২০। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত? [ রা. বো. ২০১৫] (ক) ৪ : ২ : ১ (খ) ৪ : ১ : ১
(গ) ৪ : ১ : ২ (ঘ) ৪ : ২ : ২
সঠিক উত্তর: (খ) ৪ : ১ : ১
২১। নিচের কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমিষ রয়েছে? [ঢা. বো.২০১৫] (ক গরু ও খাসির মাংসে
(খ) মসুর ডাল ও মুরগীর মাংস
(গ) ইলিশ ও চিংড়ি মাছে
(ঘ) ডিম ও ছোলাতে
সঠিক উত্তর: (খ) মসুর ডাল ও মুরগীর মাংস
২২। আমিষে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে? [সি.বো.২০১৫] (ক) ২০ (খ) ১৮
(গ) ১৭ (ঘ) ১৬
সঠিক উত্তর: (ঘ) ১৬
২৩। পাকস্থলির বৈশিষ্ট্য- [সি.বো.২০১৫] (ক) প্রাচীর পুরু ও পেশিবহুল
(খ) আকৃতি গোলাকার, পেশিবহুল
(গ) খাদ্য পরিপাকে সহায়তা করে না
(ঘ) প্রাচীরে কোনো গ্রন্থি থাকে না
সঠিক উত্তর: (ক) প্রাচীর পুরু ও পেশিবহুল
২৪। মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের? [সি.বো.২০১৫] (ক) ৪ (খ) ৩
(গ) ২ (ঘ) ১
১। ক্লোরোসিস হয়- i. নাইট্রোজেনের অভাবে
ii. সালফারের ঘাটতিতে
iii. লৌহের অনুপস্থিতিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২। লালা রসে থাকে – i. এনজাইম
ii. পানি
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
উজ্জল ও সবুজ তাদের বাড়ির সামনে একটি ফলের বাগান করল। কিন্তু ফুল আসার সময় থেকে গাছের পাতা, ফুল ও ফল ঝরে পড়ছে।
১। তাদের লাগানো গাছের পাতা, ফুল ও ফল ঝরে যাওয়ার কারণ কোনটি? (ক) ফসফরাসের অভাব
(খ) পটাশিয়ামের অভাব
(গ) আয়রনের অভাব
(ঘ) বোরনের অভাব
সঠিক উত্তর: (ক)
২। তারা কীভাবে এ সমস্যা এড়াতে পারত? (ক) চারার পরিচর্যার মাধ্যমে
(খ) গাছের গোড়ায় সেচ দিয়ে
(গ) টিএসপি সার প্রয়োগ করে
(ঘ) এমপি সার প্রয়োগ করে
সঠিক উত্তর: (গ)
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
পাঁচ বৎসর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে। তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিকমতো দেখতে পায় না।
৪। সানজানার রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে- i. যকৃত
ii. গাজর
iii. মলা মাছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৫। শিলা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগে। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার তাকে বিশেষ কিছু খাবার খেতে পরামর্শ দেন। নিচের কোন খাবারটি খেতে বললেন? [দি.বো.২০১৫] (ক) কলিজা (খ) পনির
(গ) মাছ (ঘ) ফল