এইচএসসি বহুনির্বাচনি অভীক্ষা

সকল বোর্ড - ২০১৮

জীববিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড: ১৭৮

সময়-২৫ মিনিট

পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য:- সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।]

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।


১। নিচের কোনটি Serene (Ser) এমাইনো এসিডকে চিহ্নিত করে?
(ক) UCC
(খ) AAA
(গ) CUU
(ঘ) UAG
উত্তর : (ক) UCC


২। পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?
(ক) উত্তর আমেরিকা
(খ) এশিয়া
(গ) আফ্রিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর : (ঘ) দক্ষিণ আমেরিকা


৩। নিচের কোনটি সঠিক?
(ক) Chlorella হলো একটি এককোষী, সচল শৈবাল
(খ) Agaricus আঙ্গুর বিলম্বিত ধ্বসা রোগ সৃষ্টি করে
(গ) Ulotirix এর ডাইিগোট ৪-ফ্লাভোলাবিশিষ্ট
(ঘ) Penicillium কনিডিয়া দ্বারা যৌনজনন ঘটায়
উত্তর : (গ) Ulotirix এর ডাইিগোট ৪-ফ্লাভোলাবিশিষ্ট


৪। নিয়োসিসের প্রোফেজ-১ এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান 'X' আকৃতির অংশকে কী বলে?
(ক) ক্রসিংওভার
(খ) সিন্যাপসিস
(গ) টেট্রাড
(ঘ) কায়াজমা
উত্তর : (ঘ) কায়াজমা


৫। নিম্নের কোন উদ্ভিদে মিথোজীবিতা লক্ষ করা যায়?
(ক) Hibiscus rosa-sinensis
(খ) Cycas pectinata
(গ) Oryza sativa
(ঘ) Riccia discolor
উত্তর : (ঘ) Riccia discolor


৬। সালোকসংশ্লেষণের ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) এসিটাইল-কোএ তৈরি
(গ) সাইট্রিক এসিড চক্র
(ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র
উত্তর : (ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র


৭। GMO এর পূর্ণরূপ কী?
(ক) Genetic Modification Organism
(খ) Genetically Modern Organism
(গ) General Micro Organism
(ঘ) Genetically Modified Organism
উত্তর : (ঘ) Genetically Modified Organism


৮। কোষ বিভাজন কে আবিষ্কার করেন?
(ক) বোতেনী
(খ) স্ট্রাসবার্জার
(গ) ফ্লেমিং
(ঘ) শ্লাইধার
উত্তর : (গ) ফ্লেমিং


৯। কোনো জীবকোষে প্রাপ্ত রাইবোসোমের একটি উপ-একক 405 হলে, অপরটি কত?
(ক) 30S
(খ) 50S
(গ) 60S
(ঘ) 70S
উত্তর : (গ) 60S


১০। ‘সাইব্রিড' শব্দটি নিম্নের কোন প্রক্রিয়ার সাথে জড়িত?
(ক) গ্রাফটিং
(খ) জিন ক্লোনিং
(গ) টিস্যু কালচার
(ঘ) হাইব্রিডাইজেশন
উত্তর : (গ) টিস্যু কালচার
■ উদ্দীপকটির আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :


১১। চিত্র C-এর 'A' উপাদানটি—
(ক) পানি বিশ্লেষিত হয় না
(খ) বিজারণ ক্ষমতাসম্পন্ন
(গ) RNA-র গঠনগত একক
(ঘ) একটি কিটোপেন্টোজ
উত্তর : (খ) বিজারণ ক্ষমতাসম্পন্ন


১২। উদ্দীপকের 'Nz-base' হতে পারে—
i. অ্যাডেনিন
ii. গুয়ানিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ক) i ও ii

উদ্দীপকটির আলোকে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
শাওন শীতের ছুটিতে তার মামার সাথে রাঙ্গামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বারে আক্রান্ত হয়। নির্দিষ্ট সময় পর পর গা কাঁপুনি দিয়ে জ্বার আসে।

১৩। উদ্দীপকের রোগটির নামকরণ কোন ভাষায় করা হয়েছে?
(ক) ইতালিয়ান
(খ) গ্রিক
(গ) স্প্যানিশ
(ঘ) ল্যাটিন
উত্তর : (ক) ইতালিয়ান


১৪। শাওনকে আক্রমণকারী জীবাণু—
i প্রথমে যকৃতকে আক্রমণ করে
ii. সব সময়ে ডিপ্লয়েড অবস্থায় থাকে
iii. লোহিত কণিকা ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (খ) i ও iii

■ চিত্রটি লক্ষ কর এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :


১৫। চিত্র Z কী?
(ক) গর্ভাশয়
(খ) গর্ভযন্ত্ৰ
(গ) ভ্রূণথলি
(ঘ) ডিম্বক
উত্তর : (গ) ভ্রূণথলি


১৬। নিষেকের পর উদ্দীপকের ‘(M) ' কিসে পরিণত হয়?
(ক) ফল
(খ) বীজ
(গ) শস্য
(ঘ) ভ্রূণ
উত্তর : (গ) শস্য


১৭। কাজ অনুসারে ভাজক টিস্যুগুলি হলো—
i. গ্রাউন্ড মেরিস্টেম
ii. প্রোটোডার্ম
iii. প্লেট মেরিস্টেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ক) i ও ii

উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
এইচএসসি'র শিক্ষার্থী আকবর হোসেন জীববিজ্ঞান ক্লাসে এমন একটি উদ্ভিদ নিয়ে এলো যারা ভাস্কুলার ক্রিপ্টোগ্যাস নামে পরিচিত। এদের জীবনচক্র হেটেরোমরিক।

১৮। উদ্দীপকের উদ্ভিদটির সাথে নিচের কোন উদ্ভিদটির মিল আছে?
(ক) Ulothrix sp.
(খ) Riccia sp.
(গ) Pteris sp.
(ঘ) Cycas sp.
উত্তর : (গ) Pteris sp.


১৯। উদ্দীপকের উদ্ভিদের জীবনচক্রে—
i. ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী
ii. লিঙ্গধর দশা স্বভোজী
iii. যৌনজনন দশা রেণুধর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ঘ) i, ii ও iii


২০। নিম্নের কোনটি DNA ভাইরাস?
(ক) রেবিস
(গ) ভ্যাক্সিনিয়া
(খ) ইনফ্লুয়েঞ্জা
(ঘ) ইবোলা
উত্তর : (খ) ইনফ্লুয়েঞ্জা


২১। ইকোসিস্টেম শক্তির প্রবাহ কয়টি পর্যায়ভূক্ত?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর : (খ) ৩


২২। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার ভান্ডিলে—
(ক) জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে
(খ) জাইলেম টিস্যুর গঠন অনেকটা ‘V বা Y” আকৃতির
(গ) ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত থাকে
(ঘ) জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে
উত্তর : (খ) জাইলেম টিস্যুর গঠন অনেকটা ‘V বা Y” আকৃতির

উদ্দীপকটির আলোকে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :


২৩। উদ্দীপকে লক্ষ কর এবং নিম্নের কোন উদ্ভিদে ঘটে?
(ক) গম
(খ) ভুট্টা
(গ) আখ
(ঘ) আম
উত্তর : (ঘ) আম


২৪। উদ্দীপকের ‘Y” এর সাথে ১ অণু পানি যোগ করলে কী তৈরি হবে? (ক) ৩ ফসফোগ্লিসারিক এসিড (খ) অক্সালো অ্যাসেটিক এসিড (গ) ৩-ফসফোগ্লিসারালডিহাইড (ঘ) ফসফোইনল পাইরুতিক এসিড
উত্তর : (ক) ৩ ফসফোগ্লিসারিক এসিড

নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও :


২৫। উদ্দীপকের ফুলের-
i. বৃত্যাংশ ৫টি, যুক্ত
ii. পুংকেশর দললগ্ন
iii. অমরাবিন্যাস মুক্ত কেন্দ্রীয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (ক) i ও ii