এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


দশম অধ্যায়: মানব দেহের প্রতিরক্ষা


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোন গ্রুপের রক্তে a ও b উভয় অ্যান্টিবডি থাকে? [ঢা. বো. ১৯]
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O
সঠিক উত্তর: (ঘ) O


২। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি? [ঢা. বো. ১৯]
(ক) ইন্টারফেরন
(খ) সহজাত মারণ কোষ
(গ) সিরুমেন
(ঘ) ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: (গ) সিরুমেন


৩। মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন এন্টিবডি? [ঢা. বো. ১৯]
(ক) IgG
(খ) IgM
(গ) IgE
(ঘ) IgA
সঠিক উত্তর: (ঘ) IgA


৪। কোনটি মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? [চ. বো. ১৯]
(ক) ফ্যাগোসাইট
(খ) ত্বক
(গ) সিরুমেন
(ঘ) লালা
সঠিক উত্তর: (ক) ফ্যাগোসাইট


৫। ইন্টারফেরনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? [কু. বো. ১৯]
(ক) অনাক্রম্যতা ও স্পেসিফিক
(খ) গাঠনিক উপাদান লিপোপ্রোটিন
(গ) T -লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়
(ঘ) ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়
সঠিক উত্তর: (গ) T -লিম্ফোসাইট হতে উৎপন্ন হয়


৬। যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে বলে- [ব. বো. ১৯]
(ক) মাইক্রোগ্লিয়া
(খ) ডেনড্রাইটিক
(গ) অস্টিওব্লাস্ট
(ঘ) কাপফার
সঠিক উত্তর: (ঘ) কাপফার


৭। নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ? [য. বো. ১৯]
(ক) ফ্যাগোসাইট
(খ) ইন্টারফেরন
(গ) ত্বক
(ঘ) কমপ্লিমেন্ট সিস্টেম
সঠিক উত্তর: (গ) ত্বক


৮। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? [রা. বো. ১৯]
(ক) নিউট্রোফিল
(খ) লাইসোজাইম
(গ) স্পার্মিন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল


৯। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? [রা. বো. ১৯]
(ক) নিউট্রোফিল
(খ) লাইসোজাইম
(গ) স্পার্মিন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল


১০। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি? [সি. বো. ১৯]
(ক) নিউট্রোফিল
(খ) লাইসোজাইম
(গ) স্পার্মিন
(ঘ) সিরুমেন
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল


১১। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে কোনটি? [মা. বো. ১৯]
(ক) মুখের লালা
(খ) চোখের পানি
(গ) শ্বেতকণিকার ইন্টারফেরন
(ঘ) শ্বাসনালির সিলিয়া
সঠিক উত্তর: (গ) শ্বেতকণিকার ইন্টারফেরন


১২। কোন এন্টিবডি অমরার মাধ্যমে ভ্রুণের দেহে প্রবেশ করে? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) 1gM
(খ) 1gG
(গ) 1gA
(ঘ) 1gE
সঠিক উত্তর: 1gG


১৩। অ্যান্টিবডি ক্ষরণ করে নিচের কোনটি? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) 'B' কোষ
(খ) মাস্ট কোষ
(গ) হেলপার কোষ
(ঘ) প্লাজমা কোষ
সঠিক উত্তর: (ঘ) প্লাজমা কোষ


১৪। অ্যান্টিজেন নয় কোনটি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) পলিস্যাকারাইড
(খ) লিপিড
(গ) প্রোটিন
(ঘ) লিপোপ্রোটিন
সঠিক উত্তর: (খ) লিপিড


১৫। জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) নিউট্রোফিল
(খ) বেসোফিল
(গ) লিম্ফোসাইট
(ঘ) লাইসোজোম
সঠিক উত্তর: (ক) নিউট্রোফিল


১৬। কোনটি দেহে অনুপ্রবেশিত ব্যাকটেরিয়া শনাক্ত করে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) ইন্টারফেরন
(খ) অপসোনিন
(গ) কাইনিন
(ঘ) প্রোস্টাগ্ল্যান্ডিনস
সঠিক উত্তর: (ক) ইন্টারফেরন


১৭। কোন রোগে মুখমণ্ডল, মাথা, হাত, পা, বুকের অস্বাভাবিক স্ফীতি ঘটে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) মারিজ ব্যাধি
(খ) টারনার সিনড্রোম
(গ) ডাউন সিনড্রোম
(ঘ) কার্পাল টানেল সিনড্রোম
সঠিক উত্তর: (ক) মারিজ ব্যাধি


১৮। নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) পাকস্থলি
(ঘ) ক্ষুদ্রান্ত্র
সঠিক উত্তর: (খ) অগ্ন্যাশয়


১৯। মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
সঠিক উত্তর: (ক) ৩


২০। কোন রোগের কারণে মানুষের শ্বেত কণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস হয়? (যশোর বোর্ড-২০১৭)
(ক) এইডস
(খ) গনোরিয়া
(গ) সিফিলিস
(ঘ) ট্রাইসোমি
সঠিক উত্তর: (ক) এইডস


২১। নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সার্থে সম্পর্কিত? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) প্রদাহ
(খ) ইন্টারফেরন
(গ) জ্বর
(ঘ) রক্ততঞ্চন
সঠিক উত্তর: (ঘ) রক্ততঞ্চন


২২। মায়ের দুধে কোনটি থাকে? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) 1gM
(খ) 1gA
(গ) 1gD
(ঘ) 1gG
সঠিক উত্তর: (খ) 1gA


২৩ । কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) সিরুমিন
(খ) ফ্যাগোসাইট
(গ) ইন্টারফেরন
(ঘ) কমপ্লিমেন্ট
সঠিক উত্তর: (ক) সিরুমিন


২৪ । মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) রক্ত
(খ) ত্বক
(গ) শ্লেষ্মা
(ঘ) এন্টিবডি
সঠিক উত্তর: (ক) রক্ত


২৫। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) IgG
(খ) IgD
(গ) IgA
(ঘ) IgE
সঠিক উত্তর: (ঘ) IgE


২৬। কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) IgA
(খ) IgD
(গ) IgG
(ঘ) IgM
সঠিক উত্তর: (গ) IgG


২৭। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? (যশোর বোর্ড-২০১৬)
(ক) ড. এডওয়ার্ড জেনার
(খ) লুই পাস্তর
(গ) আলবার্ট ক্যালমিটি
(ঘ) ক্যামিলি গুইরিন
সঠিক উত্তর: (ক) ড. এডওয়ার্ড জেনার


২৮। বমি কোন ধরনের অনাক্রম্যতা? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) বংশগতীয়
(খ) যান্ত্রিক
(গ) রস সংশ্লিষ্ট
(ঘ) কোষভিত্তিক
সঠিক উত্তর: (খ) যান্ত্রিক


২৯। γ (গামা) ইম্যুনোগ্লোবিউলিন কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) IgG
(খ) IgA
(গ) IgD
(ঘ) IgE
সঠিক উত্তর: (ক) IgG


৩০। কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা
(খ) কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা
(গ) প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
(ঘ) কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা
সঠিক উত্তর: (গ) প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা


৩১। কোন অঙ্গটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) ত্বক
(খ) পরিপাকগ্রন্থি
(গ) রক্ত
(ঘ) এন্টিবডি
সঠিক উত্তর: (ক) ত্বক


৩২। WHO যে ছয়টি রোগের টিকা দেয় তা হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম
(খ) কলেরা, যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, পোলিও, হাম
(গ) টিটেনাস, টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা, পোলিও, হাম
(ঘ) হেপাটাইটিস-বি, কলেরা, যক্ষ্মা, টিটেনাস, পোলিও, হাম
সঠিক উত্তর: (ক) যক্ষ্মা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম


৩৩। ভারী চেইনের পার্থক্যের ভিত্তিতে অ্যান্টিবডি কত প্রকার? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
সঠিক উত্তর: (ঘ) ৬


৩৪। মানবদেহের প্রতিরক্ষা স্তর কয়টি? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
সঠিক উত্তর: (খ) ৩


৩৫। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) অ্যান্টিজেন
(খ) অ্যান্টিবডি
(গ) প্রোটিন
(ঘ) গ্লোবিউলিন
সঠিক উত্তর: (খ) অ্যান্টিবডি


৩৬। স্মৃতি কোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) মনোসাইট
(খ) বেসোফিল
(গ) ইউসিনোফিল
(ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ঘ) লিম্ফোসাইট


৩৭। প্রতিদিন আমাদের দেহের কত কোষ মরে যায়?
(ক) ৪০-৫০ হাজার
(খ) ১০-২০ হাজার
(গ) ২০-৩০ হাজার
(ঘ) ৬০-৭০ হাজার
সঠিক উত্তর: (ক) ৪০-৫০ হাজার


৩৮। পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক এসিডের পিএইচ কত?
(ক) ৭-৮
(খ) ২-৩
(গ) ৮-৯ (ঘ) ১০-১১
সঠিক উত্তর:


৩৯। কোন কোষটি মানুষের দেহে রোগ প্রতিরোধ করে?
(ক) লোহিত রক্ত কণিকা
(খ) অণুচক্রিকা
(গ) কোনোটিই নয়
(ঘ) শ্বেত রক্তকণিকা
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. দেহত্বক
ii. পাকস্থলী এসিড
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২। ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- (যশোর বোর্ড-২০১৬)
i. প্রথম প্রতিরক্ষা স্তর
ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর
iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। দেহের প্রথম প্রতিরক্ষা স্তর হলো
i. অশ্রুগ্রন্থি
ii. ত্বক
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:


৪। দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হলো-
i. ইউসিনোফিল
ii. ত্বক
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: [ব. বো. ১৯]
টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের পোলিও, ডিপথেরিয়া ও কলেরাসহ বেশ কিছু রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এই টিকার মাধ্যমে শিশুর দেহ বিশেষ একটি প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করার মাধ্যমে নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

১। উদ্দীপকে বিশেষ স্তরটিতে কার্যকরী ভূমিকা রাখে কোনটি? [ব. বো. ১৯]
(ক) ম্যাক্রোফেজ
(খ) NK Cell
(গ) লাইসোজাইম
(ঘ) B -লিম্ফোসাইট
সঠিক উত্তর: (ঘ) B -লিম্ফোসাইট


২। উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির উদ্দেশ্য হলো- [ব. বো. ১৯]
i. সুপ্ত অনাক্রম্যতাকে উদ্বুদ্ধ করা
ii. সুস্থ ও সবল বংশধর গঠনে সহায়তা করা
iii. শিশু মৃত্যু হার কমানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
মানবদেহের গ্রন্থিসমূহ সনালী, অনালী কিংবা মিশ্র প্রকৃতির হতে পারে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে।

৩। নিচের কোনটি প্রথমোক্ত ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) অক্সিটোসিন
(খ) রেনিন
(গ) মেলাটোনিন
(ঘ) অ্যাডরেনালিন
সঠিক উত্তর: (খ) রেনিন


৪। উদ্দীপকের দ্বিতীয় প্রকার গ্রন্থি থেকে নিংসৃত উপাদানের ক্ষেত্রে যা প্রযোজ্য (সকল বোর্ড - ২০১৮)
i. রক্তে প্রবাহিত হয়
ii. ভবিষ্যতের জন্য জমা থাকে না
iii. স্বল্প ঘনত্বে কার্যকর নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (যশোর বোর্ড-২০১৭)
আধুনিকা বীণা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন। কিছুদিন পর থেকে তার সন্তানই প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।

৫। বীণার সন্তানের প্রায়ই অসুস্থ হওয়ার কারণ– (যশোর বোর্ড-২০১৭)
(ক) মাতার অসচেতনতা
(খ) বেবি ফুড
(গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম
(ঘ) খাদ্যের প্রতি অনীহা
সঠিক উত্তর: (গ) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম


৬। বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন কারণ– (যশোর বোর্ড-২০১৭)
i. মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii. আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা রোধের কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (রাজশাহী বোর্ড-২০১৭)
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, “এটি অণুজীবঘটিত রোগ তবে সংক্রামক নয়।”

৭। বর্ণার রোগটির নাম কি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) সাইনুসাইটিস
(খ) ওটিটিস মিডিয়া
(গ) হার্ট অ্যাটাক
(ঘ) থ্যালাসেমিয়া
সঠিক উত্তর: (খ) ওটিটিস মিডিয়া


৮। বর্ণার রোগটি প্রতিরোধে কি ব্যবস্থা নেয়া যেতে পারে? (রাজশাহী বোর্ড-২০১৭)
i. ভ্যাসকিন নেয়া
ii. বায়ু দূষণ থেকে দূরে থাকা
iii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
দীনা অসুস্থবোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হলো। ডাক্তার থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নির্ণয় করে দেখলেন এটি ১০৩ F ছাড়িয়ে গেছে।

৯। দীনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপ্ত হয়েছে? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) থ্যালামাস
(খ) হাইপোথ্যালামাস
(গ) সেরেবেলাম
(ঘ) সেরিব্রাল হেমিস্ফেয়ার
সঠিক উত্তর: (খ) হাইপোথ্যালামাস


১০। দীনার দেহের- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
i. অতিরিক্ত তাপমাত্রা জীবাণুর বৃদ্ধি রোধ করবে
ii. প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত হয়েছে
iii. পাইরোজেন ক্ষরণ বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


১১। কোনটি সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণু?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:


১২। কোনটি গনোরিয়া রোগের জন্য দায়ী জীবাণু?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: