এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


চতুর্থ অধ্যায়: মানব শারীরতত্ত্ব: রক্ত ও সঞ্চালন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ইওসিনোফিল
(খ) নিউট্রোফিল
(গ) বেসোফিল
(ঘ) মনোসাইট
সঠিক উত্তর: (গ) বেসোফিল


২। বাম নিলয় → মহাধমনী → অঙ্গতন্ত্র → মহাশিরা → ডান অলিন্দ। (সকল বোর্ড - ২০১৮)
নিচের কোনটি উল্লিখিত গতিপথ অনুসরণ করে?
(ক) পালমোনোরী
(খ) পোর্টাল
(গ) সিস্টেমিক
(ঘ) করোনারি
সঠিক উত্তর: (গ) সিস্টেমিক


৩। কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
(খ) ভেন্ট্রিকলের সিস্টোল
(গ) অ্যাট্রিয়ামের সিস্টোল
(ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
সঠিক উত্তর: (খ) ভেন্ট্রিকলের সিস্টোল


৪। করোনারী ধমনী রক্ত সংবহন করে কোথায়? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) যকৃতে
(খ) ফুসফুসে
(গ) বৃক্কে
(ঘ) হৃৎপিণ্ডে
সঠিক উত্তর: (ঘ) হৃৎপিণ্ডে


৫। নিচের কোন ক্রসটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) SAN → AVN → পারকিনজি তন্তু → বান্ডল অব হিজ
(খ) SAN → AVN → বান্ডল অব হিজ → পারকিনজি তন্তু
(গ) SAN → বান্ডল অব হিজ → AVN → পারকিনজি তন্তু
(ঘ) SAN → পারকিনজি তন্তু → AVN →বান্ডল অব হিজ
সঠিক উত্তর: (খ) SAN → AVN → বান্ডল অব হিজ → পারকিনজি তন্তু


৬। বুকের ব্যথা-ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) নিউমোনিয়া
(খ) প্ল্যুরিসি
(গ) অ্যানজাইনা
(ঘ) পেরিকার্ডাইটিস
সঠিক উত্তর: (গ) অ্যানজাইনা


৭। হৃৎপেশির ক্ষেত্রে কোনটি সঠিক? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) সারকোপ্লাজম স্বল্প পরিমাণ
(খ) এতে কোন নিউরন থাকে না
(গ) নিউক্লিয়াস অসংখ্য
(ঘ) মাকু আকৃতির
সঠিক উত্তর: (ক) সারকোপ্লাজম স্বল্প পরিমাণ


৮। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল ০.১ সেকেন্ড? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) অলিন্দের সিস্টোল
(খ) অলিন্দের ডায়াস্টোল
(গ) নিলয়ের সিস্টোল
(ঘ) নিলয়ের ডায়াস্টোল
সঠিক উত্তর: (ক) অলিন্দের সিস্টোল


৯। কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) হেপারিন
(খ) হিস্টামিন
(গ) থ্রম্বোপ্লাস্টিন
(ঘ) সেরাটোনিন
সঠিক উত্তর: (ঘ) সেরাটোনিন


১০। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোনটিতে? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ফুসফুস
(খ) যকৃত
(গ) বৃক্ক
(ঘ) হৃৎপিণ্ড
সঠিক উত্তর: (ঘ) হৃৎপিণ্ড


১১। নিচের কোনটি ক্রমটি সঠিক? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) পালমোনারি শিরা → বাম ভেন্ট্রিকুল → বাম অ্যাটারিয়াম → অ্যাওর্টা
(খ) পালমোনারি শিরা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল → অ্যাওর্টা
(গ) পালমোনারি শিরা → অ্যাওর্টা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল
(ঘ) বাম ভেন্ট্রিকুল → বাম অ্যাটরিয়াম → অ্যাওর্টা → পালমোনারি শিরা
সঠিক উত্তর: (খ) পালমোনারি শিরা → বাম অ্যাটরিয়াম → বাম ভেন্ট্রিকুল → অ্যাওর্টা


১২। হিমোস্ট্রাটিক প্লাগ গঠন করে কোনটি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) এরিথ্রোসাইট
(খ) লিম্ফোসাইট
(গ) মনোসাইট
(ঘ) থ্রম্বোসাইট
সঠিক উত্তর: (ঘ) থ্রম্বোসাইট


১৩। বাবা ও মা উভয়ের রক্তগ্রুপ AB হলে সন্তানের রক্তগ্রুপ AB হওয়ার সম্ভাবনা কতটুকু? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ২৫%
(খ) ৫০%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
সঠিক উত্তর: (খ) ৫০%


১৪। দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
(ক) শ্বেত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) লোহিত রক্তকণিকা
(ঘ) হরমোন
সঠিক উত্তর:


১৫। মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
(ক) ১২০ দিন
(খ) ১১০ দিন
(গ) ৯০ দিন
(ঘ) ৭৫ দিন
সঠিক উত্তর:


১৬। রক্তরসে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
(ক) ৫৫%
(খ) ৬৫%
(গ) ৮০%
(ঘ) ৯০%
সঠিক উত্তর:


১৭। যে সকল রক্তবাহী নালি দেহের বিভিন্ন অংশ থেকে হৎপিণ্ডে রক্ত পরিবহন করে তাকে কী বলে?
(ক) লসিকা নালি
(খ) ধমনী
(গ) মহাধমনী
(ঘ) শিরা
সঠিক উত্তর:


১৮। নিম্নের কোনটির উপস্থিতির জন্যে রক্তের রং লাল হয়?
(ক) ফাইব্রিনোজেন
(খ) গ্লোবিউলিন
(গ) হিমোগ্লোবিন
(ঘ) হরমোন
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। লসিকার কাজ হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮)
i. লিপিড পরিবহন
ii. দেহের প্রতিরক্ষা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। মানবদেহের বিলিরুবিন উৎপন্নকারী কণিকার গঠন- (আলীম পরীক্ষা ২০১৮)
i. নিউক্লিয়াস বিহীন
ii. নমনীয় ও স্থিতিস্থাপক
iii. দ্বি অবতল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে– (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
i. H2O
ii. H+
iii. HCO3–
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৪। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না। কারণ হলো– (যশোর বোর্ড-২০১৭)
i. রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবহমান থাকে
ii. রক্তে হেপারিন নামক উপাদান থাকে
iii. রক্তনালির ভিতরের প্রাচীর অমসৃণ থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৫। হৃৎপেশির বৈশিষ্ট্য– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. এটি সরেখ এবং অনৈচ্ছিক প্রকৃতির
ii. এটি মসৃণ এবং অনৈচ্ছিক প্রকৃতির
iii. এতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৬। ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন? (সিলেট বোর্ড-২০১৭)
i. করোনারি বাইপাসে
ii. পেসমেকার স্থাপনে
iii. হৃদপিণ্ডের কপাটিকা প্রতিস্থাপনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৭। ধমনীর বৈশিষ্ট্য হলো-
i. গহ্বরে কপাটিকা নেই
ii. গহ্বর ছোট
iii. কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
ব্যক্তির নাম রক্তের গ্রুপ
V B+
W O+
X AB+
Y A+
Z B-

১। উদ্দীপকের ব্যক্তি ' V' জরুরি প্রয়োজনে কার নিকট থেকে রক্ত নিতে পারবে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) W
(খ) X
(গ) Y
(ঘ) Z
সঠিক উত্তর: (ক) W, (ঘ) Z


২। X (♂) এবং V (♀) এর মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের সম্ভাব্য রক্তগ্রুপ হবে- (সকল বোর্ড - ২০১৮)
i. A+
ii. B+
iii. AB+
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (যশোর বোর্ড-২০১৭)
ট্রাই-কাসপিড ও বাই-কাসপিড কপাটিকা বন্ধের কারণে নিলয় থেকে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাধমনীতে যায়।

৩। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (যশোর বোর্ড-২০১৭)
(ক) অলিন্দের ডায়াস্টোল
(খ) অলিন্দের সিস্টোল
(গ) নিলয়ের সিস্টোল
(ঘ) নিলয়ের ডায়াস্টোল
সঠিক উত্তর: (গ) নিলয়ের সিস্টোল


৪। উদ্দীপকে উল্লিখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে– (যশোর বোর্ড-২০১৭)
i. অলিন্দের সিস্টোল
ii. অলিন্দের ডায়াস্টোল
iii. নিলয়ের সিস্টোল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (সিলেট বোর্ড-২০১৭)


৫। উদ্দীপকের Y এবং Z শোষিত হয় কোথায়? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) কলারসে
(খ) রক্তরসে
(গ) লসিকায়
(ঘ) সিরামে
সঠিক উত্তর: (গ) লসিকায়


৬। 'X' খাবার অতিরিক্ত গ্রহণ করলেও হৃৎযন্ত্রে কোন রোগের সম্ভাবনা থাকে না? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) অ্যানজাইনা
(খ) স্ট্রোক
(গ) হার্ট এ্যাটাক
(ঘ) হার্ট ফেইলিউর
সঠিক উত্তর: (খ) স্ট্রোক

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


৭। কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর:


৮। কোনটি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর: