নী তার বাগানে সাদা ফুল ও লাল ফুল হয় এমন কয়েকটি সন্ধ্যামালতী গাছ লাগালো। সে এই দুই ধরনের ফুলবিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। এবার মুন্নী অবাক হলো যে লাল ও সাদা ফুলের পরিবর্তে সন্ধ্যামালতী গাছে গোলাপী বর্ণের ফুল হলো।

১০। উদ্দীপকে কোন জিন গোলাপী বর্ণের ফুলের জন্য দায়ী? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) পরিপূরক জিন
(খ) ইন্টারমিডিয়েট জিন
(গ) হাইপোস্ট্যাটিক জিন
(ঘ) পলিজিন
সঠিক উত্তর: (খ) ইন্টারমিডিয়েট জিন


১১। উদ্দীপক অনুযায়ী ২য় বংশধরের অনুপাত কত হবে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) ৯ : ৭
(খ) ৩ : ১
(গ) ১ : ২ : ১
(ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১

নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
সোহেল স্বাভাবিক পুরুষ। সম্প্রতি সে সুমি নামের একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

১২। উদ্দীপকের আলোকে সুমির জেনোটাইপ হবে– (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) XcX
(খ) XcXc
(গ) XY
(ঘ) XX
সঠিক উত্তর: (ক) XcX


১৩। তাদের ১ম বংশধরের ছেলে-সন্তানগুলো কি হবে? (দিনাজপুর বোর্ড-২০১৭) i. সকলেই বর্ণান্ধ ii. ৫০% বর্ণান্ধ iii. ৫০% স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকের সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড-২০১৬)
♀ প্রকট বৈশিষ্ট্যধারী ..... X ....... ♀ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী

বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগ ....... সাদা বর্ণের গিনিপিগ →P

১৪। উল্লিখিত উদ্দীপকে F2 এর ফিনোটাইপিক অনুপাত কী হবে? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) ৩ : ১
(খ) ২ : ১
(গ) ১ : ২ : ১
(ঘ) ৯ : ৩ : ৩ : ১
সঠিক উত্তর: (ক) ৩ : ১


১৫। টেস্ট ক্রসের ফলে প্রাপ্ত জীব- (ঢাকা বোর্ড-২০১৬)
i. হেটারোজাইগাস কালো
ii. হোমোজাইগাস কালো
iii. হোমোজাইগাস সাদা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৬)

১৬ । উদ্দীপকের ঘটনাটিকে জিনতত্ত্বে কী বলে? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) সমপ্রকটতা
(খ) অসম্পূর্ণ প্রকটতা
(গ) প্রকট এপিস্টাসিস
(ঘ) দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস
সঠিক উত্তর: (খ) অসম্পূর্ণ প্রকটতা


১৭। উদ্দীপকের F2 প্রজন্ম নিয়ে খামার তৈরি করা যাবে- (রাজশাহী বোর্ড-২০১৬)
i. লাল গরুর
ii. রোয়ান গরুর
iii. সাদা গরুর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৬)
কালো (BB)♂ ও সাদা (bb)♀ পালকযুক্ত মোরগ-মুরগীর ক্রস ঘটিয়ে F1 জনুতে আন্দালুসিয়ান ব্লু (Bb) রং এর ছানা পাওয়া যায়।

১৮। উদ্দীপক অনুযায়ী F2 জনুর অনুপাত কি হবে? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) ৩ : ১ (খ) ৯ : ৭
(গ) ১ : ২ : ১ (ঘ) ২ : ১
সঠিক উত্তর: (গ) ১ : ২ : ১


১৯। উদ্দীপক অনুযায়ী নিচের কোন সংকরায়নকে টেস্টক্রস বলা হবে? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) BB x bb
(খ) bb x Bb
(গ) BB x Bb
(ঘ) BB x BB
সঠিক উত্তর: (খ) bb x Bb


২০। উদ্দীপক অনুসারে কোন ধরনের জিনের ক্রিয়া সংঘটিত হয়েছে? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) লিথাল
(খ) ইন্টারমিডিয়েট
(গ) পরিপূরক
(ঘ) সেমিলিথাল
সঠিক উত্তর: (গ) পরিপূরক


২১। উদ্দীপক অনুসারে F2 জনুতে বেগুনি ও সাদা রঙের বহিঃপ্রকাশের অনুপাত হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ১৩ : ৭
(খ) ৯ : ৭
(গ) ৩ : ১
(ঘ) ২ : ১
সঠিক উত্তর: (খ) ৯ : ৭

উদ্দীপকটির সাহায্যে নিচের প্রশ্নটির উত্তর দাও : (ঢাকা বোর্ড-২০১৫)

২২। 'Q' অংশে সংঘটিত হয়-(ঢাকা বোর্ড-২০১৫)
i. অন্তঃপ্রজাতিক সংগ্রাম
ii. আন্তঃপ্রজাতিক সংগ্রাম
iii. পরিবেশগত সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও : (দিনাজপুর বোর্ড-২০১৫)
একটি বিশুদ্ধ কালো গিনিপিগ (BB) ♂ এবং একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) ♀ মধ্যে ক্রস করলে F1 জনুতে সকল সন্তান কালো হয়। আবার F2 জনুতে ৩টি কালো ও ১টি সাদা সন্তান জন্ম নেয়।

২৩। উদ্দীপক অনুযায়ী F2 জনুতে কয়টি গিনিপিগের জিনোটাইপ হোমোজাইগাস? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (খ) ২


২৪। উদ্দীপক অনুযায়ী কোন সংকরায়নকে টেস্ট ক্রস বলা যায়? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) BB X BB
(খ) BB X Bb
(গ) Bb X Bb
(ঘ) bb X Bb
সঠিক উত্তর: (ঘ) bb X Bb

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৫) ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ 'A'.

২৫। উদ্দীপকের উল্লিখিত রক্ত গ্রুপের উপাদান হলো- (সিলেট বোর্ড-২০১৫)
i. এন্টিজেন- A
ii. এন্টিবডি- b
iii. এন্টিজেন- B
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২৬। উদ্দীপকে উল্লিখিত রোগী কোন কোন রক্ত গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? (সিলেট বোর্ড-২০১৫)
i. "AB" গ্রুপ
ii. " O" গ্রুপ
iii. " A" গ্রুপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
'G' সবুজ বর্ণের জন্য দায়ী জিন, 'g' হলুদ বর্ণের জন্য দায়ী জীন। P একটি এপিস্ট্যাটিক জিন, p প্রচ্ছন্ন অ্যালিল। (যশোর বোর্ড-২০১৫)

২৭। সবুজ বর্ণের জিনোটাইপ কোনটি? (যশোর বোর্ড-২০১৫)
i. GP
ii. Gg
iii. GG
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

২৮। সাদা বর্ণের জিনোটাইপ কোনটি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) GGPp
(খ) Ggpp
(গ) GGpp
(ঘ) ggpp
সঠিক উত্তর: (ঘ) ggpp

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৫)
রফিক সাহেবের ১ম সন্তান জন্মের পর আর কোনো জীবিত সন্তান জন্ম গ্রহণ করেনি। পরীক্ষার মাধ্যমে জানা গেল তিনি Rh+ এবং তার স্ত্রী Rh - রক্ত বহন করছেন।

২৯। রফিক সাহেবের সন্তান মৃত হওয়ার জন্য দায়ী রোগটির নাম- (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) হিমোফিলিয়া
(খ) মাসক্যুলার ডিসট্রফি
(গ) এরিথ্রোব্লাটোসিস
(ঘ) রেটিনোব্লাস্টোমা
সঠিক উত্তর: (গ) এরিথ্রোব্লাটোসিস


৩০। রফিক সাহেবের ১ম সন্তান বেঁচে যাওয়ার কারণ কী? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি হওয়া
(খ) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি না হওয়া
(গ) পিতার দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি না থাকা
(ঘ) গর্ভাবস্থায় মাকে টিকাদান করা
সঠিক উত্তর: (ক) মায়ের দেহে প্রয়োজনীয় Rh অ্যান্টিবডি তৈরি হওয়া

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও।


৩১। অপত্য বংশধরে-
i. বাহক কন্যা থাকবে
ii. স্বাভাবিক কন্যা থাকবে
iii. স্বাভাবিক পুত্র থাকবে
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: