এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
দ্বিতীয় অধ্যায় : কোষ বিভাজন
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?
(ক) প্রোফেজ, (খ) মেটাফেজ, (গ) টেলোফেজ, (ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ) মেটাফেজ
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। মাইটোসিস অ্যানাফেজ-এর বৈশিষ্ট্য হলো-
(i) অপত্য ক্রোমোসোম সৃষ্টি।
(ii) অপত্য ক্রোমোসোমগুলো মেরুমুখী চলতে শুরু করা।
(iii) নিউক্লিয়োলাস ও নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
উন্নতজাতের ফসলি উদ্ভিদ ‘ইরি’ উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে।
১। উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ের ভূমিকা রয়েছে ?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন (গ) ডিপ্লোটিন (ঘ) প্যাকাইটিন