এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


একাদশ অধ্যায় : জীব প্রযুক্তি


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে?
(ক) ট্রান্সজেনিক
(খ) হাইব্রিড
(গ) সাইব্রিড
(ঘ) ক্লোন
সঠিক উত্তর: (ক) ট্রান্সজেনিক


২। জিন কর্তনের জন্য নিম্নের কোন এনজাইম ব্যবহার করা হয়?
(ক) লাইগেজ
(খ) ডিএনএ পলিমারেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) জাইমেজ
সঠিক উত্তর: (গ) রেস্ট্রিকশন এনজাইম


৩। কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত?
(ক) প্লাজমিড
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) লাইগেজ এনজাইম
(ঘ) ইন্টারফেরন
সঠিক উত্তর: (খ) রেস্ট্রিকশন এনজাইম


৪। কোনটি প্রাচীন জৈবপ্রযুক্তি?
(ক) টিস্যু কালচার
(খ) জিন প্রকৌশল
(গ) এলকোহল সৃষ্টি
(ঘ) অ্যান্টিবায়োটিক উৎপাদন
সঠিক উত্তর: (গ) এলকোহল সৃষ্টি


৫। প্লাসমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
(ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু
(খ) রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব
(গ) জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে না
(ঘ) এটি শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে
সঠিক উত্তর: (ক) ইহা বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু


৬। জিন প্রকৌশলে DNA এর খণ্ডিত অংশ কোন এনজাইম জোড়া লাগায়?
(ক) অ্যামাইলেজ
(খ) এন্ডোনিউক্লিয়েজ
(গ) লাইগেজ
(ঘ) লাইপেজ
সঠিক উত্তর: (গ) লাইগেজ


৭। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাজমিড উঘঅ এর কর্তিত অংশে ঃবৎমবঃ উঘঅ জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়?
(ক) এন্ডোনিউক্লিয়েজ
(খ) পলিমারেজ
(গ) লাইয়েজ
(ঘ) লাইগেজ
সঠিক উত্তর: (ঘ) লাইগেজ


৮। বায়োলজিক্যাল নাইফ কোনটি?
(ক) পলিমারেজ
(খ) লাইগেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর: (গ) রেস্ট্রিকশন এনজাইম


৯। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ?
(ক) প্রোটিন
(খ) শর্করা
(গ) চর্বি
(ঘ) গ্লাইকোলিপিড
সঠিক উত্তর: (ক) প্রোটিন


১০। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত?
(ক) হবিগঞ্জ
(খ) সুনামগঞ্জ
(গ) সিলেট
(ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর: (খ) সুনামগঞ্জ


১১। DNA হতে mRNA তৈরি প্রক্রিয়াকে বলা হয়-
(ক) রেপ্লিকেশন
(খ) ট্রান্সলেশন
(গ) ট্রান্সক্রিপশন
(ঘ) মিউটেশন
সঠিক উত্তর: (গ) ট্রান্সক্রিপশন


১২। DNA -কে খণ্ডিত করে-
(ক) লাইগেজ এনজাইম
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) প্রোটিয়েজ এনজাইম
(ঘ) অ্যামাইলেজ এনজাইম
সঠিক উত্তর: (খ)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়-
i. দেহজ ভ্রƒণ
ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ
iii. নতুন প্রকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। সুপার রাইসে নিচের কোন আকাঙ্খিত উপাদান দু’টি সংযুক্ত করা হয়েছে?
i. ক্যারোটিন
ii. আয়রন
iii. ভিটামিন বি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৩। Re-combinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার-
i. বাহক হিসেবে
ii. পোষক হিসেবে
iii. রেস্ট্রিকশান এনজাইমের উৎস হিসেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করার ধাপ হলো-
(i) কাক্সিক্ষত DNA নির্বাচন
(ii) নির্দিষ্ট স্থানে DNA অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন
(iii) ক্যালাস সৃষ্টি ও সংখ্যাবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
তালিপাম বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। এটি জীবনে একবার মাত্র ফুল ও ফল উৎপাদন করে মারা যায়। বিজ্ঞানীরা এই উদ্ভিদের টিস্যু নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন চারা সৃষ্টি করেছেন। বিভিন্ন জায়গায় এই চারা রোপণ করে উদ্ভিদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন।

১। বিজ্ঞানীরা কোন পদ্ধতিতে তালিপামের চারা সৃষ্টি করেছেন?
(ক) টিস্যু কালচার
(খ) হাইব্রিডাইজেশন
(গ) সিলেকশন
(ঘ) রিকম্বিনেট DNA
সঠিক উত্তর: (ক) টিস্যু কালচার


২। উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে-
i. একই সাথে অনেক চারা উৎপাদন করা সম্ভব
ii. সারা বছর চারা উৎপাদন করা সম্ভব
iii. হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাক্সিক্ষত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়।

৩। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান-
i. লাইগেজ এনজাইম
ii. রেস্ট্রিকশন এনজাইম
iii. সিজিয়াম ক্লোরাইড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। উদ্দীপকে উল্লিখিত DNA -র ক্ষেত্রে প্রযোজ্য-
i. স্বপ্রজননক্ষম
ii. দ্বিবিভাজনে সাহায্য করে
iii. এন্টিবায়োটিক প্রতিরোধী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
নিচের প্রবাহচিত্র দেখে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি।

৫। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?
(ক) মূল সৃষ্টি
(খ) জীবাণু মুক্তকরণ
(গ) ক্যালাস সৃষ্টি
(ঘ) টবে চারা লাগানো
সঠিক উত্তর: (গ) ক্যালাস সৃষ্টি


৬। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) রিকম্বিনেন্ট DNA
(খ) টিস্যু কালচার
(গ) হাইব্রিডাইজেশন
(ঘ) জিন ক্লোনিং
সঠিক উত্তর: (খ) টিস্যু কালচার

উদ্দীপকের চিত্রটি দেখে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।

১। চিত্রের A চিহ্নিত বস্তুটি
(i) দ্বিসূত্রক
(ii) স্বপ্রজননক্ষম
(iii) জৈব ছুরি (নাইফ) হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)


২। 'A' চিহ্নিত বস্তুটি মানব কল্যাণে কাজ করে-
(ক) পনির উৎপাদনে,
(খ) বায়োগ্যাস তৈরিতে,
(গ) ইনস্যুলিন উৎপাদনে,
(ঘ) মাখন উৎপাদনে।
সঠিক উত্তর: (গ)