মাধ্যমিক জীববিজ্ঞান সিলেবাস (SSC Biology Syllabus)


দশম অধ্যায় : সমন্বয় (১৫ পিরিয়ড)



বিষয়বস্তু
১।উদ্ভিদে সমন্বয়
১.১ বৃদ্ধি
১.২ চলন

২। প্রাণীর সমন্বয় প্রক্রিয়া
২.১ স্নায়ুবিক
২.১ হরমোনাল

৩। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ এবং কাজ
৪। সাধারণ নিউরনের গঠন ও কাজ
৫। প্রতিবর্তী প্রতিক্রিয়া
৬। আবেগ সঞ্চালন (Impulse Transmission)
৭। প্রাণরস (Hormone)
৮। প্রাণরস জনিত অস্বাভাবিকতা
৮.১ থাইরয়েড সমস্যা
৮.২ বহুমূত্র (Diabetes) - ইনসুলিনের কার্যকারিতা

৯। ষ্ট্রোক
৯.১ কারণ ও লক্ষণ
৯.২ তাৎক্ষণিক করণীয়
৯.৩ প্রতিরোধের উপায়

১০। স্নায়ুবিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা
১০.১ প্যারালাইসিস
১০.২ ইপিলেপসি
১০.৩ পারকিনসন

১১। সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদকদ্রব্যের প্রভাব

শিখনফল
বুদ্ধিবৃত্তীয়
১। উদ্ভিদে সমন্বয় ব্যাখ্যা করতে পারবে।
২। প্রাণীর সমন্বয় প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
৩। স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে।
৪। সাধারণ নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে।
৫। প্রতিবর্তী প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
৬। আবেগ সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।
৭। প্রাণরসের প্রধান কাজ ব্যাখ্যা করতে পারবে।
৮। প্রাণরসের অস্বাভাবিকতার কারণ ও সৃষ্ট প্রধান শারীরিক সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে।
৯। ষ্ট্রোকের কারণ ও লক্ষণ বর্ণনা করতে পারবে।
১০। ষ্ট্রোকে তাৎক্ষণিক করণীয় ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবে।
১১। স্নায়ুবিক বৈকল্যজনিত শারীরিক সমস্যার লক্ষণ, কারণ ও প্রতিকার বর্ণনা করতে পারবে।
১২। সমন্বয় কার্যক্রমে তামাক ও মাদকদ্রব্যের প্রভাব বিশ্লেষণ করতে পারবে।

অনুসন্ধান
১৩। হরমোন জনিত শারীরিক সমস্যা সৃষ্টির কারণ অসুসন্ধান করতে পারবে।
মনোপেশিজ
১৪। পোস্টার/লিফলেট অঙ্কন করে তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারবে।

আবেগীয়
১৫। স্নায়ুতন্ত্রে তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হবে।