উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (HSC Biology 2nd Paper)


একাদশ অধ্যায় : জীনতত্ত্ব ও বিবর্তন
Chapter 11: Biotechnology:


প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ


♦ জিনতত্ত্ব: জীব-বিজ্ঞানের যে শাখায় জিনের মাধ্যমে মাতাপিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তা বিশদভাবে ও বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করা হয়, তাকে জিনতত্ত্ব (Genetics) বলে।

♦ বিবর্তন: অতি মন্থরগতিতে কাল পরিক্রমায় জীবস¤প্রদায়ে পরিবর্তন হওয়াকেই বলা হয় বিবর্তন।

♦ ডারউইনিজম: বিবর্তন সম্পর্কিত ডারউইনের মতবাদকে ডারউইনিজম বলে।

♦ পলিজেনিক ইনহেরিটেন্স: যখন কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য একাধিক জিনের আন্তঃক্রিয়ার ফলে প্রকাশিত হয় তখন তাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে।

♦ এপিস্ট্যাসিস: বংশগতির ক্ষেত্রে একটি জিনের দ্বারা অন্য একটি নন-এলিলিক জিনের লক্ষণ প্রকাশে বাধা দেওয়ার পদ্ধতিকে এপিস্ট্যাসিস বলে।

♦ অ্যালিল: কোনো একজোড়া হোমোলগাস ক্রোমোসোমের কোনো একটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনযুগলকে পরস্পরের এলিল বলে।

♦ নিষ্ক্রিয় অঙ্গ: কোন জীবের যে সমস্ত অঙ্গ পূর্ব পুরুষের দেহে সক্রিয় ছিল কিন্ত পরবর্তী বংশধরে এই অঙ্গগুলো অকার্যকর হয়ে গেছে তাকে নিষ্ক্রিয় অঙ্গ বলে।

♦ ব্যাক ক্রস: F1 জীবকে তার প্যারেন্টের সাথে (প্রচ্ছন্ন বা প্রবল যে কোনোটি) ক্রস করানোকে ব্যাক ক্রস বলে।

♦ জীবাশ্ম: ভূত্বকের পাললিক শিলার স্তরে স্তরে প্রাপ্ত সুদূর অতীতের কোনো প্রাচীন জীবের দেহের সম্পূর্ণ বা অংশ বিশেষের ছাপ অথবা তার প্রস্তরীভূত দেহাবশেষ তথা নিদর্শনকে জীবাশ্ম বা ফসিল বলে।

সূত্র: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

ড. মোহাম্মদ আবুল হাসান

গাজী সালাহউদ্দিন সিদ্দিকী