১. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)
২. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
(ক) এক বার
(খ) দুই বার
(গ) তিন বার
(ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)
৩. কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১. মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না।
১. উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (ক)
২. এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)