১০। ঈস্ট হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি? [সি. বো. ২০১৬] (ক) হেপাটাইটিস b
(খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) ডিপথেরিয়া
(ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (ক) হেপাটাইটিস b
১১। লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে? [য. বো. ২০১৬] (ক) ধান
(খ) কার্প
(গ) টমেটো
(ঘ) গোলআলু
সঠিক উত্তর: (ঘ) গোলআলু
১২। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কোন জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে? [য. বো. ২০১৬] (ক) Cys B এবং Cys F
(খ) Cys M এবং Cys E
(গ) Cys A এবং Cys B
(ঘ) Cys F এবং Cys A
সঠিক উত্তর: (খ) Cys M এবং Cys E
১৩। কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে? [ব. বো. ২০১৬] (ক) Escherichia coli
(খ) Yeast
(গ) Bacillus Bacteria
(ঘ) Pseudomonas
সঠিক উত্তর: (ঘ) Pseudomonas
১৪। আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়? [কু.বো.২০১৫] (ক) জিন স্থানান্তর
(খ) আরএনএ পরিবর্তন
(গ) মেরিস্টেম কালচার
(ঘ) টিস্যু কালচার
৪২। আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনি রেখে জীবাণুমুক্ত করা হয়?
(ক) ১৫ মিনিট
(খ) ২০ মিনিট
(গ) ২৫ মিনিট
(ঘ) ১০ মিনিট
সঠিক উত্তর: (খ)
৪৩। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন?
(ক) উইলিয়াম হার্ভে
(খ) ডাল্টন হুকার
(গ) লুই পাস্তুর
(ঘ) আলেকজান্ডার ফ্লোমিং
সঠিক উত্তর: (ঘ)
৪৪। উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?
(ক) মেন্ডেলের সূত্র
(খ) ডারউইনের বিবর্তনবাদ
(গ) ডি এন এ –এর ডাবল হেলিক্স মডেল
(ঘ) লিনিয়াসের দ্বিপদ নামকরণ
সঠিক উত্তর: (ক)
৪৫। আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
(ক) গম
(খ) ভুট্টা
(গ) এন্টোমলজি
(ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর: (ঘ)
৪৬। টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?
(ক) পেয়ারার চারা
(খ) কলার চারা
(গ) আমের চারা
(ঘ) ডালিমের চারা
সঠিক উত্তর: (খ)
৪৭। আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল
(ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)
৪৮। টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?
(ক) অটোক্লেভ
(খ) অনুচারায়
(গ) অ্যাগারে
(ঘ) মিডিয়ামে
সঠিক উত্তর: (ঘ)
৪৯। কার্ল এরেকি পেশায় ছিলেন –
(ক) চিত্রশিল্পী
(খ) প্রকৌশলী
(গ) লেখক
(ঘ) ধর্মযাজক
সঠিক উত্তর: (খ)
৫০। গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ?
(ক) আমেরিকা
(খ) রাশিয়া
(গ) সুইডেন
(ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (গ)
৫১। কোন কোন পরিবেশ ছাড়া জোজোবা জন্মায় না?
(ক) Arizona ও Washington
(খ) Missour ও Indiana
(গ) Arizona ও California
(ঘ) Minnesota ও Connecticut
সঠিক উত্তর: (গ)
৫২। উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়?
(ক) মাটিতে
(খ) টবে
(গ) মিডিয়ামে
(ঘ) পাতায়
সঠিক উত্তর: (গ)
৫৩। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?
(ক) শিগুড়
(খ) প্যাটেন্ট
(গ) সার্গেট
(ঘ) মিক্সটার্ড
সঠিক উত্তর: (খ)
৫৪। জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়?
(ক) General Modified Organism
(খ) Genetically Method Organ
(গ) Transgenic
(ঘ) Gene Modified Organism
৫৬। বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার?
(ক) একটি বাহক নির্বাচন
(খ) একটি পোষক নির্বাচন
(গ) একটি জীব নির্বাচন
(ঘ) একটি টিস্যু নির্বাচন
সঠিক উত্তর: (খ)
৫৭। টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়?
(ক) কান্ড
(খ) শাখা
(গ) প্রশাখা
(ঘ) পরাগরেণু
সঠিক উত্তর: (ঘ)
৫৮। পরিবেশের তেল ও হাইডোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম কোনটি?
(ক) E. coli ব্যাকটেরিয়া
(খ) Pseudomonas ব্যাকটেরিয়া
(গ) ইন্টারফেরন
(ঘ) T2 ফায ভাইরাস
১। টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহার দেখা যায় –
i. সিম্বিডিয়াম চারা উৎপাদনে
ii. আলুগাছ উৎপাদনে
iii. ডালিয়া উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২। জীব প্রযুক্তির মাধ্যমে –
i. ক্যান্সার নির্ণয় করা যায়
ii. এন্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদন করা যায়
iii. গৃহনির্মাণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩। জিনপ্রকৌশলের মাধ্যমে প্রস্তুতকৃত জীব –
i. ট্রান্সজেনিক
ii. GE
iii. GMO
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪। জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হলো –
i. ব্যাকটেরিয়া
ii. নীলাভ সবুজ শৈবাল
iii. ছত্রাক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে প্রয়োজনীয় উপাদান হলো –
i. পোষক
ii. DNA লাইপেজ
iii. রেস্ট্রিকশন এনজাইম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬। তুলা ও ভুট্টার মধ্যে একই সাথে যে দুটি বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে –
i. অধিক ফলনশীলতা
ii. পোকামাকড় প্রতিরোধী
iii. আগাছা সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭। Biotechnology সম্পর্কে বলা যায় –
i. ইহা জীব বিজ্ঞানের একটি ফলিত শাখা
ii. বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত
iii. ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮। রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় –
i. সন্তানের মাতৃত্ব নির্ণয়
ii. অপরাধীদের শনাক্তকরণ
iii. সন্তানের পিতৃত্ব নির্ণয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯। ইনসুলিন তৈরি করা হয় –
i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাস হতে
iii. ঈস্ট হতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১২। টিস্যুকালচার প্রযুক্তির ধাপসমূহের অন্তর্ভুক্ত –
i. মাতৃউদ্ভিদ নির্বাচন
ii. DNA প্রস্তুতকরণ
iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩। জীবপ্রযুক্তি প্রয়োগ হয়- i. গাঁজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের একটি বেল গাছের সন্ধান পেল। সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ল্যাবে এর চারা তৈরি করল।
২। ল্যাবে ইমতিয়াজ কার্যক্রমের ক্রমানুযায়ী ধাপগুলো কোনটি? (ক) আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → মূল উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(খ) আবাদ মাধ্যম তৈরি → অনুচারা উৎপাদন → মূল উৎপাদন
এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(গ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(ঘ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → ক্যালাস তৈরি → মূল উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
সঠিক উত্তর: (গ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী কেন্ডার ক্লোনিং-এর মাধ্যমে ডলি নামের ভেড়া সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, কিন্তু সবশেষে তৈরি হলো ট্রানজেনিক ভেড়ী ট্রেসী।
৩। উদ্দীপকে কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে – (ক) অ্যারিস্টটল
(খ) লিউয়েন হুক
(গ) রবার্ট হুক
(ঘ) ইয়েন উইলমুট ফিন ডরমেট
সঠিক উত্তর: (ঘ)
৪। ট্রানজেনিক প্রাণী উদ্ভাবনের উদ্দেশ্য হলো – i. শক্তি সঞ্চিত করা
ii. অতিরিক্ত বর্ধন ক্ষমতাসম্পন্ন প্রাণী উদ্ভাবন
iii. ঔষধ হিসেবে ব্যবহারের জন্য স্বল্প সময়ে ব্যাপক পরিমাণ মূল্যবান প্রোটিন উৎপাদন
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii