এস.এস.সি. পরীক্ষা-২০১৮

জীববিজ্ঞান

বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)


১। গলবিলের অংশ কোনটি?
উত্তর: (ঘ) আলজিহ্বা

২। নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii

৩। কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে?
উত্তর: (গ) রেনাল পিরামিড

৪। কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
উত্তর: (ক) জাম

৫। উল্লিখিত গ্রন্থিটি শরীরের কোন অঙ্গে পাওয়া যায়?
উত্তর: (খ) গলা

৬। উল্লেখিত দুটি পরিস্থিতি সৃষ্টি ও নিয়ন্ত্রণের কারণ-
উত্তর: (খ) i, iii

৭। ছাগল কোন শ্রেণির খাদক?
উত্তর: (ঘ) প্রথম

৮। নিম্নের কোনটির ক্ষেত্রে সামগ্রিক চলন ঘটে?
উত্তর: (ঘ) ডায়াটম

৯। শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?
উত্তর: (গ) বহুগুচ্ছ

১০। ছ এর ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii

১১। Q । N এর ক্ষেত্রে 2A এর কাজ-
উত্তর: (খ) i, iii

১২। উঘঅ অনুপস্থিত থাকে কোনটিতে?
উত্তর: (গ) টোবাকো মোজাইক

১৩। কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের?
উত্তর: (ক) স্যামন

১৪। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে?
উত্তর: (গ) মাশরুম

১৫। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে?
উত্তর: (ক) Endocrinology

১৬। নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান?
উত্তর: (ঘ) সেন্ট্রোসোম

১৭। কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে?
উত্তর: (গ) পরিণত সীভকোষ

১৮। প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
উত্তর: (ক) সিলিয়াসযুক্ত

১৯। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন?
উত্তর: (খ) খ

২০। উদ্ভিদের পাতার সবুজরং হালকা হয়ে যায় কোনটির অভাবে?
উত্তর: (ঘ) ম্যাগনেসিয়াম

২১। চিত্রটির কাজের সাথে রক্তের কোন কাজটির সম্পর্ক আছে?
উত্তর: (খ) রোগ প্রতিরোধ করা

২২। অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: (খ) C2H5OH

২৩। নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি?
উত্তর: (ক) মুথা ঘাস

২৪। গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?
উত্তর: (ক) অগ্ন্যাশয়

২৫। টিউনিকা মিডিয়া কী দ্বারা তৈরি?
উত্তর: (খ) অনৈচ্ছিক পেশী