১। Agaricus এর বৈশিষ্ট্য হলো- (i) এদের দেহ মাইসেলিয়াম ও ফ্রুটবডি নিয়ে গঠিত
(ii) কনিডিয়োস্পোর ঝাঁটার ন্যায়
(iii) স্টাইপের মাথায় একটি চক্রাকার অ্যানুলাস থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২। লাইকেনের ক্ষেত্রে ছত্রাক -(কুমিল্লা বোর্ড-২০১৬) i. খনিজ লবণ সরবরাহ করে
ii. জননে সাহায্য করে
iii. রাইজাইন তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি দেখে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
১। উদ্দীপকের উদ্ভিদের রোগের আরো লক্ষণ হলো- (i) গাছ পচে গিয়ে বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ বের হয়
(ii) ভূ-নিম্নস্থ কাণ্ডের বহিঃত্বক পচে যায়
(iii) কাণ্ডে ছোট ছোট লাল গোটা হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২। উদ্দীপকের উদ্ভিদটির রোগের সাথে নিম্নের কোন রোগের সর্বাধিক মিল আছে? (ক) মরিচা রোগ (খ) আলগা রোগ (গ) ফ্লাগ রোগ (ঘ) বিলম্বিত ধ্বসা রোগ
সঠিক উত্তর: (ঘ)
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড -২০১৬) আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়।
৪। রোগটির লক্ষণ হলো - i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii