জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (সৃজনশীল প্রশ্ন)


সিলেট বোর্ড-২০১৬


সময়: ২ ঘণ্টা ১০ মিনিট বিষয় কোড : ১৭৯ পূর্ণমান: ৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং প্রদত্ত আটটি সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(ক) প্রতিসাম্যতা কী? ১
(খ) জীববৈচিত্র্য বলতে কী বুঝ? ২
(গ) উদ্দীপকের ১নং প্রাণীর ‘A' চিহ্নিত অঙ্গটির এককের গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের ২নং ও ৩নং চিত্রের প্রাণীর বৈশিষ্ট্যের আলোকে এদের শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা বিশ্লেষণ কর। ৪

২। শিক্ষক বললেন, আমাদের দেহের বিপাকীয় বর্জ্য হিসেবে উৎপন্ন CO2 এবং N2 আলাদা আলাদা অঙ্গের মাধ্যমে পরিত্যক্ত হয়। ফলে আমরা সুস্থ থাকি।
(ক) নেফ্রন কী? ১
(খ) ধূমপানের ফলে ফুসফুসের কী পরিণতি হয়? ২
(গ) উদ্দীপকের প্রথম বিপাকীয় বর্জ্য যৌগ আকারে পরিবাহিত হয় -ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত অঙ্গের বিকলতা মানবজীবনের জন্য হুমকিস্বরূপ—বিশ্লেষণ কর। ৪

৩। নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(ক) অন্ধবিন্দু কী? ১
(খ) উপযোজন বলতে কী বোঝায়? ২
(গ) উদ্দীপকের ‘A' চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের অঙ্গটির সার্বিক কার্যকলাপ মানবজীবনের জন্য অত্যন্ত জরুরি- বিশ্লেষণ কর। ৪

৪। শিক্ষক বললেন, শুক্রাশয়ের অতিসূক্ষ্ম সেমিনিফেরাস নালিকা থেকে সৃষ্ট জননকোষ ডিম্বাণুকে নিষিক্ত করলে জীবনের সূচনা হয়। আর হরমোনের প্রভাবেই নারী-পুরুষ প্রজনন সক্ষমতা অর্জন করে।
(ক) ইপিডিডাইমিস কী? ১
(খ) দম্পতি কেন IVF পদ্ধতি গ্রহণ করে? ২
(গ) উদ্দীপকে উল্লিখিত নালিকায় সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪

৫। নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-

(ক) অনাক্রম্যতা কী? ১
(খ) মানবদেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা লেখ। ২
(গ) উদ্দীপকের আলোকে দেহের প্রতিরক্ষায় ‘A' স্তরের ৩নং অঙ্গের ভূমিকা ব্যাখ্যা কর। ৩
(ঘ) মানবদেহের সুস্থতার জন্য উদ্দীপকের ‘B' স্তরটি অপরিহার্য—বিশ্লেষণ কর। ৪

৬। নন অ্যালিলিক জিনের আন্ত:ক্রিয়ায় মেন্ডেলের ২য় সূত্রের অনুপাতের ব্যতিক্রম ঘটে, যেমন-১৩:৩ । কখনো কখনো অপত্য বংশধরের মৃত্যুর কারণে ৩:১ অনুপাতের পরিবর্তন হয়।
(ক) অ্যালিল কী? ১
(খ) সেক্স লিঙ্কড ইনহেরিট্যান্স প্রপঞ্চটি বুঝিয়ে লেখ। ২
(গ) উদ্দীপকে উল্লিখিত ১ম অনুপাতটি ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষ বাক্যটি উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ কর। ৪