এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)


২। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
(ক) এক বার
(খ) দুই বার
(গ) তিন বার
(ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)


৩। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)


৪। ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
(ক) অ্যানাফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)


৫। নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (গ)


৬। প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
(ক) উদ্ভিদ কোষে
(খ) প্রাণী কোষে
(গ) আদি কোষে
(ঘ) প্রকৃত কোষে
সঠিক উত্তর: (খ)


৭। বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)


৮। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)


৯। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
(ক) কুন্ডলিত
(খ) প্যাঁচানো
(গ) লম্বালম্বি
(ঘ) আনুভূমিক
সঠিক উত্তর: (ক)


১০। নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
(ক) নস্টক
(খ) আমগাছ
(গ) বটগাছ
(ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক)


১১। কোষের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন বিভাজন প্রক্রিয়া?
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)


১২। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
(ক) এক বার
(খ) দুই বার
(গ) তিন বার
(ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)


১৩। নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
(ক) নিউক্লিয়াসের বিভাজন
(খ) নিউক্লিওয়ালসের বিভাজন
(গ) ক্রোমোজোম বিভাজন
(ঘ) দেহকোষীয় বিভাজন
সঠিক উত্তর: (ক)


১৪। প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


১৫। মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)


১৬। অঙ্গজ জনন সাধিত হয় কোন প্রক্রিয়ায়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)


১৭। প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
(ক) তিনটি
(খ) দুইটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)


১৮। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)


১৯। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)


২০। নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)


২১। মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
(ক) সমান
(খ) দ্বিগুণ
(গ) চারগুণ
(ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)


২২। সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
(ক) স্পিন্ডল
(খ) ট্রাকশন
(গ) অ্যাস্টার
(ঘ) আকর্ষণ
সঠিক উত্তর: (গ)


২৩। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় কোন বিভাজনের ফলে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


২৪। জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)


২৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
(ক) জীবদেহ
(খ) জাইগোট
(গ) কোষদেহ
(ঘ) সজীব কোষ
সঠিক উত্তর: (খ)


২৬। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের পরিসমাপ্তি ঘটে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)


২৭। নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কোথায়?
(ক) জননকোষে
(খ) দেহকোষে
(গ) স্নায়ুকোষে
(ঘ) অপত্যকোষে
সঠিক উত্তর: (খ)


২৮। মসের জাইগোটে মিয়োসিস হলে কয়টি রেণু উৎপন্ন হয়?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)


২৯। অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় কোন কোষ বিভাজনের ফলে?
(ক) মিয়োসিস
(খ) দেহকোষ
(গ) মাইটোসিস
(ঘ) জননকোষ
সঠিক উত্তর: (গ)


৩০। কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে?
(ক) মেটাফেজ
(খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)


৩১। প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


৩২। মস ও ফার্নের রেণু সংগ্রহের জন্য অভিযান চালাতে হবে কোথায়?
(ক) ছায়াযুক্ত স্থানে
(খ) জলাশয়ে
(গ) গাছের ফোকরে
(ঘ) পাহাড়ের চূড়ায়
সঠিক উত্তর: (ক)


৩৩। অপত্য কোষ গঠন ও গুণাগুণ মাতৃকোষানুরূপ হয় কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


৩৪। একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
(ক) সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে
(খ) একটি মাত্র কোষ সরল বলে
(গ) শুক্রাণু ও ডিম্বাণু এককোষী বলে
(ঘ) একটি কোষে কোষ বিভাজন সুবিধাজনক বলে
সঠিক উত্তর: (ক)


৩৫। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকার কেমন?
(ক) সরু ও লম্বা
(খ) মোটা ও লম্বা
(গ) মোটা ও পাতলা
(ঘ) লম্বা ও পাতলা
সঠিক উত্তর: (ক)


৩৬। নিচের কোনটি এককোষী জীব?
(ক) ব্যাকটেরিয়া
(খ) কেঁচো
(গ) চিংড়ি
(ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক)


৩৭। নিচের কোন পর্যায়ে কোষটি দু ভাগ হয়ে যায়?
(ক) মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) প্যাফাইটিন
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


৩৮। সাইটোকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
(ক) নিউক্লিয়াস
(খ) সাইটোপ্লাজম
(গ) প্রোটোপ্লাজম
(ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (খ)


৩৯। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
(ক) অপত্য ক্রোমোজোম
(খ) মাতৃকা ক্রোমোজোম
(গ) ক্রোমোজোম
(ঘ) সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (ক)


৪০। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?
(ক) ইন্টারফেজ
(খ) প্রোফেজ
(গ) মাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (গ)


৪১। কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে?
(ক) জাইগোট
(খ) ক্রোমোজোম
(গ) নিউক্লিয়াস
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (খ)


৪২। কোন ধাপে ক্রোমোজোমের চারদিক ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় এবং স্যাটক্রোমোজোমের যৌন কুঞ্চনে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


৪৩। আকর্ষণ তন্তুর সাথে কোনটি সংযুক্ত হয়?
(ক) সেন্ট্রোসোম
(খ) সেন্ট্রোমিয়ার
(গ) ক্রোমোজোম
(ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (খ)


৪৪। বিনষ্ট হয়ে যাওয়া কোষের স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)


৪৫। ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) মাইটোসিস ও মিয়োসিস
সঠিক উত্তর: (ক)


৪৬। নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে?
(ক) নিউক্লিয়াস
(খ) ক্রোমাটিন বস্তু
(গ) ক্রোমাটিন তন্তু
(ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (ঘ)


৪৭। মিয়োসিস প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কয়টি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)


৪৮। মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
(ক) উদ্ভিদ কোষে
(খ) প্রাণী কোষে
(গ) উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষে
(ঘ) উদ্ভিদ ও প্রাণীর জননকোষে
সঠিক উত্তর: (গ)


৪৯। মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইড তৈরিতে তুমি কোনটি বেছে নিবে?
(ক) পেঁয়াজের মূলের অগ্রভাগ
(খ) আম পাতার মধ্যশিরা
(গ) পেয়ারা গাছের বাকল
(ঘ) কাঁঠালের বিচি
সঠিক উত্তর: (ক)


৫০। হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পর্যবেক্ষণের জন্য উদ্ভিদের কোন অংশ সংগ্রহ করবে?
(ক) পরাগধানী
(খ) পাতা
(গ) মূল
(ঘ) ফল
সঠিক উত্তর: (ক)


৫১। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)


৫২। নিচের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
(ক) টেলোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (খ)


৫৩। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
(ক) রেমিটেন্স
(খ) বৈদেশিক ঋণ
(গ) বৈদেশিক সাহায্য
(ঘ) আয়কর
সঠিক উত্তর: (ক)


৫৪। জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকার সুবিধা কোনটি?
(ক) জীবের প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া
(খ) জীববৈচিত্র‌্য রক্ষা
(গ) প্রজাতির স্বাতন্ত্র‌্য বজায় থাকা
(ঘ) নতুন জীবের উদ্ভব হয়
সঠিক উত্তর: (গ)


৫৫। যে সব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট তারা বিনষ্ট হলে কোন ধরনের কোষবিভাজন দ্বারা তা পূরণ হয়?
(ক) মাইটোসিস
(খ) অ্যামাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
সঠিক উত্তর: (ক)


৫৬। বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়?
(ক) ফুলের গর্ভাশয়ে
(খ) ফলের বীজে
(গ) পাতার মধ্যশিরায়
(ঘ) মূলের অগ্রভাগে
সঠিক উত্তর: (ক)


৫৭। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে কোন ধাপে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)


৫৮। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে কোনটি?
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) কোষগহ্বর
(ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (ঘ)


৫৯। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)


৬০। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলে?
(ক) ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
(খ) মেরু অঞ্চল
(গ) নিরক্ষীয় অঞ্চল
(ঘ) বায়বীয় অঞ্চল
সঠিক উত্তর: (ক)


৬১। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) অপত্য কোষ
সঠিক উত্তর: (খ)


৬২। যখন দুটি কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (খ)


৬৩। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাকে বলে –
(ক) আকর্ষণ তন্তু
(খ) স্পিন্ডল তন্তু
(গ) ট্রাকশন তন্তু
(ঘ) ট্রাকশন যন্ত্র
সঠিক উত্তর: (ক)


৬৪। মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কতবার বিভাজিত হয়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক)


৬৫। দেহকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)


৬৬। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কত অংশে বিভক্ত হয়?
(ক) দুই অংশে
(খ) তিন অংশে
(গ) চার অংশে
(ঘ) পাঁচ অংশে
সঠিক উত্তর: (ক)


৬৭। হ্যাপ্লয়েড জীবে নিষেকের পর জাইগোট কোথায় সংঘটিত হয়?
(ক) মাইটোসিসে
(খ) অ্যামাইটোসিসে
(গ) মিয়োসিসে
(ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (গ)


৬৮। অ্যামাইটোসিসের কোষ বিভাজনের শুরুতে কোনটি ঘটে?
(ক) কোষের বিভাজন ঘটে
(খ) নিউক্লিয়াস লম্বা হয়
(গ) নিউক্লিয়াসের দুই প্রান্ত মোটা হয়
(ঘ) নিউক্লিয়াসের মাঝের অংশ সরু হয়
সঠিক উত্তর: (খ)


৬৯। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)


৭০। কোন বিভাজন মাইটোসিসের অনুরূপ?
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস-২
(গ) মিয়োসিস-১
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


৭১। ক্রোমটিড দুটি আলাদা হয় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)


৭২। কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (গ)


৭৩। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয় কোন ধানে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (ঘ)


৭৪। অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
(ক) ক্যান্সার
(খ) আলসার
(গ) ডায়াবেটিস
(ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (ক)


৭৫। মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে কতটি অপত্য কোষ তৈরি হয়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (গ)


৭৬। জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


৭৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
(ক) তিনটি
(খ) দুইটি
(গ) পাঁচটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)


৭৮। অ্যাস্টার-রে কোষ বিভাজনের কোন ধাপে বিচ্ছুরিত হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)


৭৯। কোষের বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)


৮০। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি V. L. J বা I এর মতো আকার ধারণ করে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)


৮১। প্রোফেজ পর্যায় পর্যবেক্ষণে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
(খ) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
(গ) দূরবীক্ষণ যন্ত্র
(ঘ) অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)


৮২। হ্রাসমূলক বিভাজন বলা হয় কোনটিকে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


৮৩। মিয়োসিসের গুরুত্ব কী?
(ক) জননকোষ সৃষ্টি
(খ) দেহকোষ সৃষ্টি
(গ) প্রাণীর দৈহিক বৃদ্ধি
(ঘ) উদ্ভিদের বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)


৮৪। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
(ক) প্রোফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) মেটাপেজ
সঠিক উত্তর: (ক)


৮৫। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
(ক) বহুকোষী জীবের
(খ) এককোষী জীবের
(গ) এককোষী ও বহুকোষী
(ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)


৮৬। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
(ক) টেলোফেজ
(খ) মেটাপেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (খ)


৮৭। টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম?
(ক) স্বাভাবিক
(খ) অস্বাভাবিক
(গ) অতি প্রাকৃতিক
(ঘ) সংবেদনশীল
সঠিক উত্তর: (খ)


৮৮। জীবকোষের আকৃতি বিভিন্ন ধরনের হয় কেন?
(ক) আকারের বিভিন্নতার কারণে
(খ) জীবের বিভিন্নতার কারণে
(গ) কোষ বিভাজনের বিভিন্নতার কারণে
(ঘ) বৈশিষ্ট্যের বিভিন্নতার কারণে
সঠিক উত্তর: (খ)


৮৯। দ্বিবিভাজন বলা হয় নিচের কোনটিকে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) মায়োসিস
সঠিক উত্তর: (ক)


৯০। ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)


৯১। জননমাতৃ কোষের বিভাজনের ফলে উৎপন্ন হয় –
(ক) গ্যামেট
(খ) জাইগোট
(গ) স্পিন্ডল তন্তু
(ঘ) ক্রোমোটিড
সঠিক উত্তর: (ক)


৯২। দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)


৯৩। মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
(ক) স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
(খ) ক্রোমোজোম পানি শোষণ করে
(গ) অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
(ঘ) ক্রোমোজোমে পানির পরিমাণ কমে
সঠিক উত্তর: (খ)


৯৪। নিচের কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
(ক) কোষের রাসায়নিক গঠনের
(খ) কোষের বাহ্যিক গঠনের
(গ) কোষের ক্রোমোজোমের
(ঘ) কোষের মাইটোকন্ড্রিয়ার
সঠিক উত্তর: (খ)


৯৫। জীবদেহের গঠন ও কাজের একক কী?
(ক) কোষ
(খ) প্লাস্টিড
(গ) গলজি বস্তু
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)


৯৬। সাবমেন্ট্রাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
(ক) ‘V’
(খ) ‘L’
(গ) ‘J’
(ঘ) ‘I’
সঠিক উত্তর: (খ)


৯৭। কখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে?
(ক) ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে
(খ) ক্রোমোজোমগুলো বিভাজিত হলে
(গ) ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হলে
(ঘ) সেন্ট্রোমিয়ার সৃষ্টি হলে
সঠিক উত্তর: (ক)


৯৮। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয়ার আবরণী গঠিত কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


৯৯। কোনটিকে ইকুয়েশনাল বিভাজন বলে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) গ্যামেটোসিস
সঠিক উত্তর: (খ)


১০০। কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্যের হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)


১০১। নিচের কোনটি অ্যানাফেজ দশার ক্রোমোজোমের সাব-মেটাসেন্ট্রিক আকৃতি?
(ক) J
(খ) I
(গ) L
(ঘ) V
সঠিক উত্তর: (গ)


১০২। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কী?
(ক) এনজাইম
(খ) হরমোন
(গ) মাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (গ)


১০৩। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমটিতে বিভক্ত হয় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)


১০৪। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে কোন অঙ্গাণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


১০৫। একটি প্রাণীর মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা ৮ হলে, মিয়োসিস-১ এ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
(ক) ৪
(খ) ৮
(গ) ১২
(ঘ) ১৬
সঠিক উত্তর: (ক)


১০৬। স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
(ক) তন্তুময় প্রোটিন
(খ) গ্লোবিউলার প্রোটিন
(গ) ফ্রাইব্রাস প্রোটিন
(ঘ) অ্যালবুমিন প্রোটিন
সঠিক উত্তর: (ক)


১০৭। কোন পর্যায়ে ক্রোমোজোমের আকর্ষণ কমে যায়?
(ক) অ্যানাফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)


১০৮। নিচের কোনটি জনন কোষে ঘটে?
(ক) মাইটোসিস কোষ বিভাজন
(খ) মিয়োসিস কোষ বিভাজন
(গ) নিউক্লিয়াসের বিভাজন
(ঘ) সাইটোপ্লাজমের বিভাজন
সঠিক উত্তর: (খ)


১০৯। জাইগোট বারবার বিবাজিত হয়ে কি উৎপন্ন হয়?
(ক) শুক্রাণু
(খ) ডিম্বাণু
(গ) অসংখ্য কোষ
(ঘ) অপত্য কোষ
সঠিক উত্তর: (গ)


১১০। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় কোন ধাপে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (গ)


১১১। মাইটোসিসের শেষ পর্যায় কোনটি?
(ক) মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (গ)


১১২। প্রোফেজ মাইটোসিসের কততম পর্যায়?
(ক) ১ম
(খ) ২য়
(গ) ৩য়
(ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)


১১৩। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়?
(ক) মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) লিপাটোটিন
সঠিক উত্তর: (ক)


১১৪। মস ও ফার্ণ উদ্ভিদের রেণু মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


১১৫। সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)


১১৬। বহুকোষী জীব কোন কোষ হতে জীবন শুরু করে? (ক) জাইগোট (খ) নিষেক (গ) হ্যাপ্লয়েড (ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ক)


১১৭। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে নিচের কোনটিতে?
(ক) ব্যাকটেরিয়ায়
(খ) শৈবালের জননকোষে
(গ) প্রাণীর জননকোষে
(ঘ) উদ্ভিদের পাতায়
সঠিক উত্তর: (ক)


১১৮। কোন ধরনের কোষ বিভাজন জীবে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
সঠিক উত্তর: (গ)


১১৯। মাইটোসিস সংঘটনে উদ্ভিদ ও প্রাণী কোষে ভিন্নতা হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)


১২০। ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)


১২১। ক্রোমোজোম সংকুচিত হয়ে মোটা ও খাট হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)


১২২। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কেমন থাকে?
(ক) খাটো ও মোটা
(খ) মোটা ও চিকন
(গ) খাটো ও চিকন
(ঘ) খাটো ও পাতলা
সঠিক উত্তর: (ক)


১২৩। মাইটোসিস প্রক্রিয়া কোন কোষে সংগঠিত হয়?
(ক) আদি
(খ) প্রকৃত
(গ) জনন
(ঘ) জনন মাতৃকোষে
সঠিক উত্তর: (খ)


১২৪। মিয়োসিস পদ্ধতিতে মাতৃনিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?
(ক) একবার
(খ) দুইবার
(গ) তিনবার
(ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)


১২৫। ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)


১২৬। মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বাহু কীভাবে অবস্থান করে?
(ক) মেরুমুখী
(খ) মেরুবিমুখী
(গ) সমান্তরালভাবে
(ঘ) লম্বভাবে
সঠিক উত্তর: (ক)


১২৭। ক্যারিওকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
(ক) নিউক্লিয়াস
(খ) সাইটোপ্লাজম
(গ) প্রোটোপ্লাজম
(ঘ) এক্টোপ্লাজম
সঠিক উত্তর: (ক)


১২৮। মেটাফেজ ধাপে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলে অবস্থান করে?
(ক) বিষুবীয় অঞ্চলে
(খ) দু’প্রান্তে
(গ) এক প্রান্তে
(ঘ) নিরক্ষীয় অঞ্চলে
সঠিক উত্তর: (ক)


১২৯। নিউক্লিয়াস আকারে বড় হয় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)


১৩০। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)


১৩১। নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)


১৩২। নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)


১৩৩। উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে কোন বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


১৩৪। কোষ বিভাজনের কোন ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষপ্রাচীর গঠিত হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)


১৩৫। প্রাণী কোষে কয়টি সেন্ট্রিওল হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)


১৩৬। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ঘটে কোন বিভাজন প্রক্রিয়া?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


১৩৭। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
(ক) দৈর্ঘ্য বৃদ্ধি পায়
(খ) দৈর্ঘ্য হ্রাস পায়
(গ) দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায়
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)


১৩৮। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


১৩৯। গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


১৪০। Eukaryotic cell বিভাজন কোন প্রক্রিয়ায় হয়?
(ক) মাইটোসিস
(খ) সিন্তাপসিস
(গ) মিয়োসিস
(ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)


১৪১। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কীভাবে বিভাজিত হয়?
(ক) প্রত্যক্ষভাবে
(খ) পরোক্ষভাবে
(গ) দুটি পর্যায় অতিক্রম করে
(ঘ) জটিল পর্যায় অতিক্রম করে
সঠিক উত্তর: (ক)


১৪২। জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)


১৪৩। প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের আকার কেমন?
(ক) বড়
(খ) ছোট
(গ) গোলাকার
(ঘ) খাট
সঠিক উত্তর: (ক)


১৪৪। মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (ক)


১৪৫। ঈস্ট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)


১৪৬। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় কোন বিভাজনের কারণে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)


১৪৭। মাতৃকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয় কোন বিভাজনের ফলে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)


১৪৮। এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়?
(ক) অপত্য কোষ
(খ) জনন কোষ
(গ) কোষ প্লেট
(ঘ) দেহকোষ
সঠিক উত্তর: (গ)


১৪৯। প্রতিটি জীবের জীবন শুরু হয় কয়টি কোষ থেকে?
(ক) একটি কোষ থেকে
(খ) দুটি কোষ থেকে
(গ) বহুসংখ্যক কোষ থেকে
(ঘ) তিনটি কোষ থেকে
সঠিক উত্তর: (ক)


১৫০। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কী বলে?
(ক) স্পিন্ডল তন্তু
(খ) স্পিন্ডল ফাইবার
(গ) স্পিন্ডল অ্যাপারেটাস
(ঘ) স্পিন্ডল তন্ত্র
সঠিক উত্তর: (ক)


১৫১। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘V’ আকার ধারণ করা ক্রোমোজোমকে কী বলে?
(ক) মেটাসেন্ট্রিক
(খ) সাব মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)


১৫২। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?
(ক) আকর্ষণ বেড়ে যাওয়ায়
(খ) বিকর্ষণ বেড়ে যাওয়ায়
(গ) সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়
(ঘ) ক্রোমাটিড তৈরি হওয়ায়
সঠিক উত্তর: (খ)


১৫৩। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়?
(ক) ৪র্থ
(খ) ৩য়
(গ) ২য়
(ঘ) ১ম
সঠিক উত্তর: (ক)


১৫৪। বংশপরম্পরায় জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে কোন বিভাজনে?
(ক) মাইটোসিস
(খ) দেহকোষ
(গ) অ্যামাইটোসিস
(ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)


১৫৫। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
(ক) V
(খ) L
(গ) J
(ঘ) I
সঠিক উত্তর: (গ)


১৫৬। নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)


১৫৭। কোষ বিভাজন ঘটে কেন?
(ক) জীবের বৃদ্ধির উদ্দেশ্যে
(খ) প্রজননের উদ্দেশ্যে
(গ) জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে
(ঘ) জীবের অভিযোজনের উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)


১৫৮। জীবদেহের ক্ষত স্থান পূরণ করতে কে ভূমিকা রাখে?
(ক) মিয়োসিস
(খ) মাইটোসিস
(গ) লিপটোটিন
(ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (খ)


১৫৯। জীবদেহে কোষ বিভাজন কত প্রকার?
(ক) এক প্রকার
(খ) দুই প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (গ)


১৬০। নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
(ক) মেটাফেজ
(খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)


১৬১। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
সঠিক উত্তর: (ক)


১৬২। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস-১
(ঘ) মিয়োসিস-২
সঠিক উত্তর: (গ)


১৬৩। মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
সঠিক উত্তর: (গ)


১৬৪। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি?
(ক) মেটাফেজ
(খ) টেলোফেজ
(গ) প্রফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)


১৬৫। প্রতিটি জীবের জীবন শুরু হয় কিভাবে?
(ক) একটি কোষ দিয়ে
(খ) দুইটি কোষ দিয়ে
(গ) তিনটি কোষ দিয়ে
(ঘ) চারটি কোষ দিয়ে
সঠিক উত্তর: (ক)


১৬৬। মাইটোসিস বিভাজন কোথায় ঘটে?
(ক) জাইগোটে
(খ) সাইটোপ্লাজমে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) জীবের কোষে
সঠিক উত্তর: (ঘ)


১৬৭। মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)


১৬৮। নিচের কোন পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়?
(ক) মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (গ)


১৬৯। জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) অস্বাভাবিক
সঠিক উত্তর: (খ)


১৭০। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের V আকৃতির নাম কী?
(ক) মেটাসেন্ট্রিক
(খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক
সঠিক উত্তর: (ক)


১৭১। জীবের জনন কোষে কোন বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)


১৭২। মাইটোসিসে কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের বিভাজন ঘটে?
(ক) সরাসরি
(খ) প্রত্যক্ষ প্রক্রিয়ায়
(গ) একটি ধারাবাহিক প্রক্রিয়ায়
(ঘ) বিশেষ প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)


১৭৩। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)


১৭৪। কোন ধরনের জননের জন্য মাইটোসিস অপরিহার্য?
(ক) যৌন জনন
(খ) অযৌন জনন
(গ) যৌন ও অযৌন জনন
(ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)


১৭৫। এককোষী জীব কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে?
(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) মাইটোসিস ও মিয়োসিস
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)


১৭৬। নিচের কোনটি বহুকোষী জীব?
(ক) বটগাছ
(খ) ব্যাকটেরিয়া
(গ) অ্যামিবা
(ঘ) প্লাজমোডিয়াম
সঠিক উত্তর: (ক)


১৭৭। যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে?
(ক) দুই গুণ
(খ) তিন গুণ
(গ) চার গুণ
(ঘ) আট গুণ
সঠিক উত্তর: (ক)


১৭৮। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (ক)


১৭৯। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মাইটোসিসের কোন ধাপে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)


১৮০। হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোন বিভাজন সংঘটিত হয়?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)


১৮১। মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)


১৮২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃকোষে কোনটি ঘটে?
(ক) ভ্রূণ গঠণ ও ভ্রূণের বর্ধন
(খ) শুক্রাণু, ডিম্বাণু এবং পরাগরেণু উৎপাদন
(গ) কোষের সংখ্যা বৃদ্ধি
(ঘ) কোষের আকার আয়তন বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)


১৮৩। কোষ বিভাজন হয় না কোন কোষে?
(ক) উদ্ভিদকোষে
(খ) প্রাণিকোষে
(গ) জড়কোষে
(ঘ) জননকোষে
সঠিক উত্তর: (গ)


১৮৪। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার কেমন?
(ক) V, L ও J আকার
(খ) V, L ও M আকার
(গ) M, N ও L আকার
(ঘ) I, L ও N আকার
সঠিক উত্তর: (ক)


১৮৫। কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন কোন বিভাজন প্রক্রিয়া?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)


১৮৬। অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (ক)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২। মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩। মাইটোসিস ঘটে –
i. প্রাণীর দেহ কোষে
ii. উদ্ভিদের ভাজক টিস্যুতে
iii. উদ্ভিদের সকল টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৪। বহুকোষী জীব হলো –
i. অ্যামিবা
ii. মানুষ
iii. বটগাছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৫। মেটাফেজ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়
ii. সেন্ট্রোমিয়ার দুইটি খন্ডে বিভক্ত
iii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৬। অ্যামাইটোসিস কোষ বিভাজনে –
i. দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়
ii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়
iii. পাঁচটি পর্যায় দেখা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৭। অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য –
i. কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত
ii. দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে
iii. দুইটি অপত্য কোষের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৮। মাইটোসিস ঘটে –
i. কান্ড ও মূলের অগ্রভাগে
ii. ভ্রূণমুকুল ও ভ্রূণমূলে
iii. বর্ধনশীল পাতা ও মুকুলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৯। স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয় –
i. স্পিন্ডল তন্তু
ii. ক্রোমোজোমাল তন্তু
iii. আকর্ষণ তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১০। স্পিন্ডল যন্ত্রের দু’মেরুর মধ্যবর্তী অংশ হলো –
i. ইকুয়েটর
ii. বিষুবীয় অঞ্চল
iii. নিরক্ষীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১১। প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো –
i. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ii. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
iii. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১২। অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে সকল গঠনাকৃতি ধারণ করে তাহলো –
i. মেটাসেন্ট্রিক
ii. সাবমেটা সেন্ট্রিক
iii. অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১৩। বহুকোষী জীব হলো –
i. মানুষ, আমগাছ
ii. অ্যামিবা, জামগাছ
iii. বটগাছ, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১৪। স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে সঠিক বিবরণ –
i. দুই মেরুযুক্ত
ii. তন্তুময়
iii. প্রোটিনের তৈরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১৫। মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১৬। টেলোফেজ পর্যায়ের শেষে –
i. দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. কোষপ্লেট তৈরি হয়
iii. স্পিন্ডল তন্তু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১৭। যৌন জননক্ষম বহুকোষী জীবের সূচনা ঘটে –
i. জাইগোট থেকে
ii. নিষিক্ত ডিম্বাণু থেকে
iii. নিষিক্ত ডিম্বক থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৮। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে –
i. ব্যাকটেরিয়া
ii. ঈস্ট
iii. বটগাছ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


১৯। জীবদেহের বৃদ্ধির পাশাপাশি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে –
i. ভ্রুণের পরিস্ফুটন
ii. জীবদেহের ক্ষয়পূরণ
iii. প্রজনন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


২০। মাইটোসিসে ঘটে –
i. ক্যারিওকাইনোসিস
ii. সাইটোকাইনেসিস
iii. মেটাকাইনোসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২১। মিয়োসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয় –
i. ডিম্বাণু
ii. শুক্রাণু
iii. পরাগ রেণু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


২২। প্রাণিকোষের টেলোফেজ পর্যায়ে –
i. কোষ ঝিল্লী ভেতরে গর্তের ন্যায় ঢুকে যায়
ii. কোষ ঝিল্লী ক্রমান্বয়ে গভীরতর হয়
iii. দুটি অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


২৩। একটি আমগাছের ভ্রণাবস্থা থেকে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়ে ফুল ও ফল প্রদানের ক্ষেত্রে যে কোষ বিভাজন জড়িত –
i. মাইটোসিস
ii. অ্যামাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২৪। অ্যানাফেজের বৈশিষ্ট্য –
i. এ পর্যায়ে ক্রোমাটিড দুটি আলাদা হয়
ii. অপত্য ক্রোমোজোমে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে
iii. ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২৫। মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
i. প্রাণীর দেহকোষে
ii. প্রাণীর জননকোষে
iii. উদ্ভিদ দেহকোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


২৬। প্রাণিকোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে –
i. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না
ii. সেন্ট্রিওল দুটি মেরুতে অবস্থান করে
iii. সেন্ট্রিওলের চারদিক থেকে রশ্মি বের হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


২৭। অ্যামাইটোসিসের সর্বশেষ ধাপে ঘটে –
i. নিউক্লিয়াস সরু হয়
ii. মাঝের সরু অংশ আরো সরু হয়ে বিভক্ত হয়
iii. দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


২৮। অ্যানাফেজের সেন্ট্রোমিয়ারগুলোর আকার –
i. V ও L আকৃতির
ii. J ও I আকৃতির
iii. M ও N আকৃতির
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২৯। এককোষী জীব হলো –
i. ব্যাকটেরিয়া
ii. প্লাসমোডিয়াম
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩০। এককোষী জীব হলো –
i. ব্যাকটেরিয়া
ii. অ্যামিবা
iii. প্লাজমোডিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩১। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে –
i. অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে থাকে
ii. ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে
iii. স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হতে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩২। মাইটোসিস বিভাজনের ফলে জীবের –
i. দৈহিক বৃদ্ধি হয়
ii. কোষের নির্দিষ্ট আকার ও আয়তন বজায় থাকে
iii. অস্বাভাবিক কোষ বিভাজন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩৩। মিয়োসিস কোষ বিভাজন ঘটে –
i. উন্নত প্রাণিদেহে শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
ii. মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের জাইগোটে
iii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩৪। প্রো-মেটাফেজের বৈশিষ্ট্য হলো –
i. সেন্ট্রোমিয়ার ট্রাকশন তন্তুতে যুক্ত হয়
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি হয়
iii. নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩৫। অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে –
i. নিউক্লিয়াস ধীরে ধীরে লম্বা হতে থাকে
ii. নিউক্লিয়াস মুগুরের মতো হতে থাকে
iii. নিউক্লিয়াস ক্রমান্বয়ে সরু হতে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩৬। মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
i. কান্ড
ii. মূলের অগ্রভাগ
iii. মুকুল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৩৭। মিয়োসিসের জিনের আদান-প্রদান হয় –
i. ক্রোমোজোম অংশ বিনিময়ে
ii. DNA ভাঙা-গড়ার মাধ্যমে
iii. ক্রোমোজোম স্থানান্তরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩৮। মাইটোসিসের শেষ পর্যায়টিতে –
i. প্রোফেজ এর ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়
ii. ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে
iii. ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৩৯। অ্যামাইটোসিস প্রক্রিয়ার লম্বা হওয়ার পর নিউক্লিয়াসের –
i. দু’প্রান্ত মোটা হয়
ii. মাঝের অঙশ সরু হয়
iii. আকৃতি মুগুরের মত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪০। টেলোফেজ পর্যায়ে ঘটে –
i. ক্রোমোজোমে পানিযোজন
ii. ক্রোমোজোমগুলো সরু হয়
iii. ক্রোমোজোমগুলো লম্বা আকার নেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪১। প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে তা হলো-
i. আকর্ষণ তন্তু
ii. Traction fibre
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪২। মিয়োসিসের গুরুত্ব হলো –
i. জনুক্রম
ii. অপত্য কোষ সৃষ্টি করা
iii. ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৪৩। জীবদেহে কোষ বিভাজন দেখা যায় প্রধানত –
i. মাইটোসিস
ii. অ্যামাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


৪৪। প্রোফেজের বৈশিষ্ট্য হলো –
i. নিউক্লিয়াস আকারে বড় হয়
ii. ক্রোমোজোমের পানি হ্রাস পায়
iii. ক্রোমোজোমে ক্রোমাটিতে ভাগ হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪৫। অ্যামাইটোসিসের ঘটে -
i. কোষ প্রাচীরের মধ্য ভাগ ভিতরে ঢুকে যায়
ii. সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়
iii. দুই অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪৬। টেলোফেজের ক্ষেত্রে বলা যায় –
i. এটি মাইটোসিসের শেষ পর্যায়
ii. এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে
iii. নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪৭। কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইড তৈরির সময় ব্যবহৃত হয় –
i. কভার স্লিপ
ii. গ্লিসারিন
iii. আলো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৪৮। অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলনে ক্রোমোজোমের –
i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে
ii. বাহুদ্বয় অনুগামী থাকে
iii. উভয়ই অগ্রগামী থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৪৯। এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না।
১। উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (ক)


২। এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)