এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


ষষ্ঠ অধ্যায়: মানব শারীরতত্ত্ব: বর্জ্য ও নিষ্কাশন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোন পদার্থের কারণে মূত্রের রং খড়ের মত হয়? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ইউরিয়া
(খ) ক্রিয়োটনিন
(গ) অ্যামোনিয়া
(ঘ) ইউরোক্রাম
সঠিক উত্তর: (ঘ) ইউরোক্রাম


২। ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) পাকস্থলীতে
(খ) যকৃতে
(গ) অগ্ন্যাশয়ে
(ঘ) ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: (খ) যকৃতে


৩। মূত্রথলি হতে মূত্র পরিবহনের কাজ করে কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ওভিডাক্ট
(খ) ইউরেথ্রা
(গ) ইউরেটার
(ঘ) ভাস ডিফারেন্স
সঠিক উত্তর: (খ) ইউরেথ্রা


৪। গ্লোমেরুলার ফিলট্রেটে কোনটি অনুপস্থিত? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) প্রোটিন
(খ) গ্লকোজ
(গ) আয়ন
(ঘ) ইউরিয়া
সঠিক উত্তর: (খ) গ্লকোজ


৫। গ্লোমেরুলারস ফিলট্রেটের অধিকাশ পুনঃশোষিত হয় কোন অংশে? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) নিকটবর্তী প্যাঁচানো নালিকা
(খ) হেনলির লুপ
(গ) দূরবর্তী প্যাঁচানো নালিকা
(ঘ) সংগ্রাহক নালিকা
সঠিক উত্তর: (ক) নিকটবর্তী প্যাঁচানো নালিকা


৬। রেচনতন্ত্রের অংশ কোনটি?
(ক) অ্যালভিওলি
(খ) ইউরেটর
(গ) হৃৎপিণ্ড
(ঘ) ম্যানিনজেস
সঠিক উত্তর:


৭। কোনটি বৃক্কের অংশ?
(ক) প্লুরা
(খ) ইউরেটর
(গ) ল্যারিংস
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর:


৮। বৃক্কের গঠন ও কাজের একক হলো-
(ক) নিউরন
(খ) নেফ্রন
(গ) মেডুলা
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর:


৯। পোডোসাইট কোষ পাওয়া যায়-
(ক) হেনলির লুপে
(খ) প্রক্সিমাল নালিকায়
(গ) ডিস্টাল নালিকায়
(ঘ) বোম্যান্স ক্যাপসুলে
সঠিক উত্তর:


১০। ইউরিয়া তৈরি করে কোনটি?
(ক) ক্রেবস চক্র
(খ) নাইট্রোজেন চক্র
(গ) অরনিথিন চক্র
(ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তর:


১১। মূত্রে ইউরিয়ার পরিমাণ শতকরা-
(ক) ২%
(খ) ৫%
(গ) ৯%
(ঘ) ৭%
সঠিক উত্তর:


১২। কোন হরমোন অসমোরেগুলেশন নিয়ন্ত্রণ করে?
(ক) টেস্টোস্টেরন
(খ) প্রোজেস্টেরন
(গ) ADH
(ঘ) LH
সঠিক উত্তর:



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। মানুষের মূত্র তৈরির ধাপগুলো হচ্ছে-(সকল বোর্ড - ২০১৮)
i. অতিপরিস্রাবণ
ii. পুনঃশোষণ
iii. টিউব্যুলার ক্ষরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। বৃক্কের কর্টেক্স অবস্থানকারী নেফ্রনের অংশ হলো- (আলীম পরীক্ষা ২০১৮)
i. গ্লোমেরুলাস
ii. হেনলির লুপ
iii. ডিস্টাল প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। নেফ্রনের ক্ষেত্রে কোনটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৭)
i. ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত
ii. প্যারাইটাল স্তর আঁইশাকার এপিথেলিয়াল কোষে গঠিত
iii. পেয়ালার মত প্রসারিত অংশকে বোম্যানস ক্যাপসুল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৪। বৃক্কের কাজ হলো- (যশোর বোর্ড-২০১৭)
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য অপসারণ
ii. দেহের পানি সাম্যতা রক্ষা
iii. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


৫। বৃক্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (দিনাজপুর বোর্ড-২০১৭)
i. অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে
ii. সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা বেষ্টিত
iii. বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা উপরে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


৬। কোনটি বৃক্কের অংশ ?
i. গ্লোমেরুলাস
ii. অ্যালভিওলাস
iii. হেনলির লুপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :



নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
সেলিনার শরীর পূর্বের চেয়ে ফুলে গেছে। মূত্র নিঃসরণের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে।

১। উদ্দীপকে উল্লিখিত লক্ষণ ছাড়াও সেলিনার অন্যান্য যে লক্ষণ দেখা যেতে পারে তা হলো-(সকল বোর্ড - ২০১৮)
i. ক্ষুধামন্দা
ii. বমি হওয়া
iii. কোমরে ব্যথা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


২। সেলিনার অবস্থা নিরাময়ের জন্য করণীয় পন্থাগুলো হচ্ছে- (সকল বোর্ড - ২০১৮)
i. চিকিৎসকের পরামর্শ নেওয়া
ii. নিয়ন্ত্রিত আহার
iii. ডায়ালাইসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii


নিচের উদ্দীপকটির সাহায্যে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (বরিশাল বোর্ড-২০১৭)


৩। উদ্দীপকে উল্লিখিত x অংশে জমা থাকে- (বরিশাল বোর্ড-২০১৭)
i. প্রোটিন
ii. গ্লুকোজ
iii. ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


৪। উল্লিখিত অঙ্গে ব্যবহৃত হরমোনের উৎস স্থল– (বরিশাল বোর্ড-২০১৭)
i. পিটুইটারি গ্রন্থি
ii. অ্যাড্রেনাল গ্রন্থি
iii. হৃৎপিণ্ড নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (কুমিল্লা বোর্ড-২০১৭)


৫। রক্তের কোন উপাদানের মাত্রাকে উদ্দীপকের অঙ্গের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয়? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) পটাসিয়াম
(খ) অ্যামোনিয়াম
(গ) ক্রিয়েটিনিন
(ঘ) সোডিয়াম
সঠিক উত্তর: (ঘ) সোডিয়াম


৬। উদ্দীপকে উল্লিখিত অঙ্গের তাৎক্ষণিক বিকলের কারণ হলো– (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. নেফ্রাইটিস
ii. ইউরেটার পাথর হওয়া
iii. হার্ট অ্যাটাক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (রাজশাহী বোর্ড-২০১৭)
প্রাণিবিজ্ঞান ক্লাসে মানবদেহের একটি অঙ্গের গঠন বর্ণনা করতে গিয়ে শিক্ষক বলেন, এটি আকারে অনেকটা সিম বীজের মতো এবং এটি লালচে খয়েরী রঙের।

৭ উদ্দীপকে বর্ণিত অঙ্গটি হলো- (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) যকৃত
(খ) পাকস্থলী
(গ) অগ্ন্যাশয়
(ঘ) বৃক্ক
সঠিক উত্তর: (ঘ) বৃক্ক


৮। উদ্দীপকে বর্ণিত অঙ্গটির অন্তঃগঠনে পাওয়া যায়– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. অ্যালভিওলাস
ii. রেনাল পিরামিড
iii. পেলভিস নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


নিচের উদ্দীপকটি দেখে পরবর্তী প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৭)
2NH3 + CO2 → CO(NH2)2 + H2O

৯। উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) অরনিথিন চক্রে
(খ) ডি-অ্যামিনেশন প্রক্রিযায়
(গ) ক্রেবস চক্রে
(ঘ) গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (ক) অরনিথিন চক্রে

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


১০। চিত্রের A অংশটির নাম কী?
(ক) বোম্যান্স ক্যাপসুল
(খ) নেফ্রন
(গ) গ্লোমেরুলাস
(ঘ) কর্টেক্স
সঠিক উত্তর:


১১। চিত্রের B অংশটির কাজ কী?
(ক) রক্তের তঞ্চন
(খ) রক্তের ছাঁকন
(গ) রক্তের জমাট বাঁধা
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: