২। উদ্ভিদের সাইটোকাইনিন হরমোন বিদ্যমান কোনটিতে? [ঢা. বো. ২০১৬] (ক) ফুল, ফল ও ডাবের পানি
(খ) ফল, বীজ ও ডাবের পানি
(গ) ফল, শস্য ও ডাবের পানি
(ঘ) শস্য, বীজ ও ডাবের পানি
সঠিক উত্তর: (গ) ফল, শস্য ও ডাবের পানি
৩। কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোনটি?
[ঢা. বো. ২০১৬] (ক) প্রোল্যাকটিন
(খ) থাইরক্সিন
(গ) এ্যাডরেনালিন
(ঘ) ইস্ট্রোজেন
৩১। নিচের কোনটি প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়? (ক) ইথিলিন
(খ) অক্সিন
(গ) জিবেরেলিন
(ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (খ) অক্সিন
৩২। আমাদের জ্ঞান, স্মৃতি, ইচ্ছা ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি? (ক) পনস
(খ) মেডুলা অবলংগটা
(গ) সেরিবেলাম
(ঘ) সেরিব্রাম
সঠিক উত্তর: (ঘ) সেরিব্রাম
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস- i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের চিত্রের আলোকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
১। ‘A’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (ক) আলোক দিকমুখীতা
(খ) ভূ- দিকমুখীতা
(গ) পানি দিকমুখীতা
(ঘ) রাসায়নিক দিকমুখীতা
সঠিক উত্তর: (ক) আলোক দিকমুখীতা
২। A সৃষ্টিতে কোনটি কাজ করে? (ক) অক্সিন
(খ) জিবেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) অ্যাবসিসিক এসিড
সঠিক উত্তর: (ক) অক্সিন
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও
রুমেলের মা হাফিজা তার ছেলের কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলেন। দেখলেন, ছেলের গলার স্বরে পরিবর্তন এসেছে আবার আচরণও
৪। উল্লেখিত পরিবর্তন ছাড়াও এ বয়সে ছেলেদের – i. গোফ দাঁড়ি
ii. গলার স্বর চিকন হয়
iii. কাঁধ চওড়া হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii