এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


চতুর্দশ অধ্যায় : জীব প্রযুক্তি


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
(ক) লাইগেজ
(খ) রেস্ট্রিকশন
(গ) লেকটেজ
(ঘ) লাইপেজ
সঠিক উত্তর: (খ) রেস্ট্রিকশন


২। রিকম্বিনেন্ট DNA প্রতিস্থাপন করা হয় কোনটিতে? [ঢা. বো. ২০১৬]
(ক) জোজোবা উদ্ভিদ হতে তেল নিষ্কাশনে
(খ) বিটি ধান উদ্ভাবনে
(গ) চন্দ্রমল্লিকার চারা উৎপাদন
(ঘ) যুঁই সাস্পেনশন হতে সুগন্ধি আতর প্রস্তুতে
সঠিক উত্তর: (খ) বিটি ধান উদ্ভাবনে


৩। ‘বায়োটেকনোলজি’ শব্দের প্রবর্তন করেন কে? [ঢা. বো. ২০১৬]
(ক) কার্ল এরেকি
(খ) চার্লস ডারউইন
(গ) জোহান মেন্ডেল
(ঘ) ওয়াটসন ও ক্রীক
সঠিক উত্তর: (ক) কার্ল এরেকি


৪। গরুর দুধের আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়েছে? [রা. বো. ২০১৬]
(ক) Protein A
(খ) Protein B
(গ) Protein C
(ঘ) Protein D
সঠিক উত্তর: (গ) Protein C


৫। DNA কে কাটার বিশেষ ধরনের এনজাইম কোনটি? [দি. বো. ২০১৬]
(ক) লাইগেজ
(খ) রেস্ট্রিকশন
(গ) রি-কম্বিনেন্ট
(ঘ) ট্রান্সজেনিক
সঠিক উত্তর: (খ) রেস্ট্রিকশন


৬। সর্বপ্রথম Biotechnology শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? [কু. বো. ২০১৬; য. বো. ২০১৫]
(ক) কার্ল এরেকি (খ) ওয়াটসন (গ) মেণ্ডেল (ঘ) কার্টিস
সঠিক উত্তর: (ক) কার্ল এরেকি


৭। উড়োজাহাজ চালানোর জন্য কোন গাছের তেল ব্যবহার করা যায়? [কু. বো. ২০১৬]
(ক) অলিভ (খ) যুঁই (গ) জোজোবা (ঘ) অয়েল পাম
সঠিক উত্তর: (গ) জোজোবা


৮। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটির পরিবর্তন ঘটে? [চ. বো. ২০১৬]
(ক) GMO (খ) RNA (গ) DNA (ঘ) GPT
সঠিক উত্তর: (গ) DNA


৯। নিচের কোনটি থেকে হেপাটাইসিস বি ভাইরাসের টিকা তৈরি হয়? [চ. বো. ২০১৬]
(ক) ব্যাকটেরিয়া (খ) প্লাজমোডিয়াম (গ) ভাইরাস (ঘ) ঈস্ট
সঠিক উত্তর: (ঘ) ঈস্ট


১০। ঈস্ট হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি? [সি. বো. ২০১৬]
(ক) হেপাটাইটিস b (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) ডিপথেরিয়া (ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (ক) হেপাটাইটিস b


১১। লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটির নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে? [য. বো. ২০১৬]
(ক) ধান (খ) কার্প (গ) টমেটো (ঘ) গোলআলু
সঠিক উত্তর: (ঘ) গোলআলু


১২। ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কোন জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে? [য. বো. ২০১৬]
(ক) Cys B এবং Cys F (খ) Cys M এবং Cys E (গ) Cys A এবং Cys B (ঘ) Cys F এবং Cys A
সঠিক উত্তর: (খ) Cys M এবং Cys E


১৩। কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে? [ব. বো. ২০১৬]
(ক) Escherichia coli (খ) Yeast (গ) Bacillus Bacteria (ঘ) Pseudomonas
সঠিক উত্তর: (ঘ) Pseudomonas


১৪। আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়? [কু.বো.২০১৫]
(ক) জিন স্থানান্তর (খ) আরএনএ পরিবর্তন (গ) মেরিস্টেম কালচার (ঘ) টিস্যু কালচার
সঠিক উত্তর: (ক) জিন স্থানান্তর


১৫। কৌলিগত পরিবর্তনের মাধ্যমে হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা তৈরি হয় কোনটি থেকে? [কু.বো.২০১৫]
(ক) E.coli ব্যাকটেরিয়া (খ) Pseudomonas ব্যাকটেরিয়া (গ) প্রোটোজোয়া (ঘ) ঈস্ট
সঠিক উত্তর: (ঘ) ঈস্ট


১৬। টিস্যু কালচারের ধাপ কয়টি? [সি.বো.২০১৫]
(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
সঠিক উত্তর: (গ) ৫


১৭। রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি?
(ক) বাহক নির্বাচন (খ) কাঙ্খিত DNA নির্বাচন (গ) DNA লাইগেজ নির্বাচন (ঘ) পোষক নির্বাচন
সঠিক উত্তর: (খ) কাঙ্খিত DNA নির্বাচন


১৮। টিস্যু কালচারের জন্য উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কী বলে?
(ক) এক্সপ্ল্যান্ট (খ) ইমপ্ল্যান্ট (গ) ক্যালাস (ঘ) অ্যাগার
সঠিক উত্তর: (ক) এক্সপ্ল্যান্ট


১৯। কোনটিতে প্লাজমিড বিদ্যমান?
(ক) V. cholerei (খ) V. comma (গ) E.coli (ঘ) C.tetani
সঠিক উত্তর: (গ) E.coli


২০। কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য আলোচিত হয় কোন বিজ্ঞানে?
(ক) মাইক্রোবায়োলজী (খ) বায়োকেমিস্ট্রি (গ) ওসেনোগ্রাফী (ঘ) বায়োইনফরমেটিকস্
সঠিক উত্তর: (ঘ) বায়োইনফরমেটিকস


২১। ইন্টারফেরণ তৈরী করা হয় কোনটি থেকে?
(ক) E.coli (খ) ইস্ট (গ) T.M.V (ঘ) G.M.O
সঠিক উত্তর: (খ) ইস্ট


২২। জিন স্থানান্তরের মাধ্যমে কৌলিকগত পরিবর্তনের মাধ্যমে মাছের আকার কত ভাগ বৃদ্ধি করা সম্ভব?
(ক) ৫৫ ভাগ (খ) ৬০ ভাগ (গ) ৬৫ ভাগ (ঘ) ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ) ৬০ ভাগ

২৩। কার্ল এরেকি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

(ক) জা্র্মানি
(খ) হাঙ্গেরি
(গ) ইংল্যান্ড
(ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (খ)

২৪। ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?

(ক) টিস্যুকালচার (খ) এপিকালচার (গ) সেরিকালচার (ঘ) অ্যাকুয়াকালচার
সঠিক উত্তর: (ক)

২৫। রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার প্রথম ধাপ কোনটি?

(ক) DNA ছেদন (খ) কাঙ্ক্ষিত DNA নির্বাচন (গ) পোষক নির্বাচন (ঘ) DNA লাইগেজ নির্বাচন
সঠিক উত্তর: (খ)

২৬। অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে?

(ক) ৮০% (খ) ৭০% (গ) ৬০% (ঘ) ৫০%
সঠিক উত্তর: (গ)

২৭। জীবাণুমুক্ত তরল আবাদকে কী অবস্থার পর এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়?

(ক) গরম অবস্থার (খ) ঠান্ডা ও জমাট বাঁধা (গ) তরল অবস্থার (ঘ) গ্যাসীয় অবস্থার
সঠিক উত্তর: (খ)

২৮। গরুর দুধে Protein C জিন স্থানান্তরের কারণে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?

(ক) খাদ্যপ্রাণ (খ) আমিষ (গ) শর্করা (ঘ) স্নেহ
সঠিক উত্তর: (খ)


২৯। চেলাইকরণের প্রযুক্তি মানুষ কত বছর আগে রপ্ত করে?

(ক) ৬০০০ (খ) ৭০০০ (গ) ৮০০০ (ঘ) ৯০০০
সঠিক উত্তর: (গ)


৩০। আবাদি ফসলে নিফ জিন (Nif gene) স্থানান্তর করা গেলে কোনটির প্রয়োগ ছাড়াই ফসলের ফলন বৃদ্ধি করা যাবে?

(ক) পানি (খ) ইনসুলিন (গ) হরমোন (ঘ) সার
সঠিক উত্তর: (ঘ)


৩১। বিটি ধান কোন দেশে উদ্ভাবিত হয়েছে?

(ক) বাংলাদেশ (খ) জাপান (গ) মায়ানমার (ঘ) চীন
সঠিক উত্তর: (ঘ)


৩২। কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলুগাছ লাভ করেন?

(ক) ১৯৫২ (খ) ১৯৫৩ (গ) ১৯৫৪ (ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (ক)


৩৩। ভাইরাস মুক্ত আলু উৎপাদন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

(ক) রুট কালচার (খ) ভ্রূণ কালচার (গ) মেরিস্টেম কালচার (ঘ) ক্যালাস কালচার
সঠিক উত্তর: (গ)


৩৪। কেন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাদ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন?

(ক) বেণহাম হুকার (খ) জর্জ মরেল (গ) মার্টিন (ঘ) জোহান মেন্ডেল
সঠিক উত্তর: (গ)


৩৫। টিস্যুকালচার পদ্ধতির অসুবিধা কোনটি?

(ক) কাঙ্ক্ষিত এক্সপ্ল্যান্টের অভাব (খ) অত্যন্ত ব্যয়বহুল (গ) অধিক সময় লাগা (ঘ) অল্প চারা উৎপাদিত হওয়া
সঠিক উত্তর: (খ)


৩৬। দুধের মান বৃদ্ধিতে গরুতে কোন জিন স্থানান্তর করা হয়েছে?

(ক) Protein D (খ) ক্যালসিয়াম (গ) Protein C (ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর: (গ)


৩৭। গ্রেগর জোহান মেন্ডেল পেশায় ছিলেন –

(ক) লেখক (খ) ধর্ম যাজক (গ) প্রকৌশলী (ঘ) চিত্রশিল্পী
সঠিক উত্তর: (খ)


৩৮। থাইল্যান্ড টিস্যুকালচার পদ্ধতির মাধ্যমে একবছরে কত মিলিয়ন অনুচারা তৈরি করে?

(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
সঠিক উত্তর: (ক)


৩৯। সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়?
(ক) জীব ক্লোনিং (খ) প্রোডাকটিভ (গ) সেল ক্লোনিং (ঘ) রিপ্রোডাকটিভ
সঠিক উত্তর: (ক)


৪০। জীব প্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষ কেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো –
(ক) জিন প্রকৌশল (খ) বংশগতি বিদ্যা (গ) জিন প্রযুক্তির মূলনীতি (ঘ) ক্রোমোজোম বিদ্যা
সঠিক উত্তর: (ক)


৪১। TMGMV কী?
(ক) টোবাকো মোজাইক ভাইরাস (খ) টমেটো মোজাইক ভাইরাস (গ) টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস (ঘ) রিং স্পট ভাইরাস
সঠিক উত্তর: (গ)


৪২। আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে কত মিনি রেখে জীবাণুমুক্ত করা হয়?
(ক) ১৫ মিনিট (খ) ২০ মিনিট (গ) ২৫ মিনিট (ঘ) ১০ মিনিট সঠিক উত্তর: (খ)

৪৩। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন?
(ক) উইলিয়াম হার্ভে (খ) ডাল্টন হুকার (গ) লুই পাস্তুর (ঘ) আলেকজান্ডার ফ্লোমিং
সঠিক উত্তর: (ঘ)


৪৪। উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?
(ক) মেন্ডেলের সূত্র (খ) ডারউইনের বিবর্তনবাদ (গ) ডি এন এ –এর ডাবল হেলিক্স মডেল (ঘ) লিনিয়াসের দ্বিপদ নামকরণ
সঠিক উত্তর: (ক)


৪৫। আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
(ক) গম (খ) ভুট্টা (গ) এন্টোমলজি (ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর: (ঘ)


৪৬। টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?
(ক) পেয়ারার চারা (খ) কলার চারা (গ) আমের চারা (ঘ) ডালিমের চারা
সঠিক উত্তর: (খ)


৪৭। আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি?
(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া (গ) শৈবাল (ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)


৪৮। টিস্যুকালচারে নিচের কোনটিতে পুষ্টি ও বর্ধনের জন্য সকল প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়?
(ক) অটোক্লেভ (খ) অনুচারায় (গ) অ্যাগারে (ঘ) মিডিয়ামে
সঠিক উত্তর: (ঘ)


৪৯। কার্ল এরেকি পেশায় ছিলেন –
(ক) চিত্রশিল্পী (খ) প্রকৌশলী (গ) লেখক (ঘ) ধর্মযাজক
সঠিক উত্তর: (খ)


৫০। গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ?
(ক) আমেরিকা (খ) রাশিয়া (গ) সুইডেন (ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (গ)


৫১। কোন কোন পরিবেশ ছাড়া জোজোবা জন্মায় না?
(ক) Arizona ও Washington (খ) Missour ও Indiana (গ) Arizona ও California (ঘ) Minnesota ও Connecticut
সঠিক উত্তর: (গ)


৫২। উদ্ভিদের পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয় কোথায়?
(ক) মাটিতে (খ) টবে (গ) মিডিয়ামে (ঘ) পাতায়
সঠিক উত্তর: (গ)


৫৩। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট Pseudomonas ব্যাকটেরিয়াকে কী প্রদানের জন্য নির্দেশ দেন?
(ক) শিগুড় (খ) প্যাটেন্ট (গ) সার্গেট (ঘ) মিক্সটার্ড
সঠিক উত্তর: (খ)


৫৪। জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়?
(ক) General Modified Organism (খ) Genetically Method Organ (গ) Transgenic (ঘ) Gene Modified Organism
সঠিক উত্তর: (গ)


৫৫। ইন্টারফেরন কী?
(ক) হেপাটাইটিস বি-ভাইরাসের টিকা (খ) হেপাটাইটিস সি-ভাইরাসের টিকা (গ) সিওডোমোনাম ব্যাকটেরিয়ার টিকা (ঘ) E. coli ব্যাকটেরিয়ার টিকা
সঠিক উত্তর: (ক)


৫৬। বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার?
(ক) একটি বাহক নির্বাচন (খ) একটি পোষক নির্বাচন (গ) একটি জীব নির্বাচন (ঘ) একটি টিস্যু নির্বাচন
সঠিক উত্তর: (খ)


৫৭। টিস্যুকালচারের মাধ্যমে নিচের কোনটিকে পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়?
(ক) কান্ড (খ) শাখা (গ) প্রশাখা (ঘ) পরাগরেণু
সঠিক উত্তর: (ঘ)


৫৮। পরিবেশের তেল ও হাইডোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম কোনটি?
(ক) E. coli ব্যাকটেরিয়া (খ) Pseudomonas ব্যাকটেরিয়া (গ) ইন্টারফেরন (ঘ) T2 ফায ভাইরাস
সঠিক উত্তর: (খ)


৫৯। কলিওপটেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম কোনটি?
(ক) আউশ ধান (খ) আমন ধান (গ) বিটি ধান (ঘ) বোরো ধান
সঠিক উত্তর: (গ)


৬০। ToMV কী?
(ক) টোবাকো মোজাইক ভাইরাস (খ) টোবাকো মাইল্ড ভাইরাস (গ) টমেটো মোজাইক ভাইরাস (ঘ) রিং-স্পট ভাইরাস
সঠিক উত্তর: (গ)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। টিস্যুকালচার প্রযুক্তির ব্যবহার দেখা যায় –
i. সিম্বিডিয়াম চারা উৎপাদনে ii. আলুগাছ উৎপাদনে iii. ডালিয়া উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


২। জীব প্রযুক্তির মাধ্যমে –
i. ক্যান্সার নির্ণয় করা যায় ii. এন্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদন করা যায় iii. গৃহনির্মাণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


৩। জিনপ্রকৌশলের মাধ্যমে প্রস্তুতকৃত জীব –
i. ট্রান্সজেনিক ii. GE iii. GMO
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৪। জৈব সার তৈরিতে যে ধরনের অণুজীব ব্যবহার করা হয় তা হলো –
i. ব্যাকটেরিয়া ii. নীলাভ সবুজ শৈবাল iii. ছত্রাক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৫। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে প্রয়োজনীয় উপাদান হলো –

i. পোষক
ii. DNA লাইপেজ
iii. রেস্ট্রিকশন এনজাইম
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


৬। তুলা ও ভুট্টার মধ্যে একই সাথে যে দুটি বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয়েছে –

i. অধিক ফলনশীলতা
ii. পোকামাকড় প্রতিরোধী
iii. আগাছা সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)


৭। Biotechnology সম্পর্কে বলা যায় –

i. ইহা জীব বিজ্ঞানের একটি ফলিত শাখা
ii. বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত
iii. ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৮। রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় –

i. সন্তানের মাতৃত্ব নির্ণয়
ii. অপরাধীদের শনাক্তকরণ
iii. সন্তানের পিতৃত্ব নির্ণয়
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


৯। ইনসুলিন তৈরি করা হয় –

i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাস হতে
iii. ঈস্ট হতে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১০। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত প্রতিরোধক্ষম –

i. লেপিডোপটেরা বর্গের কীটপতঙ্গ
ii. কলিওপটেরা বর্গের কীটপতঙ্গ
iii. ডিওপটেরা বর্গের কীটপতঙ্গ
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)


১১। জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট তামাক গাছের প্রদর্শন হয় কখন –

i. ১৯৮০
ii. ১৯৮৬
iii. ১৯৮৩
নিচের কোনটি সঠিক?

(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)


১২। টিস্যুকালচার প্রযুক্তির ধাপসমূহের অন্তর্ভুক্ত –

i. মাতৃউদ্ভিদ নির্বাচন
ii. DNA প্রস্তুতকরণ
iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)


১৩। জীবপ্রযুক্তি প্রয়োগ হয়-
i. গাঁজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের একটি বেল গাছের সন্ধান পেল। সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ল্যাবে এর চারা তৈরি করল।

১। ল্যাবে ইমতিয়াজের গৃহীত প্রক্রিয়াটি কী?
(ক) জিন স্থানান্তরকরণ
(খ) হরমোন প্রয়োগ
(গ) এনজাইমের ব্যবহার
(ঘ) টিস্যু কালচার
সঠিক উত্তর: (ঘ) টিস্যু কালচার


২। ল্যাবে ইমতিয়াজ কার্যক্রমের ক্রমানুযায়ী ধাপগুলো কোনটি?
(ক) আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → মূল উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(খ) আবাদ মাধ্যম তৈরি → অনুচারা উৎপাদন → মূল উৎপাদন এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(গ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
(ঘ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → ক্যালাস তৈরি → মূল উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
সঠিক উত্তর: (গ) মাতৃউদ্ভিদ নির্বাচন → আবাদ মাধ্যম তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → অনুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী কেন্ডার ক্লোনিং-এর মাধ্যমে ডলি নামের ভেড়া সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, কিন্তু সবশেষে তৈরি হলো ট্রানজেনিক ভেড়ী ট্রেসী।
৩। উদ্দীপকে কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে –
(ক) অ্যারিস্টটল
(খ) লিউয়েন হুক
(গ) রবার্ট হুক
(ঘ) ইয়েন উইলমুট ফিন ডরমেট
সঠিক উত্তর: (ঘ)

৪। ট্রানজেনিক প্রাণী উদ্ভাবনের উদ্দেশ্য হলো –
i. শক্তি সঞ্চিত করা
ii. অতিরিক্ত বর্ধন ক্ষমতাসম্পন্ন প্রাণী উদ্ভাবন
iii. ঔষধ হিসেবে ব্যবহারের জন্য স্বল্প সময়ে ব্যাপক পরিমাণ মূল্যবান প্রোটিন উৎপাদন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)