এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


দশম অধ্যায়: সমন্বয়


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
(ক) থাইরক্সিন
(খ) প্যারাথাইরক্সিন
(গ) থাইমক্সিন
(ঘ) থাইরোট্রপিন
সঠিক উত্তর: (গ) থাইমক্সিন


২। উদ্ভিদের সাইটোকাইনিন হরমোন বিদ্যমান কোনটিতে? [ঢা. বো. ২০১৬]
(ক) ফুল, ফল ও ডাবের পানি
(খ) ফল, বীজ ও ডাবের পানি
(গ) ফল, শস্য ও ডাবের পানি
(ঘ) শস্য, বীজ ও ডাবের পানি
সঠিক উত্তর: (গ) ফল, শস্য ও ডাবের পানি


৩। কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোনটি? [ঢা. বো. ২০১৬]
(ক) প্রোল্যাকটিন
(খ) থাইরক্সিন
(গ) এ্যাডরেনালিন
(ঘ) ইস্ট্রোজেন
সঠিক উত্তর: (গ) এ্যাডরেনালিন


৪। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? [রা. বো. ২০১৬]
(ক) মস্তিষ্ক
(খ) যকৃত
(গ) বৃক্ক
(ঘ) ট্রাকিয়া
সঠিক উত্তর: (ঘ) ট্রাকিয়া


৫। অ্যাক্সন কোন ধরনের কোষের অংশ? [দি. বো. ২০১৬]
(ক) আবরণী কোষ
(খ) স্নায়ু কোষ
(গ) অস্থি কোষ
(ঘ) পেশী কোষ
সঠিক উত্তর: (খ) স্নায়ু কোষ


৬। একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরণে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? [চ. বো. ২০১৬]
(ক) অ্যাক্সন
(খ) কোষদেহ
(গ) ডেনড্রন
(ঘ) সিন্যাপস
সঠিক উত্তর: (ঘ) সিন্যাপস


৭। ডাবের পানিতে কোন হরমোন পাওয়া যায়? [চ. বো. ২০১৬]
(ক) অক্সিন
(খ) সাইটোকাইনিন
(গ) জিবেরেলিন
(ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (খ) সাইটোকাইনিন


৮। প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি? [চ. বো. ২০১৬]
(ক) মস্তিষ্ক
(খ) হরমোন
(গ) সুষুমাকাণ্ড
(ঘ) নিউরন
সঠিক উত্তর: (গ) সুষুমাকাণ্ড


৯। ইনসুলিন কোথা হতে নিঃসরণ হয়? [সি. বো. ২০১৬]
(ক) পিটুইটারি
(খ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
(গ) গোনাড
(ঘ) থাইমাস
সঠিক উত্তর: (খ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স


১০। কোনটি ‘দিন নিরপেক্ষ’ উদ্ভিদ? [সি. বো. ২০১৬]
(ক) চন্দ্রমল্লিকা
(খ) ঝিঙা
(গ) ডালিয়া
(ঘ) শসা
সঠিক উত্তর: (ঘ) শসা


১১। কোন হরমোনটি গ্যাসীয়? [সি. বো. ২০১৬]
(ক) ইথিলিন
(খ) সাইটোকাইনিন
(গ) জিবেরেলিন
(ঘ) অক্সিন
সঠিক উত্তর: (ক) ইথিলিন


১২। কোন অংগটি দেহের ভারসাম্য রক্ষা করে? [য. বো. ২০১৬]
(ক) পনস
(খ) সেরিব্রাম
(গ) সেরিবেলাম
(ঘ) মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (গ) সেরিবেলাম


১৩। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? [য. বো. ২০১৬]
(ক) ইনসুলিন
(খ) থাইমক্সিন
(গ) প্যারাথাইরক্সিন
(ঘ) অ্যাডরেনালিন
সঠিক উত্তর: (গ) প্যারাথাইরক্সিন


১৪। দুইটি নিউরনের সংযোগের মাধ্যমে নিচের কোনটি পরিবাহিত হয়? [ব. বো. ২০১৬]
(ক) উদ্দীপনা
(খ) রক্ত
(গ) হরমোন
(ঘ) এনজাইম
সঠিক উত্তর: (ক) উদ্দীপনা


১৫। কোনটি ফুল ফোটাতে সাহায্য করে? [ব. বো. ২০১৬]
(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) ফ্লোরিজেন
(ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ) ফ্লোরিজেন


১৬। কোনটি উদ্ভিদের বক্রচলনের উদাহরণ? [ব. বো. ২০১৬]
(ক) শৈবালের
(খ) ছত্রাকের স্পোরের
(গ) উদ্ভিদের যৌনজনন কোষের
(ঘ) মূলের অন্ধকারমুখী চলন
সঠিক উত্তর: (ঘ) মূলের অন্ধকারমুখী চলন


১৭। মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? [ঢা. বো.২০১৫]
(ক) পনস
(খ) সেরিব্রাম
(গ) সেরিবেলাম
(ঘ) মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (খ) সেরিব্রাম


১৮। বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে কোন হরমোনটি ব্যবহার হয়? [ঢা. বো.২০১৫]
(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) জিবেরেলিন
(ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (গ) জিবেরেলিন


১৯। কোনটির অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়? [দি.বো.২০১৫]
(ক) থাইরক্সিন
(খ) ইনসুলিন
(গ) আয়োডিন
(ঘ) পেপসিন
সঠিক উত্তর: (গ) আয়োডিন


২০। উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে কোন হরমোন ভূমিকা রাখে? [দি.বো.২০১৫]
(ক) ইণ্ডোল অ্যাসিটিক এসিড
(খ) অক্সিন
(গ) ইথিলিন
(ঘ) অ্যাবসিসিক এসিড
সঠিক উত্তর: (গ) ইথিলিন


২১। সুস্থ অবস্থায় হাতের কব্জীতে পালস এর মান প্রতি মিনিটে কত? [কু.বো.২০১৫]
(ক) ৬০
(খ) ৭০
(গ) ৮০
(ঘ) ৯০
সঠিক উত্তর: (খ) ৭০


২২। ছোট দিনের উদ্ভিদ নিচের কোনটি? [রা.বো.২০১৫]
(ক) ঝিঙা
(খ) সূর্যমুখী
(গ) শশা
(ঘ) ডালিয়া
সঠিক উত্তর: (ঘ) ডালিয়া


২৩। মেরুরজ্জু থেকে কতজোড়া স্নায়ু নির্গত হয়? [দি.বো.২০১৫]
(ক) ১০ জোড়া
(খ) ১১ জোড়া
(গ) ২১ জোড়া
(ঘ) ৩১ জোড়া
সঠিক উত্তর: (ঘ) ৩১ জোড়া


২৪। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটির কাজ? [কু.বো.২০১৫]
(ক) নাক, কান
(খ) দাঁত, মুখমণ্ডল
(গ) অন্ত্র, অগ্ন্যাশয়
(ঘ) জিহ্বা, হৃৎপিণ্ড
সঠিক উত্তর: (গ) অন্ত্র, অগ্ন্যাশয়


২৫। মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? [চ.বো.২০১৫]
(ক) গ্রীবা অঞ্চলে
(খ) গলার ট্রাকিয়ার উপরে
(গ) কিডনির উপর
(ঘ) ফুসফুসের নিচে
সঠিক উত্তর: (খ) গলার ট্রাকিয়ার উপরে


২৬। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়? [চ.বো.২০১৫]
(ক) অ্যাড্রিনাল
(খ) থাইমাস
(গ) থাইরয়েড
(ঘ) প্যারাথাইরয়েড
সঠিক উত্তর: (গ) থাইরয়েড


২৭। মস্তিষ্কের কয়টি অংশ? [সি.বো.২০১৫]
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
সঠিক উত্তর: (গ) ৩


২৮। কোনটি ফল পাকাতে সাহায্য করে? [সি.বো.২০১৫]
(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (খ) ইথিলিন


২৯। ডায়াবেটিস টাইপ-১ এ আক্রান্ত রোগীর দেহে ইনসুলিন উৎপন্ন হয়- [য.বো.২০১৫]
(ক) বেশি পরিমাণে
(খ) কম পরিমাণে
(গ) প্রয়োজন মত
(ঘ) একেবারেই উৎপন্ন হয় না
সঠিক উত্তর: (ঘ) একেবারেই উৎপন্ন হয় না


৩০। আইলেটস অফ ল্যাংগারহ্যানস নিঃসৃত হরমোন কোনটি? [কু.বো.২০১৫]
(ক) ইনসুলিন
(খ) প্রোল্যাকটিন
(গ) অ্যাডরেনালিন
(ঘ) থাইরোট্রপিন
সঠিক উত্তর: (ক) ইনসুলিন


৩১। নিচের কোনটি প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়?
(ক) ইথিলিন
(খ) অক্সিন
(গ) জিবেরেলিন
(ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (খ) অক্সিন


৩২। আমাদের জ্ঞান, স্মৃতি, ইচ্ছা ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি?
(ক) পনস
(খ) মেডুলা অবলংগটা
(গ) সেরিবেলাম
(ঘ) সেরিব্রাম
সঠিক উত্তর: (ঘ) সেরিব্রাম



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস-
i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও

১। ‘A’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) আলোক দিকমুখীতা
(খ) ভূ- দিকমুখীতা
(গ) পানি দিকমুখীতা
(ঘ) রাসায়নিক দিকমুখীতা
সঠিক উত্তর: (ক) আলোক দিকমুখীতা


২। A সৃষ্টিতে কোনটি কাজ করে?
(ক) অক্সিন
(খ) জিবেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) অ্যাবসিসিক এসিড
সঠিক উত্তর: (ক) অক্সিন

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও
রুমেলের মা হাফিজা তার ছেলের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলেন। দেখলেন, ছেলের গলার স্বরে পরিবর্তন এসেছে আবার আচরণও

৩। উল্লেখিত পরিবর্তনটি কিসের প্রভাবে হয়?
(ক) রক্ত
(খ) এনজাইম
(গ) হরমোন
(ঘ) এমনিতেই
সঠিক উত্তর: (গ)


৪। উল্লেখিত পরিবর্তন ছাড়াও এ বয়সে ছেলেদের –
i. গোফ দাঁড়ি
ii. গলার স্বর চিকন হয়
iii. কাঁধ চওড়া হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)