উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সিলেবাস (HSC Biology 2nd Paper Syllabus)


দ্বিতীয় অধ্যায় : প্রাণীর পরিচিতি (২৫ পিরিয়ড)



বিষয়বস্তু

২.১। হাইড্রা (Hydra vulgaris)


২.১.১ গঠন (দেহপ্রাচীরের কোষের বৈশিষ্ট্যসহ)
২.১.২ খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া
২.১.৩ চলন ও জনন
২.১.৪ মিথোজীবিতা
২.২। ব্যবহারিক : হাইড্রার স্থায়ী স্লাইড/মডেল পর্যবেক্ষণ

২.৩। ঘাসফড়িং (Poecilocerux pictus)


২.৩.১ গঠন (বাহ্যিক)
২.৩.২ পরিপাকতন্ত্র-মুখ উপাঙ্গ, পরিপাক গ্রন্থি
২.৪। ব্যবহারিক
২.৪.১ ঘাসফড়িং/আরশোলা এর মুখ উপাঙ্গ পযবেক্ষণ
২.৪.২ ঘাসফড়িং/আরশোলা ব্যবচ্ছেদ করে পরিপাকতন্ত্র ও গ্রন্থি পর্যবেক্ষণ
২.৫। ঘাস ফড়িং
২.৫.১ সংবহন পদ্ধতি
২.৫.২ শ্বসন পদ্ধতি
২.৫.৩ রেচন পদ্ধতি
২.৫.৪ প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর
২.৬। ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষী
২.৬.১ গঠন
২.৬.২ দর্শন কৌশল

২.৭। রুই মাছ (Labeo)


২.৭.১ দেহ গঠন (বাহ্যিক)
২.৮। রক্ত সংবহন তন্ত্র
২.৯। ব্যবহারিক : রুই/কাতলা/মৃগেল মাছ ব্যবচ্ছেদ করে রক্ত সংবহন তন্ত্র সনাক্ত ও পর্যবেক্ষণ
২.১০। শ্বসন ও বায়ুথলির গঠন
২.১১। ব্যবহারিক : রুই/কাতলা/মৃগেল মাছ ব্যবচ্ছেদ করে শ্বসনতন্ত্র, ফুলকা ও পটকা (বায়ুথলি) পর্যবেক্ষণ
২.১২। জীবন চক্র
২.১৩। সংরক্ষণ (প্রাকৃতিক)

শিখনফল


১। হাইড্রার গঠন বর্ণনা করতে পারবে।
২। হাইডার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
৩। চলন ও জনন পদ্ধতি বর্ণনা করতে পারবে।
৪। হাইড্রার মিথোজীবিতা বিশ্লেষণ করতে পারবে।
৫। ব্যবহারিক: হাইড্রার পর্যবেক্ষণ করে চিত্র অংকন করতে পারবে।
৬। ঘাসফড়িং এর গঠন বর্ণনা করতে পারবে।
৭। ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র ও পরিপাক প্রক্রিয়া বর্ণনা করতে পারবে।
৮। ব্যবহারিক :
৮.১ ঘাসফড়িং/ আরশোলা এর মুখ উপাঙ্গ সনাক্ত ও চিত্র অংকন করতে পারবে।
৮.২ ঘাসফড়িং/ আরশোলা ব্যবচ্ছেদ করে এর পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ সনাক্ত করতে পারবে।
৯। ঘাসফড়িং এর সংবহন পদ্ধতি বর্ণনা করতে পারবে।
১০। ঘাসফড়িং এর শ্বসন পদ্ধতি বর্ণনা করতে পারবে।
১১। ঘাসফড়িং এর রেচন পদ্ধতি বর্ণনা করতে পারবে।
১২। ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর ব্যাখ্যা করতে পারবে।
১৩। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল বর্ণনা করতে পারবে।
১৪। রুই মাছের বাহ্যিক গঠন বর্ণনা করতে পারবে।
১৫। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা করতে পারবে।
১৬। ব্যবহারিক : রুই/কাতলা/মৃগেল মাছ ব্যবচ্ছেদ করে রক্ত সংবহন তন্ত্র সনাক্ত এবং চিত্র অংকন করতে পারবে।
১৭। রুই মাছের শ্বসন ও বায়ুথলির গঠন বর্ণনা করতে পারবে।
১৮। ব্যবহারিক: রুই/কাতলা/মৃগেল মাছের শ্বসনতন্ত্র ব্যবচ্ছেদ করে ফুলকা ও পটকা (বায়ুথলি) সনাক্ত করতে পারবে।
১৯। প্রকৃতিতে রুই মাছের প্রজনন ও নিষেক বর্ণনা করতে পারবে।
২০। রুই জাতীয় মাছের সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।



English version


Chapter 2. Introduction to Animal



2.1 Hydra:


Structure (with characteristics of the cells of cell wall), Feeding and digestion mechanism, Locomotion and Reproduction, symbiosis; Practical: observation of Permanent slide/model of Hydra.

2.2 Grasshopper:


Structure (external), Digestive system-mouthparts and digestive glands, circulatory system, Excretory system, Reproduction mechanism and metamorphosis, structure of omatidioum, vision mechanism;
Practical: observation of mouthparts of grasshopper/cockroach; observation of digestive system and glands of grasshopper/cockroach.

2.3 Rohu fish:


Body structure (external); Respiratory system and structure of air bladder, life cycle, conservation (natural);
Practical: Observation of circulatory system of Rohu/Lata fish, observation of gill and air bladder of Rohu fish.