ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৫
(Admission Test 2015)

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা-২০১৫
(জীববিজ্ঞান–২য় পত্র)



১। পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
(a) ইহা পাকস্থলী হতে নিঃসৃত হয়
(b) পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে
(c) ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
(d) ইহা আমিষ পরিপাক করে
সঠিক উত্তর: (c) ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়


২। কোনটি অদানাদার শ্বেত কণিকা?
(a) বেসোফিল
(b) নিউট্রোফিল চক্র
(c) ইউসিনোফিল
(d) মনোসাইট
সঠিক উত্তর: (d) মনোসাইট


৩। কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সৃষ্টি হয়?
(a) ক্রেব চক্র
(b) নাইট্রোজেন চক্র
(c) অরনিথিন চক্র
(d) কার্বন চক্র
সঠিক উত্তর: (c) অরনিথিন চক্র


৪। সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থক্ষরণ করে কোন অঙ্গ?
(a) ভাস ডিফারেন্স
(b) মূত্রাশয়
(c) সেমিনাল ভেসিকল
(d) এপিডিডাইমিস
সঠিক উত্তর: (c) সেমিনাল ভেসিকল


৫। কোনটি মিশ্র গ্রন্থি?
(a) প্যারোটিড
(b) সোয়েট
(c) অগ্ন্যাশয়
(d) অশ্রু
সঠিক উত্তর: (c) অগ্ন্যাশয়


৬। জেলিফিস কোন পর্বের প্রাণী?
(a) মোলাস্কা
(b) আর্থ্রোপোডা
(c) প্লাটিহেলমিনথিস
(d) নিডারিয়া
সঠিক উত্তর: (d) নিডারিয়া


৭। নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হাড়?
(a) ক্ল্যাভিকল
(b) স্ফেনয়েড
(c) এথময়েড
(d) পিউবিস
সঠিক উত্তর: (a) ক্ল্যাভিকল


৮। ঘাসফড়িংয়ের সরু ও শক্ত ডানাদ্বয়কে কী বলে?
(a) টেগমিনা
(b) টারসাস
(c) ট্রকান্টার
(d) স্টারনাম
সঠিক উত্তর: (a) টেগমিনা


৯। কোন প্রাণী অযৌন ও যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে?
(a) হাইড্রা
(b) রুইমাছ
(c) ঘাসফড়িং
(d) মৌমাছি
সঠিক উত্তর: (a) হাইড্রা


১০। মানুষের রক্তের মান কত?
(a) ৬.৫
(b) ৭.০
(c) ৭.৪
(d) ৭.৮
সঠিক উত্তর: (c) ৭.৪


১১। মানুষের নবম জোড়া করোটিক স্নায়ু কোনটি?
(a) হাইপোগ্লোসাল
(b) স্পাইনাল অ্যাকসেসরি
(c) অ্যাবডুসেন্স
(d) অ্যাবডুসেন্স
সঠিক উত্তর: গ্লসোফেরিনজিয়াল


১২। নিচের উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আঁইশ পাওয়া যায় না?
(a) ইলিশ
(b) স্যামন
(c) কার্প
(d) রুই
সঠিক উত্তর: সব মাছেই সাইক্লয়েড আঁইশ পাওয়া যায়


১৩। নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়?
(a) ডান নিলয় (b) মহাধমনী
(c) ফুসফুস (d) বাম অলিন্দ
সঠিক উত্তর: (b) মহাধমনী


১৪। নিচের কোনটি মিনারেলোকটিকয়েড হরমোনের কাজ হয়?
(a) হৃৎক্রিয়া বৃদ্ধি করে
(b) বৃক্কের NaCl ও পানিশোষণ ক্ষমতা বৃদ্ধি করে
(c) রক্তের প্লাজমার পরিমাণ বৃদ্ধি করে
(d) K+ রেচন হার বৃদ্ধি করে
সঠিক উত্তর: (a) হৃৎক্রিয়া বৃদ্ধি করে


১৫। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
(a) ইন্টারফেরন
(b) ভ্যাক্সিন
(c) কমপ্লিমেন্ট সিস্টেম
(d) অণুচক্রিকা
সঠিক উত্তর: (c) কমপ্লিমেন্ট সিস্টেম


১৬। হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কী বলে?
(a) জিনোম
(b) অ্যালিলোমর্ফ
(c) ফিনোটাইপ
(d) জিনোটাইপ
সঠিক উত্তর: (b) অ্যালিলোমর্ফ