মাধ্যমিক জীববিজ্ঞান সিলেবাস (SSC Biology Syllabus)


অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া (১৫ পিরিয়ড)



বিষয়বস্তু


১। মানব রেচন
২। রেচন পদাথর্- ১.১ ইউরিয়া ১.২ লবণ ১.৩ নাইট্রোজেন ১.৪ কার্বনডাই অক্সাইড
৩। বৃক্ক (করফহবু)- ৩.১ গঠন ও কাজ
৪। নেফ্রন – ৪.১ গঠন ও কাজ
৫। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা
৬। বৃক্কের সমস্যা- ৬.১ বৃক্কে পাথর- প্রতিকার ৬.২ তাৎক্ষণিক বৃক্ক বিকললক্ষণ ও করণীয় ৬.৩ ডায়ালাইসিস ৬.৪ বৃক্ক প্রতিস্থাপন এবং মরনোত্তর বৃক্ক দান
৭। মূত্রনালীর রোগ ও সুস্থ রাখার উপায়

শিখনফল
বুদ্ধিবৃত্তীয়:
১। মানুষের রেচন ব্যাখ্যা করতে পারবে।
২। মানবদেহে উৎপনড়ব রেচন পদার্থের বর্ণনা করতে পারবে।
৩। বৃক্কের (Kidney) গঠন ও কাজ বর্ণনা করতে পারবে।
৪। নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে
৫। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
৬। বৃক্কে পাথর সৃষ্টি প্রতিরোধ এবং প্রতিকার বর্ণনা করতে পারবে।
৭। বক্ক বিকলের লক্ষণ ও করণীয় বর্ণনা করতে পারবে।
৮। বৃক্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ডায়ালাইসিসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
৯। বৃক্ক প্রতিস্থাপন এবং মরনোত্তর বৃক্ক দানের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
১০। মত্রূ নালীর রোগ এবং সুস্থ রাখার উপায় বর্ণনা করতে পারবে।
অনুসন্ধান:
১১। মরনোত্তর বৃক্ক দান বিষয়ে জনমত নিরূপণের একটি অনুসন্ধান কাজ করতে পারবে।
মনোপেশিজ:
১২। মানব বৃক্ক ও নেফ্রনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে।
১৩। সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য মরনোত্তর বৃক্ক দান বিষয়ে পোস্টার অঙ্কন করতে পারবে।
১৪। বৃক্ক ও মুত্রনালীর সুস্থতা রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে লিফলেট অঙ্কন করতে পারবে।
আবেগীয়:
১৫। বৃক্ক ও মুত্রনালীর সুস্থতায় সচেতনতা সৃষ্টি করতে পারবে।
১৬। মরনোত্তর বৃক্ক দান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারবে।