এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)


দশম অধ্যায়: উদ্ভিদ প্রজনন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :


১। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয় ?
(ক) ভ্রƒণ (খ) বীজ (গ) ফল (ঘ) সস্য
সঠিক উত্তর: (ক)



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন


১। স্ত্রীগ্যামিটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রƒণ থলিতে থাকে-
(i) ডিম্বাণুযন্ত্র (ii) প্রতিপাদ নিউক্লিয়াস (iii) ট্রিপ্লয়েড নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


উদ্দীপকের চিত্রটি দেখে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
ফুলের লম্বচ্ছেদ
১। উদ্দীপকের A চিত্রটির বৈশিষ্ট্য হলো-
(i) পরাগ মাতৃকোষ ধারণ করে (ii) কীট-পতঙ্গকে আকৃষ্ট করে (iii) পরাগরেণু তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২। নিষেকের পর চিত্রের B অংশটি কিসে পরিণত হয় ?
(ক) ফলে (খ) বোঁটায় (গ) সস্য (ঘ) নষ্ট হয়ে যায়
সঠিক উত্তর: (ক)