উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper)


সপ্তম অধ্যায় : মানব শারীরতত্ত্ব : চলন ও অঙ্গচালনা
(Chapter 7. Human Physiology: Locomotion and Organ movement)


প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ


♦ কঙ্কালতন্ত্র : জীবদেহের অভ্যন্তরীণ কাঠামোই হলো কঙ্কালতন্ত্র।

♦ শ্রোণিচক্র: মানুষের শ্রোণি অঞ্চলে দু পাশে অবস্থিত একজোড়া সমআকৃতির অস্থি নিয়ে শ্রোণিচক্র গঠিত।

♦ স্থানচ্যুতি: বাহ্যিক কোনো আঘাতের কারণে আমাদের দেহের অক্সগ প্রত্যক্সেগর জোড়া থেকে দূরে সরে যেতে পারে। একে স্থানচ্যুতি (Dislocation) বলে।

♦ মচকানো: কোনো আঘাতের ফলে দুটি অস্থির মধ্যে অবস্থিত লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে তাকে মচকানো বলে।

♦ সারকোলেমা: পেশিকোষ যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে সারকোলেমা বলে।

♦ টেন্ডন: পেশি যে বিশেষ টিস্যু দ্বারা অস্থির সাথে যুক্ত থাকে তাকে টেন্ডন বলে।

♦ লিগামেন্ট: দুটি অস্থি যে বিশেষ টিসু দ্বারা যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে।

♦ অনৈচ্ছিক পেশি: যে সমস্ত পেশিকলার সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে অনৈচ্ছিক পেশি বলে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা এ পেশির সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রিত হয়।

সূত্র: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

ড. মোহাম্মদ আবুল হাসান

গাজী সালাহউদ্দিন সিদ্দিকী