১২। কোনটি স্বপরাগায়নের বৈশিষ্ট্য? [চ.বো.২০১৫] (ক) নতুন প্রজšে§র উদ্ভিদের নতুনগুণের আর্বিভাব ঘটে
(খ) জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি হয়
(গ) পরাগরেণুর অপচয় হয়
(ঘ) নতুন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায়
২০। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের কতটি দেশে অওউঝ রোগের বিস্তার ঘটেছে? [য.বো.২০১৫] (ক) ১৬৪
(খ) ১৪৬
(গ) ২৬৪
(ঘ) ২৪৬
সঠিক উত্তর: (ক) ১৬৪
২১। ফুলের বৃন্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী? (ক) পুষ্পাক্ষ
(খ) গর্ভাশয়
(গ) বৃতি
(ঘ) দল
সঠিক উত্তর: (ক) পুষ্পাক্ষ
২২। কোন রাজ্যের জীবদের অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন জনন দেখা যায়? (ক) মনেরা
(খ) প্লানটি
(গ) প্রোটিস্টা
(ঘ) ফানজাই
সঠিক উত্তর: (খ) প্লানটি
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। বায়ুপরাগী ফুল- i. আকারে বড় হয়
ii. গর্ভমুণ্ড শাখাযুক্ত
iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) iii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ঃ
১। উদ্দীপকের কোনটি পরিবর্তিত হয়ে বীজ হয়? (ক) N
(খ) O
(গ) P
(ঘ) Q
সঠিক উত্তর: (ঘ) Q
২। সস্যকলা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? (ক) M ও Q
(খ) M ও P
(গ) M ও N
(ঘ) N ও P