জীববিজ্ঞান প্রথম পত্র

(একাদশ-দ্বাদশ শ্রেণি)

(HSC Biology 1st Paper )


পঞ্চম অধ্যায়: শৈবাল ও ছত্রাক



(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :


১। ফ্ল্যাজেলাযুক্ত স্পোরকে বলে- (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) জুস্পোর
(খ) অ্যাপ্লানোস্পোর
(গ) হিপনোস্পোর
(ঘ) অটোস্পোর
সঠিক উত্তর: (ক) জুস্পোর



২। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কী? (ঢাকা বোর্ড -২০১৬)
(ক) পাইলিয়াস
(খ) গিল
(গ) স্টাইপ
(ঘ) অ্যানুলাস
সঠিক উত্তর: (খ) গিল


৩। Agaricus এর ফ্রুটবডির নাম কী? (ঢাকা বোর্ড -২০১৬)
(ক) ব্যাসিডিওকার্প
(খ) কনিডিয়োফোর
(গ) অ্যাসকোকার্প
(ঘ) রাইজোমরফ
সঠিক উত্তর: (ক) ব্যাসিডিওকার্প


৪। কোনটি লোহিত শৈবাল? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) Ulothrix sp
(খ) Polysiphonia sp
(গ) Chaetophora sp
(ঘ) Volvox sp
সঠিক উত্তর: (খ) Polysiphonia sp


৫। Ulothrix sp এ কোন প্রকার গ্যামিটের মিল? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) আইসোগ্যামাস
(খ) অ্যানাইসোগ্যামাস
(গ) উগ্যামাস
(ঘ) গ্যামিটোজেনেসিস
সঠিক উত্তর: (ক) আইসোগ্যামাস


৬। সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) স্টার্চ
(খ) সায়ানো ফাইসিন স্টার্চ
(গ) ফ্লরিডিয়ান স্টার্চ
(ঘ) ল্যামিনারিন স্টার্চ
সঠিক উত্তর: (ক) স্টার্চ


৭। কোন উদ্ভিদ ব্যাসিডিওস্পোর তৈরি করে? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) Pteris sp
(খ) Penicillium sp
(গ) Agaricus sp
(ঘ) Riccia sp
সঠিক উত্তর: (গ) Agaricus sp


৮। ছত্রাকের কনিডিয়ার সঞ্চিত বস্তু কি? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) সেলুলোজ
(খ) গ্লাইকোজেন
(গ) তেলবিন্দু
(ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (গ) তেলবিন্দু


৯। নিচের কোন অংশে Agaricus -এর বেসিডিয়াম উৎপন্ন হয়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) স্ট্রাইপ
(খ) অ্যানুলাস
(গ) পাইলিয়াস
(ঘ) গিল
সঠিক উত্তর: (ঘ) গিল


১০। বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) লাইকেন
(ঘ) ফার্ন
সঠিক উত্তর: (গ) লাইকেন


১১। ছত্রাকের যৌন জননের ধাপ কয়টি? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


১২। পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) Chlamydomonas
(খ) Volvox
(গ) Chlorococcus
(ঘ) Vaucheria
সঠিক উত্তর: (ক) Chlamydomonas


১৩। এককোষী সচল শৈবাল হলো- (ঢাকা বোর্ড -২০১৫)
(ক) Navicula
(খ) Chlorella
(গ) Chlorococcus
(ঘ) Chalamydomonas
সঠিক উত্তর: (ঘ) Chalamydomonas


১৪। Ulothrix- এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কোনটি? (ঢাকা বোর্ড -২০১৫)
(ক) পেয়ালা
(খ) জালিকাকার
(গ) সর্পিলাকার
(ঘ) ফিতাকৃতি
সঠিক উত্তর: (ঘ) ফিতাকৃতি


১৫। কোন ছত্রাকে Coenocytic মাইসেলিয়াম থাকে? (ঢাকা বোর্ড -২০১৫)
(ক) Penicillium
(খ) Agaricus
(গ) Aspergillus
(ঘ) Mucor
সঠিক উত্তর: (ক) Penicillium



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন


১। Agaricus এর বৈশিষ্ট্য হলো-
(i) এদের দেহ মাইসেলিয়াম ও ফ্রুটবডি নিয়ে গঠিত
(ii) কনিডিয়োস্পোর ঝাঁটার ন্যায়
(iii) স্টাইপের মাথায় একটি চক্রাকার অ্যানুলাস থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


১২। লাইকেনের ক্ষেত্রে ছত্রাক -(কুমিল্লা বোর্ড-২০১৬)
i. খনিজ লবণ সরবরাহ করে
ii. জননে সাহায্য করে
iii. রাইজাইন তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি দেখে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।

১। উদ্দীপকের উদ্ভিদের রোগের আরো লক্ষণ হলো-
(i) গাছ পচে গিয়ে বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ বের হয়
(ii) ভূ-নিম্নস্থ কাণ্ডের বহিঃত্বক পচে যায়
(iii) কাণ্ডে ছোট ছোট লাল গোটা হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২। উদ্দীপকের উদ্ভিদটির রোগের সাথে নিম্নের কোন রোগের সর্বাধিক মিল আছে?
(ক) মরিচা রোগ (খ) আলগা রোগ (গ) ফ্লাগ রোগ (ঘ) বিলম্বিত ধ্বসা রোগ
সঠিক উত্তর: (ঘ)

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড -২০১৬)
আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়।

৩। রোগটির জীবাণু কোন জাতীয়?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ) ছত্রাক


৪। রোগটির লক্ষণ হলো -
i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii