এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)


নবম অধ্যায়: দৃঢ়তা প্রদান ও চলন


(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :



১। কোনটি অস্থির বৈশিষ্ট্য?
(ক) স্থিতিস্থাপক
(খ) নরম
(গ) দৃঢ়
(ঘ) তন্তুময়
সঠিক উত্তর: (গ) দৃঢ়


২। নিচের কোনটি পেশি বন্ধনী? [ঢা. বো. ২০১৬]
(ক) টেন্ডন
(খ) লিগামেন্ট
(গ) স্কেলেটন
(ঘ) তরুণাস্থি
সঠিক উত্তর: (ক) টেন্ডন


৩। হাড়ে শতকরা কতভাগ পানি থাকে? [রা. বো. ২০১৬]
(ক) ২০-৩০
(খ) ৩০-৪০
(গ) ৪০-৫০
(ঘ) ৫০-৬০
সঠিক উত্তর: (গ) ৪০-৫০


৪। অস্থিতে কত ভাগ পানি থাকে? [কু. বো. ২০১৬]
(ক) ১০-২০
(খ) ২০-৩০
(গ) ৩০-৪০
(ঘ) ৪০-৫০
সঠিক উত্তর: (ঘ) ৪০-৫০


৫। কোনটিতে শ্বেততন্তু ও পীততন্তু রয়েছে? [কু. বো. ২০১৬]
(ক) অস্থি
(খ) লিগামেন্ট
(গ) টেনডন
(ঘ) øায়ুতন্ত্র
সঠিক উত্তর: (খ) লিগামেন্ট


৬। অস্টিওপোরেসিস সাধারণত কাদের হয়? [চ. বো. ২০১৬]
(ক) বয়স্ক পুরুষ ও মহিলাদের
(খ) বাচ্চাদের
(গ) তরুণ ছেলেদের
(ঘ) তরুণ মেয়েদের
সঠিক উত্তর: (ক) বয়স্ক পুরুষ ও মহিলাদের


৭। টেনডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে? [চ. বো. ২০১৬]
(ক) ঐচ্ছিক পেশী
(খ) তরুণাস্থি
(গ) অনৈচ্ছিক পেশি
(ঘ) হৃদপেশি
সঠিক উত্তর: (ক) ঐচ্ছিক পেশী


৮। “বল ও সকেট” বন্ধনি কোথায় দেখা যায়? [সি. বো., য. বো. ২০১৬]
(ক) দাঁত
(খ) কাঁধ
(গ) কুনুই
(ঘ) হাঁটু
সঠিক উত্তর: (খ) কাঁধ


৯। লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত? [য. বো. ২০১৬]
(ক) স্নেহ
(খ) আমিষ
(গ) শর্করা
(ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর: (খ) আমিষ


১০। তরুণাস্থি বেষ্টনকারী আবরণটির নাম কী? [ব. বো. ২০১৬]
(ক) অস্টিওব্লাস্ট
(খ) পেরিকন্ড্রিয়াম
(গ) কন্ড্রিওব্লাস্ট
(ঘ) কন্ড্রিওসাইট
সঠিক উত্তর: (খ) পেরিকন্ড্রিয়াম


১১। অস্থির ভিতর শতকরা কতভাগ জৈব যৌগ থাকে? [ঢা. বো.২০১৫]
(ক) ৩০
(খ) ৪০
(গ) ৫০
(ঘ) ৬০
সঠিক উত্তর: (খ) ৪০


১২। কোনটি ঈষৎ সচল অস্থি সন্ধি? [দি.বো.২০১৫]
(ক) মেরুদণ্ডের অস্থি সন্ধি
(খ) করোটিকা
(গ) কব্জা সন্ধি
(ঘ) বল ও কোটর সন্ধি
সঠিক উত্তর: (ক) মেরুদণ্ডের অস্থি সন্ধি


১৩। তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত? [কু.বো.২০১৫]
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিসিলিয়াম
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) পেরিকন্ড্রিয়াম
সঠিক উত্তর: (ঘ) পেরিকন্ড্রিয়াম


১৪। অস্টিওপোরেসিস কীসের অভাবজনিত রোগ? [সি.বো.২০১৫]
(ক) নাইট্রোজেন
(খ) ক্যালসিয়াম
(গ) জিংক
(ঘ) সালফার
সঠিক উত্তর: (খ) ক্যালসিয়াম


১৫। অস্থির ভিতর শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে? [ব.বো.২০১৫]
(ক) ৭০
(খ) ৬০
(গ) ৫০
(ঘ) ৪০
সঠিক উত্তর: (খ) ৬০


১৬। ঐচ্ছিক পেশিটিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? [রা.বো.২০১৫]
(ক) দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে
(খ) কোষগুলো মাকু আকৃতির
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক আছে
(ঘ) প্রধানত অভ্যন্তরীণ অংগ সঞ্চালনে অংশ নেয়
সঠিক উত্তর: (ক) দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে


১৭। তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? [দি.বো.২০১৫]
(ক) নরম ও স্থিতিস্থাপক বলে
(খ) নরম বলে
(গ) নরম ও স্থিতিস্থাপক নয় বলে
(ঘ) যোজক কলা বলে
সঠিক উত্তর: (ঘ) যোজক কলা বলে


১৮। কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? [চ.বো.২০১৫]
(ক) অস্থি
(খ) পেশি
(গ) লিগামেন্ট
(ঘ) টেনডন
সঠিক উত্তর: (ক) অস্থি


১৯। কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? [য.বো.২০১৫]
(ক) রেচনতন্ত্র
(খ) পেশিতন্ত্র
(গ) প্রজনন তন্ত্র
(ঘ) স্নায়ুতন্ত্র
সঠিক উত্তর: (ঘ) স্নায়ুতন্ত্র


২০। তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে। একে বলে-
(ক) ল্যাকিউনি
(খ) কণ্ড্রিওব্লাস্ট
(গ) পেরিকন্ড্রিয়াম
(ঘ) ফাইব্রোব্লাস্ট
সঠিক উত্তর: (গ) পেরিকন্ড্রিয়াম


২১। আথ্রাইটিসের লক্ষণ কোনটি?
(ক) অস্থিতে ব্যাথা হয়
(খ) অস্থিসন্ধিগুলো শক্ত হয় না
(গ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
(ঘ) গিট ফুলে যায়
সঠিক উত্তর: (ঘ) গিট ফুলে যায়


২২। যে স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে কী বলে?
(ক) লিগামেন্ট
(খ) টেনডন
(গ) পেরিটেন্ডিয়াম
(ঘ) পেরিকন্ড্রিয়াম
সঠিক উত্তর: (ক) লিগামেন্ট



(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন



১। টেনডনের টিস্যু হচ্ছে-
i. সাদা বর্ণের ও উজ্জ্বল
ii. শাখাবিহীন ও তরঙ্গিত
iii. তন্তুময় ও গুচ্ছাকার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii



(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :


উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
৬০ বছরে রহিমা বেগম হাত পায়ের ব্যথার জন্য তেমন কাজ করতে পারেন না।চিকিৎসক বলেছেন, তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরেসিস রোগ হয়েছে।

১। রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি?
(ক) অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া
(খ) অস্থি ভঙ্গুর হয়ে যায়
(গ) কোমরে ব্যথা অনুভব করে
(ঘ) পেশি শক্তি বাড়তে থাকা
সঠিক উত্তর: (খ) অস্থি ভঙ্গুর হয়ে যায়


২। রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় হচ্ছে-
i. রাফেজযুক্ত খাবার খাওয়া
ii. অলসময় জীবন পরিহার করা
iii. ভিটামিন ডি যুক্ত খাদ্য কম খাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii