উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সিলেবাস (HSC Biology 2nd Paper Syllabus)


সপ্তম অধ্যায় : মানব শারীরতত্ত্ব : চলন ও অঙ্গচালনা (১২ পিরিয়ড)


বিষয়বস্তু
১। মানুষের কঙ্কালতন্ত্র
১.১ প্রধান অংশ
১.২ অস্থি ও তরুনাস্থির গঠন

২। ব্যবহারিক : মানুষের বিভিন্ন অস্থি (মডেল) পর্যবেক্ষণ

৩। পেশির গঠন ও কাজ
৩.১ মসৃণ
৩.২ অমসৃণ
৩.৩ হৃদ
৩.৪ কঙ্কাল

৪। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না

৫। ব্যবহারিক
৫.১ প্রস্তুকৃত স্লাইডের সাহায্যে মসৃণ ও হৃদ পেশির কাঠামোর তুলনা

৬। কঙ্কালের কার্যক্রম ও ‘রডস ও লিভার’ তন্ত্র
৭। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়

৮। অস্থিভঙ্গ এবং প্রাথমিক চিকিৎসা
৮.১ সাধারণ (Simple)
৮.২ যৌগিক (Compound)
৮.৩ জটিল (Complex)

৯। সন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা
৯.১ স্থানচ্যুতি (Dislocation)
৯.২ মচকানো (Sprain)

শিখনফল
১। মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহ চিহ্নিত করতে পারবে।
২। অস্থি ও তরুণাস্থির গঠনের তুলনা করতে পারবে।
৩। ব্যবহারিক : মানুষের কঙ্কালতন্ত্রের অস্থিসমূহ সনাক্ত ও চিত্র অংকন করতে পারবে।
৪। বিভিন্ন প্রকার পেশির গঠন ও কাজের তুলনা করতে পারবে।
৫। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না ব্যাখ্যা করতে পারবে।
৬। ব্যবহারিক : প্রস্তুতকৃত স্লাইডের সাহায্যে মসৃণ ও হৃদ পেশির কাঠামোর তুলনা করতে পারবে।
৭। কঙ্কালের প্রধান কার্যক্রম ‘রডস ও লিভারের’ একটি তন্ত্র হিসেবে কাজ করে বিশ্লেষণ করতে পারবে।
৮। বিভিন্ন ধরনের অস্থিভঙ্গ এবং এদের প্রাথমিক চিকিৎসা ব্যাখ্যা করতে পারবে।
৯। বিভিন্ন ধরনের অস্থি সন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা ব্যাখ্যা করতে পারবে।



English version
Chapter 7. Human Physiology: Locomotion and Organ movement
7.1 Human skeletal system: Principal divisions, structure of bone and cartilage.
7.2 Practical: Observation of different human bones (model).
7.3 Structure and functions of muscle: smooth muscle, cardiac muscle.
7.4 Muscles face tone not pull
7.5 Functioning of skeleton: Rods and Liver system.
7.6 Coomatiorrof bones and muscle in walking movement
7.7 Fraction of bone and first aid: Simple, compound, complex.
7.8 Joint trauma and first aid: Dislocation, sprain.