এইচ এস সি || জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)


প্রথম অধ্যায়: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোনটির পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের? [ঢা. বো. ১৯]
(ক) রুই
(খ) লাংফিশ
(গ) টাকি
(ঘ) হাঙ্গর
সঠিক উত্তর: (ঘ) হাঙ্গর


২। সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? [ঢা. বো. ১৯]
(ক) টিকটিকি
(খ) কুমির
(গ) কচ্ছপ
(ঘ) সাপ
সঠিক উত্তর: (খ) কুমির


৩। ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী? [চ. বো. ১৯]
(ক) লিনিয়াস
(খ) স্লেজেল
(গ) ল্যামার্ক
(ঘ) হ্যাক্সেলে
সঠিক উত্তর: (খ) স্লেজেল


৪। নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়? [কু. বো. ১৯]
(ক) Fasciola hepatica
(খ) Taenia solium
(গ) Ascaris lumbricoides
(ঘ) Metaphire posthuma
সঠিক উত্তর: (গ) Ascaris lumbricoides


৫। কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়? [কু. বো. ১৯]
(ক) Myxine glutinosa
(খ) Petromyzon marinus
(গ) Scoliodon laticaudus
(ঘ) Channa punctatus
সঠিক উত্তর: (খ) Petromyzon marinus


৬। শিখাকোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? [ব. বো. ১৯]
(ক) Platyhelminthes
(খ) Annelida
(গ) Arthropoda
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (ক) Platyhelminthes


৭। Platyhelminthes পর্বের রেচন অঙ্গের নাম কী? [দি. বো. ১৯]
(ক) নেফ্রিডিয়া
(খ) শিখা কোষ
(গ) মালপিজিয়ান নালিকা
(ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (খ) শিখা কোষ


৮। নিচের কোনটি platyhelminthes পর্বভুক্ত প্রাণী? [য. বো. ১৯]
(ক) Scypha
(খ) Fasciola
(গ) Ascaris
(ঘ) Metaphire
সঠিক উত্তর: (খ) Fasciola


৯। সিলোমযুক্ত প্রাণী কোনটি? [রা. বো. ১৯]
(ক) স্পঞ্জ
(খ) জেলি ফিস
(গ) চ্যাপ্টা কৃমি
(ঘ) তেলাপোকা
সঠিক উত্তর: (ঘ) তেলাপোকা


১০। ঝিনুক কোন পর্বের প্রাণী? [সি. বো. ১৯]
(ক) Platyhelminthes
(খ) Mollusca
(গ) Annelida
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (খ) Mollusca


১১। কোন পর্বের প্রাণীতে নিডোসাইট কোষ বিদ্যমান? [মা. বো. ১৯]
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Platyhelminthes
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (ক) Cnidaria


১২। ল্যামপ্রের বৈশিষ্ট্য কোনটি? [মা. বো. ১৯]
(ক) লার্ভাদশা অনুপস্থিত
(খ) দেহ আঁইশ দ্বারা আবৃত
(গ) নাসিকা থলি মুখবিবরে উন্মুক্ত
(ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া
সঠিক উত্তর: (ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া


১৩। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) Cnidaria
(খ) Platyhelminthes
(গ) Annelida
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (গ) Annelida


১৪। Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) পানি সংবহনতন্ত্র
(খ) পুঞ্জাক্ষি
(গ) শিখাকোষ
(ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ক) পানি সংবহনতন্ত্র


১৫। কোনটি এক্টোডার্ম থেকে উদ্ভূত? (সকল বোর্ড - ২০১৮)
(ক) চোখের লেন্স
(খ) গলবিল
(গ) ট্রাকিয়া
(ঘ) ল্যারিংস
সঠিক উত্তর: (ক) চোখের লেন্স


১৬। গুটি বসন্তের ভ্যাক্সিন কে আবিষ্কার করেন? (সকল বোর্ড - ২০১৮)
(ক) এডওয়ার্ড জেনার
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) লুই পাস্তুর
(ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক) এডওয়ার্ড জেনার


১৭। “ছিদ্রাল প্রাণী” বলে পরিচিত কোন পর্বের প্রাণীরা? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Mollusca
(ঘ) Annelida
সঠিক উত্তর: (ক) Porifera


১৮। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) Volvox
(খ) Julus
(গ) Pila
(ঘ) Hydra
সঠিক উত্তর: (ঘ) Hydra


১৯। সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) লুই পাস্তুর
(খ) উইলিয়াম বেটসন
(গ) এডওয়ার্ড জেনার
(ঘ) রবার্ট এডওয়ার্ডস
সঠিক উত্তর: (গ) এডওয়ার্ড জেনার


২০। নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) Ascaris lumbricoides
(খ) Taenia solium
(গ) Metaphire posthuma
(ঘ) Julus terrestris
সঠিক উত্তর: (খ) Taenia solium


২১। Myxini শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) ১ জোড়া
(খ) ৭ জোড়া
(গ) ৫-৭ জোড়া
(ঘ) ৫-১৫ জোড়া
সঠিক উত্তর: (ঘ) ৫-১৫ জোড়া


২২। Arthropoda পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) প্যারাপোডিয়া
(খ) র‌্যাডুলা
(গ) হিমোসিল
(ঘ) নালিকা পদ
সঠিক উত্তর: (গ) হিমোসিল


২৩। কোন প্রাণীটি দ্বি-অরীয় প্রতিসম? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) Metridium
(খ) Cliona
(গ) Ceoloplana (ঘ) Aurelia
সঠিক উত্তর: (গ) Ceoloplana


২৪। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) Volvox
(খ) Pila
(গ) Hydra
(ঘ) Julus
সঠিক উত্তর: (খ) Pila


২৫। কলা সংগঠন মাত্রার পর্ব হলো– (যশোর বোর্ড-২০১৭)
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Nematoda (ঘ) Chordata
সঠিক উত্তর: (খ) Chordata


২৬। সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) দ্বিপার্শ্বীয়
(খ) গোলীয়
(গ) পঞ্চ-অরীয়
(ঘ) দ্বি-অরীয়
সঠিক উত্তর: (গ) পঞ্চ-অরীয়


২৭। কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ব্যাঙ
(খ) সাপ
(গ) কচ্ছপ
(ঘ) ডলফিন
সঠিক উত্তর: (ক) ব্যাঙ


২৮। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) রেডুলা
(খ) নেফ্রিডিয়া
(গ) ট্রকোফোর লার্ভা
(ঘ) ট্যাগমাটা
সঠিক উত্তর: (ক) রেডুলা


২৯। Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) সাইক্লয়েড
(খ) প্ল্যাকয়েড
(গ) টিনয়েড
(ঘ) গ্যানয়েড
সঠিক উত্তর: (খ) প্ল্যাকয়েড


৩০। নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) Cavia porcellus
(খ) Naja naja
(গ) Copsychus saularis
(ঘ) Panthera tigris
সঠিক উত্তর: (খ) Naja naja


৩১ । Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) দেহ অপ্রতিসম
(খ) দেহ কিউটিকল দ্বারা আবৃত
(গ) দেহ খোলক দ্বারা আবৃত
(ঘ) বহিঃকংকাল কণ্টকময়
সঠিক উত্তর: (ঘ) বহিঃকংকাল কণ্টকময়


৩২। নিচের কোন পর্বের প্রাণীদের স্যুডোসিলোমেট বলা হয়? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) পরিফেরা
(খ) নিডারিয়া
(গ) নেমাটোডা
(ঘ) মোলাস্কা
সঠিক উত্তর: (গ) নেমাটোডা


৩৩। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) Hydra
(খ) Taenia
(গ) Pila
(ঘ) Spongilla
সঠিক উত্তর: (ঘ) Spongilla


৩৪। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) Mollusca
(খ) Annelida
(গ) Echinodermata
(ঘ) Cnidaria
সঠিক উত্তর: (গ) Echinodermata


৩৫। প্রতিসাম্যতা হলো- (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) তিনটি ভ্রূণ স্তরবিশিষ্ট দশা
(খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান


৩৬। ICZN কোনটির সংক্ষিপ্ত রূপ? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) International Commission on Zoological Nomenclature
(খ) International Code of Zoological Nomenclature
(গ) International Code on Zoological Nomenclature
(ঘ) International Commission of Zoological Nomenclature
সঠিক উত্তর: (ক) International Commission on Zoological Nomenclature


৩৭। ‘রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’- (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) Myxini
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
সঠিক উত্তর: (গ) Actinopterygii


৩৮। কোনটি Echinodermata পর্বের বৈশিষ্ট্য? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(খ) কাঁটাযুক্ত ত্বক
(গ) হিমোসিল বিদ্যমান
(ঘ) কোয়ানোসাইট কোষ বিদ্যমান
সঠিক উত্তর: (খ) কাঁটাযুক্ত ত্বক


৩৯। কোনটি অপ্রতিসম প্রাণী? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) হাইড্রা
(ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ঘ) অ্যামিবা


৪০। Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অ্যামোসিট
(খ) ট্রোকোফোর
(গ) প্যারেনকাইমুলা
(ঘ) মিরাসিডিয়াম
সঠিক উত্তর: (খ) ট্রোকোফোর


৪১। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো- (যশোর বোর্ড-২০১৬)
(ক) গ্যানয়েড আইশ
(খ) সাইক্লয়েড আইশ
(গ) হোমোসার্কাল লেজ
(ঘ) হেটেরোসার্কাল লেজ
সঠিক উত্তর: (ক) গ্যানয়েড আইশ


৪২। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক? (যশোর বোর্ড-২০১৬)
(ক) পরিফেরা
(খ) ইকাইনোডার্মাটা
(গ) অ্যানেলিডা
(ঘ) আর্থ্রোপোডা
সঠিক উত্তর: (খ) ইকাইনোডার্মাটা


৪৩। শ্রেণিকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে- (যশোর বোর্ড-২০১৬)
(ক) প্রজাতি
(খ) গণ
(গ) ট্যাক্সন
(ঘ) পর্ব
সঠিক উত্তর: (গ) ট্যাক্সন


৪৪। কোরালস এবং জেলিফিস কোন পর্বের প্রাণী? (যশোর বোর্ড-২০১৬)
(ক) নিডারিয়া
(খ) ইকাইনোডার্মাটা
(গ) পরিফেরা
(ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (ক) নিডারিয়া


৪৫। কোনটি মোলাস্কার বৈশিষ্ট্য- (যশোর বোর্ড-২০১৬)
(ক) অস্টিয়া
(খ) র‌্যাডুলা
(গ) প্যারাপোডিয়া
(ঘ) স্পিকিউল
সঠিক উত্তর: (খ) র‌্যাডুলা


৪৬। শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) Phylum
(খ) Class
(গ) Order
(ঘ) Family
সঠিক উত্তর: (ক) Phylum


৪৭। প্রতিসাম্যতা হলো- (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) তিনটি ভ্রূণস্তরবিশিষ্ট দশা
(খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান


৪৮। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) Hydra
(খ) Taenia
(গ) Pila
(ঘ) Spongilla
সঠিক উত্তর: (ঘ) Spongilla


৪৯। প্রাণীদের শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
(ক) রাদার ফোড
(খ) অ্যারিস্টটল
(গ) লিনিয়াস
(ঘ) জন রে
সঠিক উত্তর: (গ) লিনিয়াস


৫০। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর অস্টিকথিস শ্রেণিভুক্ত?
(ক) তারা মাছ
(খ) পেট্রোমাইজন
(গ) রুই মাছ
(ঘ) অ্যাসিডিয়া
সঠিক উত্তর: (গ) রুই মাছ


৫১। সিলেন্টেরন আছে কোন প্রাণীতে?
(ক) চিংড়ি
(খ) ব্যাঙ
(গ) হাইড্রা
(ঘ) মাছ
সঠিক উত্তর: (গ) হাইড্রা


৫২। হিমোসিল পাওয়া যায়-
(ক) তেলাপোকা
(খ) ব্যাঙ
(গ) হাইড্রা
(ঘ) মাছ
সঠিক উত্তর: (ক) তেলাপোকা


৫৩। শিখাকোষ থাকে কোন পর্বের প্রাণীতে?
(ক) আর্থ্রোপোডা
(খ) প্লাটিহেলমিনথিস
(গ) নিডারিয়া
(ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (খ) প্লাটিহেলমিনথিস


৫৪। কোনটি অপ্রতিসম প্রাণী?
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) অ্যামিবা
(ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (গ) অ্যামিবা


৫৫। কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) অ্যামিবা
(ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (খ) তারা মাছ



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। যে পর্বের প্রাণীতে রক্ত সংবহরনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত তা হলো- (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. Platyhelminthes
ii. Nematoda
iii. Mollusca
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii


২। Aves-এর বৈশিষ্ট্য হলো– (যশোর বোর্ড-২০১৭)
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ লোমে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৩। Chordata পর্বের জন্য প্রযোজ্য হলো-
(i) জীবনের যে কোনো দশায় নটোকর্ড থাকে
(ii) জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে
(iii) হিমোসিল থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড - ২০১৮)
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিস ও একটি হাঙ্গর সংগ্রহ করল। রনি তাকে বলল-তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।

১। উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত? (সকল বোর্ড - ২০১৮)
(ক) Cnidaria
(খ) Arthropoda
(গ) Echinodermata
(ঘ) Chordata
সঠিক উত্তর: (গ) Echinodermata


২। উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো- (সকল বোর্ড - ২০১৮)
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড-২০১৭)


৩। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Annelida
(ঘ) Platyhelminthes
সঠিক উত্তর: (ঘ) Platyhelminthes


৪। উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি– (ঢাকা বোর্ড-২০১৭)
i. অ্যাসিলোমেট
ii. রেচন অঙ্গ শিখা কোষ
iii. মুক্তজীবী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (রাজশাহী বোর্ড-২০১৭)
শ্রেণিকক্ষে তানিয়া দু'টি প্রাণী নিয়ে পড়াশুনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি-নির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানলো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।

৫। উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) অগাস্ট হেকেল
(খ) ক্যারোলাস লিনিয়াস
(গ) জোহান মেন্ডেল
(ঘ) ক্যাকব ক্লেইন
সঠিক উত্তর: (খ) ক্যারোলাস লিনিয়াস


৬। উদ্দীপকের প্রাণীটি হলো– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. Scoliodon laticaudus
ii. Tinualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৬)
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙ্গর মাছ দেখে আনন্দিত হলো।

৭। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- (সিলেট বোর্ড-২০১৬)
i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii


৮। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) Sarcopterygii
(খ) Actinopterygii
(গ) Chondrichthyes
(ঘ) Cephalaspidomorphi
সঠিক উত্তর: (গ) Chondrichthyes

উপরের চিত্র থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (যশোর বোর্ড-২০১৬)

৯। Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? (যশোর বোর্ড-২০১৬)
(ক) অরীয়
(খ) গোলীয়
(গ) অপ্রতিসম
(ঘ) দ্বিপার্শ্বীয়
সঠিক উত্তর: (ক) অরীয়


১০। উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- (যশোর বোর্ড-২০১৬)
i. সন্ধিযুক্ত উপাঙ্গ
ii. শিখা কোষ
iii. পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii


১১ । চিত্রে চিহ্নিত ‘A’ অংশটির নাম কী? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) প্যারাইটাল পেরিটোনিয়াম
(খ) প্যারেনকাইমা
(গ) ভিসেরাল পেরিটোনিয়াম
(ঘ) হিমোসিল
সঠিক উত্তর: (খ) প্যারেনকাইমা

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।


১২। চিত্রের প্রাণীটি কোন শ্রেণির?
(ক) Cyclostomata
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
সঠিক উত্তর: (গ) Actinopterygii


১৩। উপরের চিত্র সম্পর্কে নিচের তথ্যগুলো পড়-
(i) দেহ গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত।
(ii) মুখছিদ্র দেহের অগ্রপ্রান্তে অবস্থিত।
(iii) দেহ সাধারণত সাইক্লয়েড (Cycloid) অথবা টিনয়েড (Ctenoid) ধরনের আঁইশ দ্বারা আবৃত।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii