এইচএসসি জীববিজ্ঞান (সৃজনশীল) প্রশ্ন (সকল বোর্ড) ২০১৮

প্রথম পত্র

সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট

বিষয় কোড: ১৭৮

পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]




১। জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
(ক) সেন্ট্রোস্ফিয়ার কি? ১
(খ) জেনেটিক কোড বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের প্রথম জৈব এসিডটির গঠন বর্ণনা কর। ৩
(ঘ) উপরোক্ত দুই ধরনের এসিডের মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৪

২। জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।
(ক) গ্লাইকোসাইডিক বন্ধন কি? ১
(খ) কোলেস্টেরল বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক জীবনের প্রয়োগ লেখ। ৩
(ঘ) উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-বিশ্লেষণ কর।৪

৩। সুমনার নির্দিষ্ট সময় পর পর কাঁপুনিসহ জ্বর আসে। চিকিৎসক রক্ত পরীক্ষার মাধ্যমে জানালেন RBC তে অণুজীব সংক্রমণের মাধ্যমে এই জ্বর হয়।
(ক) কায়াজমা কি? ১
(খ) অপুংজনি বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের বিশেষ কনিকায় পরজীবিটির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর। ৩
(ঘ) উদ্দীপকের রোগটি কীভাবে প্রতিরোধ করা যায় তা বিশ্লেষণ কর। ৪

৪।

(ক) পুষ্প প্রতীক কী? ১
(খ) নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ। ২
(গ) উপরোক্ত ‘B’ চিত্রটি যে গোত্রের তার সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ। ৩
(ঘ) উপরোক্ত চিত্র দুটির সংশ্লিষ্ট গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

৫। উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2 , H2O এবং ATP তৈরি হয়। অবশ্য O2 এর উপস্থিতি ছাড়া সম্পূর্ণ জারণ আদৌ সম্ভব নয়।
(ক) লিভার ওয়ার্ট কি? ১
(খ) লাইকেনের মিথোজীবীতা ব্যাখ্যা কর। ২
(গ) উদ্দীপকের মিথোজীবীতা ব্যাখ্যা্ কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ কর। ৪

৬। ডায়াবেটিসে আক্রান্ত জহির সাহেব ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ঔষধ হিসাবে এক ধরনের হরমোন গ্রহন করতে বললেন, যাহা এক ধরনের জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে।
(ক) উগ্যামাস জনন কি? ১
(খ) জিনোম সিকোয়েন্সিং বলতে কী বুঝ? ২
(গ) উপরোক্ত হরমোন তৈরির প্রযুক্তিটি বর্ণনা কর।৩
(ঘ) উদ্দীপকের প্রযুক্তি কৃষিক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। ৪

৭।

(ক) WWF কি?১
(খ) দ্বিনিষেক বলতে কী বুঝ? ২
(গ) উপরোক্ত চিত্র B যে অঞ্চলে জন্মে তার তার তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। ৩
(ঘ) উদ্দীপকে A ও B জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ কর। ৪

৮।

(ক) স্টিলি কী? ১
(খ) সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলারবান্ডল বলতে কি বুঝ? ২
(গ) উদ্দীপকের উদ্ভিদটির গ্যামেটোফাইটিক অংশের বর্ণনা দাও। ৩
(ঘ) উদ্দীপকের উদ্ভিদটি হেটারোমরফিক জীবনচক্র প্রদর্শন করে –বিশ্লেষণ কর।৪