এইচ এস সি || জীববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 1st Paper MCQ)
নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে ?
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
১। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো-
(i) এ উদ্ভিদের পাতার বান্ডলশীথ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে।
(ii) বান্ডলশীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে।
(iii) মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
'A' জীবটি O2-এর দ্বারা শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু 'B' জীবটি O2 ছাড়া শ্বসন সম্পন্ন করে।
১। 'A' জীবের শ্বসনের ধাপ হলো-
(i) গ্লাইকোলাইসিস।
(ii) পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ।
(iii) ক্রেবস্ চক্র।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২। 'B' জীবের শ্বসনের সাথে সর্বাধিক মিল আছে কোন উদ্ভিদের শ্বসনের ?
(ক) অবায়বীয় ব্যাকটেরিয়া (খ) বায়বীয় ব্যাকটেরিয়া
(গ) পরজীবী ব্যাকটেরিয়া (ঘ) মৃতজীবী ব্যাকটেরিয়া